![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
যেমন ছিলাম, ছিলাম। গ্রৈষ্মিক সন্ধ্যার নিস্তব্ধতায় ক্লান্ত
ঠিক তেমনি- নিরুত্তাপ, বোধহীন দুপুরের অভিভবতায় নিঃশ্রান্ত
পাখির ডাকে ছিলাম অন্তশ্চেতনা শূন্য, সারশূন্য ভ্রুক্ষেপহীন
শ্রাবণের সন্ধ্যায় ছিলাম বাসি ফুলের মত বৃন্তশূন্য, স্নিগ্ধহীন
রুক্ষ বিকেলে তুমি করলে আকিঞ্চিত জলসেচন, বললে, হাতে হাত রাখ।
এখন আমি ভরদুপুরে এক উষ্ণসপ্নের উল্লাসে মদোন্মাদ
তেমনি তপ্ত- বাল্টিকের কোন এক সন্ধ্যায় স্নানোল্লাসে উন্মোখ
মনেপড়ে আচলে লুকায়িত তোমার সর্বনাশা সব প্রহর
লাল অস্তিনের ফুলে সদা জাগ্রত দুটি কালো বৃন্তের গতর
এখন আমি হাত বাড়ালেই তুমি বলো-বিস্মৃত এক কর্দমাক্ত হাত!
©somewhere in net ltd.