![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে কিছু দেশী জানোয়ারের ছবি দেখেন |
গোলাম আজম
মতিউর রহমান নিজামী
আলী আহসান মুজাহিদ
দেলওয়ার হোসেন সাইদী
কামরুজ্জামান
এদের নিয়োগ কর্তা বিদেশী জানোয়ারের ছবি দেখেন
ইয়াহিয়া খান
আমির আব্দুল্লাহ খান নিয়াজি
টিক্কা খান
রাও ফরমান আলী
বাঙালি নিধনের প্লানরত একপাল জানোয়ার
দেশী জানোয়ার গুলার বাপ বিদেশী জানোয়ার গুলা একটাও কিন্তু টুপি-দাঁড়ি নাই |
এইবার আসেন , এদেশী কিছু অসম সাহসী বীর সন্তানের ছবি দেখি |
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন |
২৫ শে মার্চ কুমিল্লা পুলিশ লাইনে পাক বাহিনীর সাথে সম্মুক যুদ্ধে অংশ নিয়েছেন |
মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ |
যুদ্ধ করেছেন ৫ নম্বর সেক্টরে |
মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন
যুদ্ধ করেছেন ঝালকাঠি অঞ্চলে |
মুক্তিযোদ্ধা এস এম শফিক |
বাগেরহাটের তৎকালীন এসডিও অফিসে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন এই মুক্তিযোদ্ধা |
মুক্তিযোদ্ধা রওশন জালাল |
যুদ্ধ করেছেন ৬ নং সেক্টরে |
মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ( বীরপ্রতিক )
প্রথমে যুদ্ধ করেছেন ৩ নং সেক্টরে | পরে এস ফোর্সের অধীনে |
আব্দুল মান্নান |
মুক্তিযোদ্ধা এবং সিলেটের রাজনৈতিক নেতা |
মুক্তিযোদ্ধা কে .এম. মোয়াজ্জেম হোসেন |
বরিশালের গৌরনদী এলাকার মুক্তিযোদ্ধা |
মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ( বীরপ্রতিক )
যুদ্ধ করেছেন ২ নং সেক্টরে |
মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ( বীরপ্রতিক )
যুদ্ধ করেছেন কাদেরিয়া বাহিনীতে |
এই মানুষ গুলো আপনার-আমার মত আরামদায়ক পরিবেশে ডেস্কটপ-ল্যাপটপের কি বোর্ড চেপে মুক্তিযুদ্ধ করেন নি | যুদ্ধ করেছেন খেয়ে-নাখেয়ে | নিজে গুলি খেয়েছেন , গুলি খেয়ে সহযোদ্ধাকে মরতে দেখেছেন , যুদ্ধে যাবার অপরাধে হারিয়েছেন পরিবারের আপনজনদের | এরা খুব সাধারণ মানুষ , আমাদেরই কারো বাবা -চাচা-নানা-দাদা-ভাই |দেশের টানে যুদ্ধে গিয়েছেন , যুদ্ধ শেষে ফিরে এসে খুব সাধারণ মানুষের জীবন কাটিয়েছেন | অর্থের লোভ নয় , দেশপ্রেম ছিল এদের কাছে মুখ্য |
এরা কেউ যুদ্ধের পর মুক্তিযোদ্ধা পরিচয় কাজে লাগিয়ে রাতারাতি সম্পদের পাহাড় গড়ে তোলেননি | মুক্তিযোদ্ধা পরিচয়টাই এদের অনেকের একমাত্র সম্পদ |
ভবিষ্যতে যদি দাঁড়ি-টুপিকে মুক্তিযুদ্ধ বিরোধিতার প্রতিক বলে ব্যবহার করতে চান , তাহলে একটি বার এই অসম সাহসী মানুষদের ছবিগুলোর কথা মনে করবেন | এর পর যদি ব্যবহার করতে মন চায় তাহলে আপনার মুখে একদলা মানব বর্জ ভার্চুয়ালি লেপে দেয়া ছাড়া কিছুই করার নেই |
১৩ ই মে, ২০১২ রাত ১০:২২
মশিউর মামা ১ বলেছেন: আপনাকে ধন্যবাদ |
২| ১৩ ই মে, ২০১২ রাত ১০:২২
হুলো_বেড়াল বলেছেন: সহমত
১৩ ই মে, ২০১২ রাত ১০:২৩
মশিউর মামা ১ বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ |
৩| ১৩ ই মে, ২০১২ রাত ১০:৩৩
একজন ঘূণপোকা বলেছেন: এই মানুষ গুলো আপনার-আমার মত আরামদায়ক পরিবেশে ডেস্কটপ-ল্যাপটপের কি বোর্ড চেপে মুক্তিযুদ্ধ করেন নি | যুদ্ধ করেছেন খেয়ে-নাখেয়ে[/si
[sb]ভবিষ্যতে যদি দাঁড়ি-টুপিকে মুক্তিযুদ্ধ বিরোধিতার প্রতিক বলে ব্যবহার করতে চান , তাহলে একটি বার এই অসম সাহসী মানুষদের ছবিগুলোর কথা মনে করবেন | এর পর যদি ব্যবহার করতে মন চায় তাহলে আপনার মুখে একদলা মানব বর্জ ভার্চুয়ালি লেপে দেয়া ছাড়া কিছুই করার নেই |
ওসাম
১৩ ই মে, ২০১২ রাত ১০:৫৭
মশিউর মামা ১ বলেছেন: আপনাকে ধন্যবাদ |
৪| ১৩ ই মে, ২০১২ রাত ১০:৩৪
রেজা সিদ্দিক বলেছেন: দাড়ি টুপি মুক্তিযুদ্ধ বিরোধিতার প্রতীক নয়। বরং যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা দাড়ি টুপির অপমান করেছে। সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে ঢাল হিসেবে ব্যবহার করেছে।
অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন যাদের দাড়ি বা টুপি আছে। অসংখ্য স্বাধীনতা বিরোধী আছে যারা দাড়ি টুপি ব্যবহার করেন না ( যেমন সাকা চৌধুরী)।
পোস্টের জন্য ধন্যবাদ।
১৩ ই মে, ২০১২ রাত ১১:৩১
মশিউর মামা ১ বলেছেন: 'অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন যাদের দাড়ি বা টুপি আছে।' - সহমত
' অসংখ্য স্বাধীনতা বিরোধী আছে যারা দাড়ি টুপি ব্যবহার করেন না '
কারেকশন - অসংখ্য নয় বলুন অধিকাংশ স্বাধীনতা বিরোধী দাড়ি টুপি ব্যবহার করেন না '
একটা স্যাম্পল দেখাই -
এই ছবিটা ঢাকায় যখন ৯৩,০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে তার ছবি | কয় জনের দাঁড়ি দেখা যায় ?
৫| ১৩ ই মে, ২০১২ রাত ১০:৩৮
ক্লাউনবয়৮৭ বলেছেন: কমেন্টারদের সাথে আমিও চাই লেখক দাড়ি-টুপি শব্দটিকে বাদ দিক। কারণ বুশ প্যান্ট শার্ট পরে, টাই পরে মানবতার বিরুদ্ধে এক অসম যুদ্ধে নেমেছিলো........তাই বলে ওই পোশাক তো এসবের প্রতীক নয়।
১৩ ই মে, ২০১২ রাত ১১:৩১
মশিউর মামা ১ বলেছেন: আপনি পোস্ট আবার পড়ুন |
৬| ১৩ ই মে, ২০১২ রাত ১০:৪২
ইকরাম উল্যাহ বলেছেন: বাংলাদেশীদের কমন ট্রেন্ড হল দাঁড়ি টুপির সাথে "মুক্তিযুদ্ধ বিরোধিতা" কে গুলাইয়া ফেলা।
বিশ্বাস করবেন কিনা জানিনা আমার ক্লাসে ৩০-৪০ পারসেন্ট পোলাপাইন মনে দাঁড়িটুপি মানে জঙ্গি। এদের একটা অংশ হয়ত বুড়া বয়সে যাইয়া দাঁড়ি রাখবে, নামাজ কালাম পড়বে। হয়ত দাঁড়িটুপিকে চরমপন্থার প্রতিক মনে না করা পোলাপাইনের কিছু অংশও আবার নামাজ কালাম/দাড়ি টুপি রাখবে না।
তবে পার্সোনালি আমি এইটা পছন্দ করি না। দাড়িরাখা পাব্লিক গুলারে আমি খুব কমই সৎ দেখেছি।
১৩ ই মে, ২০১২ রাত ১১:৩৪
মশিউর মামা ১ বলেছেন: কিছু কমন ট্রেন্ড ভাঙ্গার চেষ্টা করা উচিত |
''তবে পার্সোনালি আমি এইটা পছন্দ করি না। দাড়িরাখা পাব্লিক গুলারে আমি খুব কমই সৎ দেখেছি।" - এই স্টেটমেন্ট নিয়া ক্যাচাল করা যায় কিন্তু অফটপিক বলে বাদ দিলাম |
৭| ১৩ ই মে, ২০১২ রাত ১০:৪৯
নীল-অভ্র বলেছেন: ভালো লাগলো। আমি আপনার সাথে একমত।
১৩ ই মে, ২০১২ রাত ১১:৩৫
মশিউর মামা ১ বলেছেন: একমতের জন্য ধন্যবাদ |
৮| ১৩ ই মে, ২০১২ রাত ১০:৫২
কামরুল হাসান শািহ বলেছেন: চমৎকার পোষ্ট।
পোষ্টের সাথে সহমত
ভালো লাগা দিলাম
১৩ ই মে, ২০১২ রাত ১১:৩৫
মশিউর মামা ১ বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ |
৯| ১৩ ই মে, ২০১২ রাত ১০:৫৩
রাখাল বন্ধু বলেছেন: -
আম্লীগ কুকুরের মাথায় দাড়ি-টুপি লাগিয়ে পোস্টার ছাপিয়েছিল শাহরিয়ার কবিরের নেতৃত্বে|
আচ্ছা, শাহরিয়ার কবির কি মুক্তিযোদ্বা?? কোথায় যুদ্ব করেছে?
১৩ ই মে, ২০১২ রাত ১১:৩৬
মশিউর মামা ১ বলেছেন: " শাহরিয়ার কবির কি মুক্তিযোদ্বা?? কোথায় যুদ্ব করেছে? " - আমার জানা নাই |
১০| ১৩ ই মে, ২০১২ রাত ১০:৫৮
সেল্ফ রিলায়েবল বলেছেন: লেখকের সাথে সম্পর্ণ একমত। লেখককে অসংখ্য ধন্যবাদ।
১৩ ই মে, ২০১২ রাত ১১:৩৭
মশিউর মামা ১ বলেছেন: একমতের জন্য ধন্যবাদ |
১১| ১৩ ই মে, ২০১২ রাত ১১:০৮
প্রজন্ম৮৬ বলেছেন: দাড়ি-টুপি'র বিষয়টা দেশের টপ লেভেলে'র শিল্পী-সাহিত্যিকদের মাঝেই বেশি! ব্লগের গুলা'রে তো সাধারন পাবলিকই সহ্য করে না, ওদের টাল্টিবাল্টি ধরা যায়, কিন্তু টপ লেভেল থেকে দাড়ি-টুপি বিদ্বেষটা খুব সুইফটলি পুশইন করা হয়। হুমায়ুন আহমেদ এই ক্ষেত্রে একটা ব্যাতিক্রম!
দাড়ি-টুপি স্টেরিওটাইপ বিরোধী আন্দোলন সম্ভবত বটম-টপ হবে
খুব ভাল পোস্ট দিছেন মামা +++++++
১৩ ই মে, ২০১২ রাত ১১:৩৮
মশিউর মামা ১ বলেছেন: কি প্রজন্ম , একেবারে দেখা যায় না |
পড়ালেখার জন্য ব্যস্ত হইলে ঠিক আছে |
অন্য কাজে ব্যস্ত হইলে ঠিক নাই |
১২| ১৩ ই মে, ২০১২ রাত ১১:১৪
বাঁশ বাগান বলেছেন: ইকরাম উল্যাহ বলেছেন: দাড়িরাখা পাব্লিক গুলারে আমি খুব কমই সৎ দেখেছি।
ইহা চিনেন নাকি?
অথবা ইহাকে।
লেখক আপনি দাড়ি টুপির সাথে এমন এটি প্রসংগ এনেছেন যা কিনা আমরা রক্ত দিয়ে ধারন করছি। আর এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ দাড়ি-টুপি হৃদয় দিয়ে ধারন করে
১৩ ই মে, ২০১২ রাত ১১:৪৮
মশিউর মামা ১ বলেছেন: দেশ ও ধর্ম দুটিই বাংলাদেশের মানুষের কাছে বড় আপন
১৩| ১৩ ই মে, ২০১২ রাত ১১:১৯
রেজা সিদ্দিক বলেছেন: আসলে এটা সাধারণ মানুষের দোষ না। কারণ খারাপ লোকগুলো নিজেদের দোষ ঢাকতে দাড়ি-টুপি ব্যবহার করে। আর এ কারণে খারাপ লোক আর দাড়ি টুপি মানুষ গুলিয়ে ফেলে। এর জন্য সাধারণ মানুষকে দোষারোপ না করে তাদের সচেতন করা উচিত। আর যারা দাড়ি টুপি ব্যবহার করে খারাপ কাজ করে তাদের বিষয়েও মানুষকে সচেতন করা উচিত।
আসলে একদল না জেনে দাড়ি-টুপির সমালোচনা করছে। আবার আরেকদল দাড়ি-টুপির সমালোচনাকে ধর্মবিরোধী আখ্যা দিচ্ছে। এইভাবে ফিফটি ফিফটি দৃষ্টিভঙ্গীর কোনোটিই ভাল না।
১৪ ই মে, ২০১২ রাত ১২:০৬
মশিউর মামা ১ বলেছেন: "আসলে একদল না জেনে দাড়ি-টুপির সমালোচনা করছে।"- ভুল ধারণা | যারা করছে তারা খুব জেনে বুঝেই করছে |
১৪| ১৩ ই মে, ২০১২ রাত ১১:৩২
রফরফ বলেছেন: আমার বাবা মুক্তিযোদ্ধা , উনি কলেজ জীবন থেকেই দাড়ি রাখেন । এদেশে ইসলাম বিরোধী কিছু লোক আছে যারা দাড়ি টুপি দেখতে পারেনা , দাড়ি টুপি ওয়ালা দেখলেই ঢালাও ভাবে রাজাকার জংগি জামাত বানিয়ে ফেলে ।
১৪ ই মে, ২০১২ রাত ১২:১১
মশিউর মামা ১ বলেছেন: বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনার বাবার মতন | সাধারণ আম-জনতা |এদের দাঁড়ি-টুপি নিয়ে সমস্যা নেই | যত সমস্যা শুধু কতিপয় মুক্তমনা-সুশীলদের |
১৫| ১৩ ই মে, ২০১২ রাত ১১:৪১
চারু_চারবাক বলেছেন: দাড়ি টুপি কোন অপরাধ করে নাই।আজ আওয়ামী লিগের অনেক মন্ত্রীও টুপি পরেন, দাড়ি রাখেন। যে কারনে এই তুলনাটা আসে তা হলো, ৭১ সনে বাংলাদেশের ৯৫% মাদ্রাসা শিক্ষিত মানুষ এবং প্রায় সমস্হ ইসলামি রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্হান নিয়েছিল।শুধু অবস্হানই নয় সক্রিয় ভাবে পাকিস্হানি সেনাবাহিনীর সংগে গনহত্যায় অংশ নিয়েছিল। তাদের সবার লেবাস ছিল পান্জাবী, দাড়ি ও টুপি।
১৪ ই মে, ২০১২ রাত ১২:১৫
মশিউর মামা ১ বলেছেন: বাংলাদেশের ৯৫ ভাগ মাদ্রাসা শিক্ষিত মানুষ গণহত্যায় অংশ নিছিল - আপনার হাতে সলিড কোনো প্রমান আছে | নাকি এইটা আপনার চরম সাম্প্রদায়িক-ইসলামবিদ্বেষী মস্তিস্ক প্রসূত |
১৬| ১৩ ই মে, ২০১২ রাত ১১:৪২
সহ্চর বলেছেন:
মনের কথা লিখসেন মামা।
পোস্টে + দিলাম।
১৪ ই মে, ২০১২ সকাল ১০:৪৬
মশিউর মামা ১ বলেছেন: আপনাকে ধন্যবাদ |
১৭| ১৩ ই মে, ২০১২ রাত ১১:৫২
প্রজন্ম৮৬ বলেছেন: পড়ালেখা নিয়াই দৌড়ের উপরে মামা, ব্লগ আসলেই ঝামেলা করতেছে পড়াশোনায়
ঘরে থাকলে কনসানট্রেট করতে পারি না! এর্লিগা উইকএন্ড বাদে অন্যান্য দিনগুলা সন্ধ্যা পর্যন্ত লাইব্রেরীতেই থাকার চেষ্টা করতাছি দোয়া রাইখেন।
১৪ ই মে, ২০১২ সকাল ১০:৫১
মশিউর মামা ১ বলেছেন: ব্লগ যদি পড়াশোনায় ঝামেলা করে তবে পোস্ট দেয়া, কমেন্ট করা বন্ধ করে দেন আপাতত |কারণ এতে রিপ্লাই দেয়া বা পড়ার একটা দায়বদ্ধতা থাইকা যায় | শুধু ব্লগ পড়েন | তবে আমি পোস্ট দিলে আমার পোস্টে কমেন্ট কইরা আমার হিট বাড়াইয়া দেবেন |
১৮| ১৪ ই মে, ২০১২ রাত ১২:১০
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আমাদের সাহিত্য, চলচ্চিত্রে ৭১ দেখাতে হলে রাজাকার মানেই দাড়ি টুপি আর হাতে তসবিহ। এলাকার ইমাম মানেই টপ রাজাকার। আর মুক্তিযোদ্ধারা কেউ নামায পরে না, মুখে একবারো আল্লাহর নাম নেয় না। এই হল আমাদের সাহিত্যিক ও চলচ্চিত্রকারদের তৈরি করা ইমেজ। খুব আস্তে ধিরে এটা আমাদের মাঝে ইনপুট করে দেওয়া হয়েছে। অথচ ৯০ পারসেন্ট মুসলিমের দেশের মুক্তিযোদ্ধারা নামায পরে নাই এইটা কিভাবে মানুষ ভাবে? আর যারা দাড়ি টুপি পরে নাই তারা সবাই সৎ ছিল তাও বা মানুষ কিভাবে ভাবে? আসলে আমাদের ভাবানো হয় খুব সূক্ষ্ম ভাবে।
১৪ ই মে, ২০১২ সকাল ১০:৫৪
মশিউর মামা ১ বলেছেন: তাদের এই সুক্ষ ভাবনার বিপরীত ভাবনাও যে আছে তা আমার পোস্ট বা আপনাদের কমেন্ট দেখলে বোঝা যায় | দরকার শুধু একটু সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই মনোভাবকে ছড়িয়ে দেয়া |
১৯| ১৪ ই মে, ২০১২ রাত ১২:২৮
অণুজীব বলেছেন: ++++++++
১৪ ই মে, ২০১২ সকাল ১০:৫৫
মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ ভাই |
২০| ১৪ ই মে, ২০১২ রাত ১২:৩২
চারু_চারবাক বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশের ৯৫ ভাগ মাদ্রাসা শিক্ষিত মানুষ গণহত্যায় অংশ নিছিল - আপনার হাতে সলিড কোনো প্রমান আছে |
না, সবাই গনহত্যায় অংশ নেয় নি। তবে ৯৫% ই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্হান নিয়েছিল।তারা সবাই অখন্ড পাকিস্হানের পক্ষে ছিল। প্রমান? ৭১ এর প্রত্যক্ষদর্শী মানুষেরা।
১৪ ই মে, ২০১২ সকাল ১১:০৫
মশিউর মামা ১ বলেছেন: আপনেই তো বললেন ৯৫ % মাদ্রাসা শিক্ষিত মানুষ গণহত্যায় অংশ নিছিল | আবার চাইপা ধরার পর এখন বলতেছেন না নেই নাই | এইটারে বলে পিছলামি |
আগে সিদ্ধান্ত নেন ইসলাম বিদ্বেষ কোন তরিকায় ছড়াবেন | আগের মত মুক্তিযুদ্ধরে পুঁজি কইরা ইসলাম বিদ্বেষ ছড়াইবেন সেই দিন আর নাই |আপনার মত মানুষদের আমি আদর কইরা ডাকি সাম্প্রদায়িক পাঁঠা |
২১| ১৪ ই মে, ২০১২ রাত ১২:৩৪
মোঃ শাকুর উল্যাহ ভূঞা বলেছেন: +++++
১৪ ই মে, ২০১২ সকাল ১১:০৭
মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ ভাই |
২২| ১৪ ই মে, ২০১২ রাত ১২:৪৪
মুহিত আলম বলেছেন: ++++++
১৪ ই মে, ২০১২ সকাল ১১:০৭
মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ ভাই |
২৩| ১৪ ই মে, ২০১২ রাত ১:১৬
শিকদার বলেছেন: লেজ কাটা শিয়ালের গল্পটা তো জানেন, চুচিলরা হচ্ছে সেই লেজকাটা শিয়াল, ওদের দাড়ির মত এত একটা মূল্যবান জিনিস রাখা সম্ভব নয়, তাই তারা চায় যাতে কেউ না রাখে।
আরে, দাড়ি ছাড়া পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য কোথায়?
পুরুষের বিশেষ করে মুসলমানের নূন্যতম জ্ঞান থাকলেও দাড়িতে ব্লেড লাগেবে না। আসলে মুধধা কথা হল, আমাদের সমাজে পুরুষ লোক খুব কম!! তাই আল্লাহ তা'আলা এই মহিলা মার্কা পুরুষগুলাকে "মহিলা প্রধানমন্ত্রী" দিয়ে শাসন করাচ্ছে।
একদল রাজাকাররে প্রটেক্ট করে আর অন্যদল ইসলাম এর উপড় চাবুক চালায়।
যারা দাড়ি রাখে তারা প্রত্যেকেই জঙ্গী এবং আমিও। কিন্তু বেশিরভাগ ধর্ষনকারী, চোর, বদমাইশ, দুর্নীতিবাজ (টিভিতে দেখায়) এর দাড়ি নাই, তাহলে যাদের দাড়ি নাই তারা প্রত্যেকেই চোর, বদমাইশ, ধর্ষন কারি।
১৪ ই মে, ২০১২ সকাল ১১:০৯
মশিউর মামা ১ বলেছেন: " যারা দাড়ি রাখে তারা প্রত্যেকেই জঙ্গী " -- খুব শক্তভাবে দ্বিমত |
২৪| ১৪ ই মে, ২০১২ রাত ১:১৮
ইকরাম উল্যাহ বলেছেন: মশিউর মামা চান না তাই এই পোস্টে এই ব্যাপারে কথা বলতে চাইনা।
@ বাঁশবাগান
১৪ ই মে, ২০১২ সকাল ১১:১১
মশিউর মামা ১ বলেছেন: অনেক সময় অফটপিক আলোচনা মূল পোস্টকে লাইন থেকে ভিন্ন দিকে ডাইভার্ট করে দেয় |
২৫| ১৪ ই মে, ২০১২ রাত ১:২৯
মজলুম বলেছেন: বাংলাদেশে ইসলামের যে ুটকিটা জামাতিরা মারছে ১৯৭১ সালে তা কেয়ামত পর্যন্তই ভুগাবে।
এখনো এই জামাতি শুয়রেরা ৭১ এ তাদের কর্মকান্ডের জন্যে অনুতপ্ত না।
বীর মুসলিম অস্র ধরো, পাকিস্তান রক্ষা করো। এই শ্লোগান দিয়ে পাকিদের সাহায্য করতো সাথে থেকে, বেশীরভাগই দাড়ি টুপি। তাগো বাপ পাকিদের আবার কোন দাড়িঁই নাই।
অনেক আলেম ও হুজুরেরাও মুক্তিযুদ্বে অংশ নিয়েছে, বিশেষ করে যারা পাকিদের গনহত্যা দেখে অস্র হাতে নিয়েছে, আপনি আলেম মুক্তিযোদ্বা নামক বইটা পড়ে দেখতে পারেন। বায়তুল মোকার্রমে পাবেন হয়তো।
তবে দুঃখের বিষয় এই যে আপনি যেই সব মুক্তিযোদ্বার ছবি দিয়েছেন, ওরা ১৯৭১ সালে ভালো মুসলিম হলেও দাঁড়ি টুপি পরে মুক্তিযুদ্ব করেনি। অনেক পরে এসে দাড়িঁ টুপি ধরেছেন।
১৪ ই মে, ২০১২ সকাল ১১:২৩
মশিউর মামা ১ বলেছেন: ৯৩ হাজার পাকিস্তানিদের কয়জনের দাঁড়ি ছিল ? মূল জানোয়ারদের কথা আমরা যেন ভুলে গেছি , তাদের এদেশী কিছু সহ-জানোয়ার হয়ে উঠেছে যুদ্ধের স্টান ডার্ড |
২৬| ১৪ ই মে, ২০১২ রাত ১:৩১
সিরাজ সাঁই বলেছেন: ৭১ এ আমার বয়স ছিল ১, তাই আমি প্রত্যক্ষদর্শী মানুষ নই।কিন্তু লজিক্যালি ভাবছি, তখন তো মাদ্রাসা শিক্ষাই ছিল প্রধান, কলেজ, ভার্সিটি কয়টা ছিল? একটা এলাকা খুঁজে ২/১ জন স্নাতক / স্নাতকোত্তর পাওয়া যেত কিনা সন্দেহ। মাদ্রাসা শিক্ষিতদের ৯৫% যদি স্বাধীনতা বিরোধী হয়, তবে তো পাকিদের যথেষ্ট জনসমর্থন ছিল ! তবে আমরা ৯ মাসে স্বাধীন কিভাবে হলাম ? ভারত আর বর্ষার কারনে ? পয়েন্ট টু পনডার।
১৪ ই মে, ২০১২ সকাল ১১:২৭
মশিউর মামা ১ বলেছেন: না সাইজি ,
আরজ আলী মাতুব্বর আর হুমায়ুন আজাদ পাকিস্তানিদের সামনে এমন দার্শনিক প্যাচ তুলে ধরছিল যে এতেই পাকিস্তানিরা হতবুদ্ধি হয়ে যুদ্ধকরা ভুলে গেছিল | বাকি কাজ ব্লগ নাস্তিকদের পূর্ব পুরুষরা খালি হাতেই করে ফেলেছিল |
২৭| ১৪ ই মে, ২০১২ রাত ১:৩৬
রাখাল বন্ধু বলেছেন: _
@সিরাজ:
আপনিতো হাম্বাদের ধূতি ধরে টান মারছেন
১৪ ই মে, ২০১২ সকাল ১১:২৮
মশিউর মামা ১ বলেছেন: উনার এই টানে অনেকের ধুতি খুলে যাচ্ছে |
২৮| ১৪ ই মে, ২০১২ রাত ২:০০
জহিরুলহকবাপি বলেছেন: চমৎকার পোষ্ট।
১৪ ই মে, ২০১২ সকাল ১১:২৮
মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ ভাই |
২৯| ১৪ ই মে, ২০১২ রাত ২:৪৪
ৈসকত ইসলাম বলেছেন: প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আমাদের সাহিত্য, চলচ্চিত্রে ৭১ দেখাতে হলে রাজাকার মানেই দাড়ি টুপি আর হাতে তসবিহ। এলাকার ইমাম মানেই টপ রাজাকার। আর মুক্তিযোদ্ধারা কেউ নামায পরে না, মুখে একবারো আল্লাহর নাম নেয় না। এই হল আমাদের সাহিত্যিক ও চলচ্চিত্রকারদের তৈরি করা ইমেজ। খুব আস্তে ধিরে এটা আমাদের মাঝে ইনপুট করে দেওয়া হয়েছে। অথচ ৯০ পারসেন্ট মুসলিমের দেশের মুক্তিযোদ্ধারা নামায পরে নাই এইটা কিভাবে মানুষ ভাবে? আর যারা দাড়ি টুপি পরে নাই তারা সবাই সৎ ছিল তাও বা মানুষ কিভাবে ভাবে? আসলে আমাদের ভাবানো হয় খুব সূক্ষ্ম ভাবে।
সহমত
১৪ ই মে, ২০১২ সকাল ১১:৩২
মশিউর মামা ১ বলেছেন: আপনারা সচেতনভাবে এর প্রতিবাদ করেন |
৩০| ১৪ ই মে, ২০১২ সকাল ১০:৩৬
হাছুইন্যা বলেছেন: চারু_চারবাক কয় কি??
১৪ ই মে, ২০১২ সকাল ১১:৩১
মশিউর মামা ১ বলেছেন: উনি সারা জীবন যা শিখেছেন আর শিখাইছেন তাই বলার চেষ্টা করতেছেন | তবে ইদানিং পুলাপান গুলা বড় ত্যাড়া হইয়া গেছে | আগের মত উনারে কেউ পাত্তা দেয় না |
৩১| ১৪ ই মে, ২০১২ সকাল ১১:২২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভবিষ্যতে যদি দাঁড়ি-টুপিকে মুক্তিযুদ্ধ বিরোধিতার প্রতিক বলে ব্যবহার করতে চান , তাহলে একটি বার এই অসম সাহসী মানুষদের ছবিগুলোর কথা মনে করবেন | এর পর যদি ব্যবহার করতে মন চায় তাহলে আপনার মুখে একদলা মানব বর্জ ভার্চুয়ালি লেপে দেয়া ছাড়া কিছুই করার নেই |
++++++++++++++++++++++
১৪ ই মে, ২০১২ সকাল ১১:২৮
মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ ভাই |
৩২| ১৪ ই মে, ২০১২ সকাল ১১:৩৬
শরিফ নজমুল বলেছেন: ভালো এবং যৌক্তিক লিখা।
আশা করি ব্যাপারটি সবাই ভেবে দেখবেনএবং একমত হবেন।
১৪ ই মে, ২০১২ সকাল ১১:৪৭
মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ আপনাকে |
৩৩| ১৪ ই মে, ২০১২ সকাল ১১:৩৯
েমা আশরাফুল আলম বলেছেন: ++++++++++++++++++++++++++++্
১৪ ই মে, ২০১২ রাত ৮:৫৪
মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ ভাই |
৩৪| ১৪ ই মে, ২০১২ দুপুর ১২:১৬
ক্ষ বলেছেন: বিশেষ টাইপের দাড়ি টুপি হচ্ছে ইসলামের প্রতিক। সমস্যা হলো যে আপনি যে রাজাকারগুলো ছবি দিয়েছেন তাদের সবার দাড়ি টুপি আছে এবং আপনি নিশ্চই জানেন এই পাকিস্তানি এবং তাদের দোসর রাজাকার রা এটাকে একটা ধর্ম যুদ্ধের রূপ দিতে চেয়েছিলো যেখানে ইন্ডিয়া এবং হিন্দু হচ্ছে শত্রু ও গনিমতের মাল। এই প্রপাগান্ডা সফল হবার কারনে এবং অনান্য ইতিহাসিক কারনে বড় বড় হুজুর এবং মৌলানা দের আমরা রাজাকার হিসাবে দেখি যাদের দাড়ি টুপি আছে । যদিও অনেক দাড়ি টুপি ধর্ম প্রাণ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলো। কিন্তু এই দেশীয় রাজাকারদের বেশিরভাগ দাড়ি টুপি পরিহিত ছিলো এবং যা হচ্ছে খাটি মুসলমানের ট্রেড মার্ক । এবং এই কারনেই দাড়ি টুপি হয়ে উঠেছিল মুক্তিযুদ্দ পরবর্তী বিভিন্ন সাহিত্য এবং সংস্কৃতিতে রাজাকার দের প্রতিক। যার দায়ভার বিভিন্ন ভাবে ইসলামকে নিতে হয়েছে । এই দায়ভার থেকে মুক্তি দিতে পারে ইসলামপ্রন্থী সকল দল রাজাকারদের দল থেকে বহিষ্কার করে । যদিও অন্য দলে রাজাকার আছে তবে দায় টা ইসলামপ্রন্থী দল গুলোর বেশি
৩৫| ১৪ ই মে, ২০১২ দুপুর ১২:১৬
নীল_সুপ্ত বলেছেন: ভাল্লাগছে ভাইজান,
১৫ ই মে, ২০১২ রাত ১১:৩৯
মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ ভাই ।
৩৬| ১৪ ই মে, ২০১২ দুপুর ১২:৩৪
মুসাফির৭৫৮৪ বলেছেন: মাম্মা, ঠিক কইসো!
তবে যারা এরুকুম ভাবে তারা হয় হাবা নাইলে বুকা নাইলে কঠিন চীজ!
তোমার পোস্ট ভালা পাই মাম্মা!
১৫ ই মে, ২০১২ রাত ১১:৪৬
মশিউর মামা ১ বলেছেন: আপনে কি পুরান পাপী কেউ ?
৩৭| ১৪ ই মে, ২০১২ রাত ৮:৫৪
মুদ্দাকির বলেছেন: টুপি দাড়ি যারা ইঙ্গিত পুর্ন ভাবে ব্যাবহার করে তাদের উপর আল্লাহের গজব পড়ুক
৩৮| ১৫ ই মে, ২০১২ দুপুর ১২:১৮
শিকদার বলেছেন: " যারা দাড়ি রাখে তারা প্রত্যেকেই জঙ্গী " -- খুব শক্তভাবে দ্বিমত |
আসলে আমি কথাটা অন্যভাবে বলেছি।
৩৯| ১৫ ই মে, ২০১২ দুপুর ১২:৫৪
সবুজ ভীমরুল বলেছেন: "টুপি দাঁড়ি মানে জঙ্গি"...এই ধারনা সৃষ্টি হয়েছে মূলত আমাদের দেশের কতিপয় ছুচিল মুক্তমনা সাহিত্যিকদের কাছ থেকে।
তারা খুবই নোংরা ভাবে এবং সূক্ষভাবে জঙ্গী, রাজাকারদের জড়িয়ে দিচ্ছে টুপি দাড়ির সাথে। তার উপর ইন্ডিয়ান সিনেমায় টুপি দাড়িকে সব সময় যথেচ্ছ ভাবে অপমান করা হয়। এই কারনেই বাংলাদেশে নতুন প্রজন্মের মাঝে এই ধারনা ছড়িয়ে পড়ছে।
লাত্থি মারি ঐসব ভন্ড ছুচিলদের!!
৪০| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
রওনক বলেছেন: অসাম, +
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১২ রাত ১০:২০
ক্লাউনবয়৮৭ বলেছেন: সকল রাজাকার জামাতী শিবির যুদ্ধাপরাধী নিপাত যাক।