নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মনেের সব কথা জানাতে চাই

মোরশেদ রানা

আমি নিজে নিজেকে চিনি না

মোরশেদ রানা › বিস্তারিত পোস্টঃ

হিসেব রাকি না

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:০৩

আমি তো হিসেব রাখি নি, কতো দিন হলো তুমি নেই পাশে
নিজের ছায়াই যেন প্রশ্ন করে অন্ধকার ঘরে মোমের আলোয়
জেনো তবুও, তুমি আছো আমার প্রতিটি নি:সঙ্গতার প্রহরে
নিঃশ্বাসে মিশে যাওয়া তোমার স্মৃতি বুকে কষ্টের পাথর জমায়।

হিসেব করে কি আর বেঁচে থাকা যায়, যখন তুমি আমার সব
তুমি নেই ভাবি না আমি, এটাই আমার একলা চলার পথ
মানুষ ভাবছে ভুলে গেছি তোমায়, এতো বোকা মানুষই হয়
তোমাকে রেখেছি খুব যতনে আড়াল করে, আমি শুধু তুমিময়।

একদিন বেলা শেষে সব ফেলে দেখা হবে তোমার সাথে আমার
হিসেব নেই, বহু বছর পেরিয়ে গেল শুধু তোমায় দেখতে আবার
আর কোন বাধা নেই, নেই কোন ভয় তোমাকে হারিয়ে ফেলবার
তোমায় নিয়ে ঐ দূর নীলাকাশের তারাদের সাথে গড়ব সংসার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.