নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমারেই চিনি না...চিনিবার জন্য ঘুরছি--- দ্বারে দ্বারে---

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

মুনসী১৬১২

অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন

মুনসী১৬১২ › বিস্তারিত পোস্টঃ

আমার বোনের কপাল জুড়ে সোনা ধানের তিলক আছে

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫





কুয়াশাচ্ছন্ন সবুজ তোমার চারপাশ ঘিরে শ্মশান বাতাস। একতারা দোতারার পথে আজ এ কোন শঙ্ক ধ্বনি।



হই রই রব তুলে আসে ওই কে রে? ওরা কারা ?



ও দেহ তো লাঙল টানার নয়। চাকা ঘোরানো, জাল বুনানো তাঁতের হাত কই?



ঝলসানো এ হাত আমার ভাইয়ের নয়। আঁচল বাধা রোদ্র হারা এ মুখ আমার বোনের নয়।

আমার ভাইয়ের বুক পকেটে রক্ত জবার চিঠি ছিল। হাতের মুঠোয় স্বপন আঁকা দূর আকাশের ঘুড়ি ছিল।



আমার বোনের কপাল জুড়ে সোনা ধানের তিলক আছে। সারা গায়ে ধুলো মাখা পলি মাটির সুবাস আছে।



আমি একটি সবুজ মিছিলের স্বপ্ন নিয়ে আজো হেঁটে চলি পদ্ম যমুনার তীর ধরে, রাঙা গাঁয়ের পথে পথে।



একদিন শালিকের ডানায়, দোয়েলের চোখে বিশাখা নক্ষত্রের আগমন রেখা উঠবে ভেসে।



একান্ত উঠোনে তখন বিন্নি ধানের খই নিয়ে কোনো অজানা নবীনা হাতের রুমালে অনাগত বাসরের নকশা তুলবে।



এসব শব্দের মায়া । বর্তমানের রুদ্ধশ্বাসের নাটিকায় বড় বেমানান।

তবুও বাউল হৃদয় উচাটন হতে চায় সমতট হরিকেলের এই নিভারণ অরণ্যনিমায়, সাগর বিথিকায়।



সবুজ তুমি আবির সূর্যের আদর নিয়ে মিশে থাকো গাঙ্গেয় বাহিকায়। একাত্তরের মহিমায়।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

রাজা খায় গাজা বলেছেন: +

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগা

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০০

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬

মুনসী১৬১২ বলেছেন: অনেক ধন্যবাদ রইল

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭

সাদমান সাদিক বলেছেন: ভাল লিখেছেন

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

মুনসী১৬১২ বলেছেন: :)

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগলো....

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

মুনসী১৬১২ বলেছেন: :)

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লিখেছেন !

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২১

মশিকুর বলেছেন:
আসলেই এখন বড় বেমানান।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ লিখেছেন।

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

৯| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার!!
ভাললাগা রেখে গেলাম।

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

১০| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল কবিতা।

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

১১| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

সমুদ্র কন্যা বলেছেন: চমৎকার!

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

১২| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন লিখেছেন!!

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.