নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

শীত অনুকাব্যঃ শীত এবং ধর্ষন ( ইহা ফেসবুকের স্ট্যাটাস সমতুল্য একটি পোষ্ট)

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৭





শীত মানে হে পানি,

তোমার সাথে আমার যুদ্ধ যুদ্ধ খেলা,

শীত মানে হে পানি,

বিনা উত্তেজনায় তোমাকে উষ্ণ করার পালা,

শীত মানে হে পানি,

আমার শরীরে তোমার নোংরা আক্রমন,

শীত মানে হে পানি,

আমার দূর্বল প্রতিরোধ ভেঙে তোমার জান্তব ধর্ষন।

শীত মানে হে পানি,

কনফুসিয়াসের সেই বিখ্যাত দর্শন,

উপভোগ করতে হবে তখনই,

যখন অবধারিত ধর্ষন।



উপভোগ করে যাই গুরু,

মেনে তোমার সেই অমোঘ বানী,

মাঝে মাঝে উঠি শিৎকার দিয়ে,

যখন গা বেয়ে নামে ঠান্ডা পানি।





উৎসর্গঃ

যারা প্রবল শীতের দিনে সাত সকালে গোসল করতে বাধ্য হন , তাদের জন্য। B-):):|:P

মন্তব্য ১১০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৯

জেমস বন্ড বলেছেন: :P :P :P


হিটার পানির ট্যাপ আছে ;)

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে রাখেন, হিটার পানি ট্যাপ, ঐটা ব্যতিক্রম। আপামর জনগনের জন্য উদহারন হবে না। :P :P ;) ;) ;)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪

আমিভূত বলেছেন: প্রথম ভালো লাগা দিলাম অনুকাব্যে ;)
শীতের দিনে সবই ভালোলাগে শুধু পানি বাদে :(

২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :) সেটাই, সবই ভালো লাগে, শুধু পানি ছাড়া। :(

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৫

শার্লক বলেছেন: :P

২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ;) ;) ;) ;)

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

আসাদুজ্জামান আসাদ বলেছেন: প্লাস নেন +++

২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ, আসাদ। :)

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা ।আমাদেরকে কবিতা উৎসর্গ করার জন্য।
ভালো থাকবেন সবসময়। :)

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। ধন্যবাদ সেলিম ভাই। :)

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৯

একজনা বলেছেন: কি অচ্লীল! কি অচ্লীল! গরম পানি দিয়ে গোসল করবেন। :P :P :P


মজা পেলাম।

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ;) ;) :)

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন: আর যারা পানির ভয়ে গোসলই করেনা!!

তাদের নিয়ে একটা হয়ে যাক।

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ, ঠিক আছে মাথায় থাকল। :)

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ধর্ষন যখন নিশ্চিত তখন সেটা উপভোগ করাই ভালো। ;)

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গুরুর অমোঘ বানী!!!.।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৮

s r jony বলেছেন: তার মানে প্রতিদিনই আপনি ধর্সিত হচ্ছে? B:-)

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, পরিষ্কার থাকার নিমিত্তে আমাকে এই অনাকাংখিত ধর্ষিত হতে হচ্ছে। আপনি কি হন না??

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৮

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক মজা পেলুম :) :)

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! আপনাকে মজা দিতে পেরে আমি গর্বিত। :) :)

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৩

স্বপনবাজ বলেছেন: তীব্র শীতে কষ্ট করে কমেন্ট করতে বাধ্য করায় ! কাল আপনাকে সবার উপস্থিতিতে গোসল করতে হবে দুবার !

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :( :( :( এইডা কিছু হইল।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৭

একজন আরমান বলেছেন:
কি বলবো ঠিক বুঝতে পারছি না। :!> :#>

তবে পানি না অন্য কিছু বুঝতে পারলাম না,
একটু খেয়াল কইরা ! ;)

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মিনিস্টার সাহেব, একটু খেয়াল কইরা!! ;)

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
কয়টা প্লাস দিলে খুসি হবেন ততটাই দিলাম দারুন

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি অতি অল্পতেই খুশি। :)

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২১

বৈরাম খাঁ বলেছেন: জাকারিয়া মুবিন বলেছেন: আর যারা পানির ভয়ে গোসলই করেনা!!

তাদের নিয়ে একটা হয়ে যাক।

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) ধন্যবাদ ভাইয়া। :)

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৪

দূর্যোধন বলেছেন: শীতানুকাব্য ভালোই লাগলো :)

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, ধন্যবাদ। :) :)

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ স্বর্না। আশা করি ভালো আছেন। :)

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন ।+++++++++++

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। :)

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৫

রাতুল_শাহ বলেছেন: একদিন তোমায় না দেখিলে অথবা তুমি আজ কথা দিয়েছ,

গান গাইতে গাইতে সাধারণত গোসল করি।

কিন্তু শীত আসলে ভাই গলা দিয়ে গানও বের হয় না। তারপরও প্রতিদিন একান্ত বাধ্য হয়ে গোসল করছি।

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহ! এই গান! আমি অবশ্য গাই, কোপা সামসু কোপা! /:) /:) B:-) :-< এটা না গাইলে শরীরে জোস পাই না। ;) :) :)

কিন্তু ইদানিং কোন গানেই কাজ হইতেছে না।

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: হাহাহাহা। মজার তো!

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ;) :) আপনার অনুপ্রেরনায় লেখা।

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০৮

এ্যাপোলো৯০ বলেছেন: রাতুল_শাহ বলেছেন: তারপরও প্রতিদিন একান্ত বাধ্য হয়ে গোসল করছি।

লুল

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এইখানে লুলের কি হইল??

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:
পাইলটরে ধর্ষন করা দরকার

সহমত =p~ =p~ =p~

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কলিকাল গোর কলিকাল।!!

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৭

স্বপনবাজ বলেছেন: পাইলটরে কই ধর্ষন করা হবে ! স্পটে থেকে ক্যামেরায় ধারণ করবার চাই ! আমি ক্যামেরায় !

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :|| :|| :|| :-& :-& B:-) B:-) B:-/

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৮

এ্যাপোলো৯০ বলেছেন: ওরে পাইলট............... এখানে কিছু বললে সবাই বলবে আমি খারাপ।কানে কানে কমুনে তোমার।

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: B:-) B:-) B:-) B:-) :|| :||

২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৮

শিপন মোল্লা বলেছেন: মাধা খারাপ হয়ছেনি সাত সকালে গোসল করবাম।

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই, যাই বলেন না কেন, সকাল বেলা ফ্রেস না হয়ে অফিসে যেতে ইচ্ছা করে না। তাই শত অনিচ্ছা থাকা স্বত্তেও পানির সাথে এই যুদ্ধ করতে হয়। :(

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:
স্রিজনি আপুরে খুব মিস করছি এই সময়

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) :)

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:
হুম কলিকাল গোর কলিকাল।!!

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমমম!!

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: @ কান্ডারী অথর্ব
২৫ নং কমেন্ট দেইখা মনে হইলো সে আছে এখানে ।

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-P :-P :P :P :P :P :P

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪১

সুখ নাইরে পাগল বলেছেন:
কাব্য পইড়া এই শীতে হালকা গরম লাগল

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই নাকি??? B:-) B:-) B:-)

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৮

s r jony বলেছেন: ISO যে সার্টিফিকেট কাউরে এমনি এমনি প্রদান করে না, সেটা অক্ষন হাড়ে হাড়ে বুঝতে পারলাম :-0 :-0

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা, অতি সহি কথা।

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
@ s r jony দেশটা ISO সার্টিফিকেট ধারীতে ভইরা গেছে

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: 8-| 8-| #:-S #:-S /:) /:) :-*

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:৫৫

লোনলিফাইটার বলেছেন: উইন্টারে বরং বেশি মজা গোশল করতে।হট ওয়টার ছাইড়া দিয়া গোশল করতেই মজা। ;) B-))

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই!! যাই বলেন না কেন!!! বহুত পেইন ব্যাপারটা। :(

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৬

শামীম আরা সনি বলেছেন: রাফাত ভাই কি পড়লাম এইসব :P :P =p~ =p~ =p~

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কনফুসিয়াসের একটি বানী চিরন্তন। :)

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৮

এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি বলেছেন: বিবাহিতরা আগেই আলাদা শোয়ার ব্যাবস্থা নেন, তাইলে দুই চারদিন অন্তত...
নৈলে কিন্তু ডেইলী...

হা হা হি...

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহেম আহেম!!! থাক এই বিষয়ে কথা না বলাই ভালো। !! :P

৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:২১

একজন আরমান বলেছেন:
আমি তো সব খেয়াল রাখছিই। আপনাকেও পর্যবেক্ষণে রাখলাম। ;)

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তোমাকে পর্যবেক্ষন এ রাখলাম। :P

৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০০

ছোট্ট নিথী বলেছেন: প্লাস দিয়ে গেলাম!! :#) :#) :#) :#) :#) :#)

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ নিথী। আমার ব্লগে তোমাকে স্বাগতম। আশা করি ভালো আছো আপু। :)

৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লিটন ভাই, আপনার মন্তব্যটি আপত্তিকর দেখে মুছে দিয়েছি :)

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভুল বুঝবেন না ভাই, অনেকের গুলোই মুছেছি। পরে আপনাদের এই মজা করে করা মন্তব্য গুলো নিয়ে অনেকেই ত্যানা প্যাচাইতে পারে। :( তাই করতে হল। ভাই, অনেকের গুলোই মুছেছি। পরে আপনাদের এই মজা করে করা মন্তব্য গুলো নিয়ে অনেকেই ত্যানা প্যাচাইতে পারে। :( তাই করতে হল।

৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৭

মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা শীত মানে এইসব তাহলে!

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, না ইয়ে মানে ইয়ে আর কি!!! :P :P

৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৪

শামীম আরা সনি বলেছেন: কি সেটা?

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতায় লেখা আছে।

৩৯| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: শীত মানে হে পানি,
তোমার সাথে আমার যুদ্ধ যুদ্ধ খেলা,


সহমত :দ

+++++++++++

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ :)

৪০| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২২

একজন আরমান বলেছেন:
ভাইয়া গানটা নিয়ে কি গবেষণা শেষ করেছেন? :!> :!> :#> :#> :P :P ;) ;)

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চলছে এবং চলবে! :)

৪১| ২৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২৯

প্রিয়তমেষূ বলেছেন: কবিতায় মজা পাইলাম।

+++

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

৪২| ২৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওকে ! ওকে ! আই এম নট আনহ্যাপি ।
দোদুল্যমান ছিলাম ।কিছু কমেন্টের ( রেশ এখনো আছে ) সাথে মিলালে আমার মন্তব্য একেবারেই অপ্রাসঙ্গিক ছিল না ।
আপনার চমৎকার কবিতার অপেক্ষায় রইলাম ।

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমি জানি আপনার মন্তব্যটি অপ্রাসঙ্গিক ছিল না। তবুও যেন কোন প্রকার ঝামেলা না হয়, তাই মুছে দিলাম। :) বুঝেই তো নানা মুনি নানা মত। :)

৪৩| ২৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

শিপু ভাই বলেছেন:
গোসলের সাময় পানির সাথে হয় আমার উষ্ণ সঙ্গম!!!
কিন্তু শুচু করার সময় এই পানিই আমার ুটু মেরে দেয়!!!

৪৪| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি অচ্লীল! কি অচ্লীল! :P :P

৪৫| ৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২০

অনীনদিতা বলেছেন: শীত মানে এইসব B:-)

৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। :)

৪৬| ৩০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০১

যুবায়ের বলেছেন: শীতাণুকাব্য ভালোই লাগলো তয় হীম শীতল পানিরে ডরাই :P :P :P

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) :) :)

৪৭| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৭

দহন আহমেদ বলেছেন: =p~ =p~ =p~ =p~

ফাটাফাটি হইসে, ভাই! :P

১০ নং, ++++!

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ দহন ভাই। :)

৪৮| ৩১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৭

অদৃশ্য বলেছেন:



খুব মজা পেলাম লিখাটি পড়ে..... ব্যপারটা সেরকমই, আপনি যেমন লিখেছেন...


শুভকামনা রইলো...

৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ অদৃশ্য। :) আপনার জন্য শীতের সকালের ঠান্ডা পানির পরশ মাখানো শুভেচ্ছা। :)

৪৯| ৩১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০০

সিয়ন খান বলেছেন: ব্যাপক মজা পাইলাম।
ভাই ২ দিন ধর্ষিত হইনা ভয়ে :P :P :P

৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আশা করি ভালো আছো। :)

৫০| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪০

মেহেরুন বলেছেন: "যারা প্রবল শীতের দিনে সাত সকালে গোসল করতে বাধ্য হন , তাদের জন্য" ভাই এই কষ্টের কথা কি আর বলবো :(( :(( :((

কবিতা বড়ই সৌন্দর্য হয়েছে B-) B-) B-) +++++

আছেন কেমন???

৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, তা এটা কি আপনি সদ্য বুঝতে পারছেন নাকি? B-) B-) ;) ;) B-)) :P

অনেক ধন্যবাদ মেহেরুন। আমি সাধারনত ভালোই থাকি। :) :)
আশা করি আপনি এবং পরিবার ভালো আছেন। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। :)

৫১| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

মেহেরুন বলেছেন: নারে ভাই :( এটা আমি বিগত দুই বছর ধরে বুঝতেসি :-B :-B

নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইলো :)

০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, হুমমম। :)

৫২| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

সিয়ন খান বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন? শুভ নববর্ষ

০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আমি সাধারন ভালোই থাকি। :) :)
আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা। :)

৫৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

অনীনদিতা বলেছেন: HAPPY NEW YEAR

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাপী নিউ ইয়ার :)

৫৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

মাক্স বলেছেন: +++++++++
হ্যাপি নিউ ইয়ার।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাপী নিউ ইয়ার মাক্স :)

৫৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

ডানাহীন বলেছেন: বাথরুমে গিয়া বেড়াইয়া আসি .. গোছল শ্যাষ :P

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! সাহসী একজন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.