নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা_চোখ

মোস্তাক_আহম্মদ

আমি মোস্তাক, সাদা চোখেই সব দেখতে পছন্দ করি।

মোস্তাক_আহম্মদ › বিস্তারিত পোস্টঃ

মেয়র মি: আনিস, আপনাকে বলছি

২৭ শে মে, ২০১৫ দুপুর ২:২৩

১। বেওয়ারিশ কুকুর বড্ড বেড়ে গেছে, একটু ব্যবস্থা নেন
২। অলি-গলিতে রাস্তা বড্ড এবড়ো-থেবড়ো, একটু নজর দিন
৩। অলিতে-গলিতে বাতি জ্বলে না। আমার গলিতে তিনটি ল্যাম্প পোষ্ট-এ লাইট জ্বলে আজ আট বছর।
৪। রাস্তায় খুড়াখুড়ির কাজগুলি বিভিন্ন মন্ত্রানালয়ের সাথে সমন্বয় করে নিন।
৫। লোকজন সিটি কর্পোরেশনকেও ট্যাক্স দিচ্ছে আবার প্রাইভেট কোম্পানীও কে টাকা দিচ্ছে ময়লা পরিস্কার করার জন্য, কিন্ত ঢাকার প্রায় প্রতিটি এলাকা যেন ময়লার ভাগার। দয়া করে নজর দিন।
৬। যত্র-তত্র বাসের/গাড়ী ষ্টপেজ/পার্কিং এ কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে, কিছু একটা করেন।
৭। বড় ড্রেন ছোট ড্রেন প্রায় সময় বন্ধ থাকে, তার ফলে এলাকায় জল-বদ্ধতা সৃষ্টি হচ্ছে, আপানার এখানে স্কোপ আছে কিছু করার।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:৩০

মনুমনু বলেছেন: উনি দুটি বছর সময় চেয়েছেন। আটচল্লিশ ঘন্টা চাননি ভাগ্যিস।

২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:০৭

মোস্তাক_আহম্মদ বলেছেন: প্রায়্রোরিটি করলে দুই বছরে অনেক কাজ করা সম্ভব। যদি সে ঢাকা উত্তরের জনগনের মেয়র হয়। শুধু আ।লীগের হলে অনেক সময় লাগবে।

২| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৪

সোজা সাপটা বলেছেন: নগর পিতা আনিস
নাহ করিয়া কুর্নিস

জানাইতে চাই , আবেদনও আকুল
প্লিজ করুন হকার মুক্ত রাস্থার দু কুল

বড় বড় বিলবোর্ড আর সিনেমার ন্যাংটা পোস্টার
পারিনা করিতে সহ্য, দেখিতে চাহিনা আমি আর

রাস্তার দুধারে খোড়াখোড়ি যত্রতত্র
আরো আছে সুবাসিত পচা পানি মলমূত্র

পারিলে করেন ইহা করিয়া সমন্ব্য়
পাছে ইতিহাস জেনে মোর বুকে ভয় হয়

কুকুর !! সে আর না বলি ,
কারা যেনো আজ কুকুরের রাজ ভুমিকায়
যদি পারেন তাদের মেরে
পরে আসুন চার পায়াদের সীমানায়

যদি পারিতেন করিতে নিষিদ্ধ , সুপারি আর পান
যদি বাড়িতো জরিমানা করিলে ধুমপান

আমি অধম খূশিতে বাকবাকুম
বাজাতাম তাকধুম তাকধুম

নগর বাবা আনিস .....
কান থাকলে শুনিস

২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:০৯

মোস্তাক_আহম্মদ বলেছেন: যদি পারিতেন করিতে নিষিদ্ধ , সুপারি আর পান
যদি বাড়িতো জরিমানা করিলে ধুমপান-------------------------------------একেবার আমার মনের কথা।

কিন্তু তাকে নগরের পিতা হিসেবে মানতে না-রাজ

৩| ২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১০

ইলুসন বলেছেন: বেওয়ারিশ কুকুর বড্ড বেড়ে গেছে, একটু ব্যবস্থা নেন

এটা একটু জরুরী হয়ে পড়ছে। রাস্তায় ছোট বাচ্চা নিয়ে হাটা-চলা করা লাগে, মাঝে মাঝে মনে হয় গায়ের উপর উঠে পড়বে এসব কুকুর। গতকালকে বৃষ্টিতে পানি জমে যায় এক জায়গাতে, সেখানে পাশ দিয়ে আমরা সবাই কষ্ট করে পার হচ্ছিলাম, কোথা থেকে যেন একটা কুকুর দৌড়ে আসল সবার মাঝে। সবাই বাধ্য হয়ে সরে যেতে হল।

২৭ শে মে, ২০১৫ রাত ৮:৫৬

মোস্তাক_আহম্মদ বলেছেন: সবাই এই আওয়াজ তুলুন,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.