নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন, জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন- প্রিয় ইমন জুবায়ের ভাই এর প্রথম মৃত্যূবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩২

ইমন জুবায়ের ভাই এর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা আজকের দিনের অন্যতম সেরা লেখাটি ছিন্নস্মৃতিঃ ছেলেটির নাম ইমন জুবায়ের লিখেছেন অপু তানভীর। সবাইকে এই চমৎকার লেখাটি পড়ার জন্য অনুরোধ রইল।







৪ জানুয়ারী, ২০১৩। সকাল বেলা সামহোয়্যারইনব্লগ খুলতেই চোখে পড়ল রেজোয়ানা আপুর পোষ্ট, বাংলা ব্লগিং জগতের অন্যতম নক্ষত্র, আমাদের প্রিয় ইমন জুবায়ের ভাই আর আমাদের মাঝে নেই........। প্রচন্ড অবিশ্বাস এবং ব্যথিত মন নিয়ে পোষ্টে ঢুকে দেখি ঘটনা সত্য। বাংলা ব্লগের কিংবদন্তিতুল্য ব্লগার, নগরঋষি ইমন জুবায়ের ভাই আর আমাদের মাঝে নেই। যে মানুষটা প্রচন্ড নিভৃতচারী মননশীল মেধাবী ব্লগার হিসেবে সকলের কাছে ছিলেন অত্যন্ত পছন্দের হঠাৎ সেই মানুষটাই আমাদের সবাইকে গভীর শোকের সাগরে ফেলে চলে গেলেন কোন এক না ফেরার দেশে। মৃত্যূর আগের দিন পর্যন্ত যে মানুষটা ব্লগে দারুনভাবে সরব ছিলেন, সেই মানুষটার এই অকাল প্রয়াণ কেউই সহজে মেনে নিতে পারেন নি।



আজ ৪ জানুয়ারী, ২০১৪। ইমন জুবায়ের ভাই এর প্রথম মৃত্যূবার্ষিকী। দেখতে দেখতে একটা বছর কিভাবে যেন পার হয়ে গেল। এই একবছর আগে আমরা কেউ কল্পনাই করতে পারিনি, এত দ্রুত আমাদেরকে এই গভীর শোকের বোঝাটি বহন করতে হবে। ভাবতে কষ্ট হচ্ছে আজকে তাঁর এই প্রয়াণের দিনে আমাদেরকে তাঁর জন্য শোকগাঁথা লিখতে হচ্ছে। এই দীর্ঘ সময় পাড়ি দিয়েও তাকে অকালে হারাবার শোক আমরা পরিপূর্ন ভাবে কাটিয়ে উঠতে পারি নি। আমাদের হৃদয়ে তাঁর রেখে যাওয়া স্থানটিতে তিনি আজও আগেই মতই বেঁচে আছেন। শুধু রক্ত মাংসের মানুষটাই নেই। আমরা সান্তনা খুঁজি এই ভেবে যে, তিনি যেখানেই আছেন অনেক ভালো আছেন, আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।



ব্লগার ইমন জুবায়েরকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। তারপরও বলতে হয়, চিরকুমার এই মানুষটি ১৯৬৭ সালের ১৭ই ফেব্রুয়ারী, ঢাকায় জন্মগ্রহন করেন। তাঁর বাবার নাম আবদুল মালেক পাটোয়ারী এবং মা’র নাম নুরুন্নেসা হামিদা বেগম। তাঁর বাবা পেশায় ছিলেন একজন আইনজীবী। তারা ছিলেন, এক ভাই চার বোন।



ইমন জুবায়ের ভাই এর স্কুল জীবন কেটেছে ঢাকা উইলস লিটল ফ্লাওয়ারে (১৯৮৪), এরপর ঢাকা সিটি কলেজে কলেজ জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন।







স্বমহিমায় ভাস্বর নির্মোহ এবং ঋষিতুল্য এই ব্লগার ছিলেন বিগত ২০১১ ব্লগ দিবস পুরস্কারে ভূষিত একমাত্র ব্যাক্তি, যার পুরষ্কার প্রাপ্তি নিয়ে কোন রকম বিতর্ক তৈরি হয় নি। ইতোমধ্যে ইমন জুবায়ের তার বৈচিত্র্যপূর্ণ পোস্ট, তথ্যের আলোকচ্ছটায় ঋদ্ধ করেছেন বাংলা ব্লগ কমিউনিটিকে। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, তুলনামূলক ধর্মতত্ব, চিত্রকলা, সঙ্গীত বিশ্বসাহিত্য ইত্যাদি নানা বিষয় নিয়ে লিখেছেন। লেখার বৈচিত্র্যের কারনে অনেকের কাছেই তিনি ইমনোপিডিয়া নামে পরিচিত।



তিনি বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড দল 'ব্ল্যাক' এর গীতিকার হিসেবে প্রায় ৩০ টি গান রচনা করেছিলেন।ইমন জুবায়ের ভাই ইতিহাস চর্চা ছাড়াও ছোট গল্প এবং কবিতা লিখতেন। উনার মূল পরিচিতি উনার মননশীল পোস্ট গুলোর জন্য হলেও উনি গল্প লেখায় বেশ দক্ষতার ছাপ রেখেছেন এবং বাংলা ব্লগে সব চাইতে বেশি সংখ্যক মৌলিক ছোট গল্প লেখার কৃতিত্ব সম্ভবত তাঁরই ছিল।



বাংলা ব্লগ কালচারকে আজকের পর্যায়ে নিয়ে আসতে ইমন জুবায়েরের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে ব্লগে যখন সাহিত্য ধারার লেখনী ক্ষেত্রে সৃজনশীলতার অভাব ব্লগটিকে গ্রাস করেছে। ইমন জুবায়ের ক্লান্তিহীন লিখে গেছেন সকাল, দুপুর রাত্রে। উনার প্রকাশিত পোস্টের সংখ্যা দেড় হাজার। যার একটিও ফেলনা পোস্ট নয়। ইমন জুবায়ের ভাই শুধু সামহোয়্যারইন ব্লগে লিখেলেও তিনি ছিলেন পুরো বাংলা ব্লগ কমিউনিটির 'সম্পদ'।



ব্যক্তিজীবনে প্রচন্ড নির্মোহ ও অন্তর্মুখী ব্লগার ছিলেন 'ইমন জুবায়ের' ভাই। মৃত্যুর আগের দিনটি পর্যন্ত তিনি ব্লগে পোষ্ট দিয়েছেন। চার বছরের বেশি দীর্ঘ সময় জুড়ে অসংখ্য এবং বিবিধ বিষয়ে তথ্য সমৃদ্ধ লেখার মাধ্যমে বাংলা ব্লগ জগতকে সমৃদ্ধ করে তুলেছিলেন। তিনি তাঁর লেখালেখী নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন নিজের শরীরের প্রতি খুব বেশি একটা যত্ন তিনি নেননি। তাঁর ডায়বেটিসের সমস্যা ছিল। হঠাৎ শ্বাস কষ্টের সমস্যা নিয়ে ২০১৩ সালের ৪ জানুয়ারী দিবাগত রাতে হাসপাতালে ভর্তি হন এবং আনুমানিক রাত দুইটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(শেষ দেখা ইমন জুবায়ের - সৌজন্যে সুনীল সমুদ্র ভাই)





এই সৃজনশীল মানুষটি সম্পর্কে অল্প কথায় আসলে বলাটা ভীষন কঠিন ব্যাপার। আমাদের মত যাদের সাথে তাঁর ব্যক্তিগত তেমন পরিচয় ছিল না তাদের জন্য তো বটেই যারা তাকে আরো ঘনিষ্ঠভাবে চিনতেন তাদের জন্যও একটি কষ্টের ব্যাপার। আমরা শুধু চাই তিনি যেখানে আছেন, সেখানে যেন অনেক ভালো থাকেন। পরম করুনাময় আল্লাহপাক যেন তাঁর রুহের মাগফেরাত দান করেন। তাঁর প্রতি রইল আমাদের সকলের মনের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। তিনি সব সব সময় বেঁচে থাকবেন আমাদের হৃদয়ের অন্তর থেকে অন্তঃস্থলে।



--------------------------------------------------------------------

ইমন ভাই এর এই অকাল প্রস্থানে সেদিন সকল ব্লগারদের মাঝে নেমে এসেছিল শোকের ছায়া। অনেকেই এই ব্যাপারে সতন্ত্র পোষ্ট দিয়েছিলেন। ব্লগার রেজোয়ানা আপু এই সংক্রান্ত পোষ্টগুলোর একটা তালিকা তাঁর পোষ্টে সংযুক্ত করেছিলেন। এখানেও জানতে পারবেন প্রিয় ইমন জুবায়ের ভাই এর প্রতি সকলের শ্রদ্ধা ও ভালোবাসার কথা। কবি রেজওয়ান মাহবুব তানিমের এই পোষ্টটিতেও ইমন জুবায়ের ভাই ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। এই পোষ্ট তৈরীর জন্য প্রয়োজনীয় তথ্য মূলত রেজোয়ানা আপু এবং অনুমুতি সাপেক্ষে কবি রেজওয়ান মাহবুব তানিমের ব্লগ থেকেই সংগ্রহ করা হয়েছে। তাদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা।



এই পোষ্টগুলো সবাইকে বিশেষ করে নতুন ব্লগারদেরকে পড়ার অনুরোধ জানাই। বাংলা ভাষার একজন ব্লগার হিসেবে ব্লগার ইমন জুবায়ের সম্পর্কে অবশ্যই ধারনা থাকা উচিত।



এছাড়া ব্লগার অপু তানভীর ইমন জুবায়ের ভাই এর বিভিন্ন পোষ্ট নিয়ে বিষয়ভিত্তিক ভাবে একটি চমৎকার সংকলন করেছিলেন। সেটা পড়ারও জন্যও বিশেষ ভাবে অনুরোধ রইল। তার পোষ্টের লিংকটি হলো,

ইমন জুবায়ের স্মৃতি লাইব্রেরী ! (ইমন ভাইয়ের সব লেখার সংকলন, সাথে তার প্রিয় পোষ্ট, শেষ কমান্ট এবং তাকে নিয়ে লেখা অন্যান্য ব্লগারদের পোষ্ট)



ইমন জুবায়ের ভাই এর ছবিগুলো নেয়া হয়েছে ইখতামিনের উন্মুক্ত ব্লগ থেকে।

মন্তব্য ১৬৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৬৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৩

অপু তানভীর বলেছেন: কেমন করে একটা বছর পার হয়ে গেল :(:(:(

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই! সময় অতি দ্রুত যায় অপু!!! অতি দ্রুত যায়!

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের মৃত্যুবার্ষিকতে বিনম্র শ্রদ্ধা।

ভালো থেকো ইমন ভাই।

ইউ উইল বি মিসড, অলওয়েজ!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ! তাঁর অভাব আমরা চিরকালই অনুভব করব।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন, জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন- প্রিয় ইমন জুবায়ের ভাই এর প্রথম মৃত্যূবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
তার নির্মল আত্মায় শুধুই শ্রদ্ধা

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু! তাঁর রুহের মাগফেরাত কামনা করি।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৩

অপু তানভীর বলেছেন: আচ্ছা আরেকটা কথা ! আগে ইমন ভাইয়ের ব্লগের লিংক প্রথম পাতায় ছিল ডানদিক টাতে ! এখন সেটা দেখা যাচ্ছে না ! নাকি কেবল আমিই দেখতে পাচ্ছি না !
আমি ইমন ভাইয়ের ব্লগে ঢুকি আমার প্রোফাইল থেকে তাই সেটা লক্ষ্য করি নি !

দেখেন তো জাদীদভাই কি ঘটনা ?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না অপু। আমিও দেখতে পাচ্ছি না।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তাঁর জন্য রইলো অপার শ্রদ্ধা আর ভালোবাসা। তাঁর আত্মা শান্তিতে থাকুক।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ জুলিয়ান দা! আশা করি তিনি যেখানেই আছেন ভালো আছেন।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৮

লাস্ট সামুরাই বলেছেন: আমাদের ব্লগিং জগতের অন‍্যতম উজ্জ্বল নক্ষত্র, ইমন জুবায়ের ভাই। সময় কত দ্রুত বয়ে যায়!! যেখানেই থাকুন ইমন জুবায়ের ভাই, ভালো থাকুন। গ্রীক পুরাণ নিয়ে উনার লেখা পোস্টগুলি এখনও চোখে ভাসে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাঁর প্রতি রইল অনেক শ্রদ্ধা!

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৯

অন্তরন্তর বলেছেন:

এক বছর হয়ে গেল। শুধু শ্রদ্ধা
জানিয়ে শেষ করা যাবে না তার কীর্তি।
এক অনন্য ব্লগার ছিলেন তিনি। সৃষ্টিকর্তা
তাঁকে জান্নাতবাসী করুন এই প্রার্থনা।
আপনাকে অনেক ধন্যবাদ উনার স্মরণে
এত সুন্দর একটা পোস্ট দেবার জন্য।
শুভ কামনা সব সময়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতবাসী করুন এই প্রার্থনাই করি। তিনি ভালো থাকুক।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০০

পাঠক১৯৭১ বলেছেন: বলতে গেলে, ব্লগার ইমনন জুবায়ের বিনা চিকিৎসায় মারা গেছে। বেশী খেয়ে ২ টা চুকা ঢেকুর উঠলে, আমাদের প্রে: আবদুল হামিদ মাউন্ট এলিজাবেথে চলে যায়; কিন্তু ভাবেন না যে, উনার বয়সের ১ কোটী লোক কোন চিকিৎসা পাচ্ছে না।

আশাকরি, সব ব্লগার চিকিৎসা পাবেন, সামনের দিনগুলোতে

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। :( তাঁর রুহের মাগফেরাত কামনা করি। সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতবাসী করুন।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৩

শাকিল ১৭০৫ বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের মৃত্যুবার্ষিকতে শ্রদ্ধা রইলো!
আর উনার আত্মা শান্তিতে থাকুক

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আশা করি তিনি সেই না ফেরার দেশে ভালো আছেন, শান্তিতে আছেন।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৭

মাহমুদ০০৭ বলেছেন: ইমন ভাই কে আল্লাহ বেহেস্ত নসিব করুক ।

তার কাছ হতে আমারদের অনেক কিছু শিখার আছে ।


খুব ভাল লাগলো ভাই আপনি ইমন ভাইকে নিয়ে পোস্ট দিছেন ।

ভাল থাকুন ভাই ।,

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যা! মাহমুদ ভাই, তাঁর কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছেন। বাংলা ব্লগ তাঁর কাছে আজীবন ঋণী থাকবে।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৮

খন্দকার আরাফাত বলেছেন: ইমন জুবায়ের ভাই এর মৃত্যুবার্ষিকতে বিনম্র শ্রদ্ধা । তার আত্না শান্তিতে থাকুক। তিনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।

কাল্পনিক ভালোবাসা ভাইকে এই পোস্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আরাফাত ভাই। আমরা সবাই এই একই প্রার্থনাই করি।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৯

দিবা স্বপ্ন বলেছেন: অসম্ভব প্রিয় একজন ব্লগার ছিল আমার। তাকে গ্রিক পুরাণের একজন গুরু বলা যায়। অসম্ভব শান্তিপ্রিয় এই মানুষটিকে কখনো ব্লগে কোনো ক্যাচালে জড়াতে দেখি নি।
ইমন ভাই, না ফেরার দেশে আপনি ভাল থাকুন এই দোয়াই করি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তিনি নানাভাবেই ব্লগারদের একটি আদর্শরুপ ছিলেন। ব্যক্তিজীবনে প্রচন্ড নির্মোহ ও অন্তর্মুখী ব্লগার ছিলেন 'ইমন জুবায়ের' ভাই। মৃত্যুর আগের দিনটি পর্যন্ত তিনি ব্লগে পোষ্ট দিয়েছেন। তাঁর কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছেন। বাংলা ব্লগ তাঁর কাছে আজীবন ঋণী থাকবে। তাঁর রুহের মাগফেরাত কামনা করি। সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতবাসী করুন।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৮

অন্তরন্তর বলেছেন:

পোস্টটা স্টিকি হলে ভাল হত। সব নতুন
ব্লগার উনার ব্যাপারে জানতে পারতেন যে
উনি সামু ব্লগের রত্ন ছিলেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নিঃসন্দেহে তিনি শুধু সামু ব্লগ না বাংলাব্লগের অন্যতম প্রবাদ পুরুষ ছিলেন। নতুন ব্লগারদের তাঁর ব্যাপারে জানা ভীষন জরুরী!

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের মৃত্যুবার্ষিকতে বিনম্র শ্রদ্ধা।

একদিন আমাদের সবাইকে মরতে হবে। এটাই বড় সত্য ।

দাত থাকতে দাতের মর্যাদা দেয় না বাঙালী।



তার রুহের মাগফিরাত কামনা করছি ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতবাসী করুন।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: গুনী মানুষ গুলো ,ভালমানুষগুলো খুব অল্প সময় বাঁচে । আমার তাই মনে হয়। মৃত্যু ব্যাপারটা দারুণ রহস্যময়। অনেক সময় ভাবি মৃত্যুর স্বাদ কেমন। একটু চেখে দেখবো কীনা ।

ইমন জোবায়ের ভাইয়ের মত লোক দীর্ঘদিন বেচে থাকলে ব্লগ প্লাটফর্মটি অনেক উপকৃত হতো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম, তার কাছে আমাদের প্রাপ্তি সম্পূর্ন ছিল না। আমরা অনেক কিছু পাবার আগেই তাকে হারিয়েছিলাম।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৭

প্রবাসী পাঠক বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের মৃত্যুবার্ষিকতে বিনম্র শ্রদ্ধা।

তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।

ইমন ভাই বেঁচে থাকবেন চিরদিন আমাদের শ্রদ্ধা ও ভালবাসায়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইমন ভাই বেঁচে থাকবেন চিরদিন আমাদের শ্রদ্ধা ও ভালবাসায়।
- সহমত।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৮

এক্স রে বলেছেন: একটি বছর কেটে গেলো! সময় কতটা নিষ্ঠুর আর নির্দয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। শ্রদ্ধেয় ব্লগারের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বুকের বাম পাশ টা ভারী হয়ে আছে শুধু ইমন ভাইয়ের জন্য। ভাইয়াকে অনেক অনেক মিস করব।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাঁর প্রতি রইল অনেক শ্রদ্ধা!

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩০

উপপাদ্য বলেছেন: এই সম্মানিত অগ্রজের জন্য অসীম শ্রদ্ধা ও নিরন্তর ভালোবাসা।

নিশ্চয় আল্লাহ সুবহানাওয়াতালা তাকে উত্তম প্রতিদানে পুরুষ্কৃত করবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইনশাল্লাহ! আমরা সবাই এই প্রার্থনাই করি।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: প্রিয় ইমন ভাই, বাংলা ব্লগিং কমিউনিটি আপনাকে মনে রাখবে সর্বক্ষণ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় ইমন ভাই, বাংলা ব্লগিং কমিউনিটি আপনাকে মনে রাখবে সর্বক্ষণ। - সহমত!

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬

ডট কম ০০৯ বলেছেন: আমাদের ইমন জুবায়ের তুমি ভাল থেকো।
হে রাহমানুর রাহীম তুমি আমাদের ইমন জুবায়ের ভাই কে ভাল রেখো।(আমীন)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শ্রদ্ধাঞ্জলি!
মরহুম ইমন জোবায়েরের কিছু লেখা পড়ার সৌভাগ্য হয়েছিলো।
একজন শুদ্ধ ব্লগার। সামু’র আদর্শ ব্লগারদের প্রতিনিধি।

তার প্রথম মৃত্যুদিবসটি এভাবে স্মরণ করিয়ে দেবার জন্য আপনাকে ধন্যবাদ, কাল্পনিক ভালোবাসা....

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই!!! তিনি বাংলাব্লগ প্ল্যাটফর্মের একটি অনন্য সম্পদ ছিলেন। তাঁর প্রতি রইল অনেক শ্রদ্ধা!

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩

মৃন্ময় বলেছেন: শ্রদ্ধায় স্মরণ করছি.....
যেখানেই থাকুন ভালো থাকুন সবার প্রিয় ইমন যুবায়ের ভাই।

ধন্যবাদ কা ভা ভাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমরা সবাই এই একই প্রার্থনা করি!! যেখানেই থাকুক, তিনি ভালো থাকুক।


২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

বোধহীন স্বপ্ন বলেছেন: তিনি ছিলেন ব্লগ জগতের এক কিংবদন্তী, বাংলা ব্লগ কমিউনিটির কাছে একটা অনুপ্রেরণা। যেখানেই থাকুন তিনি, ভালো থাকুন এই কামনাই করি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাঁর প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১০

Rubel rana বলেছেন: This is our voice declaring “We, the citizens of the PEOPLE’s Republic of Bangladesh do not accept this election”.

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: /:) /:)

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

মেহবুবা বলেছেন: মনেই হয় না ইমন জুবায়ের আর লিখবে না, মনে হয় না উনি নেই ।
এমন মানুষ বেশী বেশী থাকা প্রয়োজন যারা পৃথিবীকে কিছু দিতে পরে; ইমন জুবায়েরের আত্মার শান্তি কামনা করি ।
(ব্লগের ডানপাশে উনার লিঙ্কটা থাকলে ভাল হত, নতুন ব্লগারেরা অথবা ব্যস্ততায় চোখ এড়িয়ে যেত না )।
উনি একজন ব্লগার ছিলেন না শুধু, এক প্রতিষ্ঠান ছিলেন ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত। তিনি শুধু একজন ব্লগার ছিলেন না, তিনি একটি প্রতিষ্ঠানও ছিলেন।

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:





আপনার পোস্টের জন্যে ধন্যবাদ

ইমন জুবায়ের ভাইকে মাঝে মাঝে মনে পড়ে




তার অনন্ত আত্বার চির প্রশান্তি কামনা করছি।







০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আল্লাহ তাঁর রুহের মাগফেরাত দিক। আমিন।

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

আমিনুর রহমান বলেছেন:



বিনম্র শ্রদ্ধা জানাই। ইমন ভাই যেখানে থাকুক ভালো থাকুক।


ধন্যবাদ জাদিদ পোষ্টের জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আমিন ভাই। ইমন ভাই এর প্রতি রইল আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২

রবিন একা বলেছেন: পড়ে কেমন জানি লাগল

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাঁর লেখা পড়বেন, ভালো লাগবে। শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। তিনি সকলের অনুপ্রেরনার কেন্দ্রস্থল ছিলেন।

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
শ্রদ্ধা ||

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শ্রদ্ধা!

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

জনাব মাহাবুব বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের মৃত্যুবার্ষিকতে বিনম্র শ্রদ্ধা। :( :( :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাঁর রুহের মাগফেরাত কামনা করি।

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

আছিফুর রহমান বলেছেন: ভাই যে সময় লিখতেন সে সময় আমি লিখতাম না, বাট পরতাম। একদিন শুনলাম উনি নেই। এক বছর হয়ে গেল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমাদের একটাই প্রাপ্তি, তাঁর সময়ে আমরা এক সাথে ব্লগিং করার সুযোগ পেয়েছিলাম। তিনি আজ নেই, কিন্তু তিনি রয়ে গেছেন সকল ব্লগাদের অনুপ্রেরনার কেন্দ্রস্থল হিসেবে।

৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯

অনিকেত রহমান বলেছেন: যদি তুমি চাও চারিদিকে শুধু আঁধার
তবুও পারবে না ফেরাতে জীবনের সকল উৎসব.--




জুবায়ের ভাইয়ের জন্য রইলো শ্রদ্ধা আর ভালোবাসা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জুবায়ের ভাইয়ের জন্য রইলো শ্রদ্ধা আর ভালোবাসা।

৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

আকিব আরিয়ান বলেছেন: ইমন ভাইয়ের মাগফেরাত কামনা করছি :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

৩৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

মামুন রশিদ বলেছেন: বিনম্র শ্রদ্ধা ।


বাংলা ব্লগ জগতে ইমন জুবায়ের ভাইয়ের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত মামুন ভাই। তাকে নিয়ে নতুন করে কিছু আর বলার নেই। তাঁর প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা!

৩৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের মৃত্যুবার্ষিকতে বিনম্র শ্রদ্ধা। তাঁর রুহের মাগফেরাত কামনা করি। সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতবাসী করুন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন

৩৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

সুমন কর বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের মৃত্যুবার্ষিকতে জানাই বিনম্র শ্রদ্ধা। উনি সকল পাঠকের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

মহামহোপাধ্যায় বলেছেন: আমার ব্লগিং জীবনের সবচেয়ে বড় অর্জন আমি ইমন জুবায়ের ভাইয়ার সহব্লগার ছিলাম। এই একটা জায়গায় আমি কোন বিনয় দেখাতে রাজী নই !! আমি ব্লগনিকে ফেবু একাউন্ট খুলে প্রথম ফ্রেন্ড রিকু পাঠিয়েছিলাম ভাইয়াকে :(


কত দ্রুত সময় চলে যায় !! এখনও মনে পড়ছে, সেদিন (০৪/০১/২০১৩) কি কারনে যেন বেশ সকালে ঘুম ভেঙ্গে গেল, তারপর তাহসান ভাইয়ার একটা পেইজে দেখলাম "ইমন ভাইয়া আর নেই"। একদম বিশ্বাস হচ্ছিল না !! কারন এর আগের দিনও উনি আমার কমেন্টের রিপ্লে দিয়েছেন !! উনাকে হারানোর খবর শুনেই খুব কষ্ট লাগছিল। তখন আসলে বুঝতে পারলাম ব্লগের সবাই এত আপন হয়ে গেছে আমার!! বাংলা ব্লগের এক প্রাণপুরুষ ছিলেন তিনি।

উপরে ব্লগার মেহবুবা বলেছেন "উনি একজন ব্লগার ছিলেন না শুধু, এক প্রতিষ্ঠান ছিলেন।"

সম্পূর্ণ সহমত। এক ব্লগে ইতিহাস, মিথ, কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতি আরও হাজারও বিষয়ের এমন সমন্বয় আর কোথাও আছে আমার চোখে পড়েনি। উনার অভাব থেকেই যাবে, প্রতিনিয়ত আমরা তাকে মিস করে যাব এটাই ধ্রুবসত্য।

ভাল থাকুন প্রিয় ইমন জুবায়ের। ভাল থাকুন না ফেরার দেশে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার বলেছেন। আসলে তাকে নিয়ে যারা তাকে খুব কাছে থেকে চিনতেন তারা যদি কেউ লিখতেন তাহলে আরো অনেক ভালো হতো। আমরা আরও বেশি জানতে পারতাম। ব্লগার মেহবুবা যথার্থই বলেছেন, "উনি একজন ব্লগার ছিলেন না শুধু, এক প্রতিষ্ঠান ছিলেন।"

৩৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই ইমন জুবায়ের ভাইকে।


পোষ্টের জন্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ অভি। তাঁর জন্য রইল আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা।

৩৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

লেখোয়াড় বলেছেন:
ইমন জুবায়ের ভাইকে শ্রদ্ধাভরে স্মরণ করি।
আপনাকে বিশেষ ধন্যবাদ উনাকে নিয়ে লেখার জন্য।

উনার মেধা আর সৃষ্টিগুলোকে আমাদের কাজে লাগানো উচিত, সেটাই হবে উনাকে বরণীয় করে রাখার শ্রেষ্ঠ পথ। ব্লগে তেমন কিছু করা যায় কিনা সেটা ব্লগ কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে আর আমরা ব্লগাররা সেটা কার্যকর করে তুলতে পারি।

যেমন ব্লগে প্রতি বৎসর একজন সেরা ব্লগার নির্বাচন করে তাকে ইমন জুযায়ের স্মৃতি পুরস্কারে ভূষিত করা যেতে পারে, আরো কিছু চিন্তা করা যেতে পারে।

ধণ্যবাদ কা_ভা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা প্রস্তাব করেছেন। আমি এই ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

৪০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

রোহান খান বলেছেন: ভাইয়ের জন্য শ্রদ্ধা ভরা ভালোবাসা রইলো।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:





বিনম্র শ্রদ্ধা প্রিয় ইমন জুবায়ের। ভাল থাকুন না ফেরার দেশে। আপনি চিরদিন বাংলা ব্লগ ভুবনে বেঁচে থাকবেন সকল ব্লগারদের অন্তরে।



ধন্যবাদ কা_ভা ভাই সুন্দর একটি পোষ্টের জন্য।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ শোভন। তিনি চিরদিন বেঁচে থাকবেন বাংলা ব্লগ ভুবনে সকল ব্লগারদের অন্তরে।

৪২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

একজন আরমান বলেছেন:
যুবায়ের ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি।
আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন।
আমিন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইমন জুবায়ের ভাই এর আত্মার মাগফেরাত কামনা করি।

৪৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

সায়েম মুন বলেছেন: এইতো সেদিনের কথা আমরা এক সাথে ব্লগিং করতাম। এর মধ্যে তার প্রস্থানের এক বছর হলো। মাঝে মাঝে খুব মিস করে ওনাকে।
প্রিয় ইমন জুবায়ের ভাইয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলী।

০৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই, দেখতে দেখতে কিভাবে যেন এক বছর পার হয়ে গেল!!
তিনি যেখানেই থাকুক, ভালো থাকুক।

৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

একজন সৈকত বলেছেন:
এক বছর হয়ে গেল!
ইমন ভাইয়ের নতুন ব্লগ এক বছর হলো পড়ি না - অবিশ্বাস্য!
এমন দিনে সব্যসাচী ব্লগার ইমন জুবায়ের ভাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

০৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন এই প্রার্থনাই করি।

৪৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

ইখতামিন বলেছেন:
তাঁর আত্মার শান্তি কামনা করছি। তিনি যেখানেই থাকুন, সুখে থাকুন।

পোস্ট বেশ সুন্দর লাগলো।

## এই কারণেই ছবিগুলোর ধারাবাহিকতা পরিচিত লাগছিলো :/
তবে অধিকাংশ ছবিই তুলেছেন ব্লগার রাতের বাংলা (ইয়েন)

০৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ইখতামিন। আসলে তার এই শূন্যস্থান সহজে পূরন হবার নয়! শুধু দোয়া করি, তিনি যেখানেই থাকেন, যেন ভালো থাকেন।

আপনাদের দুইজনের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

৪৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

আলম 1 বলেছেন:

সৃষ্টিকর্তা ইমন ভাইকে বেহেশত নসিব করুন।

নতুন ব্লগাররা ওনার লেখা থেকে অনেক কিছু জানতে পারবেন। আমি সময় পেলেই ওনার ব্লগ পড়ি।

আপনাকে ধন্যবাদ ওনাকে নিয়ে লেখার জন্য।

৪৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

শুঁটকি মাছ বলেছেন: আমি ব্লগার ইমন জুবায়েরকে পাইনি। কারণ আমি সামুতে রেগুলার হয়েছিলাম তার কিছুদিন পরে।
ব্লগার ইমন জুবায়েরের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

৪৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯

সজল৯৫ বলেছেন: আল্লাহ তাহার আত্মার চির শান্তীর ধারা সিক্ত করুক।

আমার মনে হয় এই ব্লগের অনেকের মতে না, সকলের মতেই তিনি সেরা ব্লগার।

ধন্যবাদ....

৪৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

নাহিদ রুদ্রনীল বলেছেন: ইমন জোবায়ের ভাই ছিলেন একজন প্রকৃত ব্লগার। তার জন্য বিনম্র শ্রদ্ধা ও অকুন্ঠ ভালবাসা।

৫০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি ....

৫১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

অরুদ্ধ সকাল বলেছেন: শ্রদ্ধাঞ্জলি!
ব্লগ জাদুগর....
আমরা হারিয়ে গেলাম হারিয়ে ফেললাম
হারালাম.....
একটা নক্ষত্রকে!

৫২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

রুপম শাহরিয়ার বলেছেন: অনেক মিস করলাম ইমন ভাইকে।

৫৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: এমন চলে যাওয়া আর চাইনা।উনার লেখা থেকে কতকিছুই যে জানার বাকী ছিল

৫৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩

আমি লিখতে চাই না বলেছেন: বিনম্র শ্রদ্ধা নিবেদন করলাম ।

৫৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

জুন বলেছেন: আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

৫৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইমন ভাই'এর লেখাকে বড্ড বেশি মিস করি,,,,,তার আত্মার মাগফেরাত কামনা করছি

৫৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
তার আত্মার মাগফেরাত কামনা করছি।

তাকে মিস করছি।

সামুও তাকে মিস করছে।

৫৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

আম্মানসুরা বলেছেন: বিনম্র শ্রদ্ধা ।

৫৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

জেমস বন্ড বলেছেন: ১ বছর হয়ে গেছে :(


আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

৬০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যদিও আমার পক্ষে তাঁর সব লেখা পড়া হয়ে ওঠেনি তবুও যাঁর জন্য এত ব্লগারের ভালবাসা তিনি অবশ্যই একজন নন্দিত ব্যক্তি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

৬১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইলো

৬২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

এম মশিউর বলেছেন: উনার সময়ে ব্লগিং করার সৌভাগ্য আমার হয় নি।
এমন নন্দিত ব্লগারের মৃত্যু বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।

তাঁর রুহের মাগফেরাত কামনা করি।

৬৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

সকাল রয় বলেছেন:
আমাদের সৃজনের প্রতিটা সংখ্যাতেই ইমন ভাইয়ের প্রকাশ হতো। ২০০৯ শেষের দিকে উনার ইতিহাস বিষয়ক লেখা গুলো নিয়ে আমি উপকৃত হয়েছিলাম।
আমার চোখে উনি নক্ষত্র!

৬৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

বটবৃক্ষ~ বলেছেন:



:( :(

সশ্রদ্ধ ভালোবাসা "ইমন জুবায়ের" ভাইয়ের প্রতি। ।

আপনি যেখানেই থাকুন ভালো থাকুন!!


কাভা ভাইয়াকে ধন্যবাদ!



৬৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

মুনেম আহমেদ বলেছেন: পরম করুনাময় তাকে ভাল রাখুন।আমি ব্লগে নতুন তাই ওনাকে পাইনি। সময় নিয়ে অবশ্যই পড়বো সর্বজনশ্রদ্ধেয় এ ব্লগারের লেখাগুলি

৬৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধাঞ্জলি।
এমন নিবেদিত ব্লগার আর কেউ আসবেনা, এটা নিশ্চিত।
তার প্রতিটি লেখাই শুধু ব্লগ নয়, বাংলা ভাষাভাষীদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।

৬৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

সুকান্ত কুমার সাহা বলেছেন: মানুষ আসেই চলে যাওয়ার জন্য কিন্তু তাঁকে বাঁচিয়ে রাখে তার কাজ !!!
ইমন ভাইয়ের জন্য রইলো শ্রদ্ধাঞ্জলি !!!

৬৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: শ্রদ্ধা, শ্রদ্ধা!

ভালো থেকো ইমন ভাই!

৬৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এক বছর হয়ে গেছে !!!
সময় কতো দ্রুত যায !!!
তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

৭০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শ্রদ্ধাঞ্জলী!

৭১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

মশিকুর বলেছেন:
ইমন জুবায়ের ভাইয়ের মৃত্যুবার্ষিকতে বিনম্র শ্রদ্ধা । তার আত্না শান্তিতে থাকুক।

৭২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

মোঃ ইসহাক খান বলেছেন: শ্রদ্ধা রেখে যাচ্ছি।

৭৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০

বাংলাদেশী দালাল বলেছেন: ইমন ভায়ের আত্মার মাগফিরাত কামনা করছি।

৭৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: একজন কিংবদন্তী ব্লগাররের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা

যেখানেই থাকুন ভালো থাকবেন

৭৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০

চাঙ্কু বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের মৃত্যুবার্ষিকতে শ্রদ্ধা রইলো।
এই সুন্দর পোষ্টটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৭৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

ইলুসন বলেছেন: যেখানেই থাকুন ভালো থাকুন প্রিয় ব্লগার।

৭৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

জানা বলেছেন:

প্রিয় ইমন ভাই, আপনার কাছে আমরা সবাই ঋনী। আমাদের অনেক অনেক দিয়ে খুব অসময়েই দূরে চলে গেলেন! যে দুরত্বের শেষ নেই! শান্তিতে থাকুন ইমন ভাই। আমাদের সকলের ভালবাসা আর শ্রদ্ধা আপনার জন্য।


মৃত্যুর মাত্র দু'দিন আগে লেখা ইমন ভাইয়ের সর্বশেষ সেই অতিপ্রাকৃত গল্পের পোস্টটিতে বলা একটি বিশাল গাছের ওপর থেকে একদল সবুজ টিয়াপাখী উড়ে যাবার দৃশ্যটি আমার বারবার মনে পড়েছে আজকে! যেন মুল্যবান শাখা-প্রশাখায়, পত্র-পল্লবে সমৃদ্ধ এক বিশাল বৃক্ষটি আমাদের ইমন ভাই নিজেই আর পেছন ফিরে না তাকানো অনন্তে ডানা মেলে দেয়া সেই সবুজ টিয়ার দল ইমন ভাইয়ের প্রাণ! যা আর কোনদিন ফিরে তাকাবে না পৃথিবীর দিকে!


একটি খুব দরকারী পোস্টের জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ প্রিয় কাল্পনিক_ভালবাসা। সবার জন্য মঙ্গল প্রার্থনা রইলো। আমাদের সবার জীবনে নিরাপত্তা আর শান্তি আসুক।



০৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন আপু, বড় অসময়ে তিনি সবার কাছ থেকে দূরে সরে গেলেন। তিনি শুধু এই সামুর নন সমগ্র বাংলা ব্লগ প্ল্যাটফর্মের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তার এই অভাব সহজে পূরন হবার নয়।

আপু অনেকেই একটি অনুরোধ করেছেন, যে প্রতি বৎসর একজন সেরা ব্লগার নির্বাচন করে তাকে ইমন জুযায়ের স্মৃতি পুরস্কারে ভূষিত করা যায় কিনা এই ব্যাপারে ভেবে দেখতে। পাশাপাশি অনেকে ব্লগে ঢুকে প্রথম পাতায় ডান পাশে তার লেখার একটি লিংকটি ছিল, ফিরিয়ে আনার ব্যাপারে দাবী জানিয়েছেন। যদিও আমরা জানি না ব্যাপারটা টেকনিক্যাল কোন সমস্যা কিনা।

৭৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

রামন বলেছেন:
ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধাঞ্জলি। অসংখ্য ধন্যবাদ পোস্ট দাতা।

৭৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

পাজল্‌ড বলেছেন: আমি ব্লগার ইমন জুবায়ের কে চিনি না। ব্ল্যাক্ এর গান শুনি অনেক আগে থেকে। অন্যরকম ভালো লাগে ওদের লিরিক গুলা। চিৎকার করে গলা মিলিয়ে গাইতাম হলে থাকতে। তার মধ্যে অনেক গুলো লিরিক ইমন জুবায়ের এর। ব্যস এই পর্যন্তই। কয়েক মাস আগে থেকে ব্লগ পড়া হয়। একটা ছবি দিয়ে তাতে নাম লেখা ইমন জুবায়ের,খেয়াল করা হয় না। কিছুদিন পর কিভাবে কিভাবে ব্লগ টা পড়ি,অবাক হয়ে যাই ব্ল্যাক এর ইমন জুবায়ের আর এই ইমন জুবায়ের একজনই। কিছুটা হোচট খাই,তার লিরিকের প্রতি আমার মু্গ্ধতা জানাতে পারাম না। প্রায়ই বিড়বিড় করে গাই:
''আমার দুচোখে গাঢ় কুয়াশার ঘোর
তবুও তোমার কাব্য দু হাতে ধরা
জলের স্রোতের পাশে ঘুমিয়ে পরেছি আমি
পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায়।।''
আমি মিস্‌ করবো আপনার লিরিক গুলো।

৮০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

ক্ষমতাসীন দল বলেছেন: ইমন ভাইকে স্মরন করছি শ্রদ্ধাভরে । তার লেখনী ব্লগারদেরকে সব সময় উৎসাহ যোগাবে । মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি ।

৮১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

শায়মা বলেছেন: ভাইয়ার জন্য শ্রদ্ধা।

৮২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

বৃতি বলেছেন: বিনম্র শ্রদ্ধা। যেখানেই থাকুন, ভাল থাকুন আমাদের ইমন ভাইয়া।
আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটা পোস্ট দেবার জন্য।

৮৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

লেখাজোকা শামীম বলেছেন: একটা সময় গেছে যখন তার লেখার জন্য অপেক্ষায় থাকতাম। তার লেখা মানে একটা নতুন দ্বীপ আবিষ্কার করা, একটা নতুন পাহাড়ে ওঠা, একটা নতুন নক্ষত্র খুঁজে পাওয়া।
ব্লগে লেখার একটা নতুন মানদণ্ড তিনি তৈরি করে দিয়ে গেছেন। তার লেখা পড়েই আমরা ব্লগিংএর একটা নতুন দিগন্ত সম্পর্কে জেনেছি।
তার প্রতি বিনম্র শ্রদ্ধা। ভুলব কখনও আপনাকে, ইমন জুবায়ের।

৮৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

নিয়েল হিমু বলেছেন: শ্রদ্ধাঞ্জলী!

৮৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

রেজোওয়ানা বলেছেন: হোমপেইজে ইমন জুবায়ের’ ব্লগের টেম্পপ্লেটটা দেখছি না যে, সেটা কি সরিয়ে নেয়া হয়েছে?

০৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি তো কিছুদিন আগেও দেখেছি। এটা কি সরিয়ে নেয়া হয়েছে নাকি টেকনিক্যাল প্রবলেম বুঝতে পারছি না আপু। :(

৮৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৩

রেজওয়ান তানিম বলেছেন: সময় এভাবেই বদলে যায়, গত বছর এই দিনে ইমন ভাই আমাদের ছেড়ে চলে গেলেন, এখনো মনে পড়ে, সকালে সোহরাব সুমন ফোন দিয়ে বললেন তিনি নেই...

এবছর এত ব্যস্ততায় দিন যাচ্ছে লেখালেখিরই সুযোগ পাচ্ছি না। ব্লগ যে ইমন ভাইকে ভুলে যায়নি এটা দেখে ভালো লাগলো।

গত বছরের অপরবাস্তব কিংবা এবারের অপরবাস্তব এ ইমন ভাইয়ের লেখা নিয়ে কিছু করবেন কিনা আপনারা সবাই ভেবে দেখবেন আশা করছি।

আর সবশেষে বলি, মিস ইউ ইমন ভাই, কেন জানিনা আসলে...

০৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাই। আপনার এবং রেজোয়ানা আপুর পোষ্ট থেকে অনেক তথ্য নিয়েছি। এই পোষ্টটি আপনারা লিখলে হয়ত তাঁর ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানতে পারতাম। নতুন ব্লগার তো বটেই পুরানো ব্লগারদের জন্যই তিনি একটি আর্দশ ও লক্ষ্যের নাম। প্রার্থনা করি, তিনি যেখানেই থাকেন না কেন, যেন ভালো থাকেন।

৮৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৭

পুরোনো পাপী বলেছেন: ইমন জুবায়ের নাম শুনলেই আমার প্রথমে চোখের সামনে যা ভেসে ওঠে তা হল তার বাউল দর্শণের বিশ্লেষণ।

তার মতন বিশ্লেষণ আর কারো কাছেই শুনি নাই। আর শুনবও না বোধকরি।

সৃষ্টি কর্তা তার মতন মানুষদের আলিঙ্গন করেন দ্রুত। আশাকরি ভাল থাকুন যেখানেই আছেন :(

৮৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

মে ঘ দূ ত বলেছেন: ইমনদার আত্মার শান্তি কামনা করছি। কত দ্রুত এক বছর হয়ে গেল :(

ধন্যবাদ পোষ্টটির জন্য।

৮৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে ইমন জুবায়ের,
আপনার স্মরনে আমরা আপনার জন্য কিছুই করতে পারিনা; বরং নিজেরেই বুঝি ঋদ্ধ করি আপনার স্মরণে।

আপনার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করতে পারি-তাপিত হৃদয়ের যাতনা জুড়াতে। আপনার লেখার ব্যবচ্ছেদের যোগ্যতা নেই-শুধু বলতে পারি প্রতিটা কমেন্টের উত্তরেও আপনার যে আন্তরিকতা ছিল, হৃদয়ের ছোঁয়া ছিল তা আজও আপ্লুত করে।

যেখানেই থাকুন-ভাল থাকুন।

৯০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

রক্তলেখা বলেছেন: জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন, জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন
বিনম্র শ্রদ্ধা রইল।

৯১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

এহসান সাবির বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই ।

৯২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

দীপান্বিতা বলেছেন:

শ্রদ্ধাঞ্জলী

৯৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

হাসান মাহবুব বলেছেন: ইমন ভাইয়ের মত মানুষদের এত তাড়াতাড়ি চলে যাবার তাড়া কেন থাকে? ভালো থাকুন নগর ঋষি, স্বল্প জীবনে আমাদের উজার করে দিয়েছেন, আমরা কৃতজ্ঞ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তিনি যেখানেই থাকুক, ভালো থাকুক। এটাই আমাদের প্রার্থনা।

৯৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

টয়ম্যান বলেছেন: বিনম্র শ্রদ্ধা

৯৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

মধু নদীর জোলা বলেছেন: শ্রদ্ধাঞ্জলী ইমন জুবায়ের এর প্রতি।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা সবাই দোয়া করি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে।।

৯৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

আরজু পনি বলেছেন:
কিছু অপূর্ণ দীর্ঘশ্বাস কতোদিন বয়ে বেড়াতে হবে জানি না ।

শ্রদ্ধা রইল, নির্মোহ এই মানুষটির প্রতি ।।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তার এই অকাল প্রয়াণ আমাদের জন্য একটি বিশাল শূন্যস্থান সৃষ্টি করছে। সহজে এই ক্ষতি পুষিয়ে উঠার নয়।

৯৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

জানা বলেছেন:

ইমন জুবায়ের ভাইকে নিয়ে আরেকটি অসাধারণ লেখা এখানে:

Click This Link

@কাল্পনিক_ভালবাসা, উপরোক্ত লিঙ্কটির একটি বিশেষ নোট দিয়ে এই লেখার একেবারে উপরে যুক্ত করার অনুরোধ করছি। ইমন জুবায়ের সম্পর্কে আরও অনেক বেশী জানতে সাহায্য করবে পোস্টটি।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপু। আমি সংযুক্ত করে দিয়েছি। পোষ্টটি আমিও দেখেছিলাম, কিন্তু সার্ভার এর ঝামেলার কারনে আমি কোথাও কমেন্ট বা এডিট করতে পারছিলাম না।


৯৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

মন মণষা বলেছেন: সময় কি ভাবে বয়ে যায়...লেখক কে ধন্যবাদ তার লেখনির জন্য। ইমন জুবায়ের ভাই এর লেখার সাথে পরিচিত ছিলাম...সুস্থ ব্লগিং বলতে যা বোঝায় তাই ছিল তার ব্লগ...কত আজানা ইনফরমেসন সে তার লেখায় থাকত বলার নয়...কিছু ব্লগারের জন্য যে ফিরে ফিরে আসতাম তিনি তাদের অন্যত্তম...তার যায়গা পুরন হবার নয় এই কথা বলবো না...বরং চাইবো তার মত সুস্থ ব্লগারের লেখনিতে ভরে উঠবে ব্লগ গুলো...তা হলেই জুবায়ের ভাইয়ের লেখনির প্রয়াস ব্লগে সার্থকতা পাবে...জয়তু জুবায়ের ভাই...

৯৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

সোজা কথা বলেছেন: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
কাভা ভাইয়ের সুন্দর লেখায় ভালোলাগা।

১০০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

ভিয়েনাস বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি...

১০১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

মহলদার বলেছেন: সবাইকে যেভাবে উনি আপন করে নিতেন সেটা দেখে সত্যিই অবাক হতাম। যারা নিয়মিত লেখালেখি করেন প্রায় সবার লেখায়ই কমেন্ট করতেন। আমি ব্লগে অনিয়মিত ছিলাম অনেকটা, তারপরও অনেকদিন পর দু'একটা পোষ্ট দিলেই উনার কমেন্ট পেতাম। অবাক হতাম। ওনার লেখায় অবশ্য কমেন্ট করার তেমন সাহস হত না। এত বড় জ্ঞানী মানুষ, কি কমেন্ট করব এটা মনে হত। তবে ব্লগে যে কয়েকজনের লেখা পড়ার জন্য ঢুঁ মারতাম, তার মধ্যে উনি ছিলেন একজন।

ব্যক্তিগতভাবে দু'একটা মেইল ও আদান-প্রদান হয়েছিল আমার সাথে ইমন ভাইয়ের। উনি তারা শঙ্কর কে নিয়ে একবার একটা পোষ্ট দিয়েছিলেন। তাতে ঐ বিখ্যাত গানটার কথা উল্লেখ ছিল, জীবন এত ছোট ক্যানে....। আমি বলেছিলাম গানটি আমার কাছে আছে। উনি আমাকে পাঠাতে বলেছিলেন, পাঠিয়েছিলাম। বিজয় সরকারের নিজের কন্ঠে গাওয়া গান পাঠিয়েছিলাম.... সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।

ব্লগ পাতায় ইমন ভাইয়ের ছবিটা যখনই দেখি তখনই খারাপ লাগে। সুন্দর এই পৃথিবী ছেড়ে সত্যিই তো চলে যেতে হবে, কিন্তু এত আগে কেন চলে গেলেন ইমন ভাই?

যেখানেই থাকুন, ভাল থাকুন। আপনাকে বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম।

১০২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এই মহান ব্লগারের প্রতি। সব ভালো মানুষ গুলো কেন আগে চলে যায়?

১০৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

ইখতামিন বলেছেন:
ইমন ভাইয়ের ব্লগ সমগ্র পুনরায় প্রথম পাতায় যুক্ত করে দেওয়া হয়েছে :)

১০৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

রাবার বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি ।

১০৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শ্রদ্ধাঞ্জলী রইলো। ভাইয়ার রুহের মাগফেরাত কামনা করছি।

১০৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের মৃত্যুবার্ষিকতে বিনম্র শ্রদ্ধা

১০৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৩

বাংলার আকাশ বলেছেন: আল্লাহ্ তাকে বেহেস্ত নসিব করুক। আমিন।

১০৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৫

জাহাঙ্গীর জান বলেছেন: ইমন ভাই সত্যিই ব্লগের প্রাণ ছিলেন, আমাদের মাঝে উনি নেই,আমি এখনো প্রতিদিন উনার পোষ্টের অপেক্ষায় থাকি । "আল্লাহ "উনাকে জান্নাত নসিব করুন (আমিন)

১০৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

মধু নদীর জোলা বলেছেন: শ্রদ্ধাঞ্জলী রইলো।

১১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের জন্য শ্রদ্ধা

১১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: তাঁর ওই লিংকটা আবার প্রথম পাতায় আনা যায় না কাভা ভাই?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.