নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
অনেকেই জানতে চাইছেন বাংলাদেশ থেকে সামহোয়্যারইন ব্লগে কিভাবে প্রবেশ করবেন। টর/প্রক্সি/ভিপিএন ইত্যাদির কথা সকলেই জানেন কিন্তু কোনটা ব্যবহার করবেন, সেটা জানেন না। আমি ব্যক্তিগতভাবে যে কয়টি প্রক্সি সার্ভার ব্যবহার করি, তার মধ্যে অন্যতম হচ্ছে kproxy । গুগলে খুঁজলেই আপনি এটা খুঁজে পাবেন।
যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, এই প্রক্সি সার্ভারটি ব্যবহার করবেন, তাহলে এর ব্রাউজার এক্সট্রেনশন এ্যাড করে নিতে পারেন। এতে আপনি খুব সহজেই যে সামুতে ঢুকতে পারবেন।
আপনাদের সুবিধার জন্য আমি নিচে বিভিন্ন লিংক দিয়ে দিচ্ছিঃ
১। যারা কোন ধরনের এক্সটেনশন এ্যাড করা ছাড়া ব্যবহার করতে চান, তারা এই লিংকে ক্লিক করুনঃ https://kproxy.com । ক্লিক করে যে সাইটে যেতে চান, তার নাম লিখে সার্ফে ক্লিক করুন।
২। যারা এক্সটেনশন এ্যাড করতে চান, তারা গুগল ক্রোমের জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ
https://chrome.google.com/…/gdocgbfmddcfnlnpmnghmjicjognhonm
মজিলা ফায়ার ফক্সের জন্য এই লিংকে ক্লিক করুনঃ
https://addons.mozilla.org/e…/firefox/addon/kproxy-extension
উল্লেখ্য, এক্সটেনশন যোগ হবার পর ব্রাউজারের উপরে ডান পাশে একটা টুপির মত আইকন দেখা যাবে, সেখানে ক্লিক করে প্রক্সি চালু করে তারপর ব্যবহার করতে পারবেন।
৩। যাদের ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স নেই, তারা চাইলে KPROXY এর ব্রাউজার ব্যবহার করতে পারেন। সেটা ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন। https://kproxy.com/downloads.jsp
৪। এদের একটি লাইট ভার্সন আছে, যা দিয়ে মোবাইল থেকেও ব্যবহার করা যাবে। এছাড়া আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে আপনার পছন্দ মত ভিপিএন বা প্রক্সি এ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা দিয়ে মোবাইল থেকে ও ব্লগে ঢুকা যাবে। আমি ব্যক্তিগতভাবে - সুপার ভিপিএন ফ্রি ক্লায়েন্ট ব্যবহার করি। আপনারাও চাইলে ব্যবহার করে দেখতে পারেন।
https://play.google.com/store/apps/details…
খুব দ্রুত আমাদের এই সমস্যার সমাধান হোক - এই প্রত্যাশা করি।
২| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫১
অজ্ঞ বালক বলেছেন: আমি টর ভালা পাই। দরকারি পোস্ট।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।আমি বাংলাদেশ থেকেই দেখতে পাই শুধু অফিসে এলে।গ্রামীণ বা বাসায় দেখতে পাইনা।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পোষ্টটি বহুজনের কাজে আসবে।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪
মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমার মতে, ভিপিএন বুকটাই সবচেয়ে বেস্ট।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই এডঅন্স টিও খুব কাজের, আমি এটা ব্যবহার করছি। চাইলে যে কেউ ৩০ সেকেন্ডে এড করে নিতে পারেন। এড করার পর ডান পাশে উপরে একটা গ্লোব আসবে সেটাতে ক্লিক করে এডঅন্সটি অন করে দিলেই কাজ শেষ ।
যে কোন প্রক্সি সার্ভারে নেট চালালে স্পিড স্লো হয়ে যায় । তাই প্রয়োজনে গ্লোবে ক্লিক করে আপনি এটা অন অফ রাখতে পারবেন।
৮| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই এক্সটেনশন অ্যাড করলে ঝামেলা কি?
থ্যাংক ভাই, অশ্লীল ছবি ডিলিট করার জন্য
লেখাটা পড়বেন প্লিজ
৯| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
নীল আকাশ বলেছেন: আমার এক বন্ধু আরেকটা ভাল সাজেশন দিয়েছে, psiphon3
এটা ব্যবহার করে ভালই লাগছে, যথেষ্টই ফাস্ট। টরের মতো স্লো না।
আপনার দেয়া সাজেশনও ট্রাই করে দেখব ভাই।
উপকারী পোস্ট দেবার জন্য সবার পক্ষে থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আরেকটা কথা,অস্লীল নামধারী ব্লগারকে অতি দ্রুত ব্যান করার জন্য কৃতজ্ঞতা রইল।
ধন্যবাদ এবং আপনার জন্য শুভ কামনা রইল।
১০| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৯
হাবিব বলেছেন: আসসালামুআলাইকুম। আপনার আগের একটা পোস্টে জেনেছিলাম নতুন ব্লগ নিক খোলার সিস্টেম বন্ধ রাখা হয়েছে। কিন্তু আজকের পরিস্থিতিতে মনে হলো আর কিছুদিন নিক খোলার সিস্টেম বন্ধ রাখা দরকার। অন্তত: মন্তব্যে ছবি পোস্ট করা থেকে অবশ্যই। আশাকরি ব্যবস্থা নিবেন।
১১| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৯
সুমন কর বলেছেন: অনেকের কাজে আসতে পারে।
১২| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম। কাজে লাগতে পারে।
১৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ এসব উপকারী তথ্য জানাবার জন্য। আপনার পোস্টের শেষ লাইনটিতে ব্যক্ত প্রত্যাশা দ্রুত পূরণ হোক!
১৪| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আপডেট কি কাভা ভাই?
১৫| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব দ্রুত আমাদের এই সমস্যার সমাধান হোক - এই প্রত্যাশা করি।
.........................................................................................................
ব্লগে ঢুকতে না পারলে আপনার এই পাতা পড়ার কোন সুযোগ নাই,
আমি ফেইজ বুক থেকে কিছু ধারনা নিয়ে এখন মাঝে মাঝে আসতে পারি ।
তাও ইন্টারনেট স্লো থাকলে কিছুই কাজ করে না ।
সুতরাং কৌশল জানার জন্য আরও ব্লগার আসার জন্য সহজ ভাবে কিছু পোষ্ট ফেইজ বুক
দিলে ভালো হয় ।
https://kproxy.com এর ব্যবহার করে দেখলাম, আমার এখান থেকে ঢুকা যায় কিন্তু
কোন উত্তর বা ব্রাউজ করা বা ছবি পাঠানো যায় না ।
১৬| ১৫ ই জুন, ২০১৯ রাত ১:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: সুখবরটা ব্লগে বললে কি হয়
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৯
পবিত্র হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।