নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষন্নতায় ভরা নিঃশ্বাস

বিষন্ন পথিক

জীবন সুখের স্পেসিফিকেশনটা জানলেও ডিজাইনটা করতে পারলাম না....

বিষন্ন পথিক › বিস্তারিত পোস্টঃ

স্যাড এনিভার্সারি গ্রেট গ্র্যানপা - স্যান্ডো গেঞ্জির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:২৩



অনেক স্বনাম ধন্য ব্লগার আছেন, দিলটা আকু পাকু করছে কিন্তু তাদের জাতির পিতার মৃত্যুবার্ষিকী শোক প্রকাশ করতে পারছেন না, এই স্বাধীন পাকি-২.০ দেশে কিসের ভয়? দেশেই মানারাত, নয়া দিগন্ত আর পাকি রাষ্ট্রদূত সমাহারে করতে পারছে। ফেক জাতির পিতার বঙ্গবন্ধুর অনেক অত্যাচার আর ফেক গল্প শুনেছেন, সময় এখন আসল জাতির পিতাকে সন্মান জানানোর। আমরা কি তা করতে পারছি সাহস করে? ধিক্কার !

অনুপ্রেরণা : একজন হাসান কালবৈশাখী হইতে হ্যাডম লাগে যেইটা কাঠাল পাতায় নাই

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৫৫

এনামেল হউক বলেছেন: এইটা বাংলাদেশে? ব্যাটাদের সাহস তো কম না!!!

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৬

বিষন্ন পথিক বলেছেন: সাহস আরো দেখার বাকি আছে আপনার?

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৪

নূর আলম হিরণ বলেছেন: কোমলমতিরা হয়তো কায়েদে আযম জিন্নার নাম শুনিনি এখন শুনবে তাদের শুনানো হবে জাতির আসল বাপ কিডা!

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৮

বিষন্ন পথিক বলেছেন: জিন্নাহ দাদুর উপ্রে বঙ্গবন্ধুর ধোকা সইতে পারবে কোমল মনের বাচ্চারা?

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪

প্রহররাজা বলেছেন: নো-বেল ইউনুসের উপর ভরসা রাখুন। পাকিস্তান যা ভিক্ষা পায় তার কিছু বাংলাদেশও পাবে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৩

বিষন্ন পথিক বলেছেন: নিন্দুকেরা বলে পাকিস্তানরে নাকি সবাই বলে "ভাঙতি নাই, মাফ করেন", ব্যাপার্সনা, অনেকদিন পর মেলায় হারিয়ে যাওয়া ভাই খুঁজে পাইসে, ছোট বাইরে না দিয়ে কি বড়ো ভাই খাবে? সবাই কি ফ্যাসিস্ট নাকি?

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩

ধুলো মেঘ বলেছেন: হাসান কালবৈশাখী হইতে হ্যাডোম লাগে? তা সেই বিশাল হ্যাডোমওয়ালা কালবৈশাখী এখন খাটের তলে লুকাইয়া আছে? তারে আর সামুতে দেখা যায়না ক্যান?

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫

বিষন্ন পথিক বলেছেন: ওনার দলের মতো বড়ো প্রজেক্ট হাতে নিসে মনে হয়, ক্রেডিট কার্ডে (মাইক্রো ক্রেডিট না ) কাঁঠালের বীজ কেনা, সার দেয়া, গাছ বড়ো করা, ম্যালা কাজ, আজকাল তো কাঁঠাল পাতার সেই ব্যাবসা

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৩

ধুলো মেঘ বলেছেন: আমি যখনি ইসলামী ব্যাঙ্কের ঋণ অনিয়ম নিয়া কোন কমেন্ট করতাম, তখনি দেখতাম এস আলমের দালালি করতে আসতে। কয়েকটা প্রশ্নের পরে তারে আর খুইজা পাওয়া যাইতোনা, গর্তে পইড়া হারায়া যাইতো। তার নাকি আবার বিশাল হ্যাডোম।

হ্যাডোম থাকে বুকে, দুই পায়ের চিপায় না।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বোঝাই যাচ্ছে এরা আব্বা লীগের অনুসারী যা শিখেছে তাই করছে

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আচ্ছা বাংরাদেশ গঠনে বঙ্গবন্ধুর নেতা জিন্নাহ কী কী অন্যায় করেছে পয়েন্ট আকারে বলেন তো। তয় এটা বলতে পারি, জিন্না এবং বঙ্গবন্ধু দুজনেই এ দেশের মানুষকে হিন্দু জমিদারদের অত্যাচার হতে মুক্তি দিয়েছে, এদেশের মানুষকে প্রকাশ্যে গরু খাওয়ার স্বাধীনতা দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.