নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

আমার ইশতিহার - নামক লেখা প্রতিযোগিতার ফলাফল।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২

প্রিয় ব্লগার,
সম্প্রতি দেশে অনুষ্ঠিত হয়ে গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কেমন হয়েছে, নির্বাচনে গণ মানুষের ইচ্ছার প্রতিফলন কতখানি ঘটেছে তা নিয়ে আমরা কিছু বলতে চাই না কারন - সকলের চোখই আমাদের চোখ, সকলের অনুভুতিই আমাদের অনুভুতি। অধিকাংশ মানুষ মনে করেন, গত কয়েক দশকে বাংলাদেশ কাগজে কলমে যতখানি না এগিয়েছে, বাস্তবে তারচেয়ে আরো বেশি এগিয়ে যাওয়ার কথা ছিলো। বাস্তবে এই ব্যর্থতার পেছনে আছে প্রধানত - রাজনৈতিক অস্থিরতা, দূর্নীতি এবং পরিকল্পনাহীনতা।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি শক্তিশালী ভুমিকা পালন করছে। ক্ষেত্র বিশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মতামতের উপর ভিত্তি করে দেশের নীতিনির্ধারকরা গুরুত্বপূর্ন সিদ্ধান্তও নিচ্ছেন। ফলে, মত প্রকাশ এবং যৌক্তিক আলোচনার ক্ষেত্রে ব্লগাররা যে সমাজের গুরুত্বপূর্ন একটি অংশ হয়ে উঠছে তা আজ সত্য হিসেবে প্রতিষ্ঠিত। আমরা সকলেই লক্ষ্য করেছেন, গত নির্বাচনে সবচেয়ে আলোচিত ছিলো বিভিন্ন দলের ইশতিহার, প্রতিশ্রুতি বা পরিকল্পনা সমুহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দলের ইশতিহার নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমরাও চেয়েছি, আমরা চেয়েছি, ব্লগাররা দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনার ব্যাপারে নিজেদের চিন্তাভাবনা প্রকাশ করুক। অনেকেই ভাবছেন, এই সব ইশতেহার লিখে কি লাভ হলো, কেউ কি আর দেখবে?

আমরা আনন্দের সাথে বলতে চাই, রাষ্ট্রের গুরুত্বপূর্ন কাজে দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ অনেকেই আছেন, যারা এই ব্লগে ব্লগিং করেন। তারা সকলেই খুব আগ্রহ নিয়ে ব্লগারদের এই সব ইশতেহার পড়েছেন, অবাক হয়েছেন সকলের ভাবনার গভীরতায়।

আমার আহবানে সাড়া দেয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চলুন এবার
'আমার ইশতেহার' নামক প্রতিযোগিতার ফলাফল নিয়ে কিছু আলোচনা করা যাক। আমার ইশতেহার নামক প্রতিযোগিতায় ১৩ জন লেখক অংশগ্রহন করেছেন। ইচ্ছেকৃতভাবে প্রতিযোগিতার নিয়ম না মানায় একজনের লেখাকে প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হয়েছে।

সকলের ইশতেহার পড়ে বুঝা গেলো গড়পরতা মৌলিক বিষয়ে সবার ভাবনা একই রকম। অনেকেই চমৎকার শুরু করেছেন কিন্তু মাঝপথে এসে সাধারন রাজনৈতিক দলগুলোর মত শ্রেফ বুলি আউড়ে গেছেন। আমরা কিছু মৌলিক ধারনা পেয়েছি এই সব ইশতেহার থেকে। তারমধ্যে একটি হচ্ছে উদ্যোক্তা মন্ত্রনালয় এবং ইশতিহারে খাদ্যের বিষ ক্রিয়ার ব্যাপারে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি। বর্তমান সময়ে খাবারের যে পরিমান ভেজাল দেয়া হয় তার জন্য এই ধরনের একটি পদক্ষেপ নিলে মন্দ হয় না।

দ্বিতীয়ত , উদ্যোক্তা মন্ত্রনালয়ের ধারনাটি যদিও বেশ ইউনিক তথাপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনেকটা একই কাজ করে যাচ্ছে। এ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে বেকারত্ব নিরসনে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করা। পাশাপাশি বেকারদের জন্য আরো আছে কর্মসংস্থান ব্যাংক। এখানে বিনা জামানতে বেকারদের ব্যবসায়ের জন্য পুঁজি সরবরাহ করা হয়।

তৃতীয়ত, প্রায় সবাই ইশতেহার লিখেছেন নিজেদের অভিজ্ঞতার আলোকে। অর্থাৎ যে যে বিষয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়েছেন , তিনি মুলত সেই বিষয়টিকে ফোকাস করার চেষ্টা করেছেন। যদিও ইশতেহার লেখার সাথে ব্যক্তিগত অভিজ্ঞতার সম্পর্ক থাকা উচিত নয়, তথাপি যে অভিজ্ঞতা সকলের জন্য ভালো কিছু বয়ে আনবে, তাকে স্বাগতম জানাতেই হবে।

যাইহোক, যে কয়টি ইশতেহার প্রকাশিত হয়েছে তার প্রতিটিই গুরুত্বপূর্ন এবং চমৎকার। এখান থেকে ভালো মন্দ বিচার করা বেশ কঠিন একটি কাজ। তবুও এই অপ্রিয় কাজটি আমাদেরকে করতে হয়েছে।

আমাদের বিবেচনায় যৌথভাবে সবচেয়ে জনবান্ধব ইশতেহার

এই দুটো ইশতেহার লিখেছেন যথাক্রমে খায়রুল আহসান এবংকাওসার চৌধুরী

অভিনন্দন প্রিয় খায়রুল ভাই এবং কাওসার ভাই। আপনাদের উপহার বুঝে পেতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুনঃ
[email protected] অথবা [email protected] এই ঠিকানায়।

এছাড়া ব্লগার অর্ফিয়াসের বাঁশি
অভিনন্দন আপনাকেও। আপনার উপস্থাপিত পয়েন্টগুলো বেশ গুরুত্বপূর্ন। এছাড়া নতুন লেখক হিসেবে উৎসাহ দেয়ার জন্য আপনাকেও উপহারের জন্য মনোনীত করা হলো।

উপহার বুঝে পেতে অনুগ্রহ করে উপরে বর্ণিত ঠিকানায় দ্রুত আপনাদের বিস্তারিত ঠিকানা ও ফোন নাম্বার জানিয়ে যোগাযোগ করুন।

যারা যারা অংশগ্রহন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
শুভ ব্লগিং।

মন্তব্য ৫৩ টি রেটিং +২১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭

তারেক_মাহমুদ বলেছেন: অভিনন্দন আমাদের প্রিয় দুই গুনি ব্লগারকে।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকেও :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: তারা দুজনই দারুন প্রতিভাধর। একজ বয়সে নবীন একজন প্রবীন ।দুজনকেই অভিনন্দন। আর তোমাকেও। সুন্দর উদ্যোগ ছিল।।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে সেলিম ভাই। সকলে আমার আহবানে সাড়া দিয়েছেন, তাই আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আশা করি সামনে এই ধরনের আরো আয়োজন নিয়ে আসতে পারব।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

সিগন্যাস বলেছেন: কাভা ভাই আপনার সবচেয়ে পছন্দের ব্লগার কে? (অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য দুঃখিত)

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সত্যি বলতে, আমার অনেক পছন্দের ব্লগার আছেন। দুই একজনের নাম বললে নিজের সাথেই প্রতারণা হবে। তাই আমি কোন নির্দিষ্ট কারো নাম বলতে চাইছি না। তবে যারা অপ্রাসঙ্গিক বা অযৌক্তিকভাবে অসহিষ্ণু হয়ে যে কোন বির্তকে ধর্ম বা রাজনীতি টেনে আনেন, এমন ব্যক্তিদের 'মানুষ' হিসেবে অপছন্দ করি। ব্লগার হিসেবে তো পরের কথা। পাশাপাশি যারা নিত্য নতুন বিষয়ে লিখেন, আলোচনার প্রেক্ষাপট তৈরী করেন এবং নিজে শেখার জন্য আসেন, তাদেরকে আমি মানুষ হিসেবে সম্মান করি, ব্লগার হিসেবে তো বটেই।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


১৩ জন অংশ গ্রহনকারী ব্লগারদের অভিনন্দন; যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁদের জন্য সন্মান রলো; ভালো উদ্যোগ ছিলো, ব্লগারেরা বেশ আগ্রহের সাথে অংশ নিয়েছিলেন, সেজন্য আপনাকেও ধন্যবাদ!

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। যেহেতু আপনি অধিকাংশ সময়ে রাজনৈতিক বিষয়ে লিখতে পছন্দ করেন বা সমসাময়িক বিষয়ে লিখেন, আমি ভেবেছিলাম আপনার কাছ থেকে এই বিষয়ে একটি লেখা পাওয়া যাবে। তবে যারা লিখেছেন, তাদের সবাইকে আপনি উৎসাহ দিয়েছেন, মন্তব্য করেছেন সেই কারনে আপনাকেও ধন্যবাদ।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

ঠ্যঠা মফিজ বলেছেন: বিজয়ীদের অভিনন্দণ সাথে এরকম একটা উদ্ধেগের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। খুব খুশি হবো যদি বানানের ব্যাপারে কিছুটা মনযোগী হন। :) শুভেচ্ছা রইল।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২

আরোগ্য বলেছেন: অভিনন্দন কাওসার ভাই ও খায়রুল স্যারকে।
অবশেষে ফলাফল জানানোর জন্য কাভা ভাইকে ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ অংশগ্রহনের জন্য।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: এই রেজাল্টের অপেক্ষায় ছিলাম এবং ধারনা করেছিলাম খায়রুল আহসান ভাই হয়তো জিতবেন।
রেজাল্ট দেখে ভাল লাগল।বিজয়ীদের জন্য অভিনন্দন ও অনেক শুভেচ্ছা।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে । আসলে এখানে কারো লেখাকে বিচার করা হয় নি। শুধুমাত্র বাস্তবতা এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে ক্রম বিন্যাস করা হয়েছে। প্রতিটি লেখাই এখানে গুরুত্বপূর্ন এবং মুল্যায়িত। :)

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!

প্রিয় সিনয়র খায়রুর ভাই এবং কাওসার ভাইকে অভিনন্দন!

ইশশশ আফসোস হচ্ছে এখন! কেন যে অংশ নিলাম না! :P
যাক সকল ভাবনা তোলা রইল নেক্সটা টাইমের জন্য :)

আপনাদের এই দারুন উদ্যোগের জন্য আপনাকে এবং সামু পরিবারকে অভিনন্দন :)

সময়োপযোগী এমন উদ্যোদ অব্যহত থাকবে এই প্রত্যাশা রইল।
সাথে ব্লগার অব দা ইয়ার (আপনাকে কানে কানে বলেছিলাম ) :) বা এমন কিছু শুরু করছেন কি শীঘ্রই?
তাতে অনেক বেশী গতি এবং মান সম্পন্ন ব্লগিংয়েও গতি আসবে বলেই বিশ্বাস।

অনেক অনেক শুভেচ্ছা

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই। বিভিন্ন বিষয়ের উপর লেখার আহবান এখন থেকে প্রায় নিয়মিতই থাকবে। আশা করি সবাই এতে অংশ নিবেন। পাশাপাশি ব্লগিংকে কিভাবে আরো আনন্দময় এবং বৈচিত্রপূর্ণ করে গড়ে তোলা সম্ভব তা নিয়ে আমরা কাজ চালিয়ে যাবো।

শুভেচ্ছা জানবেন।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

স্রাঞ্জি সে বলেছেন:
অভিনন্দন বিজয়ীদের ও অনেক অনেক শুভেচ্ছা।

হা হা হা, তবে এই উদ্যোগে কিঞ্চিৎ সন্দেহ ছিল। আগেরবারের মত। কিন্তু সেই সন্দেহটা কে দূর করে দিয়েছেন। ;)

ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষ আর বিশেষ করে আপনাকে। !:#P



৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

শায়মা বলেছেন: ৩ জনের জন্যই ভালোবাসা আর শুভকামনা! :)

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ শায়মা আপু!

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

অর্থনীতিবিদ বলেছেন: বিজয়ীদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। সাথে কাল্পনিক ভালোবাসা ভাইকেও ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :) শুভেচ্ছা জানবেন।

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: তিনজনকেই শুভেচ্ছা :)

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ অংশগ্রহনের জন্য :)

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

ঢাবিয়ান বলেছেন: অভিনন্দন তিনজনকেই। জনাব খায়রুল হাসান এবং কাওসার চৌধুরি দুজনেই এই ব্লগের সম্পদ। ব্লগ কতৃপক্ষের এমন উদ্যোগ অত্যন্ত প্রসংসনীয়।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

জানা বলেছেন:
বিজয়ী খায়রুল আহসান ভাই, কাওসার ভাই এবং অর্ফিয়াসের বাঁশিকে অভিনন্দন এবং শুভেচ্ছা। শুভেচ্ছা অংশগ্রহণকারী, মন্তব্যে উৎসাহদানকারী এবং গঠনমূলক সমালোচনাকারী ব্লগারভাইদের জন্যেও।

বিশেষ এই উদ্দোগটি জন্যে ধন্যবাদ এবং শুভেচ্ছা তোমাকেও জাদিদ। বিষয়টি আনন্দের ছিল।

ভাল থাকুন সবাই।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ জানা আপু! আপনার মন্তব্য সব সময় অনুপ্রেরণামুলক।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

আখেনাটেন বলেছেন: অভিনন্দন যাঁরা এই উদ্যোগে অংশগ্রহণ করেছিল সবাইকে। ডিসেম্বর মাসের ব্লগিংটা আমি মিস করেছি সে জন্য আপসোস হচ্ছে। তখন আমি নেফারতিতিরে চষে ফিরছি গোটা ইজিপ্ট। :D

জাদিদ ভাই আপনার এই সুন্দর উদ্যোগটিকে সাধুবাদ জানাতেই হয়। আশা করি অদূরভবিষ্যতেও এরকম নয়া নয়া ধারণাতে ব্লগপাড়া মুখরিত হয়ে উঠবে এবং অবশ্যই এগুলো একটি জ্ঞানভিত্তিক সমৃদ্ধ সমাজ বিনির্মাণে কিছুটা হলেও অবদান রাখবে।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিজয়ী‌দের‌কে আন্ত‌রিক ও উষ্ণ অ‌ভিনন্দন।

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: বিজয়ীদের অভিনন্দন।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে অবশেষে ফলাফল প্রকাশ করার জন্য । অভিনন্দন জানাই শ্রদ্ধেয় খাইরুল আহসান স্যারকে ও পরম প্রিয় গুরুদেব কাওসার চৌধুরীভাইকে । নবীন-প্রবীণের এই যুগলবন্দীতে সুন্দর পরিসমাপ্তিতে মুগ্ধতা ।পাশাপাশি আর অভিনন্দন জানাই সুপ্রিয় ব্লগার অর্ফিয়াসের বাঁশীভাইকেও । আগামী দিনেও এমন ক্রিয়েটিভিটির খেলা চলতে থাকুক...

শুভেচ্ছা ও ভালোবাসা আপনাকেও।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিজয়ীদেরকে অভিনন্দন। অবশেষে জানাগেল আমরা ভুয়া কোন প্রতিযোগিতার কোন প্রতিযোগী ছিলাম না। ফলাফল ও প্রতিযোগীতার ব্যবস্থা করায় আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা আরো সৃজনশীল হবেন।

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,




গড়পড়তা মৌলিক বিষয়ে সবার ভাবনা তো একই রকমেরই হবার কথা কারন, সবাই ভুক্তভোগী যে! আর ব্লগাররা সচেতন বলেই দেশের পরিকল্পাহীন কর্মকান্ড আর দূর্নীতির কালোহাত নিয়ে তাদের অনুধাবনগুলো কাছাকাছি হবারই কথা।

এ ব্যাপারে আপনার উদ্যোগটিও কিন্তু প্রশংসার দাবী রাখে তাই বিজয়ীত্রয়ের সাথে আপনাকেও অভিনন্দন।

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

রাকু হাসান বলেছেন:


সামু কর্তৃপক্ষ কে ধন্যবাদ বিষয়ে ব্লগারদের আলোচনার সুযোগ করে দেবার জন্য । অভিনন্দন খাইরুল স্যার, অর্ফিয়াসের বাঁশি ও কাওসার ভাইয়াকে । শুভকামনা রইলো । :)

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
হায়, হায়, হায়! পুরস্কারটা মিস হয়ে গেলো! :(

ব্লগারত্রয়কে অভিনন্দন।

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

কাওছার আজাদ বলেছেন: 'কাওসার চৌধরী' ভাইয়ের লেখাগুলো খুব ভালো লাগে। কাওসার ভাইয়ের জন্য শুভ কামনা।

২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



সবার ইশতেহার আলাদা আলাদা ভাবে পয়েন্ট এ ভাল হয়েছে । তবে হ্যা তাদের দুজনের ইশতেহার সবার কথা মাথায় রেখে তৈরি হয়েছে এবং অনেক বিস্তারিত ভাবে বর্ননা আছে ।

তাদের দুজন কেই অভিনন্দন ।

আমি ইশতেহার লিখলে আমিই উপহার পাইতাম । তাই অংশ নেই নাই । অন্যদের সুযোগ দিলাম আরকি ।

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন!
বিজয়ীদের মুখে পড়ুক ফুলচন্দন!
আপনাকেও ধন্যবাদ এ আয়োজনে!
আশা, এমন ব্লগ মাতাবেন ক্ষনে ক্ষনে!

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় জাদিদ ভাই;
প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাকে একজন গুণীজনের সাথে যৌথভাবে নির্বাচিত করার জন্য। বাকি যেসব গুনীজন আপনার আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনী ইশতেহার লিখেছেন উনাদের সবাইকেও ধন্যবাদ। বিষয়টি নিয়ে যার যার ভাবনা থেকে নিজের মতো করে দল, মত ও ব্যক্তি সার্থের উর্ধে উঠে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে লিখেছেন। সবার লেখাই চমৎকার ছিল। হয়তো পুরষ্কার দিতেই হবে তাই এক-দু'জনকে নির্বাচিত করা।

ব্লগার "অর্ফিয়াসের বাঁশিকে" ও ধন্যবাদ।

সত্যি কথা বলতে কি? আমি কোনদিন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ইশতেহার পড়িনি; মূলত দলগুলোর প্রতি বিশ্বাসের জায়গাটি নড়বড়ে হওয়ায় এগুলো পড়তে কখনো আগ্রহী ছিলাম না। কিন্তু আপনার আহ্বান আমার কাছে সুযোগ হিসেবে আসলো। তাই যতটুকু না প্রতিযোগিতায় পুরষ্কার পাওয়া তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বিষয়টি লেখতে গিয়ে এ বিষয়ে গভীরভাবে ভাবনার সুযোগ পাওয়া। আমি একটানা তিন-চার দিন বিষয়টি নিয়ে ভেবে নিজের ধারণা থেকেই লেখার চেষ্টা করেছি। তবে পয়েন্ট ২০টিতে সীমাবদ্ধ করে দেওয়ায় আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোকপাত করা সম্ভব হয়নি।

এভাবে ভবিষ্যতেও কোন বিষয় নিয়ে ব্লগে লেখা আহ্বান করলে অনেককেই লিখবেন। এতে ব্লগার ও পাঠক উভয়ই উপকৃত হবেন। আমরাও লিখতে গিয়ে বিষয়টির গভীরে যেতে পারবো। পরিশেষে, আমার এ পুরষ্কারটি ব্লগের সম্মানিত সহ ব্লগার, পাঠক, মডারেটর ও জানা আপাকে উৎসর্গ করলাম। আপনাদের সাপোর্ট আর সহযোগিতা না পেলে আমি ব্লগার হতে পারতাম না।

ভাল থাকুন, জাদিদ ভাই। দেখা হবে বইমেলায়। (ধন্যবাদ)

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৭

বলেছেন: সত্যি ভালো লাগার মতো একটি বিষয় নিয়ে সামু কতৃপক্ষ যে আয়োজন করেছিলেন তার ফলাফল আজকে দেখে অসম্ভব ভালোলগলো।

যে দুজন ব্লগারের নাম ঘোষণা করা হলো তার আসলেই প্রতিভাবান ও বিদগ্ধজন ও প্রশংসার দাবিদার।


সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভ কামনা।

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

সোহানী বলেছেন: আরে তাই নাকি আমিতো জানতামই না এরকম কিছুর আহবান করেছেন। এবং আমি না জেনেই আমার ইশতেহার পেশ করেছি :)

যাহোক অভিনন্দন আমার খুবই প্রিয় ব্লগারত্রয়। আপনাদের ভাবনা সবসময়ই ভিন্ন কিছু নিয়ে আসে।

অফ টপিক: পুরস্কার যেতা হিসেবে মিস্টি খাওয়ানোর কি কোন রেওয়াজ আছে?

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন খায়রুল আহসান ভাই, কাওসার ভাই এবং অর্ফিয়াসের বাঁশি।
মাঝে মাঝে এমন বিষয়ভিত্তিক লিখা আহবান করলে মন্দ হয় না !!!

৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

টারজান০০০০৭ বলেছেন: বিজয়ীদের অভিনন্দন ! বাদ পরা ইসসসসতেহারররররর বুঝি আমারই !! খেলুম না ! :P

৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, এরকম একটি মৌলিক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ব্রেইন স্টর্মিং এর সুযোগ দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে, বিশেষ করে কাল্পনিক_ভালবাসাকে সাধুবাদ। তবে প্রতিযোগিতাটি আরো কিছুদিন আগে শুরু হলে হয়তো আরো বেশী কিছু লেখা পাওয়া যেত।
বেশ বোঝা যাচ্ছে, ব্লগারগণ নির্বাচনের আগের ঐ ক'টা দিন নির্বাচনী ইশতেহার নিয়ে বেশ ভেবেছেন। প্রতিযোগিতায় ১৩ জন অংশ নিলেও মন্তব্যগুলোতে আরো অনেকের কাছ থেকে এ নিয়ে তাদের নিজস্ব চিন্তা ভাবনার কথা জানা গেছে এবং তা থেকে বোঝা যায়, শুধু ইশতেহার লেখকগণই ইশতেহার নিয়ে ভাবেন নি, পাঠক হিসেবে অন্যান্য ব্লগাররাও এ নিয়ে কিছু ভাবনা চিন্তা করে তাদের গঠনমূলক মন্তব্য লিখেছেন। বিশেষ করে ব্লগার চাঁদগাজী এবং কালীদাস এর নামোল্লেখ করতে হয়। ওনারা বেশ মনযোগ দিয়ে ইশতেহারগুলো পাঠ করে তাদের নিজস্ব মতামত দিয়ে লেখকগণকে উৎসাহিত করে গেছেন। এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এটা দেখে খুশী হয়েছি যে ৪ নং প্রতিমন্তব্যে আমার এ পর্যবেক্ষণটি আংশিকভাবে সমর্থিত হয়েছে।
আমি নিজেও সবার ইশতেহার পড়ে মন্তব্য রেখেছি, তবে আমি সেটা করেছি আমার ইশতেহারটি প্রকাশিত হবার পর, যেন আমার লেখায় তাদের কোন প্রভাব না পড়ে। শুধুমাত্র "অর্ফিয়াসের বাঁশি"র ইশতেহারটি কি করে যেন বাদ পড়ে গিয়েছিল। সেটা আজ পড়ে সেখানে মন্তব্য রেখে এসেছি।
পুরস্কার আর প্রেরণা সমার্থক, প্রেরণা দেওয়াই পুরস্কার প্রদানের লক্ষ্য। তাই এ কথা অনস্বীকার্য, ক্ষুদ্র প্রতিযোগিতা হলেও, পুরস্কার অর্জন করে অনুপ্রাণিত হয়েছি। যারা এ পুরস্কারের কথা জেনে আমাদেরকে তাদের সহৃদয় মন্তব্য এবং অভিনন্দন দ্বারা উৎসাহিত করেছেন, তাদের প্রত্যেকের শুভেচ্ছার কাছে ঋণী হয়ে রইলাম। তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ!!!

৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ ,অভিনন্দন আমাদের প্রিয় দুই ব্লগারকে।
এবং সাথে কাল্পনিক ভালোবাসা ভাইকেও ।
এজন্য যে ভিন্ন চিন্তার সমাবেশ ঘটানোর জন্য,
আমি কোন পুরস্কারের আশায় অংশ নেই নাই ; তবে
ঢাকার বাহিরে ব্যস্ত থাকার কারনে আমার সমস্ত চিন্তা ভাবনা
লিখতে পারি নাই ।
............................................................................................................

৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯

জুন বলেছেন: কাল্পনিক প্রথমেই আন্তরিক ধন্যবাদ সকল ব্লগারদের এক নতুন ধরনের পরীক্ষায় অবতীর্ণ করার জন্য। এই প্রতিযোগিতায় সসন্মানে উত্তীর্ন ব্লগের ত্রিরত্নকে জানাই প্রানঢালা অভিনন্দন :)

৩৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: অভিনন্দন জানাই খায়রুল আহসান ভাই, কাওসার ভাই এবং অর্ফিয়াসের বাঁশি। আরো অভিনন্দন জানাই কাল্পনিক ভালোবাসা ভাইকে এমন আয়োজন করার জন্য। মাঝে মাঝে এমন বিষয়ভিত্তিক লিখা আহবান করলে অনেকের মাঝেই লেখার উৎসাহ জাগে !!!

৩৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

মনিরা সুলতানা বলেছেন: আন্তরিক অভিবাদন অংশগ্রহণকারী সকলের জন্য;
অভিনন্দন বিজয়ী দের; ধন্যবাদ চমৎকার আয়োজনের জন্য।

৩৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: অভিনন্দন

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪২

ব্লগ মাস্টার বলেছেন: এত বড় একটা সুসংবাদ বিশ্ববাসীকে দেখানোর জন্য পোস্টটিকে স্টিকির ব্যবস্থা করলে ভালো হতনা ভাই। একটু ভেবে দেখবেন।
সাথে আরো বাকি যারা অংশ গ্রহণ করেছিলেন তাদের নাম বা পোস্টগুলো সংযোগ করলেও মন্দ হত না । যাই হোক এটা আমার
ভাবনা আর কাজ আপনাদের। বিজয় ব্লগারদের জন্য প্রাণঢালা অভিনন্দন।

৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০

গরল বলেছেন: যারা অংশগ্রহন করেছিলেন সবাইকে শুভকামনা এবং বিজয়ীদেরকে জানাচ্ছি অভিনন্দন।

৩৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ জাদিদ ভাই। আমার ইশতেহার পোস্টটি বেশ সিরিয়াস হয়েই লিখেছিলাম। অনেক ধন্যবাদ। আর অভিনন্দন খায়রুল স্যা্র আর খাওসার ভাইকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.