নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
একজন ডাক্তারকে মানুষের স্বাভাবিক সময়ে প্রয়োজন নাই, তাঁকে প্রয়োজন মানুষের সবচেয়ে দুর্বল এবং স্পর্শকাতর মুহুর্তে। যে সময়ে মানুষ অসুস্থ থাকে, মনোবল থাকে না, নিজের আত্মবিশ্বাসে চিড় ধরে ঠিক সেই মুহুর্তেও একজন মানুষ ডাক্তারের উপর আস্থা রাখেন। এই আস্থা অনেকটা আধ্যাত্মিক ব্যাপার। ডাক্তারের শুধুমাত্র মুখের কথাই একজন রোগীর জন্য সুস্থতার সবচেয়ে বড় ঔষুধ হতে পারে। তাই ডাক্তার এমন একটা পেশা যাকে সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে এবং বিপদের সময় একান্তভাবে পাশে পেতে চায়।
সেবা জনিত প্রায় প্রতিটি সেক্টরে আমাদের লোকবলের অভাব আছে। বিশেষ করে সরকারী চিকিৎসা বিভাগে আমাদের প্রয়োজনীয় লোকের সংখ্যা খুবই কম। তা স্বত্তেও ডাক্তার এবং নার্সদের একটা বড় অংশ চেষ্টা করেন সেবা দিতে। ভালোমন্দ তো সব সেক্টরেই আছে। সমস্যা হয়, যখন এই মন্দ অংশকে পরিবর্তন করা যায় না বা যখন পরিবর্তন করার চেষ্টা করা হয়। কোন সেক্টরের মন্দ অংশকে দোষারোপ করার মানে এই নয় যে, ভালো অংশকেও দোষারপ করা হচ্ছে। মন্দ অংশকে পরিবর্তন করার চেষ্টার অর্থ এই নয় যে ভালো অংশকেও পরিবর্তন করা হবে। তাই যখন কোন পেশার কোন নির্দিষ্ট অংশকে সমালোচনা করা হবে, সেটার পুরো পেশার উপর গিয়ে বর্তায় না। এই ধরনের চিন্তা ভাবনা বাস চালক শ্রমিক সংস্থাগুলো করলে অশিক্ষিত বলে মেনে নেয়া যায়। কিন্তু শিক্ষিত অংশের ক্ষেত্রে এমনটা ভাবা খুবই কঠিন।
কেউ যদি তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে তিনি অবশ্যই দোষী। বিশেষ করে সরকারী কোন কর্মকর্তা যদি তাঁর উপর দায়িত্ব সঠিকভাবে পালন না করেন বা নিয়মের ব্যতয় করেন তাহলে স্থানীয় জনপ্রতিনিধি এই ব্যাপারে তাঁকে সর্তক, শাস্তিমুলক বা আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পদক্ষেপ নিতে পারেন। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী দেশের প্রথম পনেরজন ব্যক্তির মধ্যে ১৩ নাম্বারে আছে সংসদ সদস্যগণ। একজন সংসদ সদস্য চাইলে সিভিল সার্জনকেও জবাবদিহীতার আওতায় আনতে পারেন। কার্যত এখানে দোষের কিছু নাই। রাজনৈতিক কারনে এবং পেশাগত সাম্প্রদায়িক মনোভাব থেকে অনেকেই এই বিষয়টিকে নিয়ে সমালোচনা করছেন। সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে, দুইদিন আগেও যে লোক সরকারী হাসপাতালে ডাক্তার না থাকা, প্রাইভেটে প্র্যাক্টিস নিয়ে সোচ্চার ছিলেন, তিনি আজকে হঠাৎ করে মাশরাফী অন্যায় করেছেন বলে বিশাল বিশাল লেখা প্রসব করছেন।
যাইহোক, এরা হিপোক্রেট। এই ধরনের মানুষ থাকবেই। এদেরকে ইগনোর করতে হবে। বুঝাতে হবে, সর্যি! আমরা হিপোক্রেসি পছন্দ করি না। আজকে যদি আমাদের রাষ্টীয়ভাবে জবাবদিহীর নজির থাকত, তাহলে অনেক কিছুই পরিবর্তন হতো। সবাই সবাইকে সম্মান করবে, সবাই নিজের সম্মান রাখবে এটাই কাম্য।
২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ। আমাদের ব্লগেও দেখেছি এমন বেশ কিছু আছে।
২| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৫
ভুয়া মফিজ বলেছেন: আমাদের দেশে অন্য অনেক কিছুর সাথে সাথে হিপোক্রেটের আবাদও প্রচুর। আমরা কি এদেরকে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি না?
সংশ্লিষ্টদের ভেবে দেখতে অনুরোধ করছি!
২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই রে!! ধনী হইয়া যাইতাম ভাই!! এক্কেরে ধনী।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৫
মাহমুদুর রহমান বলেছেন: ভালো বলেছেন।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২০
পবিত্র হোসাইন বলেছেন: সবই ফেসবুক সেলিব্রেটিদের অবদান
৫| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৫
অজ্ঞ বালক বলেছেন: একদম। ঠিক কথা কইসেন। ম্যাশের আচরনে আমি ভুল কমই পাইসি। কারন অন্যরা সঠিক ছিল না। এইটাই সত্য।
৬| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৩
স্বপ্নডানা১২৩ বলেছেন: খুবই কম্প্যাক্ট এবং জোস একটা লেখা ।
৭| ২৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
ল বলেছেন: জবাবদিহিতা নিশ্চিত করা যায় কিভাবে!!!
৮| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের দেশের ডাক্তারদের ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মোটেই ভালো নয়।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪১
পথ হতে পথে বলেছেন: অন্যায় যে করে আর অন্যায় যে সহে...
১০| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,
সবটাই ঠিক বলেছেন।
জবাবদিহিতা নেই এর কালচারে জবাবদিহিতার প্রশ্ন এলেই আমরা একেকজন হিপোক্রেসীর আশ্রয় নিয়ে বিজ্ঞ সাজতে চাই।
১১| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৩
িপতৃনহপ বলেছেন: Employee of every sector of our government should have accountability. What Mash had done is right in a way but totally unjust in another way. I mean the way an MP should talk with an employee of the government---- had he done that way? He could have taken action without uttering those word of illiterate person! Doctor are not above the law, but should anyone talk with a doctor / a consultant like the way Mash had done. Above all the way the media published it in public is totally unacceptable. This is not a police / army state!! And Mash is not a Police officer or Army officer with authority of confronting another government officer they way he did!!
১২| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৯
এম.জে. রহমান বলেছেন: মাশরাফি যা করেছেন সেটা হলো অর্বাচীন এর কান্ড , এভাবে জনপ্রিয় হওয়া যায় , সমস্যার সমাধান হয় না।
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৬
কাওসার চৌধুরী বলেছেন:
দেশের সব মানুষ যেমন সাধু নয়; ঠিক তেমনি সরকারী সেবাদানকারী ব্যক্তিরাও সবাই দায়িত্বশীল নয়। এখন কথা হলো, সরকারী চাকুরীজীবি/পেশাজীবীদের মধ্যে কত পার্সেন্ট দায়িত্বশীল আর সৎ। মানুষের বিশ্বাস এ সংখ্যাটি মোটেও আশানুরূপ নয়। অর্থাৎ শতকরা ৮০% বা তার চেয়ে বেশি দায়িত্ব সচেতন নয়। আর এখানেই সাধারন মানুষের ক্ষোভ।
ডাক্তারদের প্রায় সবই কমিশনের বিনিময়ে এন্টিবায়োটিকের পদ্য প্রেসক্রিপশনে লিখেন; সরকারী হাসপাতালে ঠিকমত চিকিৎসা সেবা না দিয়ে প্রাইভেট প্রেকটিস করেন; ডায়াগনস্টি সেন্টারের কমিশন নেন; রোগীদের সাথে দুর্ব্যেবহার করেন। এগুলো একদম কমন বিষয়। এজন্য ডাক্তার মহাদেবদের সাধারন রোগীরা কসাই ভাবেন; ভয় পান।
আমার এই পোস্টে দেশের ডাক্তারদের নিয়ে কিছু অভিজ্ঞতার কথা আছে।
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
১৫ জন ডাক্তারের ভেতর ১৪ জনই অনুপস্থিত।
হাসপাতালের বেতন নিয়ে অফিস টাইমে বাইরের ক্লিনিকে কাজ করা কোন ধরনের নৈতিকতা?
আপনি পারবেন আপনার অফিস টাইমে দির্ঘ সময় অনুপস্থিত থাকতে?
কশাইগুলো হেন কাজ নেই যে করে না। ঔসধ কম্পানি থেকে কমিশন খেয়ে যতেচ্ছ ভাবে এন্টিবাওটিক প্রেস্ক্রাইব করে জীবানূ গুলোকে সুপারবাগে পরিনত করেছে। আর দরিদ্র রোগীকে অযথা এই টেষ্ট সেই টেষ্ট দিয়ে কমিশন বানিজ্য তো আছেই।
একজন খাম্বা সমর্থক জাতিয়তাবাদী পোষ্ট দিয়েছে যেহেতু অবৈধ ভোটে নির্বাচিত অবৈধ এম্পি, তাই কিছু বলা যাবে না।
খাম্বাচোরা ও জাশিরা জয়লাভ না করা পর্যন্ত সব নির্বাচন অবৈধ, সব সরকার অবৈধ।
তাই যে যা ইচ্ছা তাই করবে। কাউকে কিছু বলা যাবে না।
কেউ কেউ বলছে মাশরাফি হাজার কোটি ব্যাঙ্ক লোপাট ও দেশের অন্যান্ন দুর্নিতি নিয়ে কথা না বলে ডাক্তারদের পিছে লাগলো কেন?
দুর্নিতি নিয়ে কথা বলতে হলে তো মামলা করতে হবে দুর্নিতি প্রমান করতে হবে। এসব করবে দুদক, পুলিশ, উকিল ও আদালত। এসব মামলা এখনো চলমান অনেক সময় সাপেক্ষ।
৩০০ বেডের হাসপাতালে ১৮০০ রোগী ভর্তি করলে, ডাক্তার নার্স কেন ছয়গুন বেশী নিয়োগ দেয়া হয় না?
মফস্বলের এক এম্পির সেই ক্ষমতা থাকে?
মাশরাফির ব্যাপারটা তো সিম্পল। অফিস টাইমে ডাক্তারগন অনুপস্থিত। হাসপাতালের বেতন নিয়ে কাজে না এসে প্রাইভেট ক্লিনিকে।
জনপ্রতিনীধি কেন? যে কেউ সাধারন একজনও প্রশ্নটা করতে পারে।
১৫| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৪
রাফা বলেছেন: চমৎকার লিখেছেন ।আমাদের মূল সমস্যা হলো সমস্যার কেন্দ্রবিন্দুতে থাকতে পারিনা আমরা।ডাল ,পাতা ,ছাল-বাকল নিয়ে সমালোচনায় মেতে উঠি আমরা।মাশরাফির যে আচরনের জন্য সমালোচনা ,তা এরকম ডাক্তারদের কাছ থেকেই শেখা বলে মনে করি আমি।
ধন্যবাদ,কা._ভালোবাসা।
১৬| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৪৫
নতুন বলেছেন: মাশরাফি প্যাচ দিয়ে কথা বলতে পারেনা.... সে সাধারন মানুষের মতনই কথা বলেছে.... তিনি রাজনিতিক নেতা বা অভিঙ্গ কম`কতার মতন কথা বলেননাই এটা ঠিক।
কিন্তু উনি যেই কাজ শুরু করেছেন সেটা ঠিক আছে.... কিন্তু বিষয়গুলি আরেকটি প্রফেসনাল ভাবে ডিল করতে হবে... কারন এমপির মুখ থেকে যেই কথা বের হবে সেটার বিশ্লেসন মানুষ করবে। তাই তাকে আরএকটু সতক` হতে হবে....
কিন্তু এই রকমের সারপ্রাইস ভিজিট এবং জবাবদিহিতা নিশ্চিত করার কাজ তিনি যদি চালিয়ে যেতে পারেন তবে ৬ মাসেই জনগন তার সুফল পেতে শুরু করবে....
১৭| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৫৭
ডঃ এম এ আলী বলেছেন:
পোষ্টের শিরোনাম যথাযথ হয়েছে ।
উপসংহার আরো সুন্দর হয়েছে ।
সমাজের সার্বিক মঙ্গলের জন্য
সর্ব অবস্থাতেই গঠনমুলক
সমালোচনা কাম্য ।
১৮| ৩০ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগ থাকাতে, আমরা শিক্ষিত বাংগালীদের জ্ঞানের গভীতা বুঝার সুযোগ পাচ্ছি।
১৯| ০১ লা মে, ২০১৯ সকাল ১১:২২
অর্পিতা মন্ডল বলেছেন: খুব ভালো লাগলো পড়ে। চমৎকার শিরোনাম।
২০| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খামাখা সমালোচনা আমাদের দেশে সাধারন কালচারে পরিনত হয়েছে । আপনার লেখাটা এর আগে ও পড়েছি । ভাল লিখেছেন ভাই ।
২১| ০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা নেবেন।
আমি বেশ কিছু সময় জেনারেল স্ট্যাটাসে আছি; আমাকে সেইফ স্ট্যাটাস দেয়ার জন্য অনুরোধ রলো; আমি নিয়ম-কানুনের প্রতি আরো অনুগত হবো; ধন্যবাদ।
২২| ০৮ ই মে, ২০১৯ দুপুর ১:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাদের দেশে অবস্থাটা এমন হয়েছে যে, যে যা ইচ্ছা করবে কিচ্ছু বলা যাবে কাউকে।
২৩| ২০ শে মে, ২০১৯ বিকাল ৩:২৭
সেলিম আনোয়ার বলেছেন: মাশরাফির দক্ষ রাজনীতিবিদ নন। এটিই সত্যি কথা। হিরো্ইজম খেলার মাঠে যতটা কঠিন রাজনীতির ময়দানে তার চেয়ে অনেক বেশি কঠিন।
২৪| ২৫ শে মে, ২০১৯ সকাল ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। ধন্যবাদ।
মাশরাফি'র মুখের ভাষা হয়তো আরো কিছুটা মার্জিত হতে পারতো, কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে তার কাজটা এবং কাজের
মূল উদ্দেশ্যটা মন্দ ছিলনা।
২৫| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন: মাশরাফী তার নিজ গুণে এতোটাই এগিয়ে যাবেন তা স্বপ্নের মতোই হবে। তবে ডাক্তার দেশে দিন দিন ভয়ংকর হয়ে আসছে - আমাদের করনিয় কিছুই নেই, কারণ ডাক্তারগণ অবরোধ করে বসে যাবেন - সকল হাসপাতাল বন্ধ হয়ে যাবে। তাই ইগনোর করি!
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০১
আর্কিওপটেরিক্স বলেছেন: কতিপয় মানুষ আয়নার অপর পিঠটা দেখে না। শুধু সমালোচনাই করতে পারে। কি আর করা ! জগত বড়ই বিচিত্র এক গল্প।