নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
ঘটনার সুত্রপাত গত নভেম্বরে। ক্রমাগত ব্যর্থতায় যখন বাংলাদেশের ক্রিকেট সমালোচনার তীক্ষ্ণ বাণে জর্জরিত তখন এই জিম্বাবুয়ের বিপক্ষেই শুরু হয়েছিল যে বিজয়ধারা, এই নভেম্বরেই তাদেরকে আবারও বাংলাওয়াস করে যেন সাফল্যের একটি বড় বৃত্ত পূর্ন করল বাংলাদেশ। মাঝখানে ছিল স্বপ্নের এক বিশ্বকাপ, পাকিস্থানকে ঐতিহাসিক বাংলাওয়াস, ভারত এবং সাউথ আফ্রিকার বিপক্ষে স্মরনীয় সিরিজ জয়। একই সাথে অর্জিত হলো দেশের মাটিতে এক টানা পাঁচটি সিরিজ জয়ের দুর্লভ রেকর্ডও।
কিছুদিন আগে যখন দেশের বিদ্যমান নিরাপত্তার অযুহাতে প্রতীক্ষিত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর বাতিল হলো, তখন বাংলাদেশের সাধারন জনগন দারুনভাবে আশাহত হয়েছিল। আমি যদিও এই সব নিরাপত্তার ব্যাপারে সঠিক জানি না, তথাপি আমার মনে হয়, বার বার ডেকে এনে বিভিন্ন দলকে যদি এইভাবে নাজেহাল করা হয় তাহলে বাংলাদেশ অচিরেই অন্য ক্রিকেটদলগুলোর জন্য অনিরাপদ হিসেবে চিহ্নিত হবে।
যাইহোক, আজকে খেলায় টস জিতে মাসরাফি যখন ব্যাটিং নিলেন, তখনই বুঝেছিলাম বাংলাদেশ আজকে ভালো কিছু করবে এবং দেশের পক্ষে পঞ্চম সর্বোচ্চ উদ্বোধনী জুটি করে যার প্রতিদান দিলেন আমাদের দুই ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল এবং ইমুরুল কায়েস। দুইজনই করেন ৭৩ রান। লিটনদাস আজকেও মোটামুটি ব্যর্থ হলেন। তিনি প্রতিভাবান বলেই দলে সুযোগ পেয়েছেন, কিন্তু হতাশাজনকভাবে তিনি তা প্রমাণ করতে আবারও ব্যর্থ হলেন। আমি জানি না, বাংলাদেশ ক্রিকেট দলের এখন যে শক্তি এবং রিজার্ভে যে ধরনের খেলোয়াররা অপেক্ষায় আছেন, তাদের সাপেক্ষে তিনি আর কতদিন এমন সুযোগ পাবেন নিজেকে প্রমাণ করার। তার জন্য রইল শুভ কামনা। তবে আজকের ম্যাচে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে মাহমুদুল্লাহ রানে ফিরেছেন। গত কয়েক ম্যাচে তার মধ্যে যে জড়তা ছিল, তা আজ বহুলাংশেই কেটে গিয়েছে বলে আমার মনে হয়। তিনি ৪০ বলে ৫২ রান করে নিজেকে আবারও খুঁজে পেয়েছেন।
যে দলে মুস্তাফিজুর রহমানের মতো বোলার থাকে সে দল প্রতিপক্ষের থেকে একটু এগিয়ে থাকবেই। ফলে জিম্বাবুয়ে যখন ব্যাটিং এ নামল, তারা শুরুতেই হোঁচট খেলো। প্রথম দুই ম্যাচে মুস্তাফিজুর কিছুটা গুটিয়ে থাকলেও আজকে ফিরে এলেন স্বরুপে। ফলাফল তার বিধ্বংসী বোলিংয়েই উড়ে গেল জিম্বাবুয়ে। তাঁর প্রথম ওভারেই বোল্ড হয়ে ফিরে যান জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান চামু চিবাবা (৪)। এরপর ব্যক্তিগত চতুর্থ ওভারে বোল্ড করলেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রেজিস চাকাভা (১৭)।
মুস্তাফিজের পর জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানেন অফ স্পিনার নাসির হোসেন। তার বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ক্রেইগ আরভিন। দলীয় অর্ধশতকের আগে তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। চিগুম্বুরার বিদায়ের পর রানের চাকা সচল রাখতে থাকেন শন উইলিয়ামস।জুটি গড়তে থাকেন নতুন ব্যাটসম্যান ম্যালকম ওয়ালারকে নিয়ে। ৬৫ বলে পাঁচ চারের সাহায্যে ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে দুই ওভারের ব্যবধানে দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। ৩৫.৪ ওভারে আল আমিন হোসেনের বলে আউট হন ম্যালকম ওয়ালার (৩২)। ৩৬.৫ ওভারে বাংলাদেশের সবচেয়ে বড় বাঁধা শন উইলিয়ামসকে (৬৪) ফেরান মাশরাফি বিন মুর্তজা।
দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে ফের চমক দেখান কাটার বিশেষজ্ঞ মুস্তাফিজুর রহমান। তার জোড়া শিকারে ফিরে যান সিকান্দার রাজা(৯)ও লুক জঙউই (১১)। শেষের দিকে পানিয়াঙ্গারাকে (৩) মুস্তাফিজ ও মুজারাবানিকে (০) আরাফাত সানি ফিরতি ক্যাচে আউট করলে জয় নিশ্চিত করে মাশরাফিরা।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন শন উইলিয়ামস। এছাড়া এলটন চিগুম্বুরা করেন ৪৫ রান। বাংলাদেশের পক্ষে ৮ ওভারে ৩৪ রান খরচায় পাঁচ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল ও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মুশফিকুর রহিম।
বিজয়ের এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য।
কৃতজ্ঞতাঃ
ইসএসপিএন ক্রিক ইনফো , বাংলা ট্রিবিউন, প্রথম আলো।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭
খেয়া ঘাট বলেছেন: টানা পাঁচ সিরিজ জয়ে বাংলাদেশের ইতিহাস।
অবাক চোখে বিশ্ব দেখে টাইগারদের জয়োল্লাস।
বিজয়ানন্দ চলতে থাকুক এমনিভাবে বারোমাস।
সূর্যপ্রতিম ভালোবাসার শব্দ হলো "বাংলাওয়াস"।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই টানা পাঁচটি সিরিজ জয়। দিস ইজ নট এ জোক।
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
মোঃ-আনারুল ইসলাম বলেছেন: শিরোনামের সাথে পুরাপুরি একমত। সাথে পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
রানার ব্লগ বলেছেন:
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
চালাক রোকোমের বোকা মানুষ বলেছেন: অনিরাপদ থেকে অনিরাপদতর হবে
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এইভাবে চলতে থাকলে*
আমরাও মনে প্রাণে সেটাই চাই।
৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
নাবিক সিনবাদ বলেছেন: অভিনন্দন টিম টাইগার্স
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
গেম চেঞ্জার বলেছেন: আসলেই বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য রীতিমত ইর্ষণীয়। জিওফ বয়কট, রমিজ রাজা, সিধুদের কপালে আজ নিশ্চয়ই ভাজ পড়ছে। পাকিস্তান আর ভারতের যারা আমাদেরকে আন্ডারডগ বলে উপহাস করত আজ তারাই টিভিতে আমাদের দামাল ছেলেদের নিয়ে বিজ্ঞাপন বানায়।
এটা নিঃসন্দেহে আমাদের কৃতিত্ব। আগের সেইদিনগুলো এখন কেবল স্মৃতি। আশা করি আমরা আমাদের এই ক্রিকেটীয় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারব। হোঁচট খাব কিন্তু পিছলে পড়ে পেছনে নয়।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাংলাদেশ ভদ্র দেখে কিছু বলে না। অন্য কেউ হলে ওদেরকে কানে ধরে মিরপুর স্টেডিয়ামে দাঁড় করিয়ে রাখা উচিত ছিলো।
৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
কিরমানী লিটন বলেছেন: টাইগারদের জন্য অ নে ক শুভকামনা,আপ্নাকাকেও... টাইগারদের জন্য অ নে ক শুভকামনা,আপ্নাকাকেও...
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই।
৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: বাংলাদেশ দলকে অভিনন্দন । এভাবে ক্রমাগত জয়ের ধারা বজায় রাখার রইলো অজস্র শুভ কামনা ।
মাহমুদুল্লাহ ৪০ বলে ৫২ করেন । আপনি ভুলে মিনিট দিয়ে দিয়েছেন ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আমি সংশোধন করে নিয়েছি। কৃতজ্ঞতা জানবেন।
১০| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে!! বাংলাদেশ দল এখন সবার জন্য ত্রাস!!!!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ। তাই তো দেখা যাচ্ছে!
আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।
১১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
আমিনুর রহমান বলেছেন:
লিটন হয়ত আজকে বাদ পড়তো কিন্তু যেকোন খেলায় একটা নিয়ম মোটামুটি মেনে চলে সেটা হলো সিরিজের মাঝে উইনিং টিম চেঞ্জ না করা।
একরাশ অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম কে ...
পোষ্টের জন্য ধন্যবাদ এবং সামুকে ধন্যবাদ পোষ্ট স্টিকি ও বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে সবসময় থাকার জন্য।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার মতে, লিটন দাসই একমাত্র প্লেয়ায় যে জাতীয় দলে ক্রমাগত নিজেকে প্রমাণের ব্যর্থতা স্বত্তেও টিকে আছে। তার জন্য সৌভাগ্যের তবে জাতির জন্য হতাশাজনক।
আপনাকে অনেক ধন্যবাদ, মন্তব্যের জন্য।
১২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
হাসান মাহবুব বলেছেন: ম্যাচ রিভিউ ভালো হইছে। তবে একটা ভুল আছে। মাহমুদুল্লাহ ৬৫ বলে না ৪০ বলে ৫২ রান করেছে।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক কইরা লইছি!
ধইন্য লন!!
১৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮
সাহসী সন্তান বলেছেন: আমি মনে করি, বাংলাদেশকে বিশ্বের বুকে স্পষ্ট ভাবে চিনিয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের ভূমিকা অসামান্য! ধারাবাহিক ভাবে নিজেদের জয় ধরে রাখার জন্য বাংলাদেশ ক্রিকেটকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন! আর সেই সাথে সুন্দর পোস্টের জন্য আপনাকেও ধন্যবাদ!
ভাল থাকবেন!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত। ক্রিকেটই এখন বাংলাদেশের ব্রান্ড!
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। কৃতজ্ঞতা জানবেন।
১৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সাকিব ফিরলে লিটন দাসের কপাল চুড়ান্ত ভাবে পুড়বে। হয় ১২ ম্যান না হয় একদম দলের বাহিরে থাকতে হবে। মুশফিক ইনজুরিতে না পড়লে লিটনের কোন সম্ভাবনা নাই আগামী সিরিজে। বর্তমানে সে ছাড়া সবাই পারফরমেন্স দিয়ে নিজের স্হান পাকা-পোক্ত করেছে। ইমরুল কায়েস আগামী ২ টা সিরিজের জন্য নিজের পজিশন নিশ্চিত করেছে। মাশরাফির উৎসাহ আবারও নাসির হোসেনকে তার পারফরমেন্স ফিরে পেতে সাহায্য করেছে। আমি মনে করি নাসির সাকিবের যোগ্য উত্তরসুরী হতে পারে। বলিং ও ব্যাটিং ২ ক্যাটেগরিতেই।
বর্তমান টিম কম্বিনেশন মনেহয় সর্বকালের সেরা কম্বিনেশন বাংলাদেশ টিমের জন্য। অভিনন্দন বাংলাদেশ টাইগার্স।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত। তবে আমার মনে হয় সৌম্য ফিরে এলে তখন একটা মধুর সমস্যায় পড়বে বাংলাদেশ। কাকে বাদ দিয়ে কাকে খেলানো হবে। শাহরিয়ার নাফিসও ঐদিকে কিপিং ভালোই পারে। লিটন ফ্লাট ছাড়া অন্য কোথায় যাবে আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমি চাই বেচারা ভালো খেলুক। জাতীয় দলে এসে ও একটা ইনিংসও ভালো খেলতে পারবে না, এমনটা তো হয় না।
১৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩
আরজু পনি বলেছেন:
অনেক জ্বালার মধ্যে এই আনন্দ সত্যিই শান্তির পরশ দেয় ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, আপু সঠিক বলেছেন।
১৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
নতুন বলেছেন: টানা পাচ সিরিজ জয়
সত্যিই বাংলাদেশ অন্য ক্রিকেট দলগুলোর জন্য অনিরাপদ !!!!
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এই একটা জিনিসইতো এখন আছে যা নিয়ে মেতে উঠতে পারি। নইলে জীবন এখন শুধুই এক যন্ত্রণার নাম মাত্র।
বাংলাদেশ ক্রিকেট টিমকে আপনার পোষ্টের মাধ্যমে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই। এই ছাড়া আমাদের জীবনে আসলে আর আনন্দের কিছু নাই।
আপনাকেও অভিনন্দন। ব্লগে আবার নিয়মিত হবার জন্য শুভেচ্ছা জানবেন।
১৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
মশিকুর বলেছেন:
অনিরাপদ শহরকে নিরাপদ মনেকরার জন্য প্রথমেই জিম্বাবুয়েকে ধন্যবাদ জানাতে হয়। বাংলাদেশ টিমকেও অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের এই স্বপ্নিল যাত্রা অব্যাহত থাকুক...
শুভকামনা
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
ধমনী বলেছেন: মোস্তাফিজের 'কাটার'
বর্ণনা আর ছবি দিয়ে
পোস্টটি হলো বেটার।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২০| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০
***মহারাজ*** বলেছেন: খুব ভালো আয়োজন ।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০
প্রামানিক বলেছেন: : শিরোনামের সাথে মিল রেখে পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।
২২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭
মহিমা আজম হিমু বলেছেন: শুভকামনা বাংলাদেশ টিমের জন্য। সেই সাথে আপনার জন্যও। :-)
২৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪০
মাহমুদ০০৭ বলেছেন: আসার জন্য জিম্বাবুয়েকে ধন্যবাদ ।
বাংলাদেশের বিশ্বজয় হয়ত আর বেশী দূরে নয়।
২৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন বাংলা টাইগার্স।
২৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৩
মানবী বলেছেন: হতাশা, দারিদ্র আর দূর্নীতি গ্যাঁরাকলে প্রতিনিয়ত পিষ্ট জাতির জীবনে স্বস্তি আর আনন্দ বয়ে নিয়ে আসে আমাদের টাইগার বাহীনি! বাংআদেশের গর্ব আর পরম ভালোবাসার এই জাতীয় ক্রিকেট টীমকে অনেক অণেক অভিনন্দন ও ধন্যবাদ।
পোস্টের জন্যও ধন্যবাদ।
২৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৮
কামরুন নাহার বীথি বলেছেন:
ভবিষ্যতের মহিলা ক্রিকেট নক্ষত্র !!!!!
২৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১০
সচেতনহ্যাপী বলেছেন: আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
২৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২০
বৃতি বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন!
২৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩০
চাটগাইয়া জাবেদ বলেছেন: অভিনন্দন টিম টাইগার্স
আজকের ম্যাচে দেখার মত ছিল এটা।
শুধু কি আস্ট্রেলিয়াই পারে? আমরাও পারি
জিম্বাবুয়ে ক্রিকেট টিম আমাদের ক্রিকেট জগতের যে সত্যিকারের বন্ধু সেটা আবারো প্রমান করে দিয়েছে।
৩০| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৭
রুদ্র জাহেদ বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন।জয়ের ধারা অব্যাহত থাকুক...
বিশ্ব দেখুক টাইগারদের গর্জন!!!
৩১| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩০
আমি বন্দি বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা ।
৩২| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জিম্বাবুয়ে ঘায়েল হলো
ঠিক বারোমাসে দু'বার;
ধন্যবাদটি তাদের প্রাপ্য
ট্যূর করেছে আবার।
অনিরাপদ শ্লোগান দিয়ে
তুলছে কেউ ধোঁয়া;
করলো প্রমান জিম্বাবুয়ে
খবর সবি ভূয়া।
ওয়াশড্ হলো পাকিরা
বাঁশ খেলো ইন্ডিয়া;
প্রোটিয়াস বধ দেখে
ডরাইসে অষ্ট্রেলিয়া।
কা_ভা ভায়া তোমার মতন
আমারও একি খটকা;
বিপদ বুঝেই অজিরা আর
চায়নি খেতে লটকা।
৩৩| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: এই পারফরমেন্সটা ধরে রাখতে পারলেই হয়
৩৪| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯
কেএসরথি বলেছেন: লেখা এবং খেলায় প্লাস
৩৫| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আগুন পোস্ট...
যেমন খেলা... সেরকম লেখা হয়েছে!
৩৬| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশ দলকে অভিনন্দন।
৩৭| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
৩৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
টেক সমাধান বলেছেন: গতকাল একজনকে বলছিলাম...
- বাংলাদেশ তো সিরিজ জিতলো!
প্রতিউত্তরে ঝাড়ি খেলাম...
- এটা বলার কী আছে?
৩৯| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলের খেলোয়াড় ,কোচ ও কর্মকর্তাদের।
'বাংলা ওয়াশ' করে বাংলাদেশ ক্রিকেট দল আবারও তাদের শক্তিমত্তার পরিচয় দিল।
চমৎকার সব ছবি ও বর্ণনার জন্য কাভি ভাইকে ধন্যবাদ।
ভাল থাকুন। সবসময়।
৪০| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০
আরণ্যক রাখাল বলেছেন: দেশের বাইরে দেখি কী করে!
৪১| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: "১২ সালের এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হারের পর কান্নাকাটি কইরা খেলা দেখা বাদ দিছি । বিশ্বকাপের কয়েকটা ম্যাচের খন্ডিত অংশ দেখেছি । এখন অার খেলা ভাল্লাগেনা!
প্রথম ম্যাচে চোখ বোলাইছি, দ্বিতীয় ম্যাচের খোঁজ নেইনি, কালকের ম্যাচের শেষটা দেখলাম । বিজয়ে খুশি হইছি, কিন্তু খেলায় জোশ পাইনি!
৪২| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
রক্তিম দিগন্ত বলেছেন: দুঃখটা মুস্তাফিজের জন্য। পোলাটা গত ছয়মাসে চারবার হ্যাট্রিকের কাছাকাছি গেল্, চারটাবারই মিস।
অস্ট্রেলিয়া এই মুস্তাফিজের ভয়েই আসে নাই।
৪৩| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
কলমের কালি শেষ বলেছেন: রিভিও ও খেলার মত দুর্দান্ত হয়েছে । বাংলাদেশ যে কোন দলের জন্য অনিরাপদ । তাই রাঘব বোয়ালরা দূরে দূরে থাকে ।
৪৪| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
বাংলার জামিনদার বলেছেন: ভাইরে খেলার আগেই যদি কেউ ভয় পায় তাদের জন্য সমবেদনা না জানানো ছাড়া কিইবা করার আছে। যেদিন বাংলাদেশের খেলা থাকে পুরা দেশটাই ঈদের আনন্দে ভাসে, পুরা কৃতিত্ব আমাদের টাইগারদের।
৪৫| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিরাপত্তা অজুহাত মাত্র ! অস্ট্রেলিয়া ভাল করেই জানতো , বাংলাদেশের পঞ্চম জয়ের বলি হবে তারা । তাই মান বাঁচাতে তারা আসেনি ।
সেই দিন বেশি দূরে নয় , যেদিন বাংলাদেশের সাথে খেলতে পারাটাকেই অস্ট্রেলিয়া সন্মানের বিষয় মনে করবে ।
জিম্বাবুয়ে টিমকে অভিনন্দন ! তারা অস্ট্রেলিয়ার চেয়ে ভাল খেলেছে ।
৪৬| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
কাবিল বলেছেন: একটা সময় দেখেছি(প্রথম পর্যায়) বাংলাদেশ দল জেতা তো দুরের কথা অল্প রানেই গুটিয়ে যেত। তখন ভাবতাম পুরো ৫০ ওভার খেলার অভ্যাস করুক। ধীরে ধীরে উন্নতির লক্ষন দেখা দিল। শুরু হতে লাগলো ম্যাচ জেতা, তার পর সিরিজ জেতা। এখন তো ধারাবাহিক ভাবে পঞ্চম সিরিজ জয় লাভ করল। এই ধারা বাহিকতা অব্যাহত থাকলে আশা করি আমরা একদিন না একদিন বিশ্বকাপ ঘরে আনব।
তবে একটা ব্যাপার লক্ষ করলাম, প্রথম পর্যায় খেলা দেখতাম অনেক আনন্দ ও উত্তেজনা নিয়ে। চা স্টলে বলেন আর মুদি দোকানেই বলেন সব শ্রেণীর মানুষের উপস্থিত বেশি ছিল। এখন অনেকটা এক ঘেয়েমি খেলার কারনে সেই উপস্থিতিটা খুব একটা দেখা যায় না।
কালকে খেলা চলাকালীন একজনকে জিজ্ঞেস করলাম 'খেলার খবর কি' সে বলল খেলার আর কি দেখব বাংলাদেশ এমনিতেই জিতে যাবে।
তারপরেও বাংলাদেশ এখন বড়বড় শক্তি শালি দল গুলোর মধ্যে একটি দল ভাবতে ভালই লাগে।
আপনার টপিকের সাথে মিল রেখে সাজানো গোছান পোস্টটি অনেক ভাল লাগলো।
৪৭| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
হামিদ আহসান বলেছেন: হা হা হা ....অনিরাপদ তো বটেই৷ অাসলেই ধরা খাবা ..
৪৮| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
জেন রসি বলেছেন:
৪৯| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অভিনন্দন বাংলা টাইগার্স।
৫০| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯
শামীম মজুমদার বলেছেন: congratulation tiger's
৫১| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯
সাহসী সন্তান বলেছেন: বিথী আপুর দ্বিতীয় কমেন্টে কইস্যা লাইকান। তয় ছবিখানার সত্ত্বাধিকারীর নামখান জানবার মুঞ্চায়? হেইডা কি আমাগো সাকিব ভাইয়ের রাজকন্যা, নাকি কা_ভা ভাইয়ের ত্রিধন.....!! নাকি আপনের.........
কা_ভা ভাই মন্তব্য যখন বিথী আপু করছে তখন হের ভিতরে কিন্তু বহুত প্যাচ আছে! আপনি যাইনা লইয়েন?
৫২| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
কালের সময় বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিমকে স্বাগতম ।
৫৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
অপর্ণা মম্ময় বলেছেন: বাংলাদেশ যেদিন থেকে নিয়মিত খেলা শুরু করেছে এরপর বাংলাদেশ ছাড়া অন্য দলের খেলা তেমন দেখাই হয় না।
ঠিক বলছ বাংলাদেশ একটা পর্যায়ে ধারাবাহিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছিলো। টামীমেড় লাকও ফেভার করছিল না। একটা সময় তামিমও ফর্মে ফিরে এলো। নাসিরকে সবসময় আমার অসাম লাগে স্পেশালি ফিল্ডিং এ, ক্যাচ ধরায়। এখন এসেছে সাব্বির। বাংলাদেশ টিমটাই একটা দারুণ কিছু। এর বাইরে বা আগে পরে আর কিছু ভাবনায় আসে না।
সবাই ধারাবাহিক ভাবে ভালো খেলতে পারে না। প্রতিটা ম্যাচে একজন খেলোয়াড় সবসময় ভালো খেলতে পারে না। তখন আসলে আমাদের ধৈর্য ধরা উচিত তাকে ব্যঙ্গ করার বদলে।
৫৪| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
আহমাদ জাদীদ বলেছেন: আরো অনিরাপদ হোক ।
৫৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ক্রিকেটীয় বিশ্ব মোড়লেরা নিরাপত্তা জোরদারের দাবীতে অনশন কচ্ছেন...
৫৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ---------যদিও এই সব নিরাপত্তার ব্যাপারে সঠিক জানি না, তথাপি আমার মনে হয়, বার বার ডেকে এনে বিভিন্ন দলকে যদি এইভাবে নাজেহাল করা হয় তাহলে বাংলাদেশ অচিরেই অন্য ক্রিকেটদলগুলোর জন্য অনিরাপদ হিসেবে চিহ্নিত হবে।
ক্যাঙ্গারুরা ভুই পাইছে
৫৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টীম এখন বিশ্বের প্রায় সব দেশের ক্রিকেট টীমের জন্য ভীতির কারণ। ভাল লেখা।
৫৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
দীপংকর চন্দ বলেছেন: অভিনন্দন অনেক বাংলাদেশের বারবার জয়ে।
জয়টা বাংলাদেশের অভ্যাসে পরিণত হোক- কী দেশে, কী বিদেশে।
শুভকামনা। অনিঃশেষ।
৫৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬
কিরমানী লিটন বলেছেন: বৃষ্টি নামুক-চোখের পাতায়
রূপের নদী-মনের খাতায়...
লাল সবুজের জঠর জুড়ে
স্বপ্ন বুনুক আশার বীজ,
বাংলাদেশের আকাশ জুড়ে
চাঁদের হাসি মুস্তাফিজ।- অভিনন্দন,সব টাইগারদের-প্রিয় কাল্পনিক_ভালোবাসা বৃষ্টি নামুক-চোখের পাতায়
রূপের নদী-মনের খাতায়...
লাল সবুজের জঠর জুড়ে
স্বপ্ন বুনুক আশার বীজ,
বাংলাদেশের আকাশ জুড়ে
চাঁদের হাসি মুস্তাফিজ।- অভিনন্দন,সব টাইগারদের-প্রিয় কাল্পনিক_ভালোবাসা
৬০| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
ফেরদৌসা রুহী বলেছেন: অভিনন্দন আমাদের ক্রিকেট টিমকে।
৬১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কিছুদিন আগে যখন দেশের বিদ্যমান নিরাপত্তার অযুহাতে প্রতীক্ষিত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর বাতিল হলো, তখন বাংলাদেশের সাধারন জনগন দারুনভাবে আশাহত হয়েছিল। আমি যদিও এই সব নিরাপত্তার ব্যাপারে সঠিক জানি না, তথাপি আমার মনে হয়, বার বার ডেকে এনে বিভিন্ন দলকে যদি এইভাবে নাজেহাল করা হয় তাহলে বাংলাদেশ অচিরেই অন্য ক্রিকেটদলগুলোর জন্য অনিরাপদ হিসেবে চিহ্নিত হবে ।
আমি তোমাকে বলেছিলাম হারার ভয়ে অস্ট্রেলিয়া আসেনি । তুমি একই কথা একটু ঘুরিয়ে বললা । স্টেডিয়ামে অনেকেই আমার মত স্পষ্টই বলেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ ভীতির কথা ।
৬২| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০১
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
অষ্ট্রেলিয়ার এই পলায়ন এক অর্থে আনন্দজনক। নিরাপত্তা ফিরাপত্তা নিয়ে যতই চিল্লাপাল্লা করা হোক, সারা দুনিয়ার লোক বলবে, অষ্ট্রেলিয়া লজ্জাজনক পরাজয়ের ভয়ে খেলেনি।
৬৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
জুন বলেছেন: ১৩ আর ২৬ নং কমেন্টে ভালোলাগা রাশি রাশি কাল্পনিক
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫
ঠ্যঠা মফিজ বলেছেন: বিজয়ের এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।