![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[সন্ধ্যা ৭ টা ৫৪]
গতকাল সকাল থেকে এত বৃষ্টি হল যে রাস্তা পুরাই ডুবে গেল । বাসা থেকে বেরুলেই হাঁটু পানি । আর পানিগুলো এত নোংরা.. :-&
সেই নোংরা পানিতেই দেখি কয়েকজন পিচ্চি লম্ফঝম্ফ শুরু করেছে, ওদের দেখে মনে হল আমিও গিয়ে লাফাই ।
আর তখনি কিভাবে জানি আমার মাথায় 'তা তা থৈ থৈ' শব্দগুলো ঢুকে গেল । সেই যে ঢুকলো এখন পর্যন্ত বের হয় না । বৃষ্টি দেখলেই শব্দগুলো মাথায় নাচতে শুরু করে । কি জ্বালাতন!! বিরক্ত হয়ে গেলাম!
পিচ্চিদের ছবি তুলতে চাইলাম তো এত বৃষ্টি হচ্ছিল যে তুলতে পারি নাই ; (
গতকাল সকালে হুট করেই মাথা ব্যথা করতে শুরু করলো । করলেই বা কি.. আমি কি কেয়ার করি নাকি! হাহ! সো কিছুই করলাম না । সারাদিন ব্যথা বাড়তেই থাকলো । সন্ধ্যার দিকে মনে হল ঠান্ডা লাগছে । তাতে কি? লাগুক গিয়ে ।
এরপর রাত যখন হল তখন সুরমা আমাকে দেখে পুরা আৎকে উঠলো । ও বলল, তোর চোখ দুইটা লাল টকটকে হয়ে গেছে, জ্বর নাকি? আমি বললাম, কই? হাত দিয়ে দেখে দিলো একটা ধমক। বলল, এক্ষণি শুয়ে পড়!!
আমি তখন বুঝলাম আমার জ্বর হইসে । কি আর করা.. ভদ্র মেয়ের মতো শুয়ে পড়লাম ।
এখন দেখছি, আবার জ্বর জ্বর লাগছে । সো হোয়াট! হাহ!
১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪১
ময়না কাঁটা বলেছেন: ভালো না খারাপ সেইটা হাড়ে হাড়ে টের পাইতেসি
২| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৩১
ইন্সট্যান্ট জাতিসঙ্ঘ বলেছেন: কেয়ার করা উচিত ।
১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪২
ময়না কাঁটা বলেছেন: চাইলেই তো করা যায় না ;(
৩| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৪০
নিলা বলেছেন: আহারে! ঠিকমত ওষুধ খান। গেট ওয়েল সুন
১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৪
ময়না কাঁটা বলেছেন: ;(
৪| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৪১
মানুষ বলেছেন: নিলা বলেছেন: আহারে! ঠিকমত ওষুধ খান। গেট ওয়েল সুন
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৪৩
ময়না কাঁটা বলেছেন: আপনার প্রোফাইল পিকচারটা আমার খুব খুব পছন্দ হইসে, মনে হচ্ছে নিয়ে নেই
৫| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৪২
মৈথুনানন্দ বলেছেন: ছবিটা দারুণ!
১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৪
ময়না কাঁটা বলেছেন: থ্যাংকস
৬| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৪২
মৈথুনানন্দ বলেছেন:
১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৬
ময়না কাঁটা বলেছেন: নিউমার্কেটে এই আইসক্রিম খাইতে গিয়া মোবাইলটা ভেঙ্গে ফেলসি
৭| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৪৪
মৈথুনানন্দ বলেছেন: অ্যাই পিচ্চি - তুই কতোটা পিচ্চি? ইশকুলে পড়িস না ভার্সিটিতে??
১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৭
ময়না কাঁটা বলেছেন: বলবো না
৮| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৪৫
মৈথুনানন্দ বলেছেন: আমি প্রথম কয়েক দিন পিচ্চিদের ওয়চ করি, যদি দেখি আমার ওয়েভলেংথের সঙ্গে ম্যাচ করছে, তাহলে কথা বলি - তোর সঙ্গে আমার দারুণ জমবে!
১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:৫০
ময়না কাঁটা বলেছেন: আমি কিন্তু অনেক পচা
একবার জ্বালানো স্টার্ট করলে বুঝবেন ঠ্যালা ।
৯| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৫০
মৈথুনানন্দ বলেছেন: আমি এক্তা ছোত্তো বাবু - বয়স মাত্তর 10770 দিন! সিরিয়স পিচ্চিদের পছন্দ করি না, কারণ আমি নিজেই সিরিয়স ছিলাম এক দিন, হেহেহে!!
১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৩
ময়না কাঁটা বলেছেন: আপনারে মাইনাচ!
সিরিয়াস ছিলেন ক্যান তাই
১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:১১
ময়না কাঁটা বলেছেন: আপনার লেখাগুলা এত্ত কঠিন ক্যান?
১০| ০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১১
বিবেক সত্যি বলেছেন: আপনার লেখাগুলো খুব ইন্টারেষ্টিং আর খুবই সাবলীল । নিয়মিত লিখুন...
কলিকে আগাম জন্মদিনের শুভেচ্ছা ..
১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৭
ময়না কাঁটা বলেছেন: ওও..
কলির জন্মদিনটা শুধু ভুলে যাই এজন্য লিখে রাখসিলাম
এইবার ভুলি নাই (:
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:২৯
সাইফুর বলেছেন: জ্বর হওয়া ভালো..