নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সফলতা তুমি আসবে বলে. . . .

মোঃ মোস্তাফিজুর রহমান

সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে শুরু করেছি পথচলা...

মোঃ মোস্তাফিজুর রহমান › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন অ-এর শুদ্ধ উচ্চারণ

৩১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৪

অ এর স্বাভাবিক উচ্চারণ অ (অসাধারণ-এ যেরকম) হলেও অনেক সময়ই এর বিকৃত উচ্চারণ হিসাবে ও (অতি-তে) উচ্চারিত হয়ে থাকে। চলুন জেনে নেই কোথায় কোথায় অ-এর বিকৃত উচ্চারণ করতে হবে।



১। দ্বিতীয় বর্ণে ই, ঈ, উ, ঊ থাকলে পূর্ববর্তী অ-এর উচ্চারণ বিকৃত হয়ে ও-এর মতো হয়।

অতি - ওতি

অজু - ওজু

করুণ - কোরুন্‌

পরীক্ষা - পোরিক্‌খা



২। ই এবং উ ইত্যাদির পূর্বে র-ফলা যুক্ত অ-এর উচ্চারণ বিকৃত হয়ে ও-এর মতো হয়।

প্রতি - প্রোতি

প্রচুর - প্রোচুর



৩। য-ফলা যুক্ত বর্ণ এবং ক্ষ-এর আগে অ থাকলে তার উচ্চারণ বিকৃত হয়ে ও-এর মতো হয়।

পদ্য - পোদ্‌দো

কক্ষ - কোক্‌খো

বক্ষ - বোক্‌খো

লক্ষ্য - লোক্‌খো



৪। শব্দের শেষের অ-এর উচ্চারণ বিকৃত হয়ে প্রায়ই ও-এর মতো হয়।

কাল - কালো

ভাল - ভালো

বড় - বড়ো



৫। ই, উ এর পরবর্তী মধ্য ও অন্ত অ-এর উচ্চারণ বিকৃত হয়ে ও-এর মতো হয়।

প্রিয় - প্রিয়ো

যাবতীয় - যাবোতীয়ো

দেয় - দেয়ো (এটা gives অর্থে দ্যায় না, এটা যা দিতে হবে এই অর্থে দেয়ো)

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.