নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
আজ ১৫ ডিসেম্বর, সামহোয়্যারইন ব্লগের জন্মদিন। আজ থেকে ১৫ বছর আগে এই দিনে যাত্রা শুরু হয় বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন ব্লগের। সেই হিসাবে আজকে সকল বাংলা ব্লগারদের জন্মদিনও বটে। এই আনন্দ এবং গৌরবের দিনে আমি সকল ব্লগারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আজকের দিনটি শুধু সামহোয়্যারইন ব্লগের জন্মদিন উপলক্ষেই গুরুত্বপূর্ন নয় বরং এই দিনে আমরা মাতৃভাষা বাংলায় নিজেদেরকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে সমর্থ হই। ফলে ইন্টারনেটে বাংলা ভাষার অবাধ চর্চা এবং বিস্তৃতিতে আজকে দিনটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে।
সামহোয়্যারইন ব্লগ চালু হবার পর থেকে মানুষের স্বাধীন মত প্রকাশ এবং সৃজনশীলতা বিকাশের একটি মঞ্চ হিসাবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। প্রাত্যহিক জীবন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি, রাজনীতি, দর্শন ইত্যাদি এমন কোন বিষয় নেই যা নিয়ে এই প্লাটফর্মটিতে লেখা হয় নি। আনন্দের বিষয় ইতিমধ্যে স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামহোয়্যার ইন ব্লগ নিয়ে বিশেষ গবেষণা পত্র রয়েছে এবং গবেষণায় আগ্রহীদের আমাদের আন্তরিক সহযোগিতা অব্যহত রয়েছে।
এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে আমাদেরকে মুখোমুখি হতে হয়েছে অনেক প্রতিকুল পরিস্থিতি, মিথ্যে, অযৌক্তিক এবং অন্যায় অপবাদের, যার ধারা এখনও বর্তমান। আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি আমরা গত ১৫ বছর ধরে এই সকল মিথ্যে অপবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে চলে টিকিয়ে রেখেছি মার্তৃভাষা চর্চার এই অসামান্য জায়গাটিকে।
আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই সৈয়দা গুলশান ফেরদৌস জানা এবং আরিল্ড ক্লোক্কেরহৌগ কে। তাদের অসামান্য ত্যাগ এবং শ্রমের বিনিময়ে এই প্ল্যাটফর্মটি এখনও টিকে আছে। কৃতজ্ঞতা সবার প্রতি, যাঁরা এই প্ল্যাটফর্মটি জন্মের সাথে যুক্ত থেকেছেন এবং প্রতিনিয়ত যেকোনভাবেই হোক জড়িয়ে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
জয় হোক মাতৃভাষার, জয় হোক বাক-স্বাধীনতার, জয় হোক সুস্থ ও সুকুমারবৃত্তি চর্চার, জয় হোক মানুষের।
শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৯
ইসমত বলেছেন: আমার ব্লগে লেখা আছে- ব্লগ লিখেছি: ১৪ বছর ১০ মাস। আসলে এই সময়ে সামুর সাথে থেকেছি মাত্র। সেই অর্থে লিখি নি কিছুই। ভাল লাগছে সামুর ১৫ বছর হয়ে গেছে। আমি দুই মাস পরে সামুকে পেয়েছিলাম। তখন ব্লগ লেখা এখনকার চেয়েও প্রেস্টিজিয়াস ছিল বলে মনে পড়ছে। তোমায় অভিবাদন সামহোয়্যারইন ব্লগ।
শুভ জন্মদিন।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৪
জুন বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ। তোমার পাতাতেই আমার যা কিছু লেখালেখির হাতেখড়ি
সামু দীর্ঘজীবী হোক এই কামনা রইলো।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৫
আমি সাজিদ বলেছেন: আমি সময়ে সময়ে সামহোয়্যারইনে নিয়মিত হয়েছি কিন্তু কখনও সামহোয়্যারইন ছাড়তে পারি নাই। সামহোয়্যারইন আমাকে চমৎকার কিছু মানুষের লিখা, কর্ম, চিন্তাভাবনা ও চেতনার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আমার মতোন একজন কম সময় দেওয়া নগন্য ব্লগারকেও সামহোয়্যারইন ফেরায় নি বরং দু হাত ভরে নানা জ্ঞান ও চর্চার রুপ শিখিয়েছে। সামহোয়্যারইনের জন্য শুভকামনা। সামহোয়্যারইনের মাধ্যমে ঘটা বিপ্লবের জয় হোক। শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: অনেক অনেক খুশি ও আনন্দ সামহোয়্যারইন ব্লগ তোমার শুভ জন্মদিনে।
সামুর প্রতি অনেক অনেক ভালবাসা ও দীর্ঘজীবনের প্রার্থনা। আরোও ধন্যবাদ নিশঃর্ত ভাবে লেখালেখির সুযোগ করে দেয়ার জন্য।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯
মুরাদ বেগ বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ
আমি ব্লগে নতুন ফেইসবুক বোরিং লাগে তাই আইডি ডিএক্টিভ করে সামুতে নিয়মিত হবার চেস্টা করছি আশা করছি যতদিন বেঁচে থাকবো ততদিন সামুতে থাকবো, এই অল্প সময়ে সামুর থেকে অনেক কিছু পেয়েছি।
বাংলা ভাষার জয় হোক, সামহোয়্যারইন ব্লগের জয় হোক।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: আরও সামনে এগিয়ে যাই শুভ জন্মদিন সামু
৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৩
ইসিয়াক বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ।৷
আমার যা কিছু পরিচিতি সব তোমার কল্যাণে, যুগ যুগ ধরে তুমি টিকে থাকো। কেটে যাক সব প্রতিকুলতা।
তুমি দীর্ঘ জীবি হও এই কামনা করি।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩১
ফয়সাল রকি বলেছেন: শুভ জন্মদিন। শতবর্ষী হও।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪০
স্থিতধী বলেছেন: ১৬ বছরে পা রাখা কিশোর সামহোয়্যারইন ব্লগ কে জন্মদিনের অনেক শুভকামনা ।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৮
নতুন বলেছেন: শুভ জন্মদিন সামহোয়ারইন ব্লগ। ১৪ বছর ১০ মাস আগে ব্লগের সাথে পরিচয়। বাংলাদেশ থেকে দুরে থাকলেও বাংলা ভাষা থেকে দুরে ছিলাম না এই প্রবাস জীবনে।
অনেক নতুন কিছু জানা হয়েছে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে ব্লগের সাথে থেকে।
দেশে মুক্ত চিন্তার প্রসারে আরো বড় ভুমিকা রাখতে পারতো সামু। আশা করি আগের মতন জনপ্রিয়তা পাবে এবং দেশের মানুষ মুক্ত চিন্তায় বিকশিত হবে।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৩
ওমেরা বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ। আমরা চিরদিন থাকবো না তবু সামহোয়ারইন ব্লগ তুমি থাকে চিরদিন।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন: আরিল্ড ক্লোক্কেরহৌগ কে জানাই শুভেচ্ছা, ওনার অনুপ্রেরনাই সামুর আজকের অবস্থান। আগামী অনাগত সময়ের জন্য শুভকামনা। সাথে সাথে সামুর পুরো টিমকে।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৮
এম এ হানিফ বলেছেন: যাদের অপ্রাণ চেষ্টায় সামু আজ এত বছর পূর্ণ করল তাদের প্রতি ভালোবাসা ও স্যালুট।
এগিয়ে যাক সামু পরিবার।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৫
শায়মা বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ার ইন ব্লগ......
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬
অধীতি বলেছেন: যাত্রা হোক অনন্ত
শুভ জন্মদিন সামু
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯
জিকোব্লগ বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ !!!
১৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫১
ভুয়া মফিজ বলেছেন: অনেক অনেক শুভ হোক তোমার জন্মদিন, সামু। যতোদিন বাংলা ভাষা এই পৃথিবীতে টিকে থাকবে, ততোদিন তুমিও টিকে থাকো। এটাই আমার এই শুভদিনের কামনা।
১৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪
কাবিল বলেছেন:
শুভ জন্মদিন সামহ্যোয়ার ইন ব্লগ, টিকে থাকুক অনন্তকা।
২০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬
কাবিল বলেছেন: হায় হায় 'ল' টা আবার কোথায় হারিয়ে গেল!
২১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৪
নিয়াজ সুমন বলেছেন: শুভ জন্মদিন। সামু
সামুর পথচলা আরো সমৃদ্ধ ও সুন্দর হোক।
২২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৬
পদ্মপুকুর বলেছেন:
যতদিন রবে ইন্টারনেট আর বাংলাভাষা চলমান
ততদিন রবে সামহ্যোয়ারইন ব্লগের পাতাও বহমান
২৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৯
রোকনুজ্জামান খান বলেছেন: গর্ব করে বলতে পারি আমি একজন ব্লগার। এই ব্লগের কারণেই আমি কি বোর্ড এ বাংলা লিখতে পারি। আমি এই ২৪ বছর বয়সে এখানে কবি,লেখক,সাংবাদিক ও গুণীজন দের সান্নিধ্য পেয়েছি পেয়েছি তাদের ভালবাসা। এজন্য আমি সামাজিকভাবে বড় বড় লোক দের সাথে মিশতে পারি কথা বলতে পারি। তাই আমি আমার সন্তাদের কেউ এই ব্লগের প্রতি আগ্রহী করে তুলবো।
শুভ জন্মদিন প্রিয় সামু। তোমার প্রতি রইল বুকভরা ভালবাসা।
২৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভজন্মদিন সামু। ভাল থাকো সবসময়। এগিয়ে চল সুন্দরভাবে সামনের পানে।
২৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: ব্লগের জন্মদিন উপলক্ষ্যে আজ বাসার সবাইকে পিজা খাওয়াবো।
২৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২
রবিন.হুড বলেছেন: সকল ব্লগার ভালো থাকুক। সামুর জন্মদিন স্মরণ রেখে সকল ব্লগার দেশ ও দশের জন্য ভাল কাজের সূচনা করবে এই শুভ কামনা সবার জন্য। আগে আনুষ্ঠানিক ভাবে এই দিবস বা বাংলা ব্লগ দিবস পালন করা হতো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এখন কি কোন অনুষ্ঠান হয় কি না জানি না।
২৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শুভ জন্মদিন, সামু!
২৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০
মিরোরডডল বলেছেন:
সামুর জন্মদিনে অনেকই শুভেচ্ছা । সামুতেই প্রথম বাংলায় লিখতে শিখেছি । শুরুটা মনে হলে এখনও লজ্জা লাগে । ইংরেজি ফন্টে বাংলা লিখে কতই না অস্বস্তিতে পড়েছিলাম !
অনেক সুন্দর ও মুক্তমনের কিছু মানুষের সাথে পরিচয় , কতো অজানা বিষয়ে জানা, কিছুটা নেশা হয়ে গেছে বললেও ভুল হবে না । সামুর আগামী দিনগুলোর জন্য শুভকামনা ।
২৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬
সুমন জেবা বলেছেন:
৩০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০
মোস্তফা সোহেল বলেছেন: সামু আমার ভালবাসার জায়গা।
এখানে এলে মন ভাল হয়ে যায়।
প্রিয় সামু চলুক পৃথিবী যতদিন টিকে থাকে।
৩১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪
কবীর হুমায়ূন বলেছেন: সামু আমার প্রথম অনলাইন বন্ধু। আমার ইমেইল একাউন্ট করে, প্রথম যে অনলাইন পোর্টালের সদস্য হই; তা হলো, সামহোয়ারইনব্লগডটনেট। প্রথম অনলাইন বন্ধুর জন্মদিনে তার প্রতি ভালোবাসা এবং শুভ কামনা।
৩২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮
রামিসা রোজা বলেছেন:
শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ ।
৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলা ভাষায় কোন তথ্য চেয়ে গুগল সার্চ করলে সেখানে একের অধিক লিংক আসে সামুর। প্রতিনিয়ত বাংলা ভাষার তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করে যাচ্ছে সামু।
আফসোস, সামুর বাংলা বিশ্বায়নের এ অবদান মাথা মোটারা ধরতে পারছে না।
সামু টিকে থাক অনন্তকাল, শুভকামনা সামু।
৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
ঢাবিয়ান বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ। অনেক অনেক ভালবাসা তোমার জন্য
৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামহোয়্যারইন ব্লগ একদিন বাংলা একাডেমী ও একুশে পুরস্কার পাবে, এই প্রত্যাশা এবং কামনা এখনো করছি। কৃতজ্ঞা প্রকাশ করছি জানা-আরিল্ড দম্পতির প্রতি, এই বিস্ময়কর ভুবনটি সারা পৃথিবীর বাংলাভাষী ও বাংলা-লিখিয়েদের জন্য উপহার দেয়ার জন্য। শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ।
ব্লগটি সচল রাখার জন্য যারা উদয়াস্ত কাজ/পরিশ্রম করে যাচ্ছেন, বিশেষ করে জাদিদ ভাই, এবং সংশ্লিষ্ট সকল ইঞ্জিনিয়ার ও কলাকুশলীদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।
সবাই সুখে থাকুন চিরকাল।
৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৫০ বছর পর সামু আমাকে দুই লাইন লিখতে শিখিয়েছে। এইগুলো বছর আমি কখনো দুই লাইন একসাথে লিখি নাই।সামুকে ধন্যবাদ।
৩৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯
তারেক ফাহিম বলেছেন: শুভকামনা সামু।
৩৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০
হিমু কবি বলেছেন: শুভ জন্মদিন সামু। এই পাতাতেই প্রথম লেখালেখি শুরু, এখানেই শেষ অবধি থাকতে চাই।
৩৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
সামহোয়্যারইন ব্লগের জন্য শুভ কামনা রইলো।
৪০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
খায়রুল আহসান বলেছেন: মহান বিজয় দিবস-২০২০ এর প্রাক সন্ধ্যায় আপনার এই চমৎকার, নাতিদীর্ঘ পোস্টটি পড়ে মুগ্ধ হ'লাম, গর্বিত বোধ করলাম গত সোয়া পাঁচ বছর ধরে 'বাংলা ভাষায় প্রথম ব্লগ, সামহোয়্যারইন ব্লগ' এর সাথে নিয়মিতভাবে সংযুক্ত থাকতে পেরেছি বলে।
ব্লগ হিসেবে আত্মপ্রকাশেরও বেশ কিছুকাল পূর্ব থেকে যাদের মাথায় এ ব্লগের পরিকল্পনা জন্ম নেয় এবং ধীরে ধীরে বিকশিত হয়, সেই জানা এবং অরিল্ডকে এবং প্রথমদিন থেকে আজ পর্যন্ত যারা যারা এ ব্লগের প্রতি কোন না কোনভাবে অবদান রেখেছেন এবং রেখে চলেছেন, সেই সকল প্রশাসনকর্মী, লেখক, পাঠক, আইটি বিশেষজ্ঞ ও সমালোচকদেরকে আজকের এই পঞ্চদশ বার্ষিকীর শুভক্ষণে জানাই আন্তরিক সাধুবাদ। বিশ্বব্যাপী বাংলা ভাষাকে পরিচয় করিয়ে দিয়ে, ছড়িয়ে দিয়ে এবং স্বাধীনভাবে বাংলা ভাষায় মুক্ত আলোচনার সুযোগ করে দিয়ে সামহোয়্যারইন ব্লগ এক বৈপ্লবিক সাফল্য অর্জন করেছে।
সকল ব্লগার ভাইবোনকে আন্তরিক অভিনন্দন এবং ব্লগ-জন্মদিনের ব্লগীয় শুভেচ্ছা!
৪১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
সামুর মালিকানা, এডমিনের লোকজন ও ডেভেলপারদের জন্য শুভেচ্ছা রলো।
৪২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৫
নস্টালজিক বলেছেন: জন্মদিনের সতত শুভেচ্ছা।
৪৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৭
ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ার ইন ব্লগ.
৪৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
শুভ জন্মদিন সামু ।
জয় হোক মাতৃভাষার , জয় হোক স্বাধিনতার , জয় হোক সুস্থ ও সুকুমারবৃত্তি চর্চার , জয় হোক মানুষের ,
বিশ্বের সর্বপ্রান্তে বিস্তার ঘটুক সামুর এ কামনাই রইল । সামু ব্লগের প্রতিষ্ঠাতা সহ এর সকল কলাকুশলীদের
জানাই আন্তরিক অভিনন্দন ।
৪৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫২
নতুন নকিব বলেছেন:
নাতিদীর্ঘ কিন্তু আপনার অসাধারণ এই পোস্টটি দেখে লগড ইন না হয়ে পারলাম না। সংক্ষিপ্ত, গোছানো এবং প্রয়োজনীয় কয়েকটি কথায় সামুর জন্ম বৃত্তান্ত তুলে ধরার সাথে সাথে ঘাত প্রতিঘাতে জর্জরিত হওয়া সত্বেও সাহসের কণ্ঠস্বর হয়ে সকল বাধাবিঘ্ন দু'পায়ে দলে এই ব্লগটির নিরন্তর এগিয়ে চলার দীর্ঘ পথপরিক্রমায় যুক্ত প্রত্যেককে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করে সময়োচিত কাজটি চমৎকার দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করেছেন। আপনার মত যোগ্য এবং প্রাজ্ঞজন থেকেই এমন পোস্ট আশা করা যায়। নতুনদ পুরাতন সকলের জন্য এই পোস্ট নিঃসন্দেহে প্রেরণা। বিজয় দিবসের প্রাক্কালে হৃদয় ছুঁয়ে যাওয়া লেখাটির জন্য গ্রহণ করুন আন্তরিক অভিনন্দন, উষ্ণ অভিবাদন।
আজ থেকে সোয়া যুগ আগে যাদের সুদূরপ্রসারী দৃষ্টিতে ছিল বাংলা ভাষা বিশ্বময় বিস্তৃত করে দেয়ার তুষার ধ্ববল স্বপ্ন, বাংলা ভাষাভাষী মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় আকাশ সমান প্রত্যয়ে দীপ্তিমান ছিল যাদের হৃদয়, যাদের অক্লান্ত শ্রমে ঘামে গড়ে উঠেছে বাংলা ভাষার বৃহত্তম, শ্রেষ্ঠতম এবং সুন্দরতম এই পাঠশালা, তাদের প্রতি এক আকাশ শ্রদ্ধা এবং ভালোবাসা।
এখানে যারা ছিলেন। পাঠক কিংবা লেখক হয়ে। আছেন এখনো। আসবেন অনাগত দিনগুলোতে। সামুর সুদিন দুর্দিনের কাণ্ডারি সকল লেখক এবং পাঠককূলকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। সামু টিকে থাক, জিইয়ে থাক যুগ পেরিয়ে শতাব্দীর পর শতাব্দী। আগামী বিশ্বের অবিচ্ছেদ্য অংশ হোক আমাদের প্রিয় সামহোয়্যার ইন ব্লগ।
৪৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৫
সুনীল সমুদ্র বলেছেন: শুভ জন্মদিন প্রিয় সামহােয়্যারইনব্লগ। ২০০৬ সালের ২৯ শে মে তারিখে প্রথম লিখতে শুরু করেছিলাম এই ব্লগে। .... টেকনােলজি বিস্তারের দিক বিবেচনায় 'কেমন ছিল সে সময়টি ' .....??
এদেশের নেট রাজ্যে তখনাে ইউনিকোড বাংলার প্রচলন শুরু হয়নি ..! ফেসবুক বা ইউটিউব রাজ্যে বাংলা ভাষা ভাষীদের বিচরণও শুরু হয়নি মোটেই ! ব্লগ তখন প্রকাশিত হতাে 'বৈশাখী' নামের একটি এমবেডেড নন-ইউনিকোড (আসকী) ফন্ট দিয়ে। মােবাইল রাজ্যে তখনাে অ্যান্ড্রয়েডের যুগ শুরু হয়নি। শুধুমাত্র নকিয়া অপারেটিং সিস্টেমের রাজত্ব। নােকিয়া যুগের সেইসব মােবাইল ফোনে তখনাে বাংলা'র সাপাের্ট না থাকায় রাস্তায় চলার পথে মােবাইল ফোনে সামহয়্যার এর মতাে বাংলা ওয়েবসাইট গুলাে দেখা একেবারেই অসম্ভব ছিল।
তারপরও ব্লগারদের বিপুল চেষ্টা ছিল, কিভাবে মােবাইল ফোনে বাংলায় ব্লগ দেখা যাবে!
সে সময়ে ব্লগাররা বলতেন- 'এক একটি নতুন লেখা পােস্ট করা মানে যেন এক একটি নতুন সন্তানের জন্ম দেয়া' ..।!! আর নতুন একটি লেখা পােষ্ট হওয়া মাত্রই সেই লেখার উপর পাঠক ব্লগাররা প্রচুর আলােচনায় মেতে উঠতেন। লেখার বিষয়বস্তু ও মান নিয়ে বিস্তর আলােচনা হতাে। লেখা ভালাে হলে সবাই উৎসাহ দিতাে। .... লেখালেখির ভুবনে সে যেন এক স্বর্ণযুগ!
আজ সামহােয়্যারের জন্মদিনে সেই সব দিন, সেই সব অনুভব-এর কথা স্মরণ করেই সে সময়ের একটি পুরনাে লেখাও পােস্ট করলাম অনেকটা স্মৃতিমগ্ন হয়েই ! ('সামহয়্যার ইন ব্লগের জন্মদিন উপলক্ষে আমার একটি পুরনো লেখা ....'
সামহােয়্যারের গৌরবময় জন্মদিনের এই সুন্দর দিনটিতে আমাদের আন্তরিক প্রত্যাশা, সামহােয়্যারইনব্লগ আগামী দিনগুলােতেও নতুন নতুন ব্লগারদের পদচারণায় আরও সমৃদ্ধ হবে। সমগ্র বিশ্বের বাংলা ভাষাভাষীদের সমৃদ্ধ লেখনীতে চির জাগরুক থাকুক এই অনবদ্য লেখালেখির অনন্যসাধারণ ভুবন।
৪৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৬
মামুন ইসলাম বলেছেন: শুভ জন্মদিন বাংলা ভাষা বাসির প্রিয় সামহোয়্যারইন ব্লগ তোমাকে।
৪৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ার ইন ব্লগ......
৪৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৪
ঢুকিচেপা বলেছেন: “ সৈয়দা গুলশান ফেরদৌস জানা এবং আরিল্ড ক্লোক্কেরহৌগ”
যে দুজন মানুষের জন্য আমরা সবাই এক প্লাটফর্মে মাতৃভাষায় মত প্রকাশ করছি তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।
আজ এই জন্মদিনে সামহোয়্যারইন ব্লগের পরিচালনায় যুক্ত লোকজনসহ সকল ব্লগারদের প্রতি রইল শুভেচ্ছা।
যুগ যুগ টিকে থাক সামহোয়্যারইন ব্লগ।
৫০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ ।
৫১| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১৬
সোহানী বলেছেন: শুভ জন্মদিন সামহোয়ার। শুভ জন্মদিন সকল আমি সহ ব্লগারদের।
ধন্যবাদ কাভা ভাই। ও অশেষ কৃতজ্ঞতা জানা আপু ও আরিল্ড ভাইকে। এটা অবশ্যই সত্য যে সামহোয়ারে লিখালিখি শুরু না করলে অনেক কিছু যেমন জানতে পারতাম তেমনি অনেকের সাথে পরিচিত হতে পারতাম না। আর বড় কথা নিজের লিখালিখির অভ্যেসটাও ধরে রাখতে হয়তো পারতাম না। এমন একটি পরিবারের সাথে যুক্ত হতে পেরে কৃতজ্ঞ।
৫২| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫৪
কবিতা ক্থ্য বলেছেন: শুভেচ্ছা ব্লগের প্রতিটি সদস্যকে।
৫৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩১
কল্পদ্রুম বলেছেন: এই ব্লগের নেপথ্যের মানুষগুলোর প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। বাংলা ভাষায় এমন একটি প্লাটফর্মের দরকার ছিলো। আরো অনেক দিন এই মানুষগুলো এবং তাদের সাথে এই ব্লগ সুস্থ ও নিরাপদে থাকুক এই কামনা করছি।
৫৪| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: আমি সামুর প্রতিটা ব্লগারকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি।
৫৫| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৪
পুলক ঢালী বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো সামু সংশ্লিষ্ট সবার প্রতি, বিশেষ ধন্যবাদ জানা এবং অরিল্ড দম্পতির প্রতি।
জানা ম্যাডাম তার একার খরচে এতদিন ব্লগ চালু রেখেছেন, বর্তমানে শুধু অরিল্ড ভাইয়ের চেষ্টায় ব্লগ চালু রয়েছে।
সামুর খরচ বা ব্যয়ভার বহনের জন্য কেউ পরামর্শ দিয়েছেন ছোট ছোট শেয়ার বিক্রি করার জন্য।
সামু ব্লগের সবাই সহযোগী হলে হয়তো একজনের উপর থেকে চাপ কমতো।
যদি বিকাশে ডোনেট করা যেত তাহলে মনে হয় অনেকেই এগিয়ে আসতেন কিন্তু সমস্যা হলো জানা অরিল্ড দম্পতি ব্যক্তিগত অনুদানের স্বপক্ষে নন।
ব্লগার বন্ধুরা উপায় খুঁজে বের করুন যাতে সামুর জন্মদিন পালন ব্যাহত না হয়।
সবাই ভাল থাকুন।
৫৬| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৩
গুলশান কিবরীয়া বলেছেন: শুভ জন্মদিন সামু।
৫৭| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫০
উম্মে সায়মা বলেছেন: সামুকে জন্মদিনের শুভেচ্ছা। হাজার কোটি বছর বেঁচে থাকুক আমাদের প্রাণের সামু
৫৮| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,
সময়াভাবে এবং সবিশেষ কারনে ব্লগে হাজিরা দেয়া সম্ভব হচ্ছেনা। আজ খানিকটা ফাঁক পেয়ে প্রিয় ব্লগটিকে উঁকি মেরে দেখতে গিয়ে দেখি অনেকদিন - "কোনখানে আমি নেই" !
কোনও শব্দ দিয়েই মনে হয় "জানা" আর "আরিল্ড" এর প্রতি কৃতজ্ঞতা জানানো সম্ভব নয়,
সম্ভব নয় ব্লগের প্রতি ভালোলোবাসার জানানটি দিতেও................
"সামু" থাকুক আমাদের জীবনে - মরনে!
৫৯| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রাণপ্রিয় সামু ব্লগের জন্মদিনে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।
৬০| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১২
ব্লগ সার্চম্যান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানাই ব্লগ ও ব্লগের সকল পাঠক এবং লেখকদের।
৬১| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৮
ডাব্বা বলেছেন: ধন্যবাদ এমন চমৎকার একটি প্ল্যাটফর্ম আমাদের উপহার দেয়ার জন্য। শুভ জন্মদিন!
৬২| ১৭ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ার ইন ব্লগ
........................................................
৬৩| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
উদয়াস্তে দিন আসে প্রতিদিন
কোন কোন ক্ষন হয় এমনি মহিয়ান
জনমে, করমে, আশায় ভালবাসায়
অসীম জনার হৃদয় ছুঁয়ে যায়
ক্ষনজন্মা হয়েও মানুষ হয়ে রয় অমর
কর্ম গুনে ভালবাসায় হয়ে স্রষ্টা অমর সৃষ্টির ।।
শুভজন্মদিন সামহোয়ারইন
এ পথচলা চলুক অন্তহীণ।।
৬৪| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৪
প্রফাইল দেখতে পারেন বলেছেন: স্বাধীনতাযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা।
৬৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৫
শহুরে আগন্তুক বলেছেন: ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্লগ থেকে মোটাসোটা একটা সংকলন বের করা হোক অতীতের সব ব্লগ থেকে বাছাই করে।
৬৬| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭
শহুরে আগন্তুক বলেছেন: প্রয়াত ইমন জুবায়ের ভাইকে স্মরণ করছি .....
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩১
অপু তানভীর বলেছেন: সামু টিকে থাকুক আজীবন । অন্তত এমন একটা সময় যেন আসুক যখন আমি আমার সন্তানকে আমার ব্লগ পাতাটা দেখাতে পারি আর বলতে পারি, দেখো এখানে আমি লিখতাম নিয়মিত । আমি চাই তুমিও এখানেই লেখো ।