![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কত মুখ বুঝিয়া থাকিব! জন্ম লগ্ন থকে আজ পর্যন্ত একটি মাত্র সূচনা পোষ্ট আর জিরো কমেন্ট। মগ্ন কবি যেমন দূর দিগন্তে অবিরাম চেয়ে চেয়ে ধ্যান মগ্ন থাকে তেমনি ব্লগের পাতায় পাতায় দৃষ্টি নিবন্ধ করিয়া রাখিয়াছিলাম। মুখ খুলিনি, হাত চালাইনি, নিরবে সব সহিয়াছি। আর না…!
না, শাহাবাগের গগন বিদারী প্রতিবাদের ধ্বনি আমাকে জাগিয়ে তোলেনি, তোলেছে ব্লগ আর ফেইসবুকের কিছু বিপথগ্রস্ত আগাছা! শাহ্বাগ জ্বলিতেছে শ্লোগানে শ্লোগানে আর ওদের জ্বলছে অন্তর। শালা হারামীর দল, যা না পাকিস্তানে গিয়া মর। লজ্জা করে না নিজের বায়োডাটাতে "জাতীয়তাঃ বাংলাদেশী" লিখতে? থু!
ওরে শাহ্বাগে তোদের শুধু মেয়েদের চোখে পরলো; ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে সব বয়সের মানুষ কি তদের চোখে পরে না? বলদের দল, এটুকু মগজও কি নাই, হাজার হাজার জনতা আর ক্যামেরার সামনে যে বেহায়াপনা হয় না। ওরে ডাস্টবিনের কীত, মুক্তিযোদ্ধে কি শুধু পুরুষরাই যুদ্ধ করেছিল, স্বাধীন বাংলার ইতিহাসে শত শত বিরঙ্গনাদের ইতিহাস কি তোদের জানা নাই? নাকি সবাইকে তোরা … বলবি? তোরা তো বলবিই তোরা যে রাজাকার আর পাকিদের পবিত্র বির্যে জন্ম নেয়া বীর সেনানি!
হারামীরা, এদিকে ধর্ম গেল জাত গেল বলে বলে ব্লগ-ফেইসবুক ফাটিয়ে ফেলছ, ঈমানে বুকে হাত রাইখা কও দিনি মনিটরের পর্দায় তোদের লাল-নীল ছবি ভাসেনা। হাসি পায় যখন সেই তোরা রগরগে ছবি পোষ্ট মারিয়া লাইক ভিক্ষা করিস! ১৮ প্লাস দেখলেই চোখ বড় হইয়া যায়, মুখ দিয়া লালা ঝরে। X# ( লুইচ্যার দল তখন তোদের ঈমান-ধর্ম কোথায় থাকে? আজ যখন নারী-পুরুষ এক কাতারে দাঁড়িয়ে "কাদের মোল্লার ফাসি চাই" এক দারীতে মাঠে নামছে তখন তোদের তলদেশে খুজলী হচ্ছে? যা পাকিস্তান যা, হীনা রাব্বানী যতন কইরা চুলকায়ে দিব নে।
এবার ক্ষান্ত দে, "Miles to go before.." WE "..Sleep".
আসুন, এখনো দেরী হয় নাই, আবার তোরা মানুষ হ।
(বিঃদ্রঃ বানান ও ভাষাগত ভূলত্রুটি মার্জনা করবেন। ধন্যবাদ)
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২
মূর্ধন্য বলেছেন: মাঝে মাঝে মনে হয় দেশ একদিন পাকিস্তানের মতো হয়ে যাবে! ধর্মীয় রাজনীতি, উগ্রতা, সন্ত্রাস, ছাগু, ভাদা.।.।.।.।.।.। কিন্তু তারুণ্যের জাগরণ সব মনে হওয়াকে ধুলিস্যাৎ করে দিলো
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০
মুনতাসীর রোমান বলেছেন: হাতে গোনা রাজাকারদের অনলাইনে প্রতিহত করতে হবে যেখানে তাদের ম্যা ম্যা সেখানেই রিপোর্ট । তাদের সোনা ব্লগে সীমাবদ্ধ রেখে সোনা ব্লগ বর্জন করতে হবে । মহাসমাবেশে এই শপথ নেয়া হয়েছে ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০
মূর্ধন্য বলেছেন: সামুর কিংবা অন্য সকল ব্লগের মডারেশন এ কদিন আর একটু কষ্ট করে আর একটু বেশি সময় ব্লগ এ চোখ রাখলে কোন ব্যপারই না।
জানি মডারেশন কত কষ্টের কাজ, তবু দাবী আদায় না হওয়া পর্যন্ত এটুকু অবশ্যই চাইতে পারি।
হু মাইংকার চিপায় পইড়া এবার এদিক ওদিক খোচা দিতাছে।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যি কথা বলতে কি, আমি আন্দোলনটাকে ভীষণ পজিটিভলি দেখছি। কিন্তু বাস্তবতা ভিন্ন। ভয় হয়, দাবী আদায় যদি হয়েও যায় প্রকৃত অর্থে বাংলাদেশের রাজনীতিতে এই আন্দোলনের তেমন কোন প্রভাব পড়বেনা। ঘুরে ফিরে সামনের নির্বাচনে আবারও সেই দুই মাহিলা। বিরক্তিকর একটা ব্যাপার। কিন্তু দারিদ্রের দুষ্ট চক্রের মতো ঘুরতে থাকা এই অবস্থার অবসান কবে হবে? পরিবারতন্ত্র থেকে বের হয়ে শেষ পর্যন্ত প্রকৃত গণতন্ত্র কি ফিরে আসবে? তরুনের এই গণজাগরণের শেষ অর্জনটা কি? কেবলই কি শুধু কাদের মোল্লার ফাঁসি?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
মূর্ধন্য বলেছেন: আপনার সাথে একমত। একটা বড় ধরনের পরিবর্তন দরকার, দরকার নতুন মুখ নতুন নেতৃত্বের। বিকল্প তথা তৃতীয় শক্তির এখন খুবই দরকার।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
htusar বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: পুরোপুরি একমত। এইসব ধর্মান্ধ আগাছায় দেশ ভরে গেছে।