নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের পুণর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে দৃষ্টি আকর্ষন।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

ব্লগ ডে কে কেন্দ্র করে ব্লগারদের সাথে সামনা সামনি পরিচিতি হওয়ার রীতিটি বাংলা ব্লগ কমিউনিটির সবচেয়ে উল্লেখ্যযোগ্য এবং আনন্দজনক অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। প্রতি বছরই ব্লগাররা নিজেরা ব্যক্তিগতভাবে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই ধরনের অনুষ্ঠান ব্লগারদের মাঝে সৌহার্দ্যতা এবং যোগাযোগ বৃদ্ধি করে যা পরবর্তীতে বিভিন্ন সামাজিক প্রয়োজনে কাজে আসে।

যদিও গত কয়েক বছর ধরে কিছু সুনির্দিষ্ট কারনে ব্লগ ডে আনুষ্ঠানিকভাবে পালন করা সম্ভব হয়ে উঠেনি। কিন্তু এই বছর অনেক ব্লগার সম্মিলিতভাবে উদ্যোগ নিয়েছেন আগামী ২১শে ডিসেম্বর, শুক্রবার ব্লগ ডে উপলক্ষে একটি পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করার। এই উদ্যোগের সাথে অনেকেই জড়িত আছেন তবু যাদের নাম আলাদা করে না বললেই নয় তারা হলেন ব্লগার অগ্নি সারথি, ব্লগার নীলসাধু, সত্য পথিক সাইয়্যান, মোঃ মাইদুল সরকার, অপু দ্য গ্রেট সহ আরো অনেকেই। আমাদের পুরানো ব্লগারদের মধ্যে ব্লগার আমিনুর রহমান সহ আরো অনেকেই এই ব্যাপারে খোঁজ নিয়েছেন। সত্যি বলতে যে সাড়া পাচ্ছি তা বেশ অভাবনীয়। আমি বিশেষ করে উল্লেখ্য করতে চাই এমন একজন ব্লগারের কথা, যিনি পারিবারিক অতি গুরুত্বপূর্ন একটি অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন শুধুমাত্র ব্লগারদের সাথে দেখা করার জন্য। আমি এই ব্লগারকে সামনা সামনি পরিচয় করিয়ে দিবো।

যেহেতু আমাদের অনুষ্ঠানটি খুবই ইনফরমাল, অর্থাৎ কোন আলোচনা সভার মত গুরুগম্ভীর কিছু নয় তথাপি আমরা একটি ফরমেট অনুসরন করেই অনুষ্ঠানটি আয়োজন করতে চাই। অনুষ্ঠানটি শুরু হবে বেলা তিনটায়। যদিও অনেকেই অনুষ্ঠানসূচী ইতিমধ্যে পেয়েছেন, তাও সকলের সুবিধার্থে আমি কিছুটা বর্ণনা করছি। আমাদের অনুষ্ঠানের শুরুতেই থাকবে প্রাথমিক পরিচয়, তারপর ব্লগারদের অংশগ্রহনে বিভিন্ন মজার কার্যক্রম, ব্লগারদের নিয়ে কিছু সম্মিলিত সামাজিক কাজের উদ্যোগ এবং অতঃপর সামান্য কিছু বৈকালিক চা নাস্তা।

( উল্লেখ্যে, ব্লগারদের অংশগ্রহনে বিভিন্ন মজার কার্যক্রম মাঝে মাঝে বিপদের সৃষ্টি করে। যেমন, একবার আমাদের এক কবি ভাই কবিতা আবৃতির জন্য মাইক নিয়ে আর ছাড়ছেন না। স্বেচ্ছাসেবীরা পুরো হল দৌড়াদৌড়ি করে যখন উনাকে থামালো, ততক্ষনে উপস্থিত হলবাসী একটি ৮ ফর্মা বইয়ের ৩ ফর্মা সমান কবিতা ফ্রি শুনে বাকরুদ্ধ।

আবার একজন মজার অভিজ্ঞতা বলতে গিয়ে আমাদেরকে দারুন একটি ধাঁধা উপহার দিয়েছিলেন। ধাঁধাটি ছিলো - এইগল্পের 'মজা' কোথায় তা খুঁজে বের করতে হবে? যাইহোক, যিনি গল্প বলছিলেন, তিনিই বিজয়ী হয়েছিলেন। বাকি আমরা সবাই ব্যর্থ। )


যাইহোক, উপরের ইটালিক অংশটুকু ভুলে প্রকাশিত হয়ে গেছে। রসিকতাপূর্ন এই অংশটির নাম 'টু হুম ইট মে কনসার্ন' এবং শেষে একটা
চোখ টিপি ;)

বলা বাহুল্য এখানে সবাই সপরিবারে আমন্ত্রিত। যে কেউ তাঁর স্বামী, স্ত্রী, বন্ধু, বান্ধবী নিয়ে যোগদান করতে পারেন।

ঠিকানাঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ।
যারা বাসে আসবেন, তারা শাহবাগ বা বাংলামোটরে নামবেন। শাহবাগ নামলে খানিকটা হেঁটে আজিজ সুপার মার্কেট পার হয়ে রিকশা নিতে হবে। আর যদি সাবেক শেরাটন বা বর্তমান ইন্টারকন্টিনালের সামনের পেট্রোল পাম্পে নামেন, তাহলে সর্বোচ্চ ১০ মিনিট হাটলেই আপনি পৌঁছে যাবেন। আর যদি বাংলামোটর নামেন তাহলে চাইলে হেটেও আসতে পারেন বা সরাসরি রিকশায় আসতে পারেন।

যদি উবারে আসেন, তাহলে ঠিকানাটি হচ্ছে সংস্কৃতি বিকাশ কেন্দ্র, ১/ই/১, মাজার গলি, পরীবাগ, ঢাকা
কাছাকাছি যা দেখে চিনবেন - পদ্মা ওয়েল অফিসের ঠিক বিপরীত গলিতে।

আপনি একটি ফোন নাম্বার রাখতে পারেন, যেখানে লোকেশন চেনা বা গেটটুগেদার সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে তা করতে পারেন।
০১৭১২১৯৮০১৯

বৈকালিক খাওয়া দাওয়াঃ
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সরসবরাহকৃত।

এই পোষ্টে ২০১৮ এর দুটো গেট টুগেদার পোষ্টের তথ্য সংযুক্ত করা হলো।

ব্লগ ডে এবং গেট টুগেদার ২০১৮
সিলেট গেট টুগেদার ২০১৮!
গেট টুগেদার ২০১৮!

মন্তব্য ১১১ টি রেটিং +৩২/-০

মন্তব্য (১১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

ডার্ক ম্যান বলেছেন: আপনি সম্ভবত ২০১২ সালের সেই বিখ্যাত কবির কথা বলছেন ।
আপনারা সফল হন। এখন থেকে প্রতি বছর নিয়মিত হোক ।
ভবিষ্যতে সুযোগ পেলে ঢাকায় গিয়ে অবশ্যই যোগ দিব।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। সর্বনাশ! আপনি দেখি ঠিকই মনে রেখছেন! যাইহোক, চট্রগ্রামেও আয়োজন হচ্ছে। সম্ভব হলে যে কোন একটায় অংশ নিন। শুভেচ্ছা জানবেন।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

শাহিন-৯৯ বলেছেন:



ব্লগারদের চর্ম চক্ষে দেখার খুব সাধ বহুদিনের, দেখি আল্লাহতায়ালা এবার পূরণ করেন কিনা।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আশা করি আপনার সাথেও দেখা হবে।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

নজসু বলেছেন:



শুভকামনা রইল। :)

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসছেন তো?

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

হাবিব বলেছেন: যোগদানের ইচ্ছা প্রবল

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অবশ্যই। চলে আসুন। সাথে প্রয়োজনে বন্ধু বান্ধবীকেও নিয়ে আসুন।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পুণর্মিলনী অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া আপনি আসছেন তো??

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: ঠিকানা একেবারে সহজ-
একপাশে প্রেট্রোল পাম্প, (গলির শুরুতে ব্যাংক এশিয়া আছে) অন্যপাশে ওভার ব্রীজ।
এই গলি দিয়ে ঢুকলেই হবে। গলির শেষ মাথায় যাওয়ার প্রয়োজন নাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি আসছেন তো??

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

মামুন ইসলাম বলেছেন: ওখানে যেয়ে ব্লগার পরিচয় বা নাম বলে কি ভিতরে প্রবেশ করা সম্ভব। মানে সাধারন পাবলিক সেজে অনুষ্ঠান দেখার উছিলায় ভিতরে ঢোকা যাবে ? যদিও আমি কোনো রাজনীতি সংক্রিয় না বা কোনো রাজনীতি পোস্ট দেই না । পূণ্য মিলন ২০১৮ সফল হউক। :-B

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখুন এটা ব্লগারদের অনুষ্ঠান। ব্লগাররা চলমান সকল বিষয়ে লিখবে এবং লিখেনও। ফলে আপনি রাজনীতি নিয়ে লিখলেও আপনি অগ্রহনযোগ্য এমনটা ভাবার কোন কাছে বলে মনে হয় না। আমি মনে করি, ব্লগাররা দীর্ঘদিন পর একত্রিত হতে চাইছে শুধু মাত্র নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য। যাদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার সমস্যা আছে বলে মনে হয়, তাদেরকে আমরা কোনভাবেই অনুরোধ করতে পারি না এখানে আসার জন্য।

আপনি আসবেন, আমরা পরিচিত হবো। শুভেচ্ছা জানবেন।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫

আরোগ্য বলেছেন: শুভকামনা করছি। মিলনমেলা সার্থক হোক।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ইস! কাছে হলে অবশ্যই যেতাম।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ কা_ভা। সত্যি বলতে কি, এই পোস্টটার অপেক্ষাতেই ছিলাম। ব্লগ দিবসের আড্ডাবাজী সফল হোক।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সর্বোত ভাবে সফল হোক ব্লগ ডে :)

দিলেনতো ডর লাগাইয়া, আগে আসিলে আগে পাইবেন বলিয়া :P
লেট লতিফের কপালে কি আছে কে জানে ;) হা হা হা



১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

এস এম ইসমাঈল বলেছেন: আমি আসবো,
ইনশা আল্লাহ,
যদি শরীর ভাল থাকে,

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ!!!

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামে যারা ব্লগ ডে উপলক্ষে গেট টুগেদার করতে চান এবং সিরিয়াস তারা অনুগ্রহ করে এই নাম্বারে যোগাযোগ করুন।
০১৯৭৩৩১৬৩১৭

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

ইসমত বলেছেন: আয়োজনের সফলতা কামনা করছি।

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

সুনীল সমুদ্র বলেছেন: অভিনন্দন জানাই পুণর্মিলণী অনুষ্ঠানের আয়োজনকে। সামহয়্যারইন ব্লগ আমাদের লেখালেখির জীবনের প্রথম ভালোবাসা। সে ভালোবাসা এতোটাই তীব্র ছিলো যে, একটি পোস্ট দেওয়ার পর দু'তিন দিন শুধু আনন্দে উল্লাসে উড়ে বেড়িয়েছি শুধু এই ভেবে যে, অনেক যত্ন আর অজস্র পরিশ্রম করে লেখা আমার একটি কবিতা/লেখা এখন অনলাইনে সারা বিশ্বের বাংলা ভাষা ভাষী সাহিত্যপ্রেমীরা দেখতে পাচ্ছে/ পড়তে পারছে ....। সে কি তুমুল আনন্দ উত্তেজনা তখন আমাদের !! আর সেসময়ের লেখার পাঠক পাঠিকাদের মন্তব্যও ছিলো অনেক সমৃদ্ধ মানের । .. আবার মিলন মেলায় সেইসব স্মৃতি আলোচিত হোক .।। ভালো লেখার মানুষদের মিলনমেলা সফল হোক। এই শুভকামনা রইলো।

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

কাইকর বলেছেন: ইনশাআল্লাহ আসবো। ব্লগের সবচেয়ে কম বয়সী মানুষ আমি।

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ততক্ষণে উপস্থিত অতিথিবৃন্দ একটি ৮ ফর্মা বইয়ের প্রায় ৩ ফর্মা সমান কবিতা ফ্রি শুনে বাকরুদ্ধ। =p~
গেট টুগেদারএর সাফল্য কামনা করছি।

১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

কাউছার হোসেন বলেছেন: আসার অনেক ই্চ্ছে ছিলো, দেশের বাহিরে থাকার কারনে আসতে পারলাম না। মিলনমেলার সফলতা কামনা করছি।

২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসার ই্চ্ছে আছে বাকিটুকো ওপরআলার ইচ্ছে । ;)
সকলকে ১০ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫

এস এম ইসমাঈল বলেছেন: ব্লগারদের মিলন মেলা (২০১৮)
আসবো আমি দিলাম কথা,
সময় মতো হবে দেখা।।

২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

মাহমুদুর রহমান বলেছেন: এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

বেঙ্গল রিপন বলেছেন: যোগদানের ইচ্ছা আছে প্রবল....
মাগার !! :(

২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

অন্তরন্তর বলেছেন: কাভা ভাই ব্লগ দিবস সুন্দর করে পালিত হউক। আপনাদের সকলকে শুভ কামনা । আমাদের জন্য একটু লাইভ দেখা যেন যায় তার চেষ্টা করবেন আশা করি। দুধের স্বাদ ঘোলে মিটাব আরকি। আমার মনে হয় পরিবেশ বন্ধুকে পেলে আরও প্রাণবন্ত হত আপনাদের এই মিলনমেলা।

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আয়োজন দেখে মন ভালো হয়ে গেলো। থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ।

২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগ ডে উপলক্ষে পুণর্মিলনী অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।
.........................................................................................

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: পরীবাগের পীর সাহেবের মাজারের কাছের জায়গাটা হওয়ায় অনেক ভালো হয়েছে...ছোটকালে ঐ এলাকায় অনেক গিয়েছি...

অনেক অনেক শুভকামনা.

২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

কিশোর মাইনু বলেছেন: প্রথমে নিজের বাড়ি চট্টলাই না হয় অংশ নিলাম। ঢাকায় নেক্টট টাইম। সবার জন্য শুভকামনা।

বিশেষ ব্যাক্তিটির পরিচয় আশা করি ছবিব্লগে থাকবে।

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫

মনযূরুল হক বলেছেন: কখন শুরু হবে, সময়টা বলা হয় নাই... আসার আগ্রহ রাখি... পোশাক-আশাকে কোনো সীমাবদ্ধতা আছে?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া, অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটায়। কোন নির্দিষ্ট ড্রেস কোড নেই। আপনি চাইলে পুরো পরিবার সহ আসতে পারেন।

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬

সোহানী বলেছেন: ২০১২ আয়োজন মিস করেছিলাম কারন তখন একটা অফিসিয়াল ট্যুরে রংপুর ছিলাম। ইচ্ছে থাকা সত্বেও যেতে পারিনি। এমন কি ট্যুর ও পিছাতে চেয়েছিলাম। কিন্তু ডোনারদের মিটিং এর কারনে সম্ভব হয়নি। আর এখন দেশের বাইরে.............!!! এর নাম পোড়া কপাল :( :( :(

আমি সবসময়ই এমন উদ্যোগকে স্বাগত জানাই। নিজে উপস্থিত না থাকতে পারলে ও অধীর আগ্রহে অপেক্ষা করছি আয়োজনটির জন্য। সামহোয়ার সবসময়ই আমার কাছে ভিন্ন কিছু। তাই যেখানেই যাই সাথেই থাকি..................।

ওওওওও আর সে কবি ও ছবি অবশ্য জানি ও দেখেছিলাম :P

৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬

ভুয়া মফিজ বলেছেন: ব্লগার আখেনাটেন-এর মতো উর্বর মস্তিস্ক-প্রসূত কল্পনা কিংবা কোন কাল্পনিক ভালোবাসা-র মিলনমেলা না, এবার তাহলে হচ্ছে ব্লগারদের সত্যিকারের ভালোবাসার মিলনমেলা!
ব্লগারদের একটা উল্লেখযোগ্য অংশ প্রবাসী। তাদেরকে বন্চিত করা ঠিক না। তারা যেন দুধের স্বাদ অন্ততঃ ঘোলে মিটাতে পারে, তার জন্য ইনোভেটিভ কিছু করেন! কি করবেন, তা জানি না; তবে কিছু একটা করেন!

আচ্ছা যান, সবার ছবি (রাজীব নূর বাদে, ওনার পুরা ফ্যামিলীর ছবি আমাদের মুখস্থ; দাড়ি কমা সহ :P ) দিয়েন, নিকসহ!!!

ব্লগার মিলনমেলার সফলতা কামনা করছি। :)

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনি আমার নামের যে বানান লিখেছেন, সেটা আমার বাবাও লিখতেন.... আমিই বড় হয়ে ত্যাঁদড়ামি করে 'শ' দিয়ে লিখি...

আর মনিরা আপু তো আরো একধাপ এগিয়ে!!! উনি লিখেন 'শ্যাইয়ান'!!! :)

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভেচ্ছা রইলো...
বরাবরের মতোই ব্যস্ততার বেড়াজালে আমি....
তাই পোস্ট দেখেই ব্লগ ডে পালন হবে.....

৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: সবার সাথে দেখা করার ইচ্ছা :)

৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৫

প্রামানিক বলেছেন: আল্লাহ-- এই অনুষ্ঠানে যোগ দেবার তৌফিক দান কর।

৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৪

কাতিআশা বলেছেন: পারলে যেতাম!...উপায় নেই, সাত সমুদ্র তের নদী পার হয়ে ২১ তরিখে কিভাবে পৌছাবো? ----সুদুর বিদেশ থেকে সবার জন্য শুভ কামনা রইল!

৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমিও আইসা গেছি । বলেন কি করতে হবে ।

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: আমি নাই, নাইরে........

৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ!!
চমৎকার ; অগ্রিম শুভ কামনা ।

৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪

ঢাবিয়ান বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

৪১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

জাহিদ হাসান বলেছেন: পার্ত্তাম না ! /:)

৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: হয়তো আসতে পারবোনা, তবে দূর থেকে শুভ কামনা থাকবে সব সময়।

৪৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর আয়োজন ! ব্লগ ডের সার্বিক সাফল্য কামনা করি। আগত সকল ব্লগারদের জানাই অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আমার মত যারা দূরে বা তাদের জন্য রইল সমবেদনা । তবে আগামীবার ভিসা পাসপোর্ট করে ব্লগ ডেটে অংশগ্রহণের চেষ্টায় থাকবো।

অফুরান শুভেচ্ছা রইল।




৪৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

পবিত্র হোসাইন বলেছেন: সফল হোক ।

৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:

অনেক দূরে আছি তাই আসা সম্ভব হল না।
ব্লগদিবসে পুণর্মিলনী অনুষ্ঠানের শুভকামনা।

৪৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

ক্লে ডল বলেছেন: দূর থেকে অনেক অনেক শুভকামনা রইল।

৪৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

টিয়া রহমান বলেছেন: সব ব্লগার ভাইবোনদের সামনাসামনি দেখা যাবে এতো দারুন ব্যাপার। চেষ্টা করবো যাবার। সবার জন্য শুভকামনা।

৪৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


অংশগ্রহনকারীদের জন্য শুভেচ্ছা রলো; আমি মিস করছি।

৪৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সুন্দর উদ্যোগ । সবার জন্য শুভ কামনা ।

৫০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ছোটরাও আসতে পারবে? যেমন আমি, আমাদের বয়সী।

অনুমতি পেলেও যাওয়া নিয়ে সংশয় আছে, রুটিনে দেখলাম ঐদিন একটা পরীক্ষা আছে।

৫১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

নবম অধ্যায় বলেছেন: ভাই ভোজনে কি বিরিয়ানি হবে? আমার এক কবিতা বিরিয়ানি চাই কিন্তু!!!! ;)

৫২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হয়ত যাওয়া হবে না। তারপরও সবার জন্য শুভকামনা রইল।

৫৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসি না আসি বড় কথা না

আসল কথা হলো সুন্দর হোক অনুষ্ঠানটি
সফল হোক
আনন্দঘন মুহুর্ত কাটুক আমার প্রিয় ব্লগারদের

শুভকামনা

৫৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

সাাজ্জাাদ বলেছেন: দেশের বাইরে থাকার এই এক কষ্ট। সুখ-দুঃখ সব শুনে আর ছবি দেখে কাটাতে হয়।
যা হোক, দিবসটির সফলতা কামনা করি।
আর সবাই যাতে ব্লগ ডে নিয়ে ছবি ব্লগ পোস্ট দেই।

শুভ কামনা রইল।

৫৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চেষ্টা করবো যাওয়ার জন্য।

৫৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা.... কবিকে চিনেছি। শ্রদ্ধা জানাই,,, বাপরে!

গল্পকারকে চিনি নি।

ব্লগদিবস নিয়ে মডারেটরের সাহসী পোস্টে সবাইকে ব্লগদিবসের শুভেচ্ছা...

৫৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: জরুরী প্রোগ্রাম না থাকলে অবশ্যই আসতাম।

৫৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আসতে তো চাই কিন্তু উপায় নাই।
টেক্সাসে থাকি।

৫৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০১

শিখা রহমান বলেছেন: সুন্দর আয়োজন। দেশে থাকলে অবশ্যই যেতাম। :( ব্লগে ছবি আর গল্প শোনার অপেক্ষায় রইলাম।

ব্লগারদের পুণর্মিলনী অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।

৬০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

নতুন নকিব বলেছেন:



এমন সুন্দর একটি আয়োজনের জন্য উদ্যোক্তাদের সকলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন। বিশেষ করে ভাই অগ্নি সারথী, ব্লগার নীলসাধু, সত্য পথিক শাইয়্যান, মোঃ মাইদুল সরকার, অপু দ্য গ্রেট এবং ব্লগ এডমিন কা_ভা ভাইসহ আরও যাদের অদম্য ইচ্ছের কাছে সকল প্রতিবন্ধকতা হার মেনে শেষ পর্যন্ত এমন একটি প্রোগ্রাম আলোর মুখ দেখতে যাচ্ছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। বিশেষ কৃতজ্ঞতা ব্লগের সম্মানিত কর্তৃপক্ষের প্রতিও। কারন, জানি, এই প্রয়াসে তারা শুধু সম্মতিই দেননি, বরং সাহসিকতার পরিচয় দিয়ে দিয়ে সাহায্যের হাতও বাড়িয়েছেন সর্বোতভাবে।

ইচ্ছে থাকা সত্বেও কিছুটা অসুস্থতার জন্য সশরীরে অংশগ্রহন করতে না পারলেও মন পরে থাকবে পুরো অনুষ্ঠানজুড়ে। সফলতার সাথে আয়োজনটি স্বার্থকভাবে সুসম্পন্ন হোক, অন্তর থেকে দুআ করছি।

৬১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

করুণাধারা বলেছেন: যাওয়া হবে কিনা জানিনা; যদি যেতে নাই পারি, শুভকামনা থাকলো যারা যাচ্ছেন তাদের প্রতি, মিলনমেলা আনন্দময় হোক!

আয়োজকদের ধন্যবাদ জানাই এমন উদ্যোগ নেবার জন্য। উদ্যোগের সফলতা কামনা করছি।

৬২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ইশশ্, দেশে কেন নেই আমি? আঙ্গুল কামড়াতে ইচ্ছা হচ্ছে। যাহোক, প্রানঢালা শুভ কামনা রইল অদেখা সব তুখোড় সৃষ্টীশীল প্রিয়জনদের জন্যে।

৬৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

নীলপরি বলেছেন: অনেক শুভকামনা রইলো

৬৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

নাহিদ০৯ বলেছেন: অগ্রিম কোন রেজিস্ট্রেশান বা নাম লিখানোর কোন প্রয়োজন আছে কি? নাকি অনস্পটেই রেজিস্টার করতে পারবো ?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অগ্রিম নিবন্ধনের প্রয়োজন নেই। আশা করি দেখা হচ্ছে।

৬৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

নাহিদ০৯ বলেছেন: গুগল ম্যাপ লিংক: https://goo.gl/maps/rMw1fdTM9ix :P

৬৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:




সবার জন্য রইলো শুভ কামনা ।

৬৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

কাজী শীপু বলেছেন: অনেক অনেক শুভকামনা.... চেষ্টা থাকবে আমার...ওখানে আসার... অপেক্ষায় সবার ভালবাসার

৬৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখা তাহলে হচ্ছে ? নিশ্চয় দেখা হবে। শুভ কামনা রইলো।

৬৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

মিথী_মারজান বলেছেন: দারুন আয়োজন!
যারা যারা অংশগ্রহণ করবেন অনেক অনেক ছবি তুলে আমাদের জন্য পোস্ট করবেন প্লিজ!
আর সাথে সেদিনের প্রতিটা আনন্দের বর্ণনা,যেন আমরা যারা আসতে পারবোনা তারা সেগুলো দেখে আফসোসে অস্হির হয়ে যাই।:p
খুব সুন্দর হোক আপনাদের মিলনমেলা।
অনেক অনেক শুভ কামনা।:)

৭০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

ইস টু ফিড বলেছেন: আশা করি আসতে পারবো, দেখা হবে সবার সাথে

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইনশাল্লাহ! অবশ্যই আসার চেষ্টা করবেন।

৭১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: এতো বড়ো বড়ো মানুষ বড়ো বড়ো সাহিত্যিক আর কবিদের সঙ্গে দেখা হবে ভেবে দারুন ভালো লাগছে।।। আবার জড়তাও বোধ করছি। এগুণীজনের সঙ্গে এতো বড়ো প্রগ্রাামে থাকি কিভাবে??

৭২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

শাকিল মাহমুদ সুমন বলেছেন: ইনশাআল্লাহ চেষ্টা থাকবে।

৭৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: অংশগ্রহণ করার অনেক ইচ্ছা আছে কিন্তু মনে হয় পারবো না।

৭৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪

ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগারদের সুন্দর স্বর্ণালী পুর্ণমিলনী অনুষ্ঠানটি সকল সহব্লগারদেরকে মায়ার বন্ধনে জড়াক,।
অনুষ্ঠানটি মিস করব , তবু মনে সততই বাজবে কিছুদিন পরে দূরে কিছু তারা জ্বলবে, তবে ভাবছি
তখন তাঁরা কি বলবেন আমাদের মত কিছু ব্লগারদের গলে পরার কথা , যারা নিভৃতে বিদেশেই পরে আছে এই বেলা ।

যাহোক, পুর্ণমিলণী অনুষ্ঠানটির আলোচনা, মুগ্ধকর ঘটনা, কৌতুক, কোলাহল রক্তিম পলাশের স্বপ্নসম সকলের অন্তরে ছড়ায়ে পড়ুক এই কামনা রইল । পরিবাগের ঐ নির্ধারিত পুর্ণমিলণী কুঞ্জে, সহব্লগাদের মধুর মধুর গুঞ্জে যে সুর বাজবে সে সুরটি যেন বিবিধ কারণে স্বসড়ীরে উপভোগে যারা বঞ্চিত হবো তারা সকলেই যেন যে যেখানে আছি সেখান হতেই সামুর কল্যানে অনুষ্ঠানটির উপর ধারনকৃত ভিডিউ লিংক ও ছবি ব্লগ আকারে ভোগ করতে পারি সে কামনাও থাকল ।

৭৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: কোন ফি দেওয়া লাগবে কি না। আর কোন শর্তাবলী থালে জানান প্লিজ।

এক কথায় ওখানে থাকতে হলে কি কি লাগবে জানান প্লিজ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোন রেজিস্ট্রেশন ফি নেই। নিশ্চিন্তে চলে আসুন।

৭৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: আমি ব্লগার কমিউনিটিতে যোগদান করেছি বেশিদিন হয়নি.... আর আমি বয়সে আপনাদের সকলের চেয়ে ছোট হবো.... এক্ষেত্রে কী আমি কী আসতে পারবো আর যদি আসিও তাহলে আমার প্রতি সবার দৃষ্টি কি রকম হতে পারে সবাই কী হাসাহাসি করবেন? জানি আপনাদের সবার মানসিকতা অনেক ভালো তাই পজিটিভই আশা করছি....! আর ফর্মাল ড্রেস পড়ে আসতে হবে নাকি পাঞ্জাবি এলাউ...?

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এমন কোন অদ্ভুত নিয়ম কানুন নেই ভাই। আপনি ব্লগার, এটাই আপনার পরিচয়। আপনি প্রতিদিন পড়েন এমন যে কোন পোষাক পরেই চলে আসতে পারেন।

৭৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

রসায়ন বলেছেন: রসায়ন আসবেই B-)

৭৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৪

লোকনাথ ধর বলেছেন: বিকাল তিনটাতেই সেদিন কাজ পড়ে গেছে! আফসোস লাগছে।

দেরিতে হলেও আসার চেষ্টা করবো। শুভকামনা রইল ব্লগ ডে উদযাপনের প্রতি।

৭৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: এমন আয়োজনে আসার খুব ইচ্ছা থাকলেও আসতে পারছি না তাই মনটাই খারাপ হয়ে যাচ্ছে।তবে এখন থেকে প্রতি বছর নিয়মিত এমন আয়োজন করলে হয়তো কোন এক সময় আসতে পারব।
যারা অংশগ্রহন করবেন তাদের সকলের জন্য শুভকামনা রইল।

৮০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

তারেক ফাহিম বলেছেন: অনেক জ্ঞানিগুনিদের মিলন হবে।

থাকতে পারলে অবশ্যই ভালো লাগতো।

নোয়াখালী-ঢাকা :( তাছাড়া কাজও আছে ঐ তারিখে।

ছবি পোষ্ট পাবো আশা করছি।

সবার জন্য শুভকামান রইল।
স্পেশালী আয়োজকদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা।

৮১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

কাল্পনিক_জীবন বলেছেন: সুন্দর ভাবে যেন পালিত হয় ব্লগদিবস
সুখ,শান্তি আর ভালোবাসার মাঝেই সব আপোস।
উপস্থিত থাকবেন অনেক ব্লগার নানা আর নানী,
কেহ হলেন ব্লগ রাজ কেহ বা রানী। :P

৮২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

অব্যক্ত কাব্য বলেছেন: যাওয়ার প্রানান্তকর প্রচেষ্টা থাকবে ! তবুও কোন কারনে মিস করলে তার দায় আমার নয়।
যারা উপস্থিত থাকবেন এবং যারা আগ্রহ থাকা সত্বেও থাকতে পারবেন না সবার জন্য শুভ কামনা।
গেট টুগেদারের সাফল্য কামনা করি

৮৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

সবজি মামা বলেছেন: ব্লগদিবসে পুণর্মিলনী অনুষ্ঠানের শুভকামনা।

৮৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

পদ্মপুকুর বলেছেন: অব্যক্ত কাব্য বলেছেন: যাওয়ার প্রানান্তকর প্রচেষ্টা থাকবে ! তবুও কোন কারনে মিস করলে তার দায় আমার নয়।
যারা উপস্থিত থাকবেন এবং যারা আগ্রহ থাকা সত্বেও থাকতে পারবেন না সবার জন্য শুভ কামনা।
গেট টুগেদারের সাফল্য কামনা করি


অব্যক্ত ভাই আমার কথাটাকে ব্যক্ত করে দিয়েছেন।

৮৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ভিডিও কনফারেন্সিং এর ব্যবস্থা করা যায়!!

৮৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

জোবায়ে০০৭ বলেছেন: সর্বশেষ সব খবর জানতে ভিজিট করুন livenewspapertoday

৮৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

প্রথমকথা বলেছেন: আজ ব্লগে ঢুকলাম ,নোটিশ দেখলাম। তাই প্রস্তুত হতে পারলাম না, না আসতে পারলেও শুভকামনা রইল।

৮৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাল্পনিক ভালোবাসা (কাভা) ভাই
আপনাকে দেখার খুব শখ ছিলো,
সাথে জানা আপাকে। কিন্তু বিধিবাম
সপ্তাহে একদিন ছুটি পূর্ব নির্ধারিত
এক পারিবারিক নিমন্ত্রণে যাবার
ওয়াদা করেছি, কোন ভাবেই
পরিত্রাণ পাওয়া গেলনা।
বিয়েতো মানুষের জীবনে
একবারই হয় তাইনা ?
সবার জন্য শুভকামনা রইলো
যারা যোগদান করবে এবং যারা
যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন।
উদ্যোক্তাকে ধন্যবাদ আয়োজন
করার জন্য।

অপটপিকঃ এই আয়োজন নিয়ে অনেক তুলকালাম কাণ্ড হয়ে গেছে। উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তারপরেও অগ্নি সারথী, নীলদা ও আপনার জন্য অফুরন্ত শুভেচ্ছা।

৮৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুনশ্চঃ ব্লগারদের পুণর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে দৃষ্টি আকর্ষন।

কাভা ভাই শিরোনামের আকর্ষণ বানানটি টাইপো হয়ে গেছে, শুদ্ধ করে দিবেন অনুগ্রহ করে।

৯০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

জয়া মানহা বলেছেন: অনেক শুভেচ্ছা রইলো, কিন্তু আসতে পারবো না।

৯১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

মহসিন ৩১ বলেছেন: আমি কি আসলেই ব্লগার--নিজেই জানিনা; পড়ি-- আর পড়তে চাই, তাই আমি এখানে। আপনাদের অনেকের সাথে দেখা হলে খুব ভাল একটা ব্যাপার হবে, ইচ্ছা আছে-- যদি সুযোগ করতে পারি আরকি। শুভেচ্ছা তো থাকছে।

৯২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৮

গেম চেঞ্জার বলেছেন: ভাল ব্যাপার! সময় বের করতে পারব না, তাই আসা হবে না। তবে সফল হোক, এ কামনা রইল!!!

৯৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

রোকসানা লেইস বলেছেন: ব্লগ দিবসে, সবার সাথে পরিচয়ে আনন্দময় হোক। অনেকদিন ধরে ব্লগে আছি। অনেক নামের মানুষের সাথে পরিচয়। ইচ্ছে আছে একবার ব্লগ দিবসে উপস্থিত থেকে ভার্চুয়াল জগতের মানুষগুলোর সাথে সামনাসামনি পরিচিত হওয়ার। সময় সুযোগ মিলে গেলে দেখা হবে আশা রাখি কোন এক ব্লগ দিবসে।

৯৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৬

সাখাওয়াত ইমন বলেছেন: এমন আয়োজনের খবর জেনে খুব আনন্দ লাগছে। খু-উ-ব-ই ভালো উদ্যোগ। ইনশাল্লাহ,আমি আসব।

৯৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১০

মোজাদ্দেদ অলি বলেছেন: ইসসস মিসস করে গেলাম। গুনি মানুষ গুলোর সান্নিধ্য পেলে নিজেকে সার্থক মনে করতাম।

৯৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

নয়া পাঠক বলেছেন: ইশ্, কী একটা সুযোগ মিস করলাম। আমার অফিসের পিছনে এত বড় একটা অনুষ্ঠান অথচ আমি যোগ দিতে পারলাম না। সাধারণ জ্বরে আজ তিনদিন অফিসে যেতে পারি নাই। আর কয়েকদিন ব্লগের নোটিশটাও দেখি নাই। বড়ই আফসোস হচ্ছে, এত সুন্দর একটা সুযোগ মিস করলাম।

৯৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: আজ সেই বিশেষক্ষন!
আজ ২১ তারিখ!
সফল হোক। সার্থক হোক।

৯৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

ফাহিম আল মামুন বলেছেন: খুবি ভাল লাগতো যেতে পারলে। তবে যাওয়া হল না। সফল হোক এবারের মিলোনি। পরেরবারে দেখা হবে আশা করি।

৯৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৬

এস এম ইসমাঈল বলেছেন:
সামুর ব্লগের মিলন মেলায়, গিয়েছিলাম আমরা সবাই

আমি এলুম-খেলুম আর গেলুম, কী খেলুম জানেন, বস্তা ভরা ডজন ডজন কথা। অহহো
বলতে ভুলে গেছি, শুধু এগুলো খেলেই তো আর হবেনা, কারন এত্ত এত্ত কথা হাপুস-হুপুশ করে গিলে খেয়ে ব্লগারদের পিলে ফুলে ঢোল হয়ে রীতিমত বদ হজম হবার যোগাড়।
ওমা এদের মাঝে একজন ছিলেন পেশায় ডাক্তার। মনে হয় উনার প্রেসস্ক্রিশান মতাবেক কিছুক্ষন পরে সব্বাই কে ছোলা ভাজা আর মুড়ি দেয়া হয়, এক প্লেট করে। আর তার সঙ্গে আর কিছুক্ষ্ণণ বাদে যোগ হল এক কাপ রং চা। বুঝলাম আয়োজকদের রুচি আছে। কারন গত কদিন ধরে শীত বুড়ি আসি আসি করছিল। বুড়ির বয়েস হয়েছে তাই হাটতে কষ্ট হয়। সবাই নিজ নিজ ইন্ট্রো দিল। সঞ্চালক কাল্পনিক ভালবাসা। কেউ কেউ নিজেদের লেখা কবিতা পড়ে শোনালেন। একজন এসেছেন উত্তর বঙ্গ থেকে, তার জন্য একটা স্পেশাল হাত তালির রাউন্ড হল। আমার পাশে বসা ছিলেন বিদ্রোহী ভৃগু। আর ও আকজন ছিলেন, উনি পেশায় সাংবাদিক, ঢাকার একটা অনেক প্রাচীন পত্রিকায় কাজ করেন। উনি বয়সে আমার গুরুজন। তাই খুব সাহস করে তাঁকে আস্তে করে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার কত রান হল? উনি বললেন, ৬-৭, দাদূর উত্তর শুনে আমি ভাবলাম, এটা কি ভাবে হয়? আমি চিরকালই একটু মাথা মোটা। আবার একটু অবাক হয়ে বললাম, স্যরি স্যার, আপনার ব্লগিং এর বয়স জিজ্ঞাসা ক্ররি নাই।দাদু আমার ভুল শুধরে দিয়ে বল্ললেন, সাতষট্টি বছর। আমি মজা করে উনাকে ল্লাম, নো প্রবলেম দাদু, আপনি আমার চেয়ে মাত্র তিন রানে এগিয়ে আছেন। উত্তরে উনিও হেসে দিলেন। বয়সে বড় হলেও উনি কী সুন্দর স্যুট-বুট গায়ে দিয়ে এসেছিলেন। একজন একটা কবিতার বই সব্বাইকে উপহার দিলেন।তাও ওই লেখক নিজে না এসে অন্য একজন ব্লগার দিয়ে। খাওয়া আর আলাপ দুটোই সমান তালে চলছিল। এর পর শুরু হল ফটো সেশন। ব্লগার কাভা আমার দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হচ্ছে দেখে, আমাকে একটা চেয়ারের উপর বসে কথা বলার সুযোগ দিলেন। অসুস্থতার কারনে আমার কথাগুলো বারবার জড়িয়ে যাচ্ছিল।
লোক জমা হয়েছিল প্রায় ২০-৩০ জন। মহিলা ছিলেন পাচ/ছয় জন। আমি দশ বছরের বেশী সময় ধরে ব্লগিং করছি, কিন্তু এরকম একটা মিলন মেলায় আসার সুযোগ কখনো হয়নি। , তাই বেশ উপভোগ করেছি। আয়োজকদের এরকম একটা সুন্দর মিলনমেলা আয়োজন করার জন্য আন্তরিক কৃ্তজ্ঞতা জানাই।এরপর এই প্লাটফর্ম ব্যবহার করে কিছু সমাজ সেবা করার প্রস্তাব দেয়া হলে সবাই তাতে সায় দিলেন। অবশেষে যার যার গন্তব্যে ফিরে যাবার পালা। ন্টে গাছটি মুড়োল আর আমার গল্প ফুরোল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.