নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
প্রিয় সহ ব্লগার,
সবাইকে জানাই ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা। সামহোয়্যারইন ব্লগের সাথে থাকার জন্য ব্লগ কর্তৃপক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের এই অনুপ্রেরণা সামহোয়্যারইন ব্লগকে সামনে এগিয়ে যেতে উৎসাহ যোগাবে। বিগত বছরে আমাদের বেশ কিছু প্রাপ্তি ছিলো, সীমাবদ্ধতা স্বত্তেও বিভিন্ন কারিগরী ত্রুটি সারানো ব্যাপারে আমরা নিজেরা যেমন চেষ্টা চালিয়েছি তেমনি আপনাদের বিভিন্ন পরামর্শগুলোকে বিবেচনায় নিয়েছি। এই প্রক্রিয়ায়টি চলমান একটি প্রক্রিয়া। ফলে ধীরে ধীরে বিভিন্ন ত্রুটিগুলো আমরা সমাধানের চেষ্টা করব। আপনাদের ধৈর্য এবং সহমর্মিতা আমাদের একান্ত কাম্য। এছাড়া গত বছর আমরা ব্লগারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পরীক্ষামুলকভাবে ব্লগের জন্যে একটি মোবাইল এ্যাপ চালু করেছি যা অত্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে। একজন ব্লগার হিসেবে আমার আশা, সামনের দিনগুলোতে ব্লগ কর্তৃপক্ষ নিজেদের সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনা করে এ্যাপটিতে প্রয়োজনীয় সংস্করণ করবেন।
যে কোন কারিগরী ত্রুটি বা ব্লগের সমস্যা জনিত বিষয়ে আমাদেরকে জানাতে পারেন। আমাদের কাছ থেকে প্রয়োজনীয় ফিডব্যাক পাওয়ার সময় আগের চাইতে দ্রুত হয়েছে। ব্লগ সংক্রান্ত যে কোন কারিগরী ত্রুটি বা সমস্যার কথা জানাতে আমাদেরকে মেইল করুনঃ
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ইস্যুতে ব্লগাররা দারুন সরব ছিলেন যার প্রভাব জাতীয় পর্যায়েও দেখা গেছে। এতে প্রমানিত হয় সামাজিক যোগাযোগে বাংলা ব্লগ এবং ব্লগার একটি শক্তিশালী অবস্থান তৈরী করেছে। এর ফলশ্রুতিতে অনেক পুরানো ব্লগার আবার ব্লগিং এ আগ্রহ প্রকাশ করছে, নতুন নতুন অনেক ব্লগার নিবন্ধন করছে। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সব ব্লগারদের যারা 'আমার ইশতেহার' নামক লেখা প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছেন। আমার উদ্দেশ্য ছিলো, গল্প, কবিতা, ভ্রমন ইত্যাদি সৃজনশীল লেখার পাশাপাশি আমাদের ব্লগাররা রাজনৈতিকভাবে সচেতন হোক, কোন দলীয় আদর্শের কাছে নিজের বিবেক, বিবেচনা, ভালোবাসা বা দেশপ্রেম বিসর্জন না দিয়ে দেশপ্রেম জাগ্রত হোক নিজের দেশের জন্য। একদিন অবশ্যই গণমানুষের ইচ্ছার প্রতিফল ঘটবে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে, জবাবদিহীতা থাকবে ক্ষমতার সর্বোচ্চ আসনে বসা ব্যক্তিটিরও। সমাজের নিপীড়িত, দরিদ্রতম মানুষটিকে তাঁর অধিকার ফিরিয়ে দিবে রাষ্ট্র। আপনাকেও পরিবর্তন হতে হবে চিন্তা, চেতনায়।
আমি প্রচন্ড বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি,উল্লেখ্যযোগ্য সংখ্যক ব্লগার এই বিষয়ে লিখেছেন, নিজের মত প্রকাশ করেছেন। সহব্লগারদের এত চমৎকার সব চিন্তা ভাবনা দেখে আমি আনন্দিত এবং গর্বিত। খুব অল্প সময়ের মধ্যে এই প্রতিযোগিতার ফলাফল জানানো হবে।
আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।
হ্যাপি ব্লগিং!
০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা কাভা ভাই
০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ আর্কিওপটেরিক্স!
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ নববর্ষ ভায়া
সামু আর সামুরিয়ান সবার জন্য অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা
আর সকল ঝড় ঝঞ্জায় দৃঢ় হাতে কান্ডারী হয়ে আমাদের স্বাধীন মতপ্রকাশের ডিজিটাল খেরোখাতাকে
সন্তান বাৎসল্যে আগলে রাখায় অভিনন্দন কৃতজ্ঞতা।
শুভেচ্ছা আপনার জন্যেও
০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই!
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
স্রাঞ্জি সে বলেছেন:
শুভ নববর্ষ কাভা ভাইয়া _____
সাম্প্রতিক "আমার ইশতেহার" প্রতিযোগিতার মত সামনে আরো নিত্যনতুন টপিকের উপর প্রতিযোগিতা, কর্তৃপক্ষের তরফ থেকে আশা করব। তাহলে ব্লগাররা আরো হাতপা নাড়াচাড়া করবে।
______
অনিঃশেষ শুভকামনা। ভাল থাকবেন।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সামুর সাথে সংশ্লিষ্ট সকলকে নববর্ষের শুভেচ্ছা।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
ফেনা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা সবাইকে ।।।।।।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
ফেনা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা সবাইকে ।।।।।।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
অবনি মণি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!!
৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
সূচরিতা সেন বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ।
১০| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
uzzalhosain বলেছেন: নতুন বছরের প্রথম দিনে সবাইকে শুভেচ্ছা রইল
১১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা,
প্রথমেই আপনাকে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা, শুভ নব বর্ষ!
চমৎকার একটা তথ্য মুলক পোষ্ট দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
গত কয়েক বছর ধরে ব্যবহার করার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, ব্লগ এখন আরও গতিশীল এবং
আকর্ষনীয় হয়েছে বেশ কিছু ভালো ভালো নতুন ব্লগার আসার জন্য। নতুন এবং পুরানো সবাইকে আপনার
মাধ্যমে জানাতে চাই অভিনন্দন।
দিন দিন জমে উঠুক ব্লগের পারষ্পরিক মিথস্ক্রিয়া।
আর সবশেষে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেবার জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।
ধন্যবাদ এবং আপনার জন্য শুভ কামনা রইল!
১২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
ক্লে ডল বলেছেন: আপনিসহ সকল ব্লগারকে নতুন বছরের শুভেচ্ছা!! স্রাঞ্জি সে এর সাথে একমত। সামু এগিয়ে যাক এ আমাদের সকলেরই চাওয়া।
সেই সাথে সামু কর্তৃপক্ষের প্রতি রইল নিরন্তর কৃতজ্ঞতা।
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
জাহিদ অনিক বলেছেন:
ব্লগার ও ব্লগ মডারেশন বোর্ড সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
হ্যাপি নিউ ইয়ার। উই লাভ সামু।
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
হাবিব বলেছেন:
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২
তারেক_মাহমুদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা কাভা ভাই।
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা । কা_ভা ভাই
আশা করি সামু আবার তার নিজের চেহারা ফিরে পাবে । সবাই কে ধন্যবাদ ব্লগ টাকে আবার জাগিয়ে তোলার জন্য ।
ধন্যবাদ সবাইকে ।
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
নজসু বলেছেন:
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
জাতির বোঝা বলেছেন: Happy New year!!!
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সম্মানিত কাভা।
আসলে যদি আনুষ্ঠানিকভাবে আপনি ঘোষনা না দিতেন- তাহলে ইশতেহার নিয়ে এত এত লেখা পোষ্ট হতো না। আর আমরাও বলগারদের মনোভাব বুঝতে পারতাম না।
যাই হোক, আমি একটা কথা বলতে চাই- যারা শেষের দিকে ইশতেহার দিয়েছে- তারা অন্য সবারটা দেখে, বুঝে লিখেছে। কিন্তু যারা বা যে প্রথম ইশোতেহার লিখেছে সে কিন্তু কারোটা পড়ার সুযোগ পায়নি।
আসলে আমি বলতে চাচ্ছি- পুস্কার দেওয়ার সময় দয়া করে লক্ষ্য রাখবেন, - কে আগে ইশতেহার লিখেছে আর কে পড়ে। সময় এবং তারিখটা নজর দিবেন।
ধরুন আমি যদি সবার শেষে ইশতেহার দিতাম, তাহলে অটোমেটিকলি আমারটা ভালো হতো। কারন আমি সবারটা পড়ে, আমার ইশতেহার সমদ্ধ করতে পারতাম। পয়েন্ট গুলো ভালো হতো। কিন্তু আমি সবার আগে ইশতেহার দিয়েছি। কারোর টা পড়তে পারিনি।
২০| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: ৪ নং মন্তব্যের সাথে একমত।
২১| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: নতুন বছর নিয়ে এতো মাতামাতির কিছু নেই, যখনি নতুন বছর এসেছে, এক বছরের বেশি টেকেনি
সবাইকে ২০২০ এর অগ্রিম শুভেচ্ছা!
২২| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩
ল বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।
২৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সামু এগিয়ে যাক এ আমাদের সকলেরই চাওয়া।
...................................................................................
১৯ নং এ আমার বন্ধু যারা শেষের দিকে ইশতেহার দিয়েছে- তারা অন্য সবারটা দেখে, বুঝে লিখেছে।
কিন্তু যারা বা যে প্রথম ইশোতেহার লিখেছে সে কিন্তু কারোটা পড়ার সুযোগ পায়নি।
........................................................................................................................................
আমি সহমত পোষন করতে পারছি না, আমার আরও ১০টি পয়েন্ট ছিল, কিন্ত ঢাকার বাহিরে কাজে থাকায়
তড়িঘড়ি পোষ্ট দিয়েছি, আমার বেশ কিছু গুরত্বপূর্ণ পয়েন্ট বাদ পড়েছে ।
........................................................................................................................................
হে নতুন সূর্য, ভুলিয়ে দাও, আছে যত দূঃখ বেদনা। তোমার সোনালি আলোয়।
২৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০
রাকু হাসান বলেছেন:
এটা খুব দারুণ আয়োজন ছিল । আপনার ঘোষণার পর অনেকের ভাবনার সুযোগ হয়েছে। ব্লগারদের ভাবনায় মুগ্ধ হয়েছি আমি । সত্যি আমিও গর্বিত ,গুণী ব্লগারদের সহযাত্রী হতে পেরে । থাকতে চাই আপনাদের সাথে অনেক দিন ।
২৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯
অন্তরন্তর বলেছেন: নববর্ষের অনেক শুভেচ্ছা কাভা। ২০১৮ সামু অনেকগুলো কাজ করেছে যা সত্যি প্রশংসার যোগ্য। ব্লগারদের মিলনমেলা ভাল লেগেছে। অনেকে নির্বাচনী ইশতেহার দিয়েছে যাতে সবার জন্য সমান সুযোগ থাকার কথা বলা হয়েছে। আমি যদিও কোন পোস্টে মন্তব্য করিনি কারন ইশতেহার দেখে বাংলাদেশে কেউ ভোট দেয়নি বা দিচ্ছে না। আশা করি তরুণ প্রজন্ম অনেক অনেক গুণগত পরিবর্তন করতে সক্ষম হবে ভবিষ্যতে। শুভ কামনা সকলের তরে।
২৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সাদরে গৃহীত হলো। শুভ নববর্ষ।
২৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন বছরটা হোক ব্লগ বান্ধব।
শুভ নববর্ষ।
২৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩
মোস্তফা সোহেল বলেছেন: সামু এ্যাপসটি দ্রুত পরিপূর্নভাবে চালু হলে সামুর জনপ্রিয়তা আরও বাড়বে।
আশা করি শিঘ্রই পরিপূর্ন এ্যাপসটি পেয়ে যাব?
২৯| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭
বিজন রয় বলেছেন: সবসময় চেয়েছি সামু গতিময় হোক।
এই সামু বাংলাদেশের অনেককে অনেক কিছু দিয়েছে।
সামুর মঙ্গল কামনা করছি, সেসাথে আপনাকেও শুভকামনা।
ভাল থাকুন।
৩০| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮
নতুন নকিব বলেছেন:
কৃতজ্ঞতাসহ অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্যেও। সামু পরিবারের সকলের জন্য।
ইচ্ছে থাকা সত্বেও ইশতিহারে অংশ নিতে পারিনি। পরবর্তী আয়োজনগুলোতে থাকার চেষ্টা থাকবে।
৩১| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা কা_ভা
সামু পরিবারের সবার জন্য শুভ কামনা।
ইশতেহারের পোস্ট টা দেখেছিলাম , কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ব্লগে সময় দেয়া হয় নি। তবে অনেকের ইশতেহার ই পড়েছি ; ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ চমৎকার একটা প্ল্যাটফর্ম এর যোগ্যতম প্রতিনিধিত্ব করার জন্য।
৩২| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শুভ নববর্ষ ভায়া,
আমাদের অগ্রযাত্রা সবসময়ের মত এগিয়ে থাকুক।
নির্বাচনী ইশতেহার নিয়ে ব্লগারদের বিপুলসংখ্যাক পোস্ট দেখেছি, যেখানে ব্লগারেরা নিজেদের শ্রেষ্ঠ শৈল্পিক ও রাষ্ট্রীয় চিন্তাভাবনার প্রকাশ ঘটিয়েছেন। ইশতেহার প্রকাশকবৃন্দ ও মন্তব্যের মাধ্যমে গঠনমূলক সকল সমালোচকদের জন্য রইলো নির্মল শুভকামনা। আর আপনার জন্য রইলো নিস্কাম ভালবাসা
আচ্ছা,
বই মেলায় কি আমরা আবারো একত্র হচ্ছি? (২০১৮ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় অনেকে আফসোস করেছেন।।
যদিও বিষয়টি এই পোস্টের সাথে সাদৃশ্যহীন, তবুও জানার ইচ্ছেটা আটকে রাখতে পারলাম না!)
৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০
তারেক ফাহিম বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা প্রিয়।
সামুর অগ্রগতি দেখে ভালো লাগছে।
সামু এগিয়ে যাক।
৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯
কাওসার চৌধুরী বলেছেন:
শুভ নববর্ষ।
জানা আপা, আপনি সহ ব্লগের সাথে জড়িত সবাইকে।
ব্লগ হোক মত প্রকাশের অন্যতম সৃজনশীল মাধ্যম। আপনাদেরকে ধন্যবাদ এতো সমৃদ্ধ একটি প্লাটফর্মে আমাদেরকে লেখার সুযোগ করে দেওয়ার জন্য। সামু এগিয়ে যাক সময়ের সাথে একাত্ম হয়ে। ব্লগাররা লিখুন দল, মত কিংবা অন্যের মতের উর্ধে উঠে।
কাভা ভাই, ব্লগে ইশতেহার নিয়ে আপনার পোস্ট না আসলে এ বিষয়টি নিয়ে ব্লগারদের মধ্যে এত ভাবনা হয়তো হতো না। আমি সহ অনেক সহ ব্লগার নিজেদের পছন্দমতো ইশতেহার লিখে পোস্ট করেছেন। বিষয়টি নিয়ে ব্লগে আলোচনার অবকাশ হয়েছে। এতে রাজনীতি নিয়ে ব্লগারদের মধ্যে সচেতনতা বেড়েছে। মুক্ত চিন্তার বিকাশের জন্য এমন টপিকের গুরুত্ব অনেক। এজন্য মাঝে মাঝে কোন একটি বিষয় নির্দিষ্ট করে লিখতে অনুপ্রাণিত করলে ব্লগে এর প্রভাব পড়বে। এগুলো পাঠকদের জন্য খুব ইতিবাচক হবে।
আপনি ২০টি পয়েন্ট সীমাবদ্ধ করে দেওয়ায় আরো কিছু বিষয় নিয়ে লেখার ইচ্ছা থাকলেও হয়নি। চেষ্টা করেছি নিজের ভাবনা থেকে লিখতে। ফলাফলটি জানিয়ে দেওয়ার সময় নির্বাচিত পোস্টটি স্টিকি করে দিলে ভাল হবে। (ধন্যবাদ)
৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা!
কতৃপক্ষ সবার সব ধরনের লেখা পড়ে দেখে, এজন্য ধন্যবাদ,
৩২ নং মন্তব্যের পানে চেয়ে আছি
৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০
শাহরিয়ার নাজমুল বলেছেন: অ্যাপসটা থেকে লেখা গেলে ভালো হতো। এটাকে আপগ্রেড করা উচিত।
৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ হোক জমজমাট আবারও
সাথেই আছি
৩৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নির্বাচনি ধকলে বাক্রুদ্ধ ছিলাম, আসতে একটু দেরি হয়েছে।
নিউ ইয়ারের শুভেচ্ছা নিন কা_ভা ভাই।
৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০
ফয়সাল রকি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা কাভা ভাই।
আমার নোটিফিকেশনে সমস্যা আছে, ৭০টার মতো দেখায়, একটু চেক করবেন নাকি!
ধন্যবাদ।
৪০| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০
ঢাবিয়ান বলেছেন: নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।আমরা এমন একটা সময়ে বাস করছি যখন মন খুলে কথা বলার বা মত বিনিময় করার সুযোগ অত্যন্ত সীমাবদ্ধ। এই ব্লগ আমাদের মত প্রকাশের যে অফুরন্ত সুযোগ করে দিয়েছে তার জন্য প্রতিটি ব্লগার ব্লগের কাছে কৃতজ্ঞ।
৪১| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন সবসময়।
৪২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৪
সামু পাগলা০০৭ বলেছেন: সামুকে এতদিন আন্তরিকতা ও পারদর্শিতার সাথে আগলে রাখার জন্যে আপনাকে নিয়েও আমরা গর্বিত এবং আনন্দিত।
নতুন বছরের আন্তরিক শুভকামনা আপনাকে। যা কিছু শুভ, তা আপনাকে ছুঁয়ে থাকুক সদা সর্বদা।
৪৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
নজসু বলেছেন:
প্রিয় ভাই শিশুটির জন্য কি ব্লগ থেকে কিছু করা যেতো না।
https://www.somewhereinblog.net/blog/sujansujan/30267390
প্রিয় ব্লগার বন্ধুরা, আসুন না একটি নিষ্পাপ ফুল ঝরে যাওয়া থেকে রোধ করি
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা; ভালো থাকুন!
বিশ্বে সংঘাত কমে আসবে ক্রমেই