| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গানটা একরাতে রেডিও টিউন করতে করতে সামনে এসে পড়ছিল, শুনে হঠাৎই একটা ভালোলাগা কাজ করলো, কিন্তু শুনতে পারলাম না গান টা আসলে কার?
ভেবেছিলাম একবার মাহাম্মুদুজ্জামান বাবু হতে পারে।
পরদিন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর কাছে শুনলাম না এটা একটা ভারতীয় বাংলা শিল্পীর গাওয়া।কিন্তু আর কোন তথ্য বা কোন লিঙ্ক দিতে পারলো না।
তারপর অনেক দিন কেটে গেল........
বলতে গেলে ভুলতে বসেছিলাম গানতার কথা।হঠাৎ করেই মনের মধ্যে বাজতে লাগলো গানটার সুর আর আবছা মনে থাকা দু'একটা লাইনঃ
তোমাকে তোমাকে চাই......তোমাকে তোমাকে চাই......
শুরু হয়ে গেল Internet এ খোজাখুজি, প্রথম প্রচেষ্টাই পেয়ে গেলাম YouTube এ এর একটা ভিডিও মেকিং, কিন্তু Mp3 ফরমেটে পাচ্ছিলামি না।
জানতে পারলাম এর সকল তথ্যই কিন্তু সবই Down-loadable ছিল না।
শুধু শুনেই ক্ষ্যন্ত, কিন্তু আমি ও ছাড়ার পাত্র না.........
কিন্তু যেখানেই যাই একি অবস্থা
![]()
অবশেষে YouTube থেকে ঐ Flv. ফাইলটা ডাউনলোড করে Mp3 তে Convert করে নিলাম।একেই বলে নাক বেড় দিয়ে কান ধরা।যা প্রথমেই করতে পাড়তাম, তা কিনা করলাম পাক্কা ১ ঘন্টা অযথা ব্যয়ের পর।
নিজের বোকামী দেখে অবশ্য হাসিই লাগল পরে
![]()
আর কাংখিত গানটা অজস্র বার শুনে পুষিয়ে নিলাম কষ্টটাকে।
গানডাউনলোডের এহেন ঘটনা পড়ে যে কারো বিরক্ত লাগতে পারে, তবে বিষয়টা আমার কাছে বেশ উপভোগ্যই ছিল, তাই শেয়ার করলাম।
গানের কথা গুলো এমনঃ
তোমার কথা ভাবতে গেলেই চাঁদ হয় অভিমানী,
বলে জোৎস্নার চেয়ে মুখটি কী তার অনেক বেশী দামী......
তোমার গান গাইতে গেলেই পাখিদের অভিযোগ,
বলে এত গান গাই তোমার জন্য তবে ওর দিকে ঝোক......
আমি কী করি কী করি ? কোন দিকে যাই ? কোন পথে হারাই ?
রক্ত প্রবাহে স্লোগান উঠেছে তোমাকে তোমাকে চাই.....................।।
শত সহস্র তারারা আমার পায়ের কাছে লুটাচ্ছে,
গাছেরা আমার পোষাকে শরীরে কত না ফুল ফোটাচ্ছে......
পৃথিবী মাটির সুগন্ধ দিয়ে বলছে আমার মন নে,
তবু আর পাগলামী করিস না তুই ঐ মেয়েটির জন্যে......
আমি কী করি কী করি ? কোন দিকে যাই ? কোন পথে হারাই ?
রক্ত প্রবাহে স্লোগান উঠেছে তোমাকে তোমাকে চাই.....................।।
তোমার শরীরী ঝর্ণাই আমি স্নান করে নেব বলে,
যেই না দু'বাহু বাড়াই তখন সমুদ্র উপকূলে......
ঝড় উঠে খুব উদ্দাম আর উত্তাল কিছু ঢেউ,
বলে স্নান করবি তো এখানেই কর, ঐদিকে যায় কেউ............???
আমি কী করি কী করি ? কোন দিকে যাই ? কোন পথে হারাই ?
রক্ত প্রবাহে স্লোগান উঠেছে তোমাকে তোমাকে চাই.....................।।
গানের কথা গুলো পড়ে ভাল লাগলে শুনে ও দেখতে পারেনঃ
http://youtu.be/OY-p9V_MbLo
এ্যালবাম : আস্তে লেডিস (২০০৮)
কথা, সুর ও শিল্পী : শঙ্খ ব্যণার্জী
০৫ ই জুন, ২০১১ রাত ১১:০৪
সরব মৌনতা বলেছেন: হ্যা, আস্তে লেডিস !!!
প্রিয় নিদাল,এই এ্যালবামের সব গান শুনতে মুঞ্চাই। আপনি কী এর Download link দিয়ে সাহায্য করতে পারেন?
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১১ রাত ৯:২১
িনদাল বলেছেন: aste ledis :p