নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষন্নতায় ভরা নিঃশ্বাস

বিষন্ন পথিক

জীবন সুখের স্পেসিফিকেশনটা জানলেও ডিজাইনটা করতে পারলাম না....

বিষন্ন পথিক › বিস্তারিত পোস্টঃ

ইলেকশান ইন্জিনিয়ারিং পড়তে চাই ;)

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

এরশাদ, খালেদার পর হাসিনা এবার প্রতিভা দেখালেন, প্রকৌশলী না হয়েও যেভাবে দেখালেন, প্রকৌশলীদের মাথা লজ্জ্বায় মাটিতে মিশে যাবার কথা। বাংলাদেশে অপার সম্ভাবনাময় একটি বিষয় হতে পারে 'ইলেকশন ইন্জিনিয়ারিং'। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট খোলা হোক। সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার আর ম্যাকানিকাল পড়ে প্রতিভা তো দুরের কথা, ঘাস কাটার চাকরীও পাওয়া যাচ্ছে না। আমাদের বাস্তববাদী হতে হবে, নিজেদের দেশে এমন অপার সম্ভাবনার বিষয় থাকতে আমরা ছুটছি বাইরের দেশে বড় ডিগ্রী আনতে। ধুর, ধুর।



অবশ্য ডিপার্টমেন্ট খোলা হলে রাজনীতিকদের পার্ট টাইম বা গেষ্ট লেকচারার করা যেতে পারে। আর অবসরের পর হাসিনা খালেদা হবেন অনারারী ডিপার্টমেন্টাল হেড।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

মারজ সোহাগ বলেছেন: (শতকরা)% হিসাব কি প্রতি হাজারে নাকি প্রতি লাখে হয়? নাকি বর্তমানে গায়েবানা ভোটের সিস্টেম চালু আছে
Click This Link

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

ভারসাম্য বলেছেন: হেডিং দেখেই মন্তব্য করার জন্য লগিন করলাম। প্রতিটা ইউনিভার্সিটিতে আলাদা ডিপার্টমেন্টের কি দরকার! ইলেকশন কমিশনরেই ইউনিভার্সিটি ঘোষণা দিলেই হয়। চ্যান্সেলর হাসিনা, ভিসি রকিব। ;)

দেশেই এত সুন্দর একটা সাবজেক্টে, এত ভাল সুযোগ-সুবিধা নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ আছে ভাবতেই গর্ভে প্যাটটা ফুইল্লা যাইতেসে।

হেডিং এর কারণেই পোষ্টে প্লাস লন যত খুশী। +++++++++++++++++++++++++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১

বিষন্ন পথিক বলেছেন: এর্শাদ কাগু কষ্টে পাথর হয়ে যাবে, তিনিই তো এর পথিকৃত, খালেদা ম্যাডাম তো ১৫ ফেব্রুয়ারীতে এই বিষয় থাকলে পি।এইচ।ডি পেয়ে যেতেন।
আপনি খুব খ্রাপ। খালি হাসিনা , রাকীবরে হেড বানাইলে দিলে চল্পে?

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

পথহারা সৈকত বলেছেন: ইলেকশান ইন্জিনিয়ারিং পড়তে চাই :P

++++++++++++++++++++++++++++++++++++++

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

ল্যাটিচুড বলেছেন: ইলেকশান ইন্জিনিয়ারিং পড়তে মুঞ্চায় ... =p~ =p~ =p~ :P

৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১

পাঠক১৯৭১ বলেছেন: শিক্ষতরা শেখ হাসিনা ও খালেদার কাছে নিজদের অবস্হান শক্ত করেনি কোনদিন।

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৯

বিষন্ন পথিক বলেছেন: আমাদের দেশে কত % প্রকৃত শিক্ষায় শিক্ষিত?

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: এই কলেজের মাস্টার বানাইবেন কারে - - -?

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৫

রাসেলহাসান বলেছেন: ভালো বলেছেন। :)

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

উদাসী স্বপ্ন বলেছেন: দেশে আপনার কাজ কেমন চলছে? পোস্ট যেহেতু করছেন না, বোঝা যায় প্রচন্ড ব্যাস্ত মানুষ আপনি!


ভালো থাকুন দেশপ্রেমিক!

০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৪

বিষন্ন পথিক বলেছেন: সারা জীবন পড়ে থাকলাম বিদেশে, এক দেশ থেকে আরেক দেশ, কত দেশে ! প্রতিটা মূহুর্ত মন টানে নিজের দেশের জন্য আর আপনি বললেন দেশে আমি ব্যাস্ত! ইস আপনার এই কথাটা যদি কোনো রকম কবুল হতো!

ইউরোপ কেমন লাগছে? লন্ডন ছিলাম ছয় বছর, আমার অসম্ভব ভালো লাগে ইউরোপ! তবে আমাদের লাইনের জন্য আমেরিকা বেষ্ট যদি শুধু জবের কথা ভাবেন!

হায় আমার দেশ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.