নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

বিয়ে বাড়ী এবং রাতের ঘুমানোর গল্প। ( কেহ যদি কোন প্রকার অশ্লীলতা খুঁজিয়া পান, তাহলে সেটার তার নিজদায়িত্ব) ;)

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৩

বছর দুয়েক আগের কথা। আমার এক দূর সর্ম্পকের মামার বিয়ে। বিয়েটা হবে গ্রামের বাড়িতে। সময়টা সুবিধাজনক সময় হওয়াতে পারিবারিক ভাবে সবাই সিদ্ধান্ত নিল বিয়েতে যাওয়ার। আমাদের পরিবারটা ঠিক যৌথ পরিবার না হলেও একটা যৌথ পরিবারের আমেজ আছে। সবাই আমরা পাশাপাশি বিল্ডিং এ বা একই বিল্ডিং এর উপরে নিচে থাকি। ঈদে বা অন্য সময় গ্রামে গেলে সবাই সাধারনত একসাথেই যাই। তো এবারও আমরা একসাথেই গেলাম। মুরিব্বীরা এক গাড়িতে আর আমরা পোলাপাইন সব এক গাড়িতে।



অনেকটা উৎসব মূখর পরিবেশে আমরা সেই মামার বাড়িতে পৌঁছলাম। গিয়ে দেখি পুরো বাড়ি গম গম করছে। সেখানে আমাদের অন্য কাজিনদের সাথেও দেখা হলো। সবাই মিলে অনেক মজা করলাম। ছবি তুললাম, রং ছোঁড়াছুঁড়ি হলো এক পর্যায়ে গিয়ে পরিনত হলো কাঁদা ছোঁড়াছুঁড়িতে।



আমাদের প্ল্যান ছিল, বিয়ে বাড়িতে মজা টজা করে আমরা আমাদের গ্রামের বাড়িতে ফিরে এসে ঘুমাবো। কিন্তু আসতে দিতে মামা কোন ভাবেই রাজি হলেন না। বললেন, বিয়ে বাড়ি হচ্ছে হইচই আর আমোদ ফূর্তির জায়গা। এখানে সবাই থাকবে, নানা রকম আমোদ ফুর্তির করবে তাহলেই না মজা। তাই কারোই যাওয়া চলবে না। তিনি যত্নের চুড়ান্ত করেছেন। সবার জন্য থাকার ব্যবস্থা হয়েছে। মুরুব্বীদেরকে বিছানা আর রুম দেয়া হলো। আর আমাদের জন্য মাটিতে গণ বিছানা।



ঢাকায় তখন শীত না পড়লেও গ্রামের দিকে বেশ ভালোই ঠান্ডা ছিল। আমি আর অন্য দুই খালাত ভাই রায়হান আর জহির মিলে একটু বাইরে হাটাহাটি করতে গিয়েছিলাম। ঠান্ডা দেখে ফিরে আসলাম। রুমে ঢুকে দেখি সব জায়গাই মোটামুটি দখল। বড় মামা কোথায় যায়গা না পেয়ে শেষমেশ আমাদের এই রুমেই আশ্রয় নিয়েছেন। কিন্তু মামার সাথে ঘুমালে আর ঘুমাতে হবে না। কারন একজন মানুষ যে এত জোড়ে নাক ডাকতে পারে আমার তা আগে ধারনা ছিল না। বড় মামাকে দেখার পর তা জেনেছি। মামা ঘুমালে আমি ঢাকায় আমার রুম থেকে বুঝতে পারি মামা ঘুমাচ্ছেন। তিনি যদিও আমাদের পাশের বাসায় থাকেন। আমার ধারনা, আমার বড় মামী বধির হয়ে গিয়েছেন। তা না হলে তিনি কিছুতেই বড় মামার সাথে ঘুমানো সম্ভব না।



যাই হোক, বাইরে এসে সমস্যা কথা জানাতেই শিপন মামা এক গাল হেসে আমাদেরকে অন্য ব্যবস্থা করে দিলেন। ওহ! বলতে ভূলে গিয়েছি, যে মামার বিয়ে খেতে এসেছি তার নাম শিপন মামা। মামার তার এক গ্রাম সর্ম্পকের ভাগ্নের বাড়িতে আমার থাকার ব্যবস্থা করলেন। আমার অন্য দুই মামাত ভাই বড় মামার সেই আজাবের কথা জানে। তাই রুম থেকে আমাকে বের হতে দেখেই তারা আমার মতলব বুঝে আমার পিছু নিয়েছিল। ফলে আমাদের তিন জনের শোবার ব্যবস্থা শিপন মামার সেই ভাগ্নের বাড়িতেই হলো।



যেতে যেতে মামার সেই ভাগ্নের সাথে কথা বলছি। তার নাম খলিল। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার। সদ্য বিবাহ করেছেন। মামার বাড়ী থেকে একটু দূরে তার বাড়ী। হেঁটে যেতে মিনিট দশেকের মত লাগে। খুব সুন্দর দোচালা টিনের বাড়ী। এত বড় বাড়িতে তেমন কেউই নেই। ভাবীর সাথে দেখা হলো। খুবই চমৎকার মিষ্টি চেহারার মেয়ে। বয়স আনুমানিক ২২/২৩। সন্ধ্যা বেলা রং খেলার সময় উনার সাথে অনেক দুষ্টামী করেছি। বুঝতে পারিনি তিনি বিবাহিতা। আমি ভাবছিলাম দীর্ঘশ্বাস ফেলব, কিন্তু তার আগেই আমার পাশে জহির দীর্ঘশ্বাস ফেলল। আমি বিরক্ত হয়ে বললাম, কি সমস্যা। জহির আরো বিরক্ত হয়ে বলল, 'তোর যে সমস্যা, আমারো সেই একই সমস্যা'।



এই সমস্যা কোন সমাধান নেই বিধায় আমরা হাতমুখ ধূয়ে ঘুমাতে গেলাম। হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। দেখি জহির আমার গায়ে তা পা তুলে দিয়েছে। ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিলাম। ও আমার দিকে পিছন ফিরে ঘুমাচ্ছে। কিছুক্ষন পর দেখি কেমন একটা বাজে গন্ধ। একটু সময় লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর যখন বুঝতে পারলাম কি হয়েছে, তখন জহিরের পাছায় একটা কঠিন লাথি মেরে আমি বিছানা ছেড়ে উঠে রুমের বাইরে আসলাম। এত কঠিন লাথি খেয়েও ব্যাটার কোন বিকার নেই। ঘুমাচ্ছে। আমি নির্ঘাত ব্যাটার পেট পচে গিয়েছে।



রুমের দরজা খুলে দিলাম, যেন বিষাক্ত বাতাস বের হয়ে যেতে পারে। আমি দরজার সামনে বসে আছি। মহা বিরক্ত লাগছে। ঘুমানোর ব্যাপারে আমার একটি ছোট সমস্যা আছে। কেউ বেশি নড়াচড়া করলে কিংবা গায়ের মধ্যে হাতপা তুলে দিলে আমার ঘুম ভেঙে যায়। তখন আর সহজে ঘুম আসে না। এখন আমার আর ঘুম আসছে না। কিন্তু কিছু করার নেই। তাই বাধ্য হয়ে চুপচাপ শুয়ে রইলাম। একটু চোখ লেগে আসছিল। হঠাৎ কেমন যেন ফিসফাস শব্দে আমার ঘুম ছুটে গেল। প্রথমে ভাবছিলাম আমার সাথে ঘুমাতে আসা কোনএকটা ফোনে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। চরম রুদ্রমুর্তি নিয়ে আমি মোবাইলের লাইট জ্বালালাম। কিন্তু দেখি তারা মরার মত ঘুমাচ্ছে। এবার একটু জোরেই কথা শুনলাম। দেখি খলিল ভাইয়ের গলা। সাথে সাথে লাইট নিভিয়ে দিলাম। ভালো করে শুনে দেখি শব্দটা পাশের রুম থেকে আসছে। এত রাতে আবার কোন সমস্যা হলো কিনা ভেবে আমি কান খাড়া করে শুনছিলাম। কিন্তু তারপর যা শুনলাম তাতে আমার আক্কেল গুড়ুম। আমি কিছু অংশ বিশেষ তুলে দিলাম একে বারে আঞ্চলিক ভাষাতে।



ভাবী বলছেন, ' ধুর! অ্যাঁই হাইত্তামন। তুঈ এইক্কা কর কা? দেলী দেলী এই কলা। ( ধুর আমি পারব না, তুমি এমন কর কেন? প্রতিদিন এই জিনিস।)



তারপর খলিল ভাই আরো কি যেন বললেন। আবার দুইজনের খুনশুটি, হাসাহাসি। ভাবি বললেন, ' এ্যাইম্মা বেশরম বেডা অ্যাঁই জীবনে দেখিন। পাশের রুমে হেতারা ঘুমাই রইসে, হেতারা উডি গেলে? ( এই রকম বেশরম লোক আমি জীবনে দেখিনি। তারা পাশের রুমে ঘুমিয়ে আছে, যদি উঠে যায়?)



খলিল ভাই বললেন, আরে হেতারা শহরইয়্যা হোলাহাইন, হারাদিন টক্কাটক্কি করি হ্যারা ছাওগৈ মরার মত ঘুমায়্যের। ( আরে তারা শহরের পোলাপাইন, সারাদিন লাফালাফি করে দেখো গিয়ে মরার মত ঘুমাচ্ছে।)



এইসব শুয়া কথা বাদ দিই, আন্নে আমার কাছে অ্যাঁইয়েন। আন্নের রুপ তো বাই বাই হড়েরর। ( এই সব কথা বাদ দিয়ে আপনি আমার কাছে আছেন, আপনার রুপ তো বেয়ে বেয়ে পড়ছে।)



ভাবী বললেন, তোয়ারর এই্যক্কা গূতাগুতি আর ভালা লাগের না। ইস ছাও ছাই কি আরের। হিসা মার, তুঈ এক্কেরে হিচাশ হই গেস। মোবাইলে ইগিন কিয়া ছাওয়ের তুঈ ? ছিঃ অ্যাঁর বমি আইয়ের। ( তোমার এই ধরনের গুতাগুতি ভালো লাগছে না। ইস! দেখ তো কি করছে? ঝাড়ু মার! তুমি একেবারে পিশাচ হয়ে গিয়েছ। এই সব কি দেখছ মোবাইলে। ছিঃ আমার বমি আসছে।)



ততক্ষনে আমার মাথায় একশ পাওয়ারের বাল্ব চিলিক দিয়া উঠল। তওবা তওবা বুঝতে পারলাম এতক্ষন আলোচনার বিষয়টা কি ছিল। বিশেষ কথাবার্তা আর নানা রকম শব্দে আমি বড়ই শরমিন্দা হইলাম। মাথা মধ্যে একটা দুষ্ট বুদ্ধি মাথা চাড়া দিয়ে উঠল। সেটা মাত্র শান দিতে দিতে ঘুমানোর চেষ্টা করলাম।



সকালে ঘুম থেকে উঠে আমরা সে বাড়িতে গেলাম। নাস্তা পানি খাবার পর পোলাপাইনের সাথে দেখা হলো। আর আইমান, তুহিন, আরিফ ভাই সহ অনেকের চোখ লাল। ঘুম কেমন হইসে জিজ্ঞেস করতেই তারা আমার দিকে এমন একটা অগ্নি দৃষ্টিতে তাকাল, যেন আমি একটা ভয়ংকর কথা বলেছি। তারপর করুন গলায় আইমান বলল বড় মামার নাক ডাকার চোটে তারা নাকি সারা রাত বারান্দায় বসে ছিল। সেখানেই বসে বসে মশার কামড় খেতে ঘুমিয়েছে। নাক ডাকা এমনই ভয়াবহ ছিল, বাড়ির কুকুর পর্যন্ত মাঝে মাঝে ঘেউ ঘেউ করে উঠেছে। এই অবস্থায় বত্রিশ দাঁত বের করে হাসা খুবই বিপদজনক। তারপর আমার বেহায়া দাঁতগুলো প্রায় বের হয়েই গিয়েছিল।



আর একটু এগিয়ে গিয়ে দেখি, জহির কোমরে হাত দিয়ে হাটছে। ঘটনা কি জিজ্ঞেস করতে বলল, কাল রাতে শোয়ার সময় মনে হয় উচু নিচু হয়ে শুয়েছিল সেই কারনে নাকি কোমরে ব্যথ্যা করছে। আবারো আমার বেয়াদপ দাঁত গুলো আমার সাথে বিশ্বাসঘতকতা করল। বহু কষ্টে আমি মুখে একটা কঠিন বেদনার ছাপ ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আমি জানি না কত খানি সফল হয়েছিলাম। তবে হাসির কারনে জহির যে শীতল দৃষ্টিতে তাকাচ্ছিল, তা ফিরিয়ে নিল।



যাই হোক প্রসঙ্গ অন্য দিকে ঘুরানোর জন্য রাতের ঘটনাটা জহির, রায়হান আর কয়েকজন সমবয়সী কাজিনের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। তারা তো চরম আফসোস করল। আমি জিব কেটে আবারো বললাম তওবা তওবা। ছিঃ ছিঃ বড়দের কথা শুনতে হয় না। রায়হান বলল, এ্যাহ! আসছে আমার হুজুর। সারারাত তুমি বইয়া বইয়া মজা নিস এখন আমরা চাইলে দোষ না? এমন সময় দেখলাম ঐ ভাবি আসতেসে, সাথে আরো কিছু মেয়ে। ভাবি আমাকে দেখেই বলে, কেমন ঘুম হইসে? বিয়ে বাড়িতে এসে কেউ কি এত বেলা পর্যন্ত ঘুমায়?



আমি কিছু বলার আগেই জহির বলে ভাবি, ' হেতে নাকি রাইত্তে বেলা কি বলে হিচাশ দেইছে। আমনে কিছু দেইকছেন নি? ( সে রাতের বেলা নাকি কি এক পিশাচ দেখেছে? আপনি এমন কিছু দেখেছেন নাকি?)



আমি ভাবির দিকে চেয়ে মিষ্টি মিষ্টি হাসছিলাম। এই কথা শুনে আমি একে বারে চমকে উঠলাম। জহির কে চরম একটা কিল মারতে যাব, তার আগেই দেখি সে একেবারে ভাবির পিছনে গিয়ে দাঁত কেলিয়া হাসছে। ভাবি কিছুটা থতমত খেলেন। তারপর শুকনো হাসি হেসে চলে গেলেন। আমি জহিরকে মারতে গিয়েও হেসে ফেললাম। সেই থেকে শুরু, এরপর যতবারই ভাবির সাথে বা খলিল ভাইয়ের সাথে দেখা হলো ততবারই আমরা কোন না কোন ভাবে, আপনি পিশাচ হয়ে গিয়েছেন' এই ডায়লগটি বলতে লাগলাম। শেষমেষ ভাবি আমাদেরকে দেখলেই পালিয়ে যেতেন। আর খলিল ভাই দূরে শুকনা মুখে দাঁড়িয়ে থাকতেন।



বলা বাহুল্য আমরা আর সেই বাড়ীতে ঘুমাতে যাই নি। বাকি দুই রাত আমরা আড্ডা আর দুষ্টামির মধ্যেই কাটিয়ে দিয়েছিলাম। তবে ভাবির সেই কথা গুলো এখন মনে আছে। একবার আম্মু আমাকে একটা সুন্দর মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করলেন মেয়ে পছন্দ হইসে নাকি? মেয়ে কি করে, কই থাকে জিজ্ঞেস করতেই আম্মু বললেন, মেয়ে নাকি নোয়াখালীতে পড়াশুনা করে। সাথে সাথে আমার কিছু ডায়লগ মনে পড়ল। আমি বললাম, আমি মাফ চাই। আমি বিয়ে করব না। আম্মু বললেন, কেন? কি সমস্যা? আমি বললাম, তোমাকে বুঝিয়ে বলতে পারব না। তবে এই টুকু বলি, এই মেয়ের নিশ্চয় ভিডিও ভালো অডিও খারাপ। ( মানে দেখতে ভালো ভাষা খারাপ)



বিঃদ্রঃ নোয়াখালীর আপুরা মন খারপ করবেন না। আমার নিজের বাড়ীই নোয়াখালী। একটু মজা করলাম আর কি। আর ভাই লোগ, আমাকে কোন ভাবেই লুল ট্যাগ দিবেন না। আমি অতি নাদান এবং ভদ্র বাচ্চা। আমার ভিডিও অডিও দুইটাই ভালো। :P:P:P

মন্তব্য ১২৪ টি রেটিং +৩০/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৭

রোমান সৈনিক বলেছেন: ধুর! অ্যাঁই হাইত্তামন। তুঈ এইক্কা কর কা? দেলী দেলী এই কলা।

;) ;) ;) ;) B-)) B-)) B-)) :#> :#> মধু মধু

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা...... ভাই আঞ্চলিক ভাষায় কথাগুলো আরো বেশি ফানি শোনায়।

২| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৪

নক্ষত্রপথ বলেছেন: লিখা ভালা হইসে ! চরম মজা করসেন দেখি

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার লিংকটা বেশ ভালো। :)

৩| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৪

অনীনদিতা বলেছেন: আমি প্রথম ভালোলাগা দিলাম। :)
এইবার পরছি।

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জি, ধন্যবাদ। আগে পরে দেখেন, পড়ার পর আমাকে আবার মাইর দিতে চাইয়েন না। :p

৪| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: ধুর! অ্যাঁই হাইত্তামন। তুঈ এইক্কা কর কা? দেলী দেলী এই কলা.......... :P :P :P

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইগিন কিয়া কন আন্নে? তওবা তওবা, অন্য কিছু দেহেননো নি? :p
রম্য কেমন লাগল :P

৫| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪১

জেমস বন্ড বলেছেন: B:-) :-B :!> :!> :!>

নোয়াখাইল্লারা দেকি পুরাই পাকি গেছেগু :P

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, এরোই বেশি কথা কইলে এক্কে কিলাই আরো হাকাই হালাইউম।

কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন।

৬| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৩

rakibmbstu বলেছেন: স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার। সদ্য বিবাহ করেছেন। মামার বাড়ী থেকে একটু দূরে তার বাড়ী। হেঁটে যেতে মিনিট দশেকের মত লাগে। খুব সুন্দর দোচালা টিনের বাড়ী। এত বড় বাড়িতে তেমন কেউই নেই। ভাবীর সাথে দেখা হলো। খুবই চমৎকার মিষ্টি চেহারার মেয়ে। বয়স আনুমানিক ২২/২৩। সন্ধ্যা বেলা রং খেলার সময় উনার সাথে অনেক দুষ্টামী করেছি। বুঝতে পারিনি তিনি বিবাহিতা। আমি ভাবছিলাম দীর্ঘশ্বাস ফেলব, কিন্তু তার আগেই আমার পাশে জহির দীর্ঘশ্বাস ফেলল। আমি বিরক্ত হয়ে বললাম, কি সমস্যা। জহির আরো বিরক্ত হয়ে বলল, 'তোর যে সমস্যা, আমারো সেই একই সমস্যা'।



০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :( :( :-* :-* :) B:-) B:-) B:-/ :#> :#> :P :P :P

৭| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৪

ইন্তাজ ভাই বলেছেন: ওরে কেউ আমারে ধর আমি হাসতে হাসতে চেয়ার থাইক্কা পাইরা গেলামরেররররররররররররররর

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কারে পাঠামু কন আপনারে ধরনের লাইগা? কইয়া দেন, আমি পাডাইয়া দিই। :P :P

ধন্যবাদ ভাই, পাঠের জন্য। :)

৮| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫২

মেহেরুন বলেছেন: হাহাহাহা!!!! অনেক মজা পাইলাম কাল্পনিক ভাই :) গ্রামের বিয়ে গুলোতে আসলেই অনেক মজা হয়। তা বিয়ে শাদি কি খুব জলদি হচ্ছে নাকি??? দাওয়াত পাবো তো????

পোস্ট এ ভালোলাগা রইলো।

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। জী, আসলেই গ্রামের বিয়েতে অনেক মজা হয়। এক সময় অনেক মজাও করেছি।

নাহ, জলদি কিনা জানি না, তবে বাসায় যে অবস্থা দেখতে পাচ্ছি, তাতে আগামী বছরটা মনে হচ্চে পার করতে পারবো না। সেই হিসাবে হয়ত আগামী বছরই বিয়ে। :)

দাওয়াত বড় কথা না, আগে বলেন যে দাওয়াত দিলে আসবেন কিনা? :)। দাওয়াত পাবেন, তখন যদি না আসেন তাহলে বুঝবেন পেইন কাকে বলে। ;)



৯| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৫

কাঠুরে বলেছেন: আর কইচ্চা...রে.. =p~ =p~

++++

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

১০| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রথমে বেশ উৎসাহ নিয়া পড়লাম পরে হতাশ হইলাম :(

ইসব শুয়া কথা বাদ দিই, আন্নে আমার কাছে অ্যাঁইয়েন। আন্নের রুপ তো বাই বাই হড়েরর। =p~ =p~ =p~ =p~ =p~

লোল ট্যাগ আর কারও পাবার অধিকার নাই এইটা একমাত্র আমার , আমিই ব্লগের সেরা লোল আমারে কষ্ট কইরা মেইল দিয়া ট্যাগ দিছে এই টা আমি কেমনে প্রত্যাখ্যান করি ? B-)) B-)) B-))

লেখার ভংগিতে ৯টা ভালো লাগা।

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ পাইলট ভাই। যদিও আমি আপনার নাম জানি, তারপরও এই নামেই ডাকলাম। :) হতাশ করিবার জন্য কিঞ্চিত দুঃখিত।

হা হা হা, তা যা বলেছেন, মেইল করে ট্যাগ সেই প্রথম দেখলাম। :)
ঠিক আছে আপনাকে লুলুর প্রথম স্থান ছেড়ে দিলাম। হা হা হা

৯টা ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ ভাই।

১১| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৯

জেমস বন্ড বলেছেন: ভালা আছি , আর আন্নে যা শুরু করছেন কি কইতাম :P


নোয়াখালীর এক বিয়েতে অবশ্য একজন রূপসীর কথা ইয়াদ আয়া পড়ছে :!> :!> :#> :#> :| :#> (হিহি হিই )

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, তাই নাকি? বুইঝেন কইলাম, ভিডিও ভালো, অডিও খারাপ কিন্তু।

১২| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১১

অদ্ভুত স্বপ্ন বলেছেন: হাহাহা, অনেক মজা পেলাম। :P :P


আপনার বিয়ের দাওয়াত কবে পাচ্ছি? B:-/

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

আমি নিজেও ঠিক জানি না। তবে মনে হচ্ছে আগামী বছরের মধ্যে যেমন খুশি তেমন থাকার স্বাধীনতা হরন করা হবে। :) ;)

১৩| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৩

মাক্স বলেছেন: ১০ নম্বর প্লাস সংকেত। জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাই আলাদা।

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটা ঠিক বলেছেন। আসলে ভালো মন্দ দুটোই আছে। আমি ভালো দিকটাই তুলে ধরি সব সময়। মাঝে মাঝে ভাবি যারা সিংগেল পরিবার, তারা মামা, চাচা, খালাদের সাথে মজার অভিজ্ঞতা থেকে বঞ্চিত।

প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৬

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: রুপ তো বাই বাই হড়েরর =p~ =p~ =p~

হা হা হা হা হা :-&

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) :) :)

১৫| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৭

আমিনুর রহমান বলেছেন: অনেক মজা লেগেছে

তুঈ এক্কেরে হিচাশ হই গেস :D :D :D


ভালো লাগা রইল :)

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, ধন্যবাদ আমিনূর ভাই। :)

১৬| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৪

নক্ষত্রপথ বলেছেন:

১৭| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৬

নীলপথিক বলেছেন: পাত্র পাওয়া গেছে। পাত্র পাওয়া গেছে। অডিও ভিডিও দুটোই চমৎকার। HD কোয়ালিটির ভিডিও এবং HQ কোয়ালিটির অডিও বিশিষ্ট পাত্রীরা যোগাযোগ করুন। হা হা হা।

মজা লাগলো পড়ে। পড়তে শুরু করে বুঝি নাই এতো ভালো লাগবে।

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইসে HD কোয়ালিটির পাত্রী তো ভয়ংকর!!... মাইসে খালি চাইয়াই থাকব!!!!... হা হা হা।

অনেক ধন্যবাদ পথিক ভাই। :) আশা করি পাশেই থাকবেন। :)

১৮| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩২

শার্লক বলেছেন: হাহাহা আর কিছু কইলাম না।

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: থাক থাক না কওয়াই ভালো। আপনি আবার গোয়েন্দা মানুষ, পরে কি থাইক্যা কি বাইর করবেন, আল্লাহ জানে। :) ;)

১৯| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৮

তিক্তভাষী বলেছেন: কোন প্রকার অশ্লীলতা খুঁজিয়া পাই নাই, মজা খুঁজিয়া পাইয়াছি। :P

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনি সবচেয়ে ভালো এবং ভদ্র একজন ব্লগার ও পাঠক। দেখেন না উপরের দিকে পোলাপাইন কি সব মিনিং বের করতেছে। ;)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। :)

২০| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৬

অনীনদিতা বলেছেন: আবারো আমার বেয়াদপ দাঁত গুলো আমার সাথে বিশ্বাসঘতকতা করল। :)

ভাইয়া,অফিসে বসে পরছি। :(
আমার দাত গুলাও বেয়াদবি করা শুরু করছে। :D
কি যন্ত্রনার মধ্যে পরলাম। :(

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা, তাই নাকি? তাহলে তো আপনি আমার সমব্যাথি। সবজায়গায় কি প্রান খুলে হাসা যায়, শালার দাঁত তো এই গুলো বুঝে না।

পড়ার জন্য এবং ফিরে এসে আবার মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনীনদিতা। :)

২১| ০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

শুক তারা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ হাসি থামাতে পারছিনা, কমেনৎ কীভাবে করি।!

আমি ভূত , পেতনী, পিশাচ বরাবরই ভয় পাই :#> কিন্তু আমার মনে হয় এখন থেকে পিশাচের নাম শুনলে হেসে দিব =p~ =p~ !

০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, গল্পটা লিখার সময় আমিও বার বার হেসেছি। :) এত দিনপর মনে করে আমার ভীষন আনন্দবোধ হচ্ছিল। :) আমি নিজের হাসিই থামাতে পারছি না।! আপনার হাসি কিভাবে থামাই।

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। :) সবাই মজা পেলে, আমারো আনন্দ লাগে। :)

২২| ০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

অয়োময় বলেছেন: এই মেয়ের নিশ্চয় ভিডিও ভালো অডিও খারাপ। =p~ =p~
হা হা হা...................

০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। :) ;) ;)

২৩| ০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৪

সাবু ছেেল বলেছেন: আপনার পোস্টটি আমার খুব ভালো লেগেছে।আপনাকে ধন্যবাদ।

শুধু চেহারার নয় বরং মেয়েদের মানসিক ও শারীরিক সৌন্দর্যও একজন ভদ্র পুরুষের কাম্যঃ

Click This Link

০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, ঠিক বলেছেন। যারা চেহারা দেখে কোন মানুষকে বিচার করে তারা হচ্ছে নিতান্তই মূর্খ। আপনি যথার্থই বলেছেন, শুধু চেহারার নয় বরং মেয়েদের মানসিক ও শারীরিক সৌন্দর্যও একজন ভদ্র পুরুষের কাম্য।

আমি মানসিক সৌন্দর্যকে কিছুটা এগিয়ে রাখতে চাই। :) এটা না হলে ভাই সুখী হওয়া যাবে না।

পড়ার জন্য অনেক ধন্যবাদ।

২৪| ০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: :-P :-P =p~ =p~ +

০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :P:P:P:P:P :) :) ;)

২৫| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০০

শিপন মোল্লা বলেছেন: ধুর! অ্যাঁই হাইত্তামন। তুঈ এইক্কা কর কা? দেলী দেলী এই কলা। :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D B-) B-) B-) :P :P :P :) :) :)

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা... :) ;)

২৬| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১৫

শিপন মোল্লা বলেছেন: চমৎকার পোস্ট ভাই। আপনার এই পোস্ট ও আগের একটি আধিভৌতিক ঘটনা প্রেক্ষিতে আমার প্ল্যানচ্যাট অভিজ্ঞতা পোস্ট এবং আরো কিছু পোস্ট পড়ে মনে হচ্ছে আপনেরা পারিবারিক ভাবে চমৎকার আত্মীয়তার সম্পর্ক। আর সব চেয়ে চমৎকার আপনি।




আমার কেন যেন মনে হচ্ছে আপনার বিয়েটাও খুব জলদী হচ্ছে এই পোস্ট নিয়ে বিয়ে বিয়ে সংকান্ত পোস্ট আপানার ব্লগে বেশি :P :P । মনে হচ্ছে মেয়ে দেখার পালায় আছেন। রাস্তা ঘাটে মেয়ে দেখেও অবাদ্য দাঁত গুলি আপনার বের হয়ে আসছে সময়ে অসমায়ে। যাই হোক এই পষ্টের নোয়াখালীর আঞ্চলিক ভাষার কথা গুলি আজ বউর সাথে শিয়ার করবো। ধুর! অ্যাঁই হাইত্তামন। তুঈ এইক্কা কর কা? দেলী দেলী এই কলা চরম চরম হয়ছে। ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা, ধন্যবাদ আবুশিথি ভাই। এটা সত্য যে পারিবারিক ভাবে আমি বা আমার পরিবারের লোকজন অনেক আনন্দ করি। আনন্দ একটি সম্মিলিত প্রয়াস। একা একা আনন্দ করা যায় না

বড় ফ্যামেলীতে থাকলে যেটা হয়, কারো না কারো বিয়ে লেগেই থাকে। তাই বিয়ে নিয়ে আমার বেশ কিছু মজার অভিজ্ঞতা আছে। ভাই বিয়ে যখন সময় তখন হবে এবং অতি অবশ্যই দাওয়াত পাবেন। কিন্তু জানি আসবেন না। :)

রাস্তা ঘাটে আমি তো ইচ্ছা করে তাকাই নাই। :( তারা তাকানোর মত কাজ করছিল দেখে তাকিয়ে ছিলাম

হা হা হা হা হা হা হা হা। ঠিক আছে। ঠিক আছে। আগে দেখে নিয়েন আশে পাসে আমার মত পোংটা পোলাপাইন আছে কিনা। তা না হইলে কিন্তু আবার পোষ্ট এসে পড়বে। ;)

২৭| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১৭

রাফসান রাফী বলেছেন: এ্যাইম্মা বেশরম বেডা অ্যাঁই জীবনে দেখিন। :P

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও দেখি না। ;) :)

ধন্যবাদ পাঠের জন্য। :)

২৮| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৫

শিপন মোল্লা বলেছেন: কিছু মনে কইরেন না একখান কৌতুক দেই ফেসবুকে পাইছি,

ছেলে গেছে পাত্রী দেখতে । ফিরে আসার পর তার মা তাকে জিজ্ঞাসা করলঃ
কি রে বাবা ? মেয়ে দেখতে কেমন ?
ছেলে কি উত্তর দিয়েছিল জানেন ? ছেলের উত্তর ছিল এরকমঃ
হার-
Face ইজ গুন্ডা গুন্ডা !
Eyes ইজ আন্ডা !
Nose ইজ বোঁচা !
Tooth ইজ উঁচা !
Hand ইজ ভাঙ্গা !
Lag ইজ ল্যাংডা !
মাগার সে একখান মাইয়্যা !
Made by নোয়াখাইল্যা !

বিঃদ্রঃ নোয়াখালীর আপুরা মন খারপ করবেন না। এটা নিছক এটা কৌতুক।

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিইইইইইইইইইই এত বড় কথা!!! আনগো নোয়াখালীর মাইয়াগো লই কিছু কইলে আন্নে রে হিডি হানিত হালাইউম।


(চুপিচুপিঃ হা হা হা হা হা হা। কঠিন কৌতুক। )

২৯| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৮

নাম দেবো না বলেছেন: আমি ভাবছিলাম দীর্ঘশ্বাস ফেলব, কিন্তু তার আগেই আমার পাশে জহির দীর্ঘশ্বাস ফেলল। আমি বিরক্ত হয়ে বললাম, কি সমস্যা। জহির আরো বিরক্ত হয়ে বলল, 'তোর যে সমস্যা, আমারো সেই একই সমস্যা'।

;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দীর্ঘশ্বাস!!! আবারো।

৩০| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫২

সত্যচারী বলেছেন: দেলি দেলি এই কলা।

কলার ব্যাপারটা কি সিম্বলিক নাকি অন্য কিছু? :!>

এই কলার মিনিং কি?

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। ভাই আমাকে মাফ করেন। আমি এই ব্যাখ্যা দিতে পারবনা।আপাতত আপনি ইচ্ছে মত ভেবে নেন।

তবে স্থানীয় ভাষায় কলার বহু মিনিং আছে। যেমন, কলা ফল, কোন আলতু ফালতু জিনিস সহ ইত্যাদি। এইখানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, আমি তার বর্নানা দিতে অপারগ।

৩১| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৩

মেহেরুন বলেছেন: আরে যাবো না মানে, ১০০ বার যাবো। দাওয়াত টা খালি দিয়েই দেখেন না :)

আপনার অবস্থা তো মনে হচ্ছে আমার চাইতে শোচনীয় :) আমার বাসায় তো পারলে কা্লকেই বিয়ে দিয়ে দেয় :(

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :( :( আর বলবেন না। কিছু থেকে কিছু হলেই এখন কথা শুনতে হয়, নাহ ছেলে একদম বিগড়ে গিয়েছে, বিয়ে দিলে ঠিক সময় মত বাসায় ফিরবে। হা হা হা। কই যে যাই।

৩২| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৩

শিপু ভাই বলেছেন:
দারুন দারুন দারুন!!!

খুব সুন্দর ঝরঝরে বর্ণনা। খুব মজা পেলাম!!!
লিখতে থাকুন!!!

+++++++++++


শুভকামনা সবসময়~

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ শিপুভাই। ফেবুর মাধ্যমে জেনেছিলাম, আপনার নাকি বিবাহবার্ষিকী ছিল। শুভেচ্ছা গ্রহন করুন।

পড়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা রইল। :)

৩৩| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৪

শহিদুল ইসলাম বলেছেন: মজার ঘটনা !

বেশ মজা পেলাম !

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ কবি ভাই। শুভেচ্ছা চিরন্তন। :)

৩৪| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৪

হিমু্_017 বলেছেন: হা হা হা B-)) B-)) B-)) =p~ =p~ =p~ ++++++ লন ভাই ।

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ হিমু ভাই। :)

৩৫| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:২৯

সুদীপ্ত কর বলেছেন: আমারো এই টাইপের একটা অভিজ্ঞতা আছে। আরো এক্সট্রিম ;)

স্যান্ডউইচ রুমে ঘুমাইসিলাম (ঘুমানো কি আর যায়? ;) )

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সর্বনাশ! এর চেয়েও এক্সট্রিম!!! বলেন কি??

আচ্ছা আমাদের সাথে শেয়ার কইরেন। আর অগ্রিম ব্যন মোবারক। ;)

৩৬| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৫

দুঃখ বিলাসি বলেছেন: :P :P

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :P :P যাক তাহলে দুঃখ বিলাসির জীবনে কিছু আনন্দ আনলাম !!

ধন্যবাদ পড়ার জন্য।

৩৭| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১১

হ্যাজাক বলেছেন: গোপন কতা বার্তা...... লুল জাতি ঝাপিয়ে পড়ো

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভয়ংকর আহবান। আশা করি তেমন কেউ সাড়াদিবে না। :P

৩৮| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৩০

চেয়ারম্যান০০৭ বলেছেন: সেরাম হৈছে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ +++

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান ভাই। আমি ভাবছিলাম এটা আপনাকে উৎসর্গ করব। তাড়াহুড়াতে ভুলে গিয়েছি। কিন্তু মনে আমার এটাই ছিল। :) :)

৩৯| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:০৬

শিপন মোল্লা বলেছেন: আমি কিন্ত বুঝছি মাইরা পানিতে ফালায় দিবার চায়ছেন। :D :D :D

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, আরে আপনি তো দেখি বুঝে গিয়েছেন। সুন্দর সুন্দর। :)

৪০| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:২২

ফালতু বালক বলেছেন: বেচারা, খলিল ভাই। ;)

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা,আসলেই বেচারা খলিল ভাই। :) ;)

৪১| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৯

একজন আরমান বলেছেন: হেতে নাকি রাইত্তে বেলা কি বলে হিচাশ দেইছে। আমনে কিছু দেইকছেন নি?

মুই ও কোলম দেকছেলাম। কমু না কাউরডে। B-))B-))


আমি তো পুরাই লুলে লুলাইতো হয়ে গেলাম। ;)

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। জটিল ইমো তো। আমি তো মন্তব্য গুলো পড়েই হাসতেই আছি। তোমারটা জটিল হইসে। :)

যাও গিয়া হাত মুখ ধুয়ে আসো। লোল টোল ফেলে তো সে কি অবস্থা করেছে। :) ;)

৪২| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৩:১৩

একজন আরমান বলেছেন: আপনি যে একের পর এক লুল পোস্ট দিতেছেন তাতে ধুয়ে আসলেও লাভ হবে না। :P ;)

০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছি ছি কি সব বল এই সব।!!!!!!!!! ;)

৪৩| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৪৪

হেডস্যার বলেছেন:
আসতাগফিরুল্লাহ !! ;) ;)

০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তওবা তওবা ;) ;)

৪৪| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ চরম মজা পেলাম।

তার আগে কিছু কষ্টও পেয়েছেন, তাও জানলাম :)

সন্ধ্যা বেলা রং খেলার সময় উনার সাথে অনেক দুষ্টামী করেছি। বুঝতে পারিনি তিনি বিবাহিতা। আমি ভাবছিলাম দীর্ঘশ্বাস ফেলব, কিন্তু তার আগেই আমার পাশে জহির দীর্ঘশ্বাস ফেলল। আমি বিরক্ত হয়ে বললাম, কি সমস্যা। জহির আরো বিরক্ত হয়ে বলল, 'তোর যে সমস্যা, আমারো সেই একই সমস্যা'।

১০ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, আপনার ভালো লেগেছে দেখে খলিল ভাই অনেক ভালো লাগছে। আর বলবেন না, ফাজিল পোলাপাইনের খপ্পরে পড়লে কত কিছুই বলে ... ;)

৪৫| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩১

আদম_ বলেছেন: বেরি পানি (ভেরি ফানি)।

১০ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইয়েচ। বেরি পানি। ;) দন্যবাদ। ;)

৪৬| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: আমি ভাবছিলাম দীর্ঘশ্বাস ফেলব, কিন্তু তার আগেই আমার পাশে জহির দীর্ঘশ্বাস ফেলল। আমি বিরক্ত হয়ে বললাম, কি সমস্যা। জহির আরো বিরক্ত হয়ে বলল, 'তোর যে সমস্যা, আমারো সেই একই সমস্যা'।


চরম! আপনার সেন্স অফ হিউমার দারুণ। অনুসারিত লিস্টে রাখলাম।

১০ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ হামা ভাই। আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগল। :) অনেক শুভ কামনা রইল :)

৪৭| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ২:১২

বিদ্রোহী ভাস্কর বলেছেন: অসাধারন ভাই। অনেক মজা পেলাম।
আপনার বাড়ি নোয়াখালীর কোথায় ?
বিয়েতে দাওয়াত পাবার আশা রাখি।
আমি কিন্তু যাবই কারন 'আঁই নোয়াখাইল্লা'।

১০ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাস্কর ভাই। মজা দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। :)

আমার বাড়ী নোয়াখালীর বেগমগঞ্জে। অবশ্যই সামনে যখন বিয়ে করব, তখন অবশ্যই আমি জানাবো। :)

একটা মজার বিষয়, সেটা হচ্ছে, এই পোষ্টে আমার বিয়ে সংক্রান্ত কোন কিছু না থাকলেও সবাই দেখি আমার বিয়ের দাওয়াত পাওয়া নিয়ে কথা বলছেন। হা হা হা। আমি খুবই মজা পাচ্ছি। :)

৪৮| ১০ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৭

সিয়ন খান বলেছেন: ব্যাপক মজা নিছেন।
আমাগো মজা দেয়ার জন্য ধন্যা লন

১০ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৪৯| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৭

মেহেদী হাসান মানিক বলেছেন: এইখানে আমি আর কি কমু আন্নে ত লোল পছন্দ করুইননা।
আমি কিন্তুক লোল।

১১ ই নভেম্বর, ২০১২ রাত ১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। মানিক ভাই লোল মুছে ফেলার ব্যবস্থা করুন। :)

ধন্যবাদ ভাই পড়ার জন্য। কৃতজ্ঞতা রইল। :)

৫০| ১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২১

ফারাহ দিবা জামান বলেছেন: কি এর লিখব।
হাসি চাপতে পারছি না।

১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি ভালো আছেন। :)

৫১| ১৯ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:১০

কালা মনের ধলা মানুষ বলেছেন: যাক , মাফ চাইলেন দেইক্যা মাফ কইরা দিলাম। আমার হবু বউ নোয়াখাইল্যা।

রোমান্টিক সময়েও যদি এই ভাষা বের হয়, তাহলে আমি গেসি !! :P

১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, না আশা করি বের হবে না। সেই শুভ কামনাই রইল। :)

৫২| ১৯ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:১৯

লিন্‌কিন পার্ক বলেছেন:
মজা পাইলাম =p~ =p~


গ্রামের মেয়েদের এই এক সমস্যা ভিডিও ভাল অডিও খারাপ :#>

১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, আমি আসলে মজা করার জন্য বলেছি। ভাই রে এটা আবার রেফারেন্স হিসেবে উল্লেখ্য করতে যাবেন না। তাহলে আমাকে আঞ্চলিক বৈষম্যের দায়ে দুষবে। :)

৫৩| ২২ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫০

সাকিল আল মামুন বলেছেন: মজা পাইলাম
:P :P :P :P :P :P :) :) :) :) :)

২২ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৫৪| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৫

একজনা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা প গে =p~ :D :D :D :D :D :D :D :D :D :D :D

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :P :P =p~ =p~

৫৫| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৫৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

জাহিদ হাসান বলেছেন: =p~ =p~

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৫৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

গ্রীনলাভার বলেছেন: ওরে কে কোথায় আছিস ধর আমারে। হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলামরে............. :D :D :D :D :D :D :D :D :D

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আস্তে আস্তে ভাই! শীতের রাতে পড়ে গেলে বেশি ব্যাথা পাবেন। ;)

৫৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

গৃহ বন্দিনী বলেছেন: ভাবী বলছেন, ' ধুর! অ্যাঁই হাইত্তামন। তুঈ এইক্কা কর কা? দেলী দেলী এই কলা। =p~ =p~ =p~

এপিক ডায়লগ । মুখস্ত কইরা রাখব ভাবতাসি ।


বাই দ্যা ওয়ে ,এত কাল পর এই গল্পটা চোখে পড়ল । দৃষ্টি শক্তি আসলেই কমে গেছে মনে হয় ।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! আইচ্ছা! ঠিক আছে!!! আমনের কাজে লাইগেই চইব!!!

৫৯| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

ক্লান্ত তীর্থ বলেছেন: হাসতে হাসতে গড়াগড়ি!

৬০| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

জাহিদ ২০১০ বলেছেন: আন্নে তো দারুন একখান কলা লিখছইন

৬১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! কাভা ভাইচার এইচ্ছা মজার লিকা অ'ন আর হাই না । :P
হিয়ের লাই তোয়াই তোয়াই আগেরগুন হোড়িয়ের :D

৬২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

মৃদুল শ্রাবন বলেছেন:

৬৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪

Sabniara বলেছেন: আজ আমার দেবরের বিয়ে ছিল গ্রামে বহুত চেস্টা করেও রং থেকে বাচতে পারিনি মুখে হাত দিয়ে ঢেকে ছিলাম কিন্তু গলা পিঠ পেট পুরা লাল করে দিয়েছে রং দিয়ে ফাজিল বেয়াই

৬৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৯

টারজান০০০০৭ বলেছেন: হাছাই কৈছেন মিয়াবাই ! নোয়াখাইল্লা মাইয়াগো ভিডিও সেইরাম, অডিও খারাপ ! তয়, ঢাকায় দেহি সফটওয়্যার লাগাইয়া অডিও সব ঠিক কইরা ফেলাইছে ! পুরান ঢাকা, কেরানীগঞ্জের মাইয়াগো অডিওও সেইরাম ! পুরাই হেভি মেটাল !! অভিজ্ঞতা কম কিনা , বাকিদের কতা কৈতারিনা ! :D

৬৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.