![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত আমার সম্পর্কে বলার মতো কিছু নাই। কিছু হইলে জানাব।
কোথায় যেন একবার পড়েছিলাম মানুষ একবারই প্রেমে পড়ে আর জীবনের বাকি প্রেমগুলো করে প্রথম প্রেমটাকে ভোলার জন্য।
প্রথম ব্যর্থ প্রেমের ভালবাসা অনেকটা শুকিয়ে যাওয়া ক্ষতের মতো যেই ক্ষতের হয়তো ব্যাথা নেই সময়ের সাথে সাথে শুকিয়ে গেছে কিন্তু দাগটা রয়ে গেছে। আমার মতে ভালবাসা হচ্ছে প্রেমের পরের ধাপ যেখানে দু’পক্ষই এক জন আরেকজনের প্রতি অল্প সময়ের জন্য হলেও মায়া বোধ করে। প্রেমটা মিলিয়ে গেলেও ভালবাসা মেলায় না, কোথাও না কোথাও টান টা থেকেই যায়। আর এই টান টাই দাগটাকে জিইয়ে রাখে।
এই দাগঅলা মানুষগুলো আবার দুই দলের হয়...
প্রথম দল যারা এই দাগ টাকে লুকিয়ে রাখতে চায়। এরা বাইরের কাউকে এই ব্যাপারে জানাতে নারাজ।এই গোত্রের মানুষেরা এটাকে একধরনের হেরে যাওয়া মনে করে। এরা হারটা জানতে দিতে ভয় পায়। কাউকে বলতেও পারে না, আবার সইতেও পারে না নিজেই একলা ঘরে গুমরে মরে।
দ্বিতীয় দলের মানুষ, এরা ক্ষতটাকে বেশ যত্নে আগলে রাখে। মাঝে মাঝে খুঁচিয়ে ক্ষতটাকে সজীব রাখার চেষ্টা করে। অনেকটা বুকশেলফে রাখা কিছু বই এর মতো, এই বইগুলোর উপর কখনোই আমরা ধুলো জমতে দেই না। কিছুদিন পর পর নেড়েচেড়ে পরিস্কার করি। বাকি বইগুলোর উপর জমলে জমুক, কিন্তু এগুলোর উপর? কখনোই না। এই দলের মানুষগুলো প্রথম দলের মতো না, এরা কাছের মানুষগুলোর সাথে শেয়ার করে, ক্ষতটা দেখতে দেয়। তবে এরা মনে প্রানে আঘাতকারী মানুষটাকে তাদের জীবনে ফেরত চায় যদিও সে কথা তারা স্বীকার করে না।
এই দুই দলের মধ্যে কে যে বেশি বোকা এটা বলা অনেকটা facebookএর রিলেশনশিপ স্ট্যাটাস এর মতই “Its complicated”. তবে এদের common একটা ব্যাপার হল দুইজনেই যখন ওই ক্ষত জাগাটাই হাত বুলায় তখন গলার কাছে দলা পাকিয়ে উঠে আর ভেতর থেকে ভেসে আসে একটা দীর্ঘশ্বাস। এই দু’দলই একটা বেপারে ভীত থাকে তাদের জীবনে কেউ কি আসবে যে হয়তো ওই ক্ষতটার কথা ভুলিয়ে দেবে।
যে কথা দিয়ে শুরু করেছিলাম, প্রথম ব্যর্থ ভালবাসার দাগ... যা হয়তো মুছবে না কিন্তু যেখানে আপনার পরের নিঃশ্বাসটাই ফেলার জন্য বেঁচে থাকবেন কিনা জানেন না সেখানে কেন আরেকজনের জন্য দীর্ঘনিঃশ্বাস ছাড়বেন। নিজের মতো করে নিজের জন্য বাঁচুন যদি অন্যের জন্য বাঁচতেই হয় তবে এমন কারো জন্য, যে কিনা আপনার কদর বোঝে, যার সাথে থাকলে আপনার চোখে কান্না ঝরে... দুঃখের না অনেক হাসির কান্না...
এই লেখাটা আমার খুব কাছের ‘র’ দিয়ে শুরু নামের একটা বন্ধুর জন্য। সে যখন এই লেখাটা পড়বে তার ঠোটের কোনায় এক চিলতে হাসি ফুটে উঠবে যা হয়তো আমি দেখতে পাব না কিন্তু কল্পনাতো করতে পারব।
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
কালো ছেলেটি বলেছেন: জি ভাই
যদি ভুলে যায় তাহলে বুঝতে হবে সে রোবট হয়ে গেছে তবে এইটা আঁকড়ে পড়ে থাকাটাও মনে হয় অনেক বড় বোকামি...
The show must go on...
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭
রিয়াদহ্যাপি০০৭ বলেছেন: পনার লেখার সাথে আমার জীবনের ঘটনাটা মিলে যাচ্ছে। জানিনা আপনি কার উদ্দেশ্যে লিখেছেন। তবে আপনার লেখার উদ্দেশ্য সফল হোক এটাই প্রত্যাশা করি।
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
কালো ছেলেটি বলেছেন: আমাদের সবার জীবনেই এমন ঘটনা থাকে। কেও প্রকাশ করে কেও করে না...
রিয়াদহ্যাপি০০৭ ভাই আপনার প্রত্যাশার জন্য ধন্যবাদ
৩| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:০৪
সামু পাগলা০০৭ বলেছেন: আমার মনে হয় না তা। আমি বিশ্বাস করি প্রথম প্রেম এবং তারপরের সব প্রেমের ক্ষত একসময়ে ঠিকই চলে যায়। হ্যা কোন এক বৃষ্টিভেজা সকালে বারান্দায় আনমনে মনে হতে পারে কিন্তু বেশি সময়ের জন্যে না। পিছনে চা বানিয়ে থাকা মানুষটা সামনে আসতেই পৃথিবী সে ময় হয়ে যায়। যা থাকে তা শুধুই শেষ প্রেম।
৪| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩১
rupakkhandakar বলেছেন: মনে হচ্ছে সম্পূর্ণ আমার জীবনের কাহিনী শুনে লিখেছেন। খুব কাছের মানুষই হবেন হয়ত। যাই হোক ঠোটের কোনায় এক চিলতে হাসি ফুটে উঠেছে জানিয়ে দিলাম
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: প্রথম প্রেমের ব্যাপারটাই আলাদা। এটাকে মানুষ খুব একটা ভুলতে পারে না।