![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূত্রমতে মিশরের ক্যাবল লাইনে ইসরায়েলের ২৭ টি চ্যানেল প্রচারিত হয়! মিশরেও নিশ্চয় আমাদের চুতিয়া বুদ্ধিজীবিদের মতো একদল শয়তান আছে যারা নিজেদের ''মিশরীয়'' না বলে ''আরব'' বলতে ভালোবাসে। আর ইসরায়েল ও আরবের অন্তর্ভূক্ত।
আমরাও শৈশব থেকে ভারতীয় সাংস্কৃতিক আবহে গড়ে উঠছি। ছোট থেকেই ''বাঙ্গালিয়ানা'' বলে আমাদের শিশুদেরকে ভারতীয় সংস্কৃতি গেলানো হচ্ছে। এরা বড় হবার পর চাইলেও সেই থার্ডক্লাস সিরিয়াল কিংবা সিনেমার মোহ কাটিয়ে উঠতে পারেনা। সিরিয়ালের কূটনামী,অবাধ মিলন ও হিন্দুয়ানী সংস্কৃতি দেখে তাদের মধ্যে মুঘ্ধতার সৃষ্টি হয়। তারা নিজেরাও সেভাবে চলতে চেষ্টা করে। মেয়েরা মেয়েরা আড্ডা দেবার বিশাল সময় কোন সিরিয়ালের কে কার সাথে পালিয়েছে এসব বিষয়ে আলোচনা চলতে থাকে…ছেলেরা আলোচনা করে সালমানেরা কোন ছবিতে কার সাথে কি করে এসব নিয়ে। উপরন্তু ভারতীয় ছবি ও সিরিয়ালে মুসলিমদেরকে বিশ্বের সন্ত্রাসী গোষ্টি এবং হিন্দুদেরকে বিশ্বের সবচেয়ে শান্তিকামী বলে উপস্থাপন করা হয়। এভাবে একজন বাড়ন্ত বালক/বালিকার মনে সেক্যুলারিজমের এবং ইসলামবিদ্ধেষীতার বীজ বপন করা হয়। এরাই বড় হয়ে তথাকথিত সুশীল,নারীবাদী,প্রগতিশীল আর তথাকথিত মুক্তমনায় পরিণত হয়।
আমি আগে এই আশঙ্কা অনেকবার প্রকাশ করেছি যে,যদি কখনো ভারত-বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে এরাই ভারতের পক্ষ হয়ে যুদ্ধ করবে,পথ দেখিয়ে ভারতীয় সেনাদেরকে নিয়ে আসবে।
একজন মানুষকে গুলি ধরে ব্রেইন ওয়াশ করা যায়না,কিন্তু এসব নাটক-সিনেমা বা অন্যান্য অনুষ্ঠান হলো এমন এক মাধ্যম যা অর্ধচেতনভানে মানুষের ধ্যানধারণা পাল্টে দেয়।
আমি জানিনা আমার এই দাবী পূরণ হতে কতো দূর…তবু আবার বলছি,ভবিষ্যতেও বলবো ''বাংলাদেশে ভারতীয় সিনেমা/সিরিয়ালের চ্যানেলসমূহ বন্ধ করা হোক''
কৃতজ্ঞতা: জঙ্গীবিমান আপগ্রেডেড ভার্সন
২| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১১
রিমন রনবীর বলেছেন: আপনার বাসায় কি ইন্ডিয়ান চ্যানেল চলে না? যদি চলে তাহলে এত বড়বড় কথা বলার আগে একবার ভেবে দেখুন।
আমি নিজেই কুটোনামী চ্যানেলগুলোর জ্বালায় অস্থির হয়ে গেছি।
আর মিসর নিয়র আপনার না ভাবলেও চলবে।ওটা আপনার দেশ না। নিজের দেশে কি করে ইন্ডিয়ান সাংস্কৃতিক আগ্রাসন থামানো যায় সেটা নিয়ে ভাবুন। সর্বপ্রথম নিজের বাসা থেকেই শুরু করুন।
৩| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
ননদালীনাজ বলেছেন: নিজের দেশে কি করে ইন্ডিয়ান সাংস্কৃতিক আগ্রাসন থামানো যায় সেটা নিয়ে ভাবুন আশপাশের সবাইকে সজাগ করুন। সর্বপ্রথম নিজের বাসা থেকেই শুরু করুন।
সহমত
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬
জাহাজ ব্যাপারী বলেছেন: “যদি কখনো ভারত-বাংলাদেশ যুদ্ধ লাগে ………..” এমনটা ভাবারও দরকার নেই।
সম্ভাব্য সবদিক দিয়েই ইন্ডিয়ার সবচেয়ে সহজ শিকার বাংলাদেশ।