নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোসেন মৌলুদ তেজো

লিখতে ভালোবাসি

হোসেন মৌলুদ তেজো › বিস্তারিত পোস্টঃ

কবির কোন স্বজন থাকেনা

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

এখানে এসে অযথা কোন স্বজন খুজোনা
.... স্বজন বিতারিত রাজ্যর শূন্যতায় কবিদের বসবাস
দৃষ্টি নন্দন ভূলে কবিরা নাকি বড়ো অসামাজিক
হতে পারে, কবিরাতো শব্দের বুনোটে সেই নিমগ্ন গুনিজন
বদ্ধ কুটিরে যারা গড়ে তোলেন ধ্রুপদী সৃষ্টির কোলাহল।

কবিদের শূন্যতায়, নীরবে গড়ে ওঠে হাজারো ভাষা... ভালোবাসা
হিজল তলায় রাখালের স্থবির দুপুরের বাঁশি....
শশ্নানের ঝি ঝি পোকা...... রাতের হুতুম প্যঁচার ডাক
বিপন্ন এই পৃথিবীর অনাথ শিশুর কান্না....
বিষন্ন জনপদের ক্ষুধার হাহাকার, নতুন জীবন খুজে
...... কবিদের শুন্যতার, নিরিখ বর্ণ বিন্যাসে।

কবিদের চোখে-মুখে স্বপ্ন-স্বজন খুজো না
......... কবিতা ছাড়া কবিদের অন্য কোন স্বজন থাকে না।

লেখকঃ হোসেন মৌলুদ তেজো
বইঃ কবিতাটি অসংজ্ঞায়িত বইয়ে প্রকাশিত হয়েছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

শাহারিয়ার ইমন বলেছেন: জীবনানন্দ দাসের কবিতা পড়েন ?

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯

হোসেন মৌলুদ তেজো বলেছেন: হ্যাঁ ভাই পড়ি। অন্যতম প্রিয় কবি।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের কবিতা লিখলে স্বজন অবশ্যই থাকবে না; স্বজন পালিয়ে যাবেন

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

হোসেন মৌলুদ তেজো বলেছেন: ভালো বলেছেন ভাই। কি ধরনের কবিতা লিখলে স্বজন থাকবে বলে দিয়েন।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: কবিকে কেউ সত্যবাদী বলেন না। কিন্তু সত্যের সাক্ষ্য গ্রহণ করতে গিয়ে যখন বাস্তব অবস্থার ঘূর্ণিপাকে পড়ে সত্যকে আর খুঁজে পাওয়া যায় না তখন অকস্মাৎ কেউ না কেউ বলে ওঠেন, ওমুক সময়ে ওমুক ঘটনার ওপর ওমুক কবি এ দু’টি পঙ্ক্তি রচনা করেছেন।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬

হোসেন মৌলুদ তেজো বলেছেন: কারন কবিরা সবসময়ই ব্যবস্থা আর প্রচলিত বিশ্বাসকে প্রশ্ন করে। সেই প্রশ্নের যৌক্তিকতা আর যথার্থ উত্তরই একসময় মানুষের "কোড অব কনডাক্ট" এ পরিণত হয়। এটাই ইতিহাসের সবচেয়ে বড় সত্য।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: বুকের ভেতরে চিন চিন করে ব্যাথা করে....

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

হোসেন মৌলুদ তেজো বলেছেন: হা হা ....... মজা পাইলাম।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

জাহিদ অনিক বলেছেন:

আজকে সন্ধ্যাতেই পড়েছিলাম।ভালো লেগেছে আপনার কবিতার থিম ও কবিতা।
কিছু মনে করবেন না প্লিজ, আপনার কবিতা ভালো লেগেছে বলেই বলছি, কিছু কিছু বানানের ব্যাপারে একটু সতর্ক থাকা মনে হয় উচিত। কবিতার ভাব ও ভাষা ভালো হলো আর বানান কিছু কিছু ভুল রয়ে গেল, দেখতে ও পড়তে পাঠককে অনীহা এনে দেয়।
নিচের বানানগুলো একটু দেখে নিলে ভালো হয়।

শুভেচ্ছান্তে।




খুজোনা বিতারিত ভূলে বুনোটে গুনিজন শশ্নানের প্যঁচার বিষন্ন খুজে শুন্যতার খুজো

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

হোসেন মৌলুদ তেজো বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। এইসব মতামতের জন্যই এই প্লাটফর্মকে এতো ভালো লাগে। অবশ্যই ভাই বানান নিয়ে কাজ করতে হবে, সর্তক থাকবে হবে টাইপের সময়। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.