![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরব রাত বাঁকা চাঁদ
নিষ্ঠুর হাসি সবই থাক,
জীবন নদীর প্রবল স্রোতে
চাওয়া পাওয়া ভেসে যাক।
ফল হবেনা হিসেব কষে
ফিরবেই ঘরে একলা পাখি,
সেও হয়ত দিবে ফাঁকি
অসীম সুন্দর অন্ধকারকে ভালবেসে।
ঘাসের বুকে শিশির বিন্দু
থাকেনা আর সূর্য এলে,
হাওয়ায় হারায় নি:শেষ হয়ে
বুকে নিয়ে বিষাদ সিন্ধু।
কেউ দেখে না কেমন করে
অনল ছাড়াই হৃদয় পোড়ে,
নিরবে মন যাত্রা করে
প্রেম বিলাসী...
©somewhere in net ltd.