![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হওয়ার চেষ্টায় রত এক জীব আমি। সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল।কিছুদিন লেখার পর দেখি সাংবাদিক নয়।হওয়া উচিত সৎসাংবাদিক। হতে পারিনি।ব্যার্থ হয়ে চাকুরী ঔষধ কোম্পানীতে। সেও ষোল বছর। ভাবলাম ,দেখি মানুষ হতে পারি কিনা। চারদিকে অসংখ্য অমানুষের ভিড়ে সেটাও মনে হয় হবে না। তাই ভাবলাম ব্লগার হব এখানেও দেখি তাই। ভবিষ্যত ইচ্ছা -জন্ম সুত্রে নয় নিজের চেষ্টায় যতটুকু সম্ভব মানুষ হওয়া।
গতকাল(৮ফেব্রুয়বরি) খবরে সারাদিন(সংক্ষিপ্ত) এবং রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে (বিস্তারিত) ফুলবাড়ীয়া( চ্যানেল আইয়ের ভাষায় ফুলবাড়ি)'র লাল চিনির উপর একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে অতীতে অনেক লেখালেখি করায় আগ্রহ নিয়ে বসেছিলাম অনুষ্ঠান দেখব বলে। রাতে অনুষ্ঠান দেখতে বসে প্রথমেই ধাক্কা খেলাম নিচের শিরোনাম দেখে। সেখানে ফুলবাড়ির লাল চিনি নিয়ে প্রতিবেদন। আসলে হবে ফুলবাড়ীয়া। আমরা সাধারণত ফুলবাড়ি বলতে উত্তর বঙ্গের কয়লাখনি খ্যাত ফুলবাড়িকে বুঝে থাকি। অনুষ্ঠানের শুরুতে শাইখ সিরাজ সাহেব যে বর্ণনা দিলেন তা মোটামুটি ঠিক থাকলেও যখন সাব চিনির ব্যাখ্যা দিলেন আমিতো অবাক।
শাইখ সিরাজ সাহেবকে বলছি-কোন বিষয়ে এরকম বড় মাপের একটি অনুষ্ঠান করার আগে আরো পড়াশোনা করা দরকার।
আমার সব চাইতে খারাপ লেগেছে ফুলবাড়ীয়াকে ফুলবাড়ি হিসেবে উল্লেখ করায় এবং সম্ভাবত এই লেখাটি একারনেই লেখছি। কিন্তু লাল চিনির ক্রেতা শুধু গফরগাঁওয়ের মানুষ এমন বিকৃত তথ্য আপনি কোথায় পেলেন? তথ্যটি একজন কৃষকের নিকট থেকেই হয়ত পেয়েছেন। কিন্তু তিনি হয়ত জানেন না এর প্রধান বাজার এখনও কিশোরগঞ্জ নামক জেলা। ঐ কৃষকের না জানলেও চলে কিন্তু আপনি শাইখ সিরাজের তা জানা উচিত। পাঠকদের আর বিরক্ত না করে লাল চিনির উপর সামোতে আমার লেখাটি শেয়ার করলাম-
Click This Link
এই লেখটি বাংলা একাডেমি প্রকাশিত বাংলাদেশের লোকজ সংস্কৃতি:-ময়মসিংহ খন্ডে লোক খাদ্য হিসেবে সংক্ষিপ্ত আকারে স্থান পেয়েছে। এছাড়াও লেখাটি ২০১২ সালের বইমেলায় বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃক প্রকাশিত ব্লগ সংকলন-নগর নাব্য গ্রন্থে প্রকাশ হয়েছে।
পরিশেষে আমার মনে হয়েছে কৃষকদের নিয়ে তৈরি অনুষ্ঠান কৃষকরা দেখেন না বলেই উনি শাইখ সিরাজ হতে পেরেছেন। দেখলে খবর আছিলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
মোত্তালিব দরবারি বলেছেন: তাই।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
লাল চিনির উপর আপনার পুরনো লেখাটিও পড়লাম। ভাললাগলো।
ভাই - আপনি কি বিডিব্লগের সেই দরবারি?
বিডিব্লগ কি আর চালু হবে না?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২
মোত্তালিব দরবারি বলেছেন: হ ভাই, আমিই সেই দরবারী। বিডি চালু হচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তাই না-কী?