![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ইউথাইরয়েড ব্লগ। হাইপো/হাইপারথাইরয়েডরা নিজ দায়িত্বে বিচরন করবেন।
কয়েকটা চড়ুই জানালায় বাসা বানানোর ধান্দায় খুব বিরক্ত করছিল। প্রতিদিন খড়কুটো এনে জমায়। দক্ষিন আর পশ্চিমের বারান্দায় দুটো দইয়ের হাড়ি বেধে দিয়েছিলাম। একটা শিকো বেধে আরেকটা গ্রিলের সাথে। এরপর বেশ কয়েক জোড়া চড়ুই দক্ষিনের বারান্দাটাকে ম্যাটার্নিটি ক্লিনিক বানিয়ে ফেলল!! কিন্তু বিপত্তি ঘটল পশ্চিমের বারান্দায়! এক জোড়া শালিক দম্পতি ডিম পাড়লো। ছানা পোনা বড় হতে দেখা গেল পক্ষিকুলের শেয়াল মশাই (কোকিল) তাদের ছানা সারোগেট মাদার দ্বারা বড় করছে!! দেখতে দেখতে কোকিল ছানা আকৃতিতে শালিকের চাইতেও বড় হয়ে গেল! কিন্তু বোকা শালিক তাও তাদের প্রতিদিন মুখে তুলে খাওয়ায়!! এরপর ছানা দুটো একটি একটি করে উড়ে গেল। কিন্তু সেই শালিক দম্পতি আজো বারান্দায় আসে। তাদের ঘরখানা সম্প্রতি নাজুক অবস্থায়!! আর দক্ষিনের বারান্দার পর, পূর্ব দিকের জানালায় বেশ কিছু চড়ুই আবার খড়কুটো জমাচ্ছে। অনেক দিন পর আমার হাতে অবসর। শালিকের বাসাটাকে দড়ি দিয়ে শক্ত করে বেধে দিলাম আর আরো দুটো নতুন বাসা (গ্যালন) বেধে দিলাম!! আমার পক্ষীশালার পরিধি বৃদ্ধি পাচ্ছে!! আশা করি খুব শীঘ্রই আরো দুটো দম্পতি তাদের নতুন এপার্টমেন্টে উঠে যাবে আর শালিক দম্পতি এবার তাদের নিজেদের ছানা বড় করবে!!
১২ ই মার্চ, ২০১৪ রাত ২:০৯
মরফিন বলেছেন: ভাই, আমার এইটা বড়বেলার স্মৃতি। :/
২| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০৫
উদাস কিশোর বলেছেন: বেশ ভালো লাগলো ।
শুভ কামনা
১২ ই মার্চ, ২০১৪ রাত ২:১০
মরফিন বলেছেন: ধন্যবাদ!!
৩| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪২
ভিটামিন সি বলেছেন: বাড়ুক। বাড়তে বাড়তে আপনারে এপার্টমেন্ট থেকে নিচে ফেলে দিয়ে আপনার ঘর দখল করুক। গনতন্ত্র বলে কথা।
১২ ই মার্চ, ২০১৪ রাত ২:১০
মরফিন বলেছেন: অবশ্যই!! ভিটামিন সি বলে কথা!!
৪| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
আমিনুর রহমান বলেছেন:
বাহ ! দারুন তো !
১২ ই মার্চ, ২০১৪ রাত ২:১১
মরফিন বলেছেন: আসলেই তাই!! বেশ লাগে!!
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৭
নিয়েল হিমু বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম । ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল