নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমারেই চিনি না...চিনিবার জন্য ঘুরছি--- দ্বারে দ্বারে---

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

মুনসী১৬১২

অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন

মুনসী১৬১২ › বিস্তারিত পোস্টঃ

আপুরা, ভাইয়াদের বেশি করে ডিম ভাজি খাওয়ান.. :P

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩



বেশি করে ডিম খান.. বিশ্বস্ত থাকুন :P



কারণ...

নেদারল্যান্ডসের গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, তাঁরা ডিমের মধ্যে এমন এক ধরনের যৌগিক পদার্থের সন্ধান পেয়েছেন যা সঙ্গীর প্রতি বিশ্বাসযোগ্যতার অনুভূতি বাড়াতে কাজ করে। গবেষকেরা এ যৌগের নাম দিয়েছেন ‘ট্রাইপটোফ্যান’। গবেষকেরা বলছেন, ডিম ছাড়াও এ যৌগটি চকলেট, মাংস, কলা, বাদাম, টুনা মাছ, টার্কিতেও বিদ্যমান রয়েছে



খবর সূত্র

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাই, আপনি বোধহয় tryptophan নিয়ে লিখেছেন /:)

tryptophan হচ্ছে জরুরিতম অ্যামিনো এসিড এর একটি।

এর অনেক ফাংশন। তবে সারকথা হচ্ছে এটি শরীরের সব বিক্রিয়া (metabolism) উদ্যমের সাথে সম্পন্ন করে করতে সাহায্য করতে কাজে লাগে।

এর লাভ হচ্ছে এতে শরীর প্রফুল্য থাকে। শরীর প্রফুল্য তো খাবার হজম, ঘুম সব ভালো তো হবেই। আর তাতে মানুষের মনও ধীরস্থির হয়। হতাশা, উদ্বিগ্নতা, টেনশন কমে যায়। কথায় আছে না, স্বাস্থ্যই সকল সুখের মূল ;)

উম ম ম, কিন্তু এর সাথে প্রেম ভালবাসা তৈরির সম্পর্ক কি? ও হ্যাঁ, মনে পড়েছে। tryptophan হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটার এর একটি চাবি। সোজা বাংলায় নার্ভের কিছু কাজের চাবি। এটি নার্ভ চালু রাখতে লাগে।

জীবন সঙ্গীর মন প্রফুল্য, নার্ভও হোল স্ট্রং, মস্তিষ্কও চালু, আর কি চাই ;)

এটাই বোধহয় ডিম, tryptophan আর প্রেমের সম্পর্ক। অনেক আগে পড়েছিলাম। যা বললাম সব ঠিক বললাম কিনা God knows better.

থ্যাঙ্কস ব্রো, ফর আ নাইস পোস্ট :)

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

মুনসী১৬১২ বলেছেন: হয়ত :)

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
ও হ্যাঁ, শরীর মন যদি প্রফুল্য হয় আর সাথে থাকে প্রেম, বিশ্বাসযোগ্যতা তো তৈরি হবেই। আপনাকে আবারো ধন্যবাদ :)

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

মুনসী১৬১২ বলেছেন: ;)

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এত্ত সহজ বিশ্বস্ত রাখা ! :!>

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

মুনসী১৬১২ বলেছেন: ;)

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২

এহসান সাবির বলেছেন: ডিম ভাজি ভালো লাগে

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

মুনসী১৬১২ বলেছেন: ;)

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

সমুদ্র কন্যা বলেছেন: কত ডিম ভাজি আর পোচ করে খাওয়ালাম! /:)

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

মুনসী১৬১২ বলেছেন: ;)

৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

মশিকুর বলেছেন:
ভাজির চেয়েতো মনেহয় সিদ্ধই ভাল। তেলে যদি ভেজাল থাকে??? বিশ্বাস কই গিয়ে থেকবে ভেবে দেখেছেন???

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

মুনসী১৬১২ বলেছেন: ;)

৭| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

শায়মা বলেছেন: হায় হায় আমাকে দেখি রোজ রোজ ডিমভাজি, ডিমভর্তা, ডিমের হালুয়া, ডিমের কেক, ডিম্বডিমাডিম সব খেতে হবে যেন আরও আরও বিশ্বাস করতে পারি।:)


ভাইয়া কেমন আছো? আজকাল আর দেখাই যায়না কেনো তোমাকে!!!!

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মুনসী১৬১২ বলেছেন: এইতো আপু আছি ভালো। থাকি কিন্তু ব্লগ পড়া হয় কম।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

শেরজা তপন বলেছেন: যেইগুলা মুলত ডাক্তার খাইতে নিষেধ করে সেইগুলাতো আপনার ওই ‘ট্রাইপটোফ্যান’যৌগ বেশী বেশী আছে... :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.