নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কুহক মাহমুদ আর আমাদের মাঝে নেই।

২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৯

প্রিয় ব্লগারবৃন্দ,
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সামহোয়্যারইন ব্লগের ব্লগার, অনলাইন এক্টিভিস্ট, কবি, আলোকচিত্রী কুহক মাহমুদ আর আমাদের মাঝে নেই। আজ দুপুর ১২টায় তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যূ বরণ করেন।

ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী এবং আন্তরিক স্বভাবের মানুষ ছিলেন ব্লগার কুহক। ব্লগারদের যে কোন সমস্যায় তিনি সবচেয়ে আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেন। সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে এই মহান ব্লগারের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।

উনার ব্লগ লিংকঃ কুহক'

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন

২| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৬

খায়রুল আহসান বলেছেন: একজন সহব্লগারের চিরপ্রস্থানে ব্যথিত বোধ করছি।
আল্লাহ রাব্বুল 'আ-লামীন তার জীবনের জানা অজানা, ছোট বড়, সকল গুনাহ মা'ফ করে দিয়ে তাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে নিন! তার শোক সন্তপ্ত পরিবারেরকে সুরক্ষা করুন এবং এই বিপদের দিনে শক্তি ও ধৈর্য প্রদান করুন!

৩| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।

৪| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪১

ইসিয়াক বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন
আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।

৫| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৪

নীল আকাশ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন
আল্লাহ উনার শোক সন্তপ্ত পরিবার কে দুঃখ সহ্য করার মতো ধৈর্য্য দান করুন।

৬| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৮

ম্যাড ফর সামু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।

আল্লাহর নিকট উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
আর তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।
আমিন।

৭| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: খুব দুঃখজনক ঘটনা। উনার সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য আমার হয়েছে । সত্যি চমৎকার মানুষ ছিলেন। খুব কষ্ট হচে্ছ । আমি অসুস্হ না হলে হলি ফেমিলি হসপিটালে চলে যেতাম। আল্লাহ উনার সকল গুণাহ যেন মাফ করে দেন। উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন । এত অল্প বয়সে উনি চলে যাবেন ভাবতে পারেন নি। উনার শোকসন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা। আল্লাহ যেন তাদের এ বিয়োগ ব্যথা সহ্য করার ক্ষমতা দেন। কুহক ভাই যদি আপনার মনে নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিবেন। ভাল থাকবেন না ফেরার দেশে।

৮| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



সাম্প্রতিক সময়ের সবচেয়ে কষ্টকর সংবাদ; উনার পরিবারের লোকজন সময়ের সাথে শোক কাটিয়ে উঠুক, এই কামনা রলো।

৯| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরপারে তিনি ভাল থাকুন। পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করছি।

লিংক দেয়াতে ভাল হয়েছে ওনার লেখা পড়তে পারবো।

১০| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: জাদিদ আমার মনটা খুব খারাপ হয়ে গেল। যদি ক্ষমতা থাকতো তাহলে তাকে ফিরিয়ে নিয়ে আসতাম এ পৃথিবীতে।

১১| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২২

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় ব্লগারের মৃত্যুতে ব্লগার হিসেবে মনে হল সংসারের একজন মানুষকে হারিয়েছি। উনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

১২| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৯

রাকু হাসান বলেছেন:

মনটা বিষাদে ভরা এমনিতেই । আসছিলাম ব্লগে ,এসেই দেখি :( । কি অদ্ভুদ না ঠিক তাঁর লেখা গুলো বেঁচে আছে । আল্লাহ্ তাঁকে জান্নাত দান করুক ।

১৩| ২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবির বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

ব্লগারদের শ্রদ্ধা নিবেদনের সুবিধার্থে আপনার এই পোস্টটি স্টিকি করা হোক।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

ঢাকার লোক বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ওইন্না ইলাইহে রাজিউন।

আল্লাহ উনার সকল গুণাহ মাফ করে দেন। উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
আর তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।
আমিন।

১৫| ২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রতিটি মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক‌ উনার প্রস্থানে আমি শোকাহত। উনার বিদেহী আত্মার কল্যাণ কামনা করছি। দ্বিতীয় জগতে উনি অনেক অনেক ভালো থাকুন।

১৬| ২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

করুণাধারা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।

১৭| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৩

বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন

১৮| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: অনুপ্রানন প্রকাশনিতে উনি কাজ করতেন।
সেখানে বেশ কয়েকবার তার সাথে কথা হয়েছে।
শান্ত, ভদ্র এবং খুব আন্তরিক মানুষ ছিলেন।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: অনুপ্রানন প্রকাশনিতে উনি কাজ করতেন।
সেখানে বেশ কয়েকবার তার সাথে কথা হয়েছে।
শান্ত, ভদ্র এবং খুব আন্তরিক মানুষ ছিলেন।

২০| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,



এই দুঃসময়ে সামুবৃক্ষের একটি পাতা ঝরে পড়ার শব্দে দীর্ঘশ্বাস উঠবে সমুদয় বৃক্ষ জুড়ে।
হে বৃক্ষ; তুমি আঁকড়ে রেখো সব পত্রপল্লব।

"কুহক" কুহকী স্বপের মতোই লেপটে থাকুক আমাদের চোখে।
মর্মাহত।

২১| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন ।

২২| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: @আহমেদ জী এস,
সুন্দর করে সাজিয়ে আমার মনের কথাগুলো বললেন, ভাল লাগলো।
অনেক ধন্যবাদ।

২৩| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। উনি ওপারে ভালো থাকুক।

২৪| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কুহক মাহমুদ ব্লগারের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।

....................................................................................
انا للہ وانا الیہ راجعون پڑھنے کے فائدے

২৫| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১:০৯

ANIKAT KAMAL বলেছেন: সবাই একই প‌থের যাত্রী সম‌য়ের ব্যবধা‌নে সবাই‌কে যে‌তে হ‌বে। চ‌লে গে‌লেন রে‌খে গে‌লেন অনন্ত ভা‌লোবাসার উপহার অামরা বিনম্র শ্রদ্ধায় ম‌নে রাখব অনন্তকাল

২৬| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১:২০

কাতিআশা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন!

২৭| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৩:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:
ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন

আমাদের একজন সহব্লগারের চিরপ্রস্থানে ব্যথিত বোধ করছি।

আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাঁর জীবনের জানা অজানা, ছোট বড়, সকল গুনাহ মা'ফ করে দিয়ে তাকে
জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন । তাঁর শোক সন্তপ্ত পরিবারেরকে সুরক্ষা করুন এবং এই বিপদের দিনে
শক্তি ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন ।

তাঁর জীবনের সকল মহত কৃতি শ্রদ্ধার সাথে আমাদের স্মরণে থাকবে ।

২৮| ২৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:১৫

নতুন নকিব বলেছেন:



ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন!

আল্লাহ পাক জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করুন। তার পরিবার-পরিজনের প্রতি রহমত করুন। তাদের এই শোক কাটিয়ে ওঠার তাওফিক দিন।

কা_ভা ভাই,

প্রয়াত কুহক মাহমুদ ভাইয়ের কি কোনো সসন্তানাদি আছে? থাকলে ক'জন? দয়া করে তাদের অবস্থা সম্মন্ধে আর কোনো তথ্য কি আমাদের জানানো সম্ভব?

২৯| ২৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


সম্ভব হলে, উনার স্ত্রী ও সন্তানরা (যদি থাক) কেমন আছেন, কোন ধরণের অসুবিধায় আছেন কিনা, জানা দরকার।

৩০| ২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:১২

মিরোরডডল বলেছেন: যে কোন মৃত্যু সংবাদই খুব কষ্টদায়ক । যার যায় সেই বোঝে ।
যারা ওনাকে চেনেন , কেউ কি লিখবেন প্লীজ কি হয়েছিল ওনার ।
আরও কিছু ইনফর্মেশন যদি জানাতেন ।
May Allah forgive him!

৩১| ২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন
আল্লাহ তাকে জান্নাত নসীব করুন

৩২| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩২

নতুন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন
আল্লাহ তাকে জান্নাত নসীব করুন


দুনিয়াটা বেশ অদ্ভুত.... অল্প সময়ের জন্য এখানে সবাই থাকে.... অনেকেই অল্প বয়সে চলে যায়।

হয়তো অনেক আরো অনেক ব্লগার সবার অজান্তে চলে গেছে.... আমারা খবরও পাইনাই।

৩৩| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
সম্ভব হলে, উনার স্ত্রী ও সন্তানরা (যদি থাক) কেমন আছেন, কোন ধরণের অসুবিধায় আছেন কিনা, জানা দরকার।

কুহক সাহেব দরিদ্র একজন মানুষ। জীবিত অবস্থায় উনি বেশ আর্থিক কষ্ট করে গেছেন। উনার এক মেয়ে আছে তৃষা নাম।

৩৪| ২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪২

নীলপরি বলেছেন: বেদনাদায়ক । ওনার প্রতি শ্রদ্ধা রইলো ।

৩৫| ২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই মাটি থেকে জন্মরে তোর
এই মাটিতেই হইলি বড়
হেসে খেলে চলে গেলে
এই মাটিতেই হবে কবর ..

ফিহা খালাক নাকুম
ওয়া ফিহা নুয়িদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা ....

এই চিরকালীন সত্যটা আমার ভুলে যাই। ভুলে থাকতে চাই!
অথচ এড়িয়ে যাবার কোন পথ নেই। কোন উপায় নেই!
তাই যেন মাঝে মাঝে আপনজনের কেউ চলে গিয়ে ঝাঁকুনিয় দিয়ে সত্যটা মনে করিয়ে দেয়

কত ব্লগারকেইনা হারিয়েছি আমরা, মনে পড়ছে ইমন জুবায়ের, রাজামশাই, সহ অন্য হারিয়ে যাওয়া ব্লগারদের কথা।

সকলের আত্মার মুক্তি ঘটুক।
প্রশান্তির আর স্থিতির শান্তি জগতে বিচরণ হোক অবিরত।

৩৬| ২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৫

মি.সিম্পলম্যান বলেছেন: উনি কিভাবে মারা গেলেন? ইন্না লিল্লাহ.।.।।।

৩৭| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি চাঁদগাজী ভাইয়ের পোস্ট দেখে অণুপ্রানন প্রকাশনীতে যোগাযোগ করেছি, প্রকাশনীর প্রকাশক জনাব ইউসুফ সাহেব খুব কষ্টকর কথা জানালেন ব্লগার কুহক মাহমুদ ভাইয়ের হাইপারটেনশন ও লিভারে সমস্যা ছিলো তিনি আর্থিক অভাবে ‍চিকিৎসার জন্য সামান্য ভারত পর্যন্তও যেতে পারেননি।

ব্লগার কুহক মাহমুদ ভাইয়ের ছেলে: -
মুক্তাদীর হোসেন তামীম
মোবাইল নম্বর: - ০০৮৮-০১৬-৭৩৩৭-৩৯৫৬


জনাব ইউসুফ আহমেদ সাহেব
প্রকাশক
অণুপ্রানন প্রকাশনী
মোবাইল নম্বর: - ০০৮৮-০১৭-৬৬৬৮-৪৪৩৬


ব্লগের সবার প্রতি অনুরোধ দয়াকরে করুণা ও দোয়া করার ফোন থেকে বিরত থাকুন।




৩৮| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৫

আনমোনা বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করছি।

৩৯| ৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৫৫

মিরোরডডল বলেছেন: সব মানুষকেই চলে যেতে হয় যার যখন সময় হয় এটা সত্যি ।
কিন্তু যেটা জানলাম ওনার ভালো চিকিৎসা হয়নি অর্থাভাবের জন্য, এটা কষ্টদায়ক ।
একজন মানুষ কষ্ট পাচ্ছে কিন্তু চিকিৎসা হচ্ছে না , এটা সেই মানুষটার জন্য যতটা শারীরিক কষ্ট , তার পরিবার পরিজনদের জন্য অনেক মানসিক কষ্ট ।
একজন মানুষ যখন চোখের সামনে তার প্রিয় মানুষটাকে কষ্ট পেতে দেখে, চলে যেতে দেখে কিন্তু কিছু করতে পারেনা , সে তখন কত অসহায় , তার অনুভূতিটা কত মর্মান্তিক ।
সামু যদি একটা পরিবার হয়, এখানে সবাই সেই পরিবারের সদস্য । সবাই সবার বিপদে পাশে থাকবে এটা আশা করা যায় ।
For future references, if anyone suffer somehow, we all should get involved and make hard thing easier.
May be we can’t change anyone’s life but we definitely can make things better and give some comfort.

৪০| ৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০৭

অন্তরন্তর বলেছেন: কা ভা ভাই খুব কষ্টের একটা সংবাদ দিলেন। মরহুমের আত্মার শান্তি কামনা করছি। আমার সাথে ভদ্রলোকের বইমেলায় পরিচয় হয়েছিল কয়েকবছর আগে। প্রাণোচ্ছল এবং হাসিখুশি মানুষটি আজ আমাদের মাঝে নেই ভাবতেই পারছি না। উনার পরিবার এই শোক সামলে উঠুক এই কামনা রইল।

৪১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন! বেশ কয়েকদিন পরে ব্লগে এসে এই দুঃসংবাদটি পেয়েছি। মাথা ফাঁকা লাগছিল, কি বলব বা লিখব বুঝতে পারছিলাম না। ওনার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় না থাকলেও মন খারাপের তীব্রতা পরিবারের সদস্যের চলে যাবার মতোই। আর হবেই বা না কেন? সামু পরিবারের গুণী এক সদস্যকে হারালাম আমরা।

আল্লাহ ওনার আত্মার শান্তি দিন, সকল ভুল ক্ষমা করে ওনাকে জান্নাতবাসী করুন।

ওনার পরিবারের এই মুহূর্তে কতটা কষ্টে আছে তা হয়ত আমরা কল্পনাও করতে পারবনা। আল্লাহ তাদেরকে শোকের সময়টা পার করার শক্তি দিক। কঠিন সময়টা তার রহমতে কেটে যাক।

৪২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৯

আমি তুমি আমরা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.