নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমারেই চিনি না...চিনিবার জন্য ঘুরছি--- দ্বারে দ্বারে---

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

মুনসী১৬১২

অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন

মুনসী১৬১২ › বিস্তারিত পোস্টঃ

জোনাকেরা হারিয়ে গেছে অমাবস্যার কোলে

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩২

ক্রমশ বাড়ছে রাত। শীতল দীর্ঘ রাত। নির্মম আধাঁর আরও ঘনভিূত হয়, জমতে থাকে মোড়ে মোড়ে, অলিতে-গলিতে। দেহাতি নগর তলিয়ে যায় ভীষন অতলান্তে।

নিসঙ্গ তাল গাছার পাতায় ঝুলতে থাকে বেহুলা বাতাস। জোনাকেরা হারিয়ে গেছে অমাবস্যার কোলে। কোনো কালপুরুষ ছিল না তখন দিগন্তের আকাশে।



বিক্ষিপ্তিতা..

গোধূলির আগেও কি জমাট স্বপনই না ছিল প্রতিটি দ্বারে !

ভেবেছিল, প্রদিপ জ্বলবে জানালা জুড়ে । উঠোনের কোণে কোণে হবে মালতি উৎসব। কিশোরী আলো ঘুঙুর হবে আলতা পায়ে। বাউলের সুরে সুরে জোছনা নাচবে বধূর আঁচলে।



সন্ধ্যার বিরতিতে উদ্ধত ঈষাণ। কাপালিক ক্ষিপ্রতায় নিভিয়ে দিয়ে যায় উন্মোলিত মশাল। রুধিত কুটিরে প্রশ্বাস ফেলে অভিশপ্ত আর্যতা।



শুধু নিশাচর আমি স্মৃতির পথ ধরে নিয়ন স্বরে গেয়ে যাই শালুকের গান।



মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫২

আহসান জামান বলেছেন:
চমৎকার অনুভূতি, পাঠ্যসুখ। ভালো থাকবেন কবি।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

আমি অথবা অন্য কেউ বলেছেন: Nice words. like

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

মুনসী১৬১২ বলেছেন: স্বাগতম আমার ব্লগে...

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: মুনসী১৬১২ ,



ক্রমশ বাড়ে রাত। শুধু নিশাচর কেউ শালুকের গান গায়। বেশ সুন্দর ।

কিন্তু ........ যেখানে নির্মম আধাঁর আরও ঘনভিূত হয়, জমতে থাকে মোড়ে মোড়ে, অলিতে-গলিতে। দেহাতি নগর তলিয়ে যায় ভীষন অতলান্তে। সেখানে দ্বাদশী চাঁদ (যেখানে জোনাকীরা হারিয়ে যায় ) ? একটু খটকা লাগলো ।

ভুল বুঝবেন না । নিশাচর বলেই হয়তো আঁধার রাতে কি থেকে কি দেখেছেন .........

অনেকদিন পর দেখলুম । শুভেচ্ছান্তে ।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

মুনসী১৬১২ বলেছেন: অনেক দিন পর বসায় সেভাবে খেয়াল রাখতে পারিনি... আসলে শুক্লা দ্বাদশী থেকে শব্দ টা মাথায় ঘুরছিল.....ধন্যবাদ এমন মনযোগী পাঠের জন্য.... প্রিয় কবি

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

নিলু বলেছেন: লিখে যান

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার অনুভূতি । +++

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

মুনসী১৬১২ বলেছেন: স্বাগতম আমার ব্লগে..

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

মুনসী১৬১২ বলেছেন: কেমন আছেন.....

৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা + অনেকদিন পরে লিখলেন । কেমন আছেন?

হ্যাপ্পি নিউ ইয়ার !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.