নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসাম সালা

অসাম সালা › বিস্তারিত পোস্টঃ

ছবিতে গান আর তার ব্যাবহার , অতপর আমি হতাশ

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

একসময় হিন্দি মুভি আর গানের ছিলাম অন্ধ ভক্ত । এখন ও মাঝে মাঝে দেখি। তবে গানের কথাটা বলব কারন গানের আমি অন্ধ ভক্ত । হিন্দি মুভি তে একসময় গজল ছিল অপরিহার্য । মুভি তে গজল শুনতে শুন্তেই জাগজিত সিং হয়ে উঠল আমার অতিব প্রিয় একজন শিল্পী । মুভি তার গযলের ব্যাবহার আমাকে এখনও তাড়ীয়ে বেড়ায় । তুম বিন মুভি তে কই ফারিয়াদ, সারফারশ মুভি তে হোশ ওয়ালকো বেখাবার কেয়া , অথবা চিট্টি না কই সান্দেস গজল গুলা আমি এখনও চরম মিস করি । যদি মেলোডির কথা বলি , কুমার সানু আর উদিত নারায়ণ এঁর কালজয়ি সব গান .................. বর্তমানের কোন গানের সাথে তুলনা করা যায় ? আশিকি মুভি'র সেই মন ভুলানো গান মে দুনিয়া ভুলা দুঙ্গি ... শুনলে এখনও চিত্ত হরন হয় । তেমনি ভাবে গানের কি নিদারুন ব্যাবহারই না ছিল আমাদের বাংলা ছবি তে । শরলিপি ছবির সেই গান গুলু অথবা কাঁচের দেওয়াল ছবির গান এমন কি আলোর মিছিল ছবির সেই ভুবন ভুলানো এই পৃথিবীর পরে গান গুলা হারিয়েই গেল । এমন মাস্টার পিস গান আর গানের কথা সুর কোনটাই বাংলা ছবি তে পাইনা অথবা পাচ্ছিনা । জানিনা সামনে আর কি আছে আমাদের জন্য । কিয়ামত থেকে কিয়ামত ছবি তে ও গানের ব্যাবহার ছিল ছবির সংলাপ আর ঘটনার প্রয়োজনে । কিন্তু এখন ঘটনার সাথে গানের প্রয়োজন কোনটার হিসেবই মিলছেনা । অটো টিউন করে মুভিতে বেসুরু গলার কি শুন্দর সুর আর গান আনার চেষ্টা । কিছু গান দুএকদিন খুব ভাল লাগে কিন্তু কদিন পর তেক্ত বিরক্ত হয়ে ফেলে দিতে হয় । হয়ত পুরনো দিনের গান গুলু বেশি শ্রম দিয়ে গড়া তাই গান শুনে চিত্ত ও কেপে উটত । আর এখন কিছু গান শুনলে ইচ্ছে করে রাগে নিজের চুল নিজেই ছিঁড়ি ।যাই হওক আমরা যাহা পাচ্ছি তাহাই হজম করছি । বাঙ্গালির আবার হজম শক্তি ভয়ংকর পর্যায়ের । হারিয়ে যাওয়ার দিনে আমরা শুধু হারিয়েই যাচ্ছি । তবে মাঝে আমাদের মুভি খুব খারাপ ছিল । দু একজন শিল্পী সেই অবস্থা এই শিল্প করে বাচাতে এগিয়ে এল জাদের মধ্যে হাবিব ওয়াহিদ একজন বলে মনে করি । সে অনেক নতুন শিল্পির সাথে পরিচয় করাল বাংলা মুভি তে । তাই তাকে সাধুবাদ দিতেই হবে ।

আমরা সবাই আমাদের গানের আর চলচ্চিত্রের সুদিনের অপেক্ষায় ।



খুব কম জানি তাই আমার লেখার ভুল গুলুর জন্য ক্ষমা চাচ্ছি আমার সব মুভি খেকো ভাই বোন আর বন্ধু থেকে । বন্ধু দিবসের শুভেচ্ছা সবাইকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.