![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন
শরতে কিছু শব্দ কুড়িয়ে ফিরেছিলাম। শিশিরভেজা সতেজ শব্দ। মালা গাঁথবো বলে। তোমার অমিত্রাক্ষরের চুলের মতো। হায় সময়। ভুলিয়ে দেয় রুটিন ভালোবাসা। কর্পোরেট ক্যানভাসে লিখা থাকে শুধু হিসেবের খতিয়ান। শহরে এখন প্রেমের মিছিল হয় না। দেয়ালে দেয়ালে মজনুরা লিখে না ভালোবাসার স্লোগান। তবু আমরা দু হাতে বাদাম খুটে পার করি একটি পুরো বিকেল কার্তিকের বাতাসে। দিপালী, বিষন্ন গোধূলীটুকু কত রঙিন দ্যাখো পূবের আকাশে। একদিন নক্ষত্রের আলোতে ঠিক বুনে ফেলবো একটা বুনো রাত। আগামী ফাগুনে এসো কিন্তু, শালিকের ডানায় খানিক রোদ নিয়ে। জোছনা বিছানো বাসরে বসে ফেলে আসা পথের গল্প শোনাবো-তোমাকে, একান্তে।
২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৬
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৭
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০১
কালীদাস বলেছেন: হেই! কি খবর?
লেখাটা চমৎকার, আগের মতই।
২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৮
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ, আমি ভালো, আপনি?
৪| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:১৭
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!!!!!!
দেখা দাও তাইলে মাঝে মাঝে!!!!
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ সুন্দর --- অতি সুন্দর