![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার অপেক্ষা রাখে না যে, বর্তমানে ব্লগিং বিশ্বব্যাপি একটি অত্যন্ত গ্রহণযোগ্য ও শক্তিশালী মাধ্যম। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এর জনপ্রিয়তা ক্রমবর্ধমান। তাই ব্লগিংকে এখন বিকল্প গণমাধ্যম বলা হয়।
বাংলা ভাষায় এখন অনেক ব্লগিং ওয়েবসাইট রয়েছে যার মধ্যে সামু অন্যতম। সাইটসমূহ ভিজিট করলে দেখা যায় যে কারো ব্লগ অনেক পাঠককে আকর্ষণ করতে পারে আর অনেকের ব্লগে ভিজিটর নেই বললেই চলে। এছাড়া দেখা যায় পেজে অনেক লেখাই আছে কিন্তু এসবের মধ্যে খুব কম সংখ্যক লেখাই আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এসবের পেছনে রয়েছে নানাবিধ কারণ। তারই কিছু বিষয় তুলে আনার চেষ্টা করব।
ব্লগ লিখতে হলে আপনাকে মোটামুটিভাবে যেসব বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে....
প্রথমত, আমাদের সচেতন হতে হবে বিষয়বস্তু নির্বাচনর ক্ষেত্রে। যেমন-
- সাম্প্রতিক আলোচিত সমালোচিত বিষয়
- তথ্য-প্রযু্ক্তি সংক্রান্ত
- খেলাধুলা বিষয়ক
- সমাজ-সংস্কৃতি
- ইতিহাস
- অনুপ্রেরণা যোগায় এমন ঘটনা/গল্প
- কোন ব্যাঙ্গাত্মক/রম্য রচনা (শিক্ষণীয়)
- কৌতুক
- কোন আকর্ষণীয় ভৌগোলিক বিষয় (ছবিসহ)
- চাকুরি/ অনলাইন আয় সংক্রান্ত
- নিজস্ব চিন্তা-চেতনা দিয়ে লেখা সৃজনশীল কোন কিছু
- কোন মুভি/ ডকুমেন্টারি সংক্রান্ত তথ্য
- ধর্মভিত্তিক লেখা (শিক্ষণীয়)
অথবা সৃষ্টিশীল যেকোন চিন্তাধারা থেকে লেখা কোন কিছু। তবে আমাদের খেয়াল রাখতে হবে তা যেন অবশ্যই কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত না হানে বা রাষ্ট্রবিরোধী কোন কিছু না হয়। অর্থাৎ লেখা হবে মার্জিত ও রুচিসম্পন্ন।
দ্বিতীয়ত, শব্দচয়ন ও উপস্থাপন যেন প্রাণবন্ত ও সহজবোধ্য হয়।
তৃতীয়ত, যেখানে ছবি/ভিডিও সংযোজনের প্রয়োজন তা যুক্ত করা।
চতুর্থত, নির্ভরযোগ্য তথ্য প্রদান করা। অর্থাৎ মনগড়া কোন ভুল তথ্য না দেয়া। পারলে তথ্যের উৎস উল্লেখ করা এবং অনুমিত কিছু হলে তাও উল্লেখ করা।
পঞ্চমত, ভালো একটি শিরোনাম ঠিক করা।
ষষ্ঠত, পাঠক যেন ব্লগ পড়ে শিরোনামের সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্য পায় তা নিশ্চিত করা।
সপ্তমত, অন্যের লেখা বা সংবাদ সরাসরি কপি-পেস্ট না মারা। এটা এক ধরনের অন্যায় কাজ।
অষ্টমত, আপত্তিকর ছবি/ভিডিও/লেখা না দেয়া।
নবমত, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে কোন কিছু লেখা( যেমন-কমেন্টের ক্ষেত্রে)।
দশমত, লেখার মধ্যে ধারাবাহিকতা থাকা। একটি অংশ যেন আরেকটি অংশ থেকে বিচ্ছিন্ন না মনে হয়।
এছাড়া যেকোন প্রাসঙ্গিক বিষয় যেটি আপনার লেখার সাথে চলে আসে তার যুক্তিসিদ্ধ উপস্থাপনা।
এসব বিষয়সমূহ যদি সঠিকভাবে আমরা অনুসরণ করতে পারি তাহলে ধীরে আমাদের লেখার মানেরও উন্নতি ঘটবে একথা বলার অপেক্ষা রাখে না। (উল্লেখ্য, আমার নিজের লেখাও তেমন ভালো না। )
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯
মামুন রশিদ বলেছেন: ভালো লিখেছেন ।