নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্যু

স্যু

জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।

স্যু › বিস্তারিত পোস্টঃ

নির্বাসিত বিশ্বাস

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

একদিন গাছতলায় দাড়িয়ে
হাতে হাত চেপে শক্তি দিয়ে
চেপে ধরে চিবুকের নিচে
তোমার ওষ্ঠোধরে শক্তি নিয়ে
যদি জানতে চাও, ভালোবাসো? এখনো?

তবে বলব- ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি
কিন্তু এক শর্তে; যদি মানতে পার সব।

তোমার ওষ্ঠে জমে থাকা সব চুম্বন নির্যাস
বিকেলের ছাদে সব মেঘদেখাদেখি -আমার।
যদি মানতে পার সব। এখনো, ঠিক আগের মত
তোমার নাভিমূলে জমে থাকা প্রেমের গিরিখাদ
প্রতীক্ষু বুকে ভেসে উঠা প্রেমের যৌবনযুগল
সব আমার। সবই। আমার, আমার, আমার।

তোমাকে বানায়নি কেউ। এমনকি আমিও না।
আর ঈশ্বর তো নয়ই।সে যে তোমারই চামড়ার নিচে লুকিয়ে ।

একদিন গাছতলায় তুমিই দেখিয়েছিলে আমায়
কিভাবে পাড়াগাঁর যদুকৃষ্ণের ছেলে চুটিয়ে প্রেম
করেছিল কুলসুমের সাথে। কি হুলস্থুল কান্ডটায়
বেধেছিল সেদিন তোমার পাড়াতোতু ভাই-সলিম।
যদুকৃষ্ণ হল গ্রামছাড়া, আর কুলসুমীর ভাগ্যে জুটল-
না সাড়ে তিন হাত মাটি না চিতার আগুনের স্বাদ।

সেদিন গাছতলায় হাতে হাত চেপে শক্তি দিয়ে
আমার ওষ্ঠোধরে চেপে ধরে শক্ত করে
বলেছিলে আমায়- সলিম, উৎপল, সোহরাব
এরা কেউই তোমার ভাই নয়।
এদের রক্তে উড়ে শাস্ত্রগত বিচ্ছেদের ঋতুশ্রাব।

ইজরায়েল থেকে বাল্টিকের দেশ।
চীনের ল'ও স্যু থেকে কনফুসিয়াস
জরথ্রুস্ট থেকে আজকের নীটশে, হেগেল
পূর্ব থেকে পশ্চিম সবাই আমার ভাই।


যদি আবার দেখা হয়, কোন এক গাছতলায়
জীবন থেকে ক্ষয়ে যাওয়া অনিমেষ জীবনের ভিড়ে
আবার,
হাতে হাত চেপে শক্তি দিয়ে
চেপে ধরে চিবুকের নিচে
তোমার ওষ্ঠোধরে শক্তি নিয়ে
যদি জানতে চাও, ভালোবাসো? এখনো?

তবে বলব- ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি
কিন্তু এক শর্তে, যদি-

বিশ্বাসের তুলিতে আরেকবার আঁকতে পার
ভালোবাসার পুরানো সেই ক্যানভাসে
পুরানো সেই একই ছবি, একই বিশ্বাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.