নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা_চোখ

মোস্তাক_আহম্মদ

আমি মোস্তাক, সাদা চোখেই সব দেখতে পছন্দ করি।

মোস্তাক_আহম্মদ › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া এখন লন্ডনে, পুত্র নাতি পুতি সহ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

নিউজে দেখলাম খালেদা জিয়া এখন লন্ডনে, পুত্র নাতি পুতি সব সহ। আপনার তো আর কোন চাওয়া পাওয়ার থাকার কথা না। কয়েকবারই তো বাংলাদেশের প্রধান মন্ত্রী হলেন। বেশ কয়েকবার আবার বিরোধী দলের নেতাও ছিলেন। এখন তো আপনি একটা হাট ভাংগা দলের চেয়ারপারসন মাত্র। তাই বলি কি লন্ডনে পুত্র নাতি পুতি যখন সবাই পাসেই আছে জীবনের বাকী দিনগুলি ওখানেই থেকে যান না।

কি আর এমন ক্ষতি হবে আপনার থেকে গেলেই বরং লাভ, তাই নয় কি?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৭

নতুন বলেছেন: হুম দুই বুড়ীকে বিশ্বভ্রমনে পাঠালে মন্দ হয়না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

মোস্তাক_আহম্মদ বলেছেন: সম্মানিত চলতি এবং সাবেক প্রধানমন্ত্রীদ্বয়কে ভাল শব্দ চয়ন করা উচিত!

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০১

বিপরীত বাক বলেছেন: শুধু উনার লাভ না,, দেশেরও অনেক লাভ বুড়িটা ওখানে থেকে গেলে।।।

কিন্তুক লোভ যে অনেক বেশি।। ক্ষমতায় যাওয়ার খাসলতে কাঙালি আর বিকারগ্রস্থের মত সারাক্ষণ জপতেছে,, " দেশের মুক্তি চাই "... মানে আর কি তার হাতে ক্ষমতা টা দাও।।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

মোস্তাক_আহম্মদ বলেছেন: লোভ কার নেই? দাদু এরশাদ এখন বয়সের শেষ সীমানায় তাও ক্ষমতায় আসার সপ্ন দেখছে।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


মাফিয়া তারেকসহ জাতির বিরু্দ্ধে ষড়যন্ত্র করতে গেছে; ক্সাথে যোগ দেবে পাকি জেনারেলরা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

মোস্তাক_আহম্মদ বলেছেন: দুঃখিত আপনার সাথে একমত হতে পারলাম না। তারেক রহমান মাফিয়া, আর এই মাফিয়া বৈধভাবে ইংল্যান্ড এ বাস করছে এটা বিশ্বাস যোগ্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.