![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত আমার সম্পর্কে বলার মতো কিছু নাই। কিছু হইলে জানাব।
বাড়ছি আমি, বাড়ছে ভুঁড়ি
শরীরে চর্বির হুড়োহুড়ি
তবুও খাবার ভালোবাসি
খাবার দেখলেই মুখে হাসি
সবাই বলে কম করে খা
আমি ভাবি...
হুদাই চিল্লায়- খামাখা
মানুষের ভিড়ে আর রাস্তায় জ্যামে
চর্বিরদলা আমি উঠি শুধু ঘেমে
পাশের যাত্রী যদি নড়েচড়ে বসে
ছোটখাট সিটে আমি...যায় আরো ঠেসে
সুন্দরী দেখলেই শ্বাস টেনে ধরি
এক বুক আশা মনে
যাতে না দেখা যায় ভুঁড়ি
ছেড়ে দিলেই চেপে ধরে বেল্টের বাঁধনে
ভুড়ি সেতো সোজা নয়...
এসেছে অনেক সাধনে
হাসিখুশি মানুষ আমি হয়তো একটু মোটা
তাই বলে কি সবাই দেবে সাইজ নিয়ে খোঁটা?
জেনে রাখবেন বেশিরভাগ মোটা মানুষ হয় যে ভাল
হতে পারে ধবল সে কিংবা কালো
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২০
কালো ছেলেটি বলেছেন: শামস ভাই ঘটনা সত্য আমার কাছে প্রমান আছে
২| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১
সামিয়া বলেছেন: হাহাহা নাইস
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫
কালো ছেলেটি বলেছেন: ধন্যবাদ ইতি আপু
আর হ্যা...মাঝে মাঝে আয়নার সামনে দাড়ালে বুঝি, মোটা মানুষেরা আসলেই নাইস হয়
৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আমি ভাই চর্বির দলা
তাই বলে আমার নিয়ে খেলে যাবে মস্কারির খেলা
জেনে রাখো ,
পাটকাটিগুলোর চেয়ে আমার মনখানা বেশি ধলা
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
কালো ছেলেটি বলেছেন: শান্তু ভাই ধন্যবাদ
৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪
ডি মুন বলেছেন: ভুড়ি সেতো সোজা নয়...
এসেছে অনেক সাধনে
হা হা হা হা দুর্দান্ত , খুব উপভোগ করলাম।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯
কালো ছেলেটি বলেছেন: জি ভাই মোটেও সোজা না :/
কত ত্যাগ তিতিক্ষা করে যে আসে.... আমি নিজে সাক্ষী
৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫
আ মি বলেছেন: আহা!!!
৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: শাবাশ
৭| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫
সুমন কর বলেছেন: জেনে রাখবেন বেশিরভাগ মোটা মানুষ হয় যে ভাল
হতে পারে ধবল সে কিংবা কালো -- হাহাহাহহা +
ভালো হয়েছে।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০
কালো ছেলেটি বলেছেন: ধন্যবাদ সুমন ভাই
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২
বুরহানউদ্দীন শামস বলেছেন: হাসিখুশি মানুষ আমি হয়তো একটু মোটা


তাই বলে কি সবাই দেবে সাইজ নিয়ে খোঁটা?......