![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন
একটা আকাশ চাই নির্ভরতার
একটু বাতাস চাই স্বকীয়তার
যেমন ইচ্ছে ওড়া ঘুড়ির স্বাধীনতা
ঘুড়ির তোমার নাটাই আছে
নাড়ির মতো টান
আমার একটা মায়া আছে
অদ্ভুদ অভিমান
আজ কোনো মান নয়
সময় কবিতার
রক্ত রক্ত খেলা
শব্দ বালিকার
উড়ছে তারা বিধাতার ঔদ্ধ্যতায়
আরো উঠিতে চায় কিঞ্চিৎ স্বাধীনতায়
ভুলে গেছে ফেলে আসা মৃত্তিকা ঘ্রাণ
ভুলে যেতে চায় নাটাইয়ের টান
একদিন নামবে জমিনের পরে
হোক তা হাজারো নক্ষত্র পরে
মনে রেখো পালক উড়বার আগে।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২
সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা!
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
মুনসী১৬১২ বলেছেন: ভালো আছেন কবি?
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
শায়মা বলেছেন: সুন্দর আর অনেক ভালো লাগা ভাইয়া!!!!!!!!!
কবিতা লেখা কমে গেছে কেনো ভাইয়ামনি???
এখন কি অনেক বিজি????
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মুনসী১৬১২ বলেছেন: আগে রাত জাগা হতো । এখন বেশি রাত জাগতে পারি না.. তাই লিখা একটু কম হয়.... গত কয়েক মাসে বাসায় নেটও ছিল কম
.. তাই
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
মুনসী১৬১২ বলেছেন:
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভাল হয়েছে। আপনাকে আগের মত পাওয়া যাচ্ছে না আর।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
মুনসী১৬১২ বলেছেন: একটু কম আসছি এই আরকি
৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
এহসান সাবির বলেছেন: দারুন।
নতুন বছরের শুভেচ্ছা!
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০
মুনসী১৬১২ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫
বটবৃক্ষ~ বলেছেন:
সুন্দর!!