নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ প্রতিযোগিতার চুড়ান্ত ফলাফল।

২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:১৩

প্রিয় ব্লগার,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, বহুল প্রতিক্ষীত ছবি ব্লগ প্রতিযোগিতার চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়েছে। এই প্রতিযোগিতার বিচারক হিসাবে ছিলেন ফয়েজ আহমেদ তৈয়ব, ড. মঈন জালাল চৌধুরি এবং শায়মা হক। সম্মানিত বিচারক মন্ডলির সদস্যবৃন্দ লাইভে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন।

এবারের ছবি ব্লগ প্রতিযোগিতায় মোট ৯৩টি ছবি ব্লগ প্রকাশিত হয়েছে। কয়েকজন ব্লগার ছবি ব্লগ প্রকাশ করেও প্রতিযোগিতায় অংশ নিতে চান নি। এটা আমাদেরকে ব্যাথিত করেছে, এই ক্ষেত্রে উচিত হতো প্রতিযোগিতার পরে ঐ ছবি ব্লগগুলো প্রকাশ করা। যাইহোক, ব্লগ টিম থেকে উদহারন হিসাবে একটি ছবি ব্লগ প্রকাশ করা হয় যা প্রতিযোগিতার অন্তভুক্ত ছিলো না। পাশাপাশি বেশ কিছু ছবি ব্লগকে প্রতিযোগিতার নিয়ম অনুসরন না করা করার জন্য বিবেচনা করা হয় নি এবং একটি ছবি ব্লগ কে বাতিল ঘোষনা করা হয়।

এই ছবি ব্লগ প্রতিযোগিতায় প্রায় ৯০০ এর কাছাকাছি ছবি প্রকাশিত হয়েছে। যেখান থেকে সেরা দশ ছবি নির্বাচন করা কতটা কঠিন তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। এই দুরহ কাজটি সম্পন্ন করার জন্য বিচারকদের প্রতি রইল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চলুন জেনে নেয়া যাক কোন দশটি ছবি সেরা দশটি ছবির তালিকায় স্থান পেয়েছে।

প্রথম স্থানঃ ব্লগার নীল বরফ


দ্বিতীয় স্থানঃ ব্লগার আমি পরাজিত যোদ্ধা


তৃতীয় স্থানঃ ব্লগার অর্ক


চতুর্থ স্থানঃ ব্লগার আমি পরাজিত যোদ্ধা


পঞ্চম স্থানঃ ব্লগার নূশাদা


ষষ্ঠ স্থানঃ ব্লগার কলাবাগান১


সপ্তম স্থানঃ ব্লগার অর্ক


অষ্টম স্থানঃ ব্লগার কাজি ফাতেমা ছবি


নবম স্থানঃ ব্লগার কাজি ফাতেমা ছবি


দশম স্থানঃ ব্লগার শাহ আজিজ


যারা বিজয়ী হয়েছেন, তারা অনুগ্রহ করে আমার সাথে [email protected] এই ঠিকানায় মেইল করে যোগাযোগ করবেন।

এবার আশা যাক ছবি ব্লগের মূল আকর্ষন সেরা ছবি ব্লগ প্রতিযোগিতার ফলাফলে। সম্মানিত বিচারকদের বিবেচনায় প্রথম তৃতীয় হয়েছেন ব্লগার নিয়াজ সুমন এবং দ্বিতীয় তৃতীয় হয়েছেন কাজি ফাতেমা ছবি।

প্রথম- তৃতীয়ঃ ব্লগার নিয়াজ সুমন
ছবি ব্লগঃ ছবি ব্লগঃ সবুজের মিতালী মনে আনে প্রশান্তির ঢালি
দ্বিতীয়- তৃতীয়ঃ ব্লগার কাজি ফাতেমা ছবি
ছবি ব্লগঃ জীবন এমনই, জীবন যেখানে যেমন

এবার আশা যাক দ্বিতীয় সেরা ছবি ব্লগে। এখানেও যৌথভাবে নির্বাচিত হয়েছেন ব্লগার কলাবাগান১ এবং ব্লগার আমি পরাজিত যোদ্ধা।
প্রথম -দ্বিতীয়ঃ কলাবাগান১
ছবি ব্লগঃ মাইক্রোগ্রাফী
দ্বিতীয়-দ্বিতীয়ঃ আমি পরাজিত যোদ্ধা
ছবি ব্লগঃ পরাজিত অবসাদ

এবার সেরা ছবি ব্লগের ঘোষনা। এই কাজটি অত্যন্ত কঠিন ছিলো। সম্মানিত বিচারকরা তাদের অনেক মুল্যবান সময় এই ব্লগটি নির্বাচন করার জন্য ব্যয় করেছেন। সম্মানিত ব্লগারদের বিবেচনায় এবারের প্রতিযোগিতার সেরা ছবি ব্লগ নির্বাচিত হয়েছে ব্লগার নীল বরফের মিশ্র ক্যানভাস আর সাদাকালো পর্ব-৩ ব্লগটি। একই সাথে বিচারকদের বিশেষ বিবেচনায় যৌথভাবে প্রথম হয়েছে ব্লগার অর্কের স্ট্রিট ফটোগ্রাফি ২ নামক ব্লগটি। এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমাদের লাইভ অনুষ্ঠানে আছে।

প্রথম- প্রথমঃ ব্লগার নীল বরফ
ছবি ব্লগঃ মিশ্র ক্যানভাস আর সাদাকালো পর্ব-৩
দ্বিতীয়-প্রথমঃ ব্লগার অর্ক
ছবি ব্লগঃ স্ট্রিট ফটোগ্রাফি

বিজয়ীদের অনুরোধ করা যাচ্ছে উপরে উল্লেখিত মেইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার জন্য। সকল বিজয়ীদের জন্য রয়েছে উপহার। এছাড়া সম্মানিত বিচারক মন্ডলীদের জন্যও রয়েছে বিশেষ পুরুষ্কার।

যারা ছবি ব্লগ লাইভ দেখতে পারেন নি, তারা অনুগ্রহ করে এখান থেকে তা দেখতে পারেন


যারা যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, সময় দিয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা!! সামনে ভবিষ্যতে এই ধরনের আরো অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা রাখি।

মন্তব্য ১১২ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগের ছবি প্রতিযোগিতার সফল সমাপ্তিতে বিচারক মন্ডলী এবং প্রতিযোগিতায় বিজয়ীসহ সকল অংশগ্রহণ কারীর জন্য অভিনন্দন ও নিরন্তর শুভকামনা।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!

২| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বিজয়ী সবাইকে অভিনন্দন।
পঞ্চম স্থানের ব্লগার নূশাদার ছবিটি কিছুটা অসাধারণ লাগলো।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নতুন ব্লগারদের মধ্যে তাঁর এই ছবিটি দারুন ছিলো।

৩| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১:২২

ডঃ এম এ আলী বলেছেন:



সকল বিজয়ীদের জন্য রইল
প্রানডালা অভিনন্দন ।

বিজ্ঞ বিচারক প্যানেলের
প্রতি রইল ধন্যবাদ ও
কৃতজ্ঞতা । বিচারক
প্যানেল অতি ধর্যের সাথে
যে গুরু দায়িত্ব পালন করেছেন
তাতে জানাই শ্রদ্ধা ।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় আলী ভাই! আপনাকেও অনেক ধন্যবাদ। এই সংক্রান্ত আপনার পোস্ট ও বিভিন্ন মন্তব্যের মাধ্যমে আমরা যা জেনেছি তা দারুন।
কৃতজ্ঞতা জানবেন।

৪| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১:২৬

শাহিন-৯৯ বলেছেন:

জয়ী সকল ব্লগারকে আমার আন্তরিক অভিনন্দন।

চমৎকারভাবে প্রতিযোগিতা সমাপ্তি টানার বিচারক টিম ও মডারেটর প্যানেলকে অভিনন্দন।

আশাকরি এ রকম প্রতিযোগিতা বছরে একবার, দুইবার দেখতে পাব।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনি নেট সমস্যার কারনে দেখতে পারেন নি। আমি ইউটিউবে প্রোগ্রামটি আপলোড করে দিয়েছি। পরে দেখে নিলেই হবে।

৫| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সকল বিজয়ীদের জন্য রইল
প্রানডালা অভিনন্দন ।
শাহ আজিজ ভাইকে বিশেষ
শুভেচ্ছা কারন তিনি আমার
এলাকার মুখ উজ্জল করেছেন
......পুরের হীরো!!

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রানডালা না প্রাণঢালা নুরু ভাই?? কনফিউসড হয়ে গেলাম।

আপনার একটা ছবি আমার খুব পছন্দ হয়েছিলো - আপনার বাসার সম্ভবত আওয়ামী লীগের অফিস আছে। এই অফিস দেখে আমি একবার ভেবেছিলাম আপনাকেই বিজয়ী ঘোষনা করতে। যে ছবি ব্লগে লীগের অফিস আছে, সেখানে আর কেউ প্রতিযোগিতায় আসতে পারে না। হা হা হা। শ্রেফ কৌতুক করলাম।

আশা করি ভালো আছেন। শুভেচ্ছা জানবেন।

৬| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১:৫৫

স্প্যানকড বলেছেন: সকল বিজয়ী কে অভিনন্দন ! ভবিষ্যতে আরো এমন প্রতিযোগিতা চাই । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই।

৭| ২৫ শে জুলাই, ২০২১ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:




সকল বিজয়ী ও সকল অংশগ্রহনকারীর জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রলো।

৮| ২৫ শে জুলাই, ২০২১ রাত ২:৫৫

কামাল১৮ বলেছেন: বিচারক বৃন্দ,অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক অভিনন্দন।

৯| ২৫ শে জুলাই, ২০২১ ভোর ৪:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: বিজয়ীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

১০| ২৫ শে জুলাই, ২০২১ ভোর ৫:২৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সকল বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা!

১১| ২৫ শে জুলাই, ২০২১ ভোর ৬:৫৯

নজসু বলেছেন:



বিজয়ীদের অভিনন্দন।।।

১২| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ৮:০৪

কলাবাগান১ বলেছেন: বিজয়ীদের অভিনন্দন।।। ধন্যবাদ আয়োজকদের। আপনারা অনেক পরিশ্রম করেছেন।

১৩| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ৮:১৮

জুন বলেছেন: সকল বিজয়ীদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা :)

১৪| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ৮:২১

সোহানী বলেছেন: অসাধারন সব ছবি। বিজয়ী সবাইকে অভিনন্দন। আর বিচারদের কঠিন পরিশ্রমের জন্য ধন্যবাদ।

আশা করি ভবিষ্যতে এরকম আরো প্রতিযোগিতা ব্লগে আরো প্রান ফিরিয়ে আনবে।

১৫| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ৮:৪২

শেরজা তপন বলেছেন: বিজয়ী সবাইকে অভিনন্দন।
বিচারকমন্ডলীকে আমার আন্তরিক ধন্যবাদ।

১৬| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজয়ীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
লাইভ দেখলে/শুনলে অনেক কিছূ শেখার আছে
যারা শিখতে চান বুঝতে চান এবং ভবিষ্যতে বিজয়ী হতে চান- সবার জন্যেই :)

বিচারকগণকেও অনেক ধন্যবাদ ও অভিনন্দন

১৭| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৭

নেওয়াজ আলি বলেছেন: সকল বিজয়ীকে আন্তরিক অভিনন্দন । বিচারকবর্গকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

১৮| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১০:০৮

সামিয়া বলেছেন: অভিনন্দন উইনার। ইট সিমস লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি কনটেস্ট :)

২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে যার যার প্রেক্ষাপট ও দেখার চোখ থেকে ভিন্ন লাগতেই পারে। অনেক সময় যা আমাদের সাদাকালো লাগে, আসলে সেটা রঙিন! আর এই কারনেই রঙ একটি গুরুত্বপূর্ন বিষয়। সেটা হোক ছবি এডিটের সময় কিংবা ছবির মাধ্যমে গল্প বলার সময়।
ধন্যবাদ আপনাকে, প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য। :)

১৯| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন সবাইকে। আলহামদুলিল্লাহ
পরবর্তীতে আরও ভালো ছবি উপহার যেন দিতে পারি সবার দোয়া কাম্য :)

ভালো থাকুন ফি আমানল্লিাহ

২০| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সকল বিজয়ীর জন্য রইল প্রাণডালা অভিনন্দন ।

আয়োজক ও বিজ্ঞ বিচারক প্যানেলের প্রতি রইল ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

২১| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৯

ভুয়া মফিজ বলেছেন: বিজয়ী সবাইকে প্রাণঢালা অভিনন্দন। বিচারকমন্ডলীকে আন্তরিক ধন্যবাদ এতো এতো কষ্ট করার জন্য। আর সকল অংশগ্রহনকারীকেও ধন্যবাদ.......প্রতিযোগিতায় এইরকমের স্বতস্ফুর্ত সাড়া প্রদানের জন্য। :)

২২| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: সকল বিজয়ীকে আন্তরিক অভিনন্দন

২৩| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫৫

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: বিজয়ীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন, বিচারকগণকেও অনেক ধন্যবাদ ও অভিনন্দন।

২৪| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১০

কালো যাদুকর বলেছেন: বিজয়ীদের অভিনন্দন।

২৫| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৪

আমারে স্যার ডাকবা বলেছেন: বিজয়ী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। বিচারকদের ধন্যবাদ। !:#P

২৬| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৩

অর্ক বলেছেন: সেরা দশে দুটি ছবি আমার। যৌথ প্রথম। এতে অংশগ্রহণকারী সবাইকেই বলবো, কারও মনোক্ষুণ্ণ হবার কিছু নেই, শতভাগ সঠিক নির্বাচন বিচারকদের। উপরোক্ত ভিডিওটি দেখে একটা সম্ভাবনার দ্বার যেন উন্মোচিত হলো। ফটোগ্রাফি পৃথিবীর সবচেয়ে কঠিন, জটিল শিল্প মাধ্যম। এর মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে। কাজটা অত্যন্ত দুরূহ! যেমন আমি নিজেই রঙিন ছবি করার সাহস পাই না! বারবার মনে হয়, রংগুলো কেমন অস্বাভাবিক লাগছে।

সবাইকে অনেক ধন্যবাদ। সবার জন্য শুভেচ্ছা।

২৭| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সকল বিজয়ী ও সকল অংশগ্রহনকারীর জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল

২৮| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৭

শায়মা বলেছেন: সবাইকে অভিনন্দন! বিজয়ী এবং অংশগ্রহনকারী সকলের জন্যই........

এত সব সুন্দর ছবি ছবি আর ছবি...... ১০টা খুঁজে বের করা যেমনই কঠিন তেমনই কঠিন ছিলো ১ম ২য় তৃয় বের করা!!!!!

আমি অবশ্য ২০ টা অন্তত সেরা বের করার পক্ষে ছিলাম। :(

এই যে সেরা দশ আর প্রথম দ্বিতীয় তৃতীয় ছবিগুলি এসব দেখতে দেখতে পড়তে পড়তে শুনতে শুনতে জানতে জানতে আমি এখনও আমি ছবির ঘোরেই আছি।

অর্কভাইয়া জানতে ইচ্ছে করে তুমি ঐ ওমন হৈমন্তীকে কোথায় খুঁজে পেয়েছিলে??? ওমন ডাগর চোখ খুঁজে বের করাও এক বিশাল কৃতিত্ব কিন্তু......


নীলবরফ ভাইয়ার কারিকুরি আর তাহার সৌন্দর্য্যে তো আমি শেষ আর শেষ!!!!!!! আহা মরি মরি .....

কলাবাগান ভাইয়া তাহার মত তাহার ছবিকেও আমি ভালোবেসে ফেললাম মানে আমরা সবাই।

ছবি আপু, পরাজিত যোদ্ধা ভাইয়া শাহ আজিজ ভাইয়া ...... সবার ছবি দেখে আমি কেমন কেমন মুগ্ধ হলাম লাইভে তো বলতে পারিনি সব কিন্তু সেসব নিয়ে ভাবছি লিখে লিখে ব্লগেই বলে ফেলবো। যদিও আজ থেকে আমার ছুটি শেষ!!!!!!! ( কান্না কান্না কান্না)

মোট কথা আমি খুবই খুশি সবার সাথে এবং বিজয়ীদের সাথেও। :) :) :)

সবাই ভালো থেকো অনেক অনেক।

২৯| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৩

শোভন শামস বলেছেন: সকল বিজয়ীদের জন্য রইল অভিনন্দন ।

বিজ্ঞ বিচারক প্যানেলের প্রতি রইল ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৩০| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: আমার চোখে তৃতীয়, ৬ষ্ঠ, ৭ম এবং নবম স্থান দখল করা ছবি গুলো মোটেও ভালো হয় নি। এটা প্রতিযোগিতা। আবেগ দিয়ে ছবির মান বিচার করা যাবে না। ক্লিক করলেই 'ছবি' হয়ে যায় না। সাথে কিছুটা মেধা ও পরিশ্রম থাকতে হয়। সবচেয়ে বড় কথা ছবিতে একটা সুন্দর গল্প থাকতে হয়।

৩য় ছবিটার কথা বলি- এটা ভালো মানের কোনো ছবি নয়। ছবির ত্রুটি গুলো লুকানোর জন্য ছবিটা সাদা কালো করা হয়েছে। রেজুলিশন দুর্বল। ফ্রেমিংও ভালো হয়নি। তবে যদি ভাবি একটা ছোট বাচ্চা। মুখ ভার করে তাকিয়ে আছে- তাহলে ঠিক আছে।

৬ষ্ঠ ছবিটার কথা বলি- ট্রিক্স, স্মোক এবং নাইট ফটোগ্রাফী নামে এক ধরনের ফটোগ্রাফী আছে। যদিও এগুলো আমাদের দেশে জনপ্রিয় না। ছবির মান বিচারে এই ছবি ৬ষ্ঠ হতে পারে না। ছবির মান বিচারে অতি দুর্বল ছবি এটা।

৭নং ছবিটা সবচেয়ে ফালতু হয়েছে। এই ছবি কিছুতেই পুরস্কার পাওয়ার মতো না। নো নেভার। ছবিটা সাদা কালো করে
বিভ্রম তৈরি করা হয়েছে। এবং বিচারকদের বিভ্রমে ফেলে দেওয়া হয়েছে। আদতে এটা কোনো ছবি না। অন্তত পুরস্কার পাওয়ার মতো। সাধারনত ফোটোগ্রাফাররা ভুলে ভরা ছবি গুলো সাদা কালো করে অন্যমাত্রায় নিয়ে যেতে চেষ্টা করেন।

৯নং ছবিটা যথেষ্ঠ বিরক্তকর। ছবির মান বিচারে এটা কোনো ছবিই না। ছবির প্রান হলো ফ্রেমিং। আর লাইটিং। ফ্রেমিং মোটেও ভালো হয়নি। এরকম ছবি যে কেউ যখন খুশি তখন তুলতে পারে আমাদের দেশে। আমাদের মতো দরিদ্র দেশে এরকম ছবির বিষয় রাস্তায় বের হলেই পাওয়া যায়। এরকম ছবি তুলতে মেধার দরকার হয় না।

আমি আমার মতামত বললাম। কাউকে আহত করা আমার উদ্দ্যেশ্য নয়। আমার ভুল হতে পারে। বিচারকগনের প্রতি আমার শ্রদ্ধা আছে। ভরসা আছে। একজন বন্ধু হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি নিশ্চয়ই আমার মতামত দিতে পারি। আমি ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করবেন। আমি চাই এরকম প্রতিযোগিতা আরো হোক। যারা যারা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
"সাধারনত ফোটোগ্রাফাররা ভুলে ভরা ছবি গুলো সাদা কালো করে অন্যমাত্রায় নিয়ে যেতে চেষ্টা করেন" -

আমি মনে করি, এই লাইনটির পর পাল্টা কোন ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করা উচিত হবে না। কারন সময় খুবই মুল্যবান জিনিস এবং সেটা যথাস্থানে ব্যায় করাই শ্রেয়।

আপনার মুল্যবান বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৩১| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:৫৪

শায়মা বলেছেন: রাজীব নূর ভাইয়া ফালতু ফালতু করতে করতে তো এত সুন্দর গুরু গম্ভীর কমেন্টাকেই ফালতু বানায় দিলে। :P

তোমার চোখে ছবির অনেক ত্রুটি ধরা পড়তেই পারে আর একশোবার তুমি বলতে পারো........ কিন্তু এইভাবে ফালতু ফালতু করলে কেমনে হবে!!!!!!!!!!!


হায় হায় তোমার ঘাড়ে দেখছি রাগের ভূত চেপেছে ভাইয়ামনি!!!!!!!!!! B:-)


আর তুমি তোমার মতামত বললেও অলরেডি ফালতু ফালতু করে সবাইকেই আহত করে ফেলেছো আমি হলে তো নিহতই হয়ে যেতাম আর নিহত হয়ে ভূত হয়ে ঘাড়ে চাপতাম তার। :P

মনে হয় না যাদেরকে ফালতু ফালতু করেছো তারা ক্ষমা করিবেক।


আমিও চাই এমন প্রতিযোগীতা আরও হোক। আমরা তোমার ফোটোগুলিও পাই ভাইয়ামনি। আর এমন রাগ রাগ করে কমেন্ট লিখোনা । তার চেয়ে যেমন ছিলে বিনয়ী এবং সুন্দর করে বুঝিয়ে বলো ..... নিশ্চয় সবাই ভুলগুলি থেকেই শিখবে। :)

৩২| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩৯

সামিয়া বলেছেন: আমার ধারনা বিচারকরা আইফোন কিংবা ডি এস এল আর দিয়া কখনো ছবি তোলে নাই :) :) একটা আইফোন অথবা ডি এস এল আর এর ছবি উইদাউট ফিল্টার অর এডিট কতটা কালারফুল ঝকঝকে আসে তারা সেটাকে বলেন এত হাস্যকর এডিট! কন্ট্রেসট বাড়াইয়া কি হাস্যকর করছেন ছবিডা। সাদাকালোই রঙিন। :) :) :)

২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা। মাথা গরম করবেন না সামিয়া। উত্তেজনার বসে আপনি নিশ্চয়ই এমন কিছু করবেন না বা বলবেন না যা আপনাকে আরো হাস্যকর পর্যায়ে নিয়ে যায়। ছেলেমানুষী একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সহনীয়!

আপনার কমেন্ট থেকে আরো যেটা বুঝলাম তা হচ্ছে - আপনি আইফোন ও ডিএসএল দুটো গ্যাজেটের মালিক। এটা দারুন ব্যাপার। এই দুটোর যার আছে তিনি নিঃসন্দেহে দারুন ফটোগ্রাফার।

৩৩| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৫

ঢাবিয়ান বলেছেন: বিজয়ী সকলকে অভিনন্দন । ব্লগার রাজীব নুর একজন প্রফেশনাল ফটোগ্রাফার।তার মতামতের সাথে অনেকখানি একমত। ব্লগার সামিয়ার সাথেও কিছুটা একমত। আরো ভাল ভাল ছবি ছিল। আমি নিজেও আমার প্রতিক্রিয়া জানাতে চাই।

প্রথম স্থান অধিকার করা ছবিটাতো একেবারেই সাদামাটা। এটা কিসের বিচারে প্রথম হয়েছে তাই বোধগম্য হয়নি। দ্বীতিয় ছবিটার ক্ষেত্রেও একই কথা খাটে। একেবারেই সাধারন একটা ছবি। ব্লগার কলাবাগানের মাইক্রোগ্রাফির ছবি অনলাইনে ভরা। গুগল করলে এরকম হাজারটা ছবি পাওয়া যাবে। কানিজ ফাতেমা ছবি আপুর যে দুইটা ছবি নির্বাচিত হয়েছে তা নেহাতই সাদামাটা। তার আরো অনেক ভাল ভাল ছবি আছে। চতুর্থ ও পঞ্চম ছবিটা অসাধারন। চতুর্থ ছবিটায় মুহুর্তকে যেভাবে ক্যমেরায় বন্দি করা হয়েছে তা এক কথায় অসাধারন। এই ছবিটা প্রথম স্থান অধিকার করার মত একটি ছবি। পঞ্চম ছবিটাতেও ফটোগ্রাফারের মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়। । দশম ছবিটা সাব্জেক্ট এর বিচারে নির্বাচিত হওয়াটা ঠিক হয়েছে। সহজ সুন্দর একটা ছবি যা আমাদের গ্রাম বাংলার হাটের স্মৃতি মনে করিয়ে দেয়।

কারো মনে আঘাত দেয়ার জন্য লিখিনি। ছবিগুলো দেখে যে প্রতিক্রিয়া হয়েছে তাই তুলে ধরতে চেয়েছি। আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া, আপনার মতামতের জন্য। কোন ছবি কেন নির্বাচিত হয়েছে তা জানার জন্য অনুগ্রহ করে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখুন, সেখানে সেরা ছবি নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

আমি যে কোন দ্বিমতকে স্বাগত জানাই এবং সম্মান করি। কারন আমাদের সবার দেখার চোখ সমান নয়। এই কারনেই দেখবেন যে, বাজার থেকে কেউ কটকটে হাস্যকর রঙের জামাকাপড়ও বিক্রি হয় আবার মানানসই সুন্দর রঙের জামা কাপড়ও বিক্রি হয়। যিনি হাস্যকরভাবে সেজে গুঁজে আসেন, তাকেও কারো না কারো ভালো লাগে আবার যিনি একদমই সাজেন না তাকেও কারো না কারো ভালো লাগে। মোদ্দা কথা হচ্ছে - মানুষের দেখার চোখ এক নয় এবং সকলের রুচিও সমান নয়। তাই রুচি ও চোখের সামাঞ্জ্য করা অবশ্যই কঠিন ব্যাপার।

পৃথিবীতে অনেক চিত্রশিল্পী আছেন যাদের চিত্রকলা দেখে অনেকেই বলবেন - এই সব কি আবোল তাবোল ছবি? কি আকছে সে নিজে বুঝে? অ্যাবস্ট্র্যাক্ট ছবি যারা বুঝেন, চর্চা করেন, তারাই কেবল মাত্র সেই নির্দিষ্ট কলার মর্যাদা দিতে পারবে। যা হয়ত আমি আপনি বা অন্য কেউ নাও দিতে পারে বা বুঝতে পারে। যিনি ছবি তোলেন তাঁকে শিল্পী বলা হয়। কারন তিনি একটা আলোকচিত্রের মাধ্যমে এমন কিছু ফুটিয়ে তুলতে পারেন, এমন কিছু গল্প বলতে পারেন যা হয়ত লিখে প্রকাশ করলে ততটা মর্মস্পর্শী নাও হতে পারে বা চিন্তার খোরাক নাও জোগাতে পারে। তাছাড়া ছবি সৃষ্টি করা যায়। অর্থাৎ একজন আলোকচিত্রী শিল্পী চাইলে একটা ছবি সৃষ্টি করে আমাদেরকে কোন ম্যাসেজও দিতে পারেন। সেই কারনে ছবি তোলা একটি শিল্প।

এখানে সেরা ছবিগুলো কি হিসাবে নির্বাচিত হয়েছে, বিচারকরা কিভাবে নির্বাচিত করেছেন সেই ব্যাপারগুলো লাইভ অনুষ্ঠানে বিস্তারিত বলা হয়েছে।

আরো একটি বিষয় বলছি, আমরা যাদেরকে এখানে বিচারকের দায়িত্ব দিয়েছি তারা সংশ্লিষ্ট কাজে শুধ দক্ষ নন বরং অনেকেই আন্তর্জাতিক অনেক ফটোগ্রাফারের সাথে কাজ করেছেন, ইন্টার্ন করেছে এবং প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যমে ছবি সাংবাদিক/ আলোকচিত্র শিল্পী হিসাবে কাজও করেছেন। আমরা মনে করি, অপেশাদার মানের একটি প্রতিযোগিতার জন্য আমরা যে বিচারক মন্ডলিকে নিয়োগ দিয়েছি - সেটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি উঁচু মানের। এই ধরনের একটি বিচারক প্যানেল দিয়ে যে পেশাদার ছবি প্রতিযোগিতার অনুষ্ঠানের কাজ সম্পন্ন করা যায়।

আপনি নিশ্চয়ই জানবেন 'পাঠশালা' বাংলাদেশে ফটোগ্রাফী শেখার একটি বিখ্যাত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে কাজ করেন, এমন দুইজন আমাদের এই ছবি ব্লগ প্রতিযোগিতার ছবিগুলো দেখেছেন এবং চুড়ান্ত ছবিগুলোর মুল্যায়নকেও তারা প্রশংসা করেছেন। ফলে ফলাফল প্রকাশ করতে আমরা সময় নিয়েছি, বিশ্লেষন করেছি।

কেউ যদি এখন মনে করেন বিচারকরা ছবি তুলতে জানেন না বা তারা সঠিক ছবি নির্বাচন করেন নি। তারা আই ফোন বা ডিএসএলআর দিয়ে ছবি তোলার বিষয়টি জানেন না - এই গুলো হাস্যকর ও ছেলেমানুষি কথাবার্তা। যা নিজের ব্যক্তিত্বকে অন্যের সামনে ছোট করে। গুনীজনদের যদি কেউ মুল্যায়ন না করেন এবং কেউ যদি নিজেকে শতভাগ সঠিক বলে মনে করেন, সেটা সবচেয়ে ভুল।

ব্লগার রাজীব নূর ভালো ফটোগ্রাফার। আমরা চেষ্টা করব আগামীবার এই ধরনের প্রতিযোগিতা হলে ব্লগার রাজীব নূর বা এই ধরনের যারা আছেন তাদেরকে বিচারক প্যানেলে যুক্ত করার।

শুভেচ্ছা জানবেন।

৩৪| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: প্রিয় কাভা ভাই, আমি চাচ্ছিলাম এ কটা ছবি যদি আবার পুনর্বিবেচনা করা হয়।
দশম ছবিটা ভালো করে দেখুন। এটা কোনো ফ্রেমিং হয়েছে? একপাশে জায়গা আছে। আরেক পাশে কেটে গেছে। এটা কি করে দশম স্থান দখল করলো? ছবির মান বিচারে দশম হয়েছে? নাকি শ্রদ্ধ্যেয় ব্লগার হিসাবে দশম স্থান হয়েছে?

বোন, শায়মা আমি কিন্তু সব গুলো ছবিকে ফালতু বলি নি। শুধু ৭ নং ছবিটাকে ফালতু বলেছি।

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রাজীব নূর ভাই, এই ছবিগুলোই চুড়ান্ত। এইগুলো পুর্ন বিবেচনার কোন সুযোগ নেই।

যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন তাদের অধিকাংশই অপেশাদার। এত সব অপেশাদার ছবি মধ্যেও অনেকেই দারুন কাজ করেছেন। যেমন ব্লগার নীল বরফ!

আপনি ছবি তুলেন, আপনি পেশাদার। সবাই জানে আপনি আলোকচিত্র শিল্পী।
কিন্তু আপনি আপনার আগের মন্তব্যে কি বললেন?
"সাধারনত ফোটোগ্রাফাররা ভুলে ভরা ছবি গুলো সাদা কালো করে অন্যমাত্রায় নিয়ে যেতে চেষ্টা করেন"

এই কথাটা অনুগ্রহ করে স্বীকৃত কোন ফটো গ্রুপ বা ফটোগ্রাফারদের গ্রুপে বইলে না। বিষয়টা মান সম্মানের সাথে জড়িত। পৃথিবীতে আলোকচিত্র যখন শুরু হয় তখন রঙিন ছিলো না। ফটোগ্রাফিতে সাদা কালো একটা জেনার। এই জেনারের অনেক ভাগ আছে।

ব্লগার শাহ আজিজ এর ছবিটিকে মুল্যায়ন করার অন্যতম কারন - এই প্রতিযোগিতায় আমাদের হারানো ঐতিহ্য বা উৎসব নিয়ে তেমন কোন ছবি আসে নি। তাছাড়া এই ছবিতে শুধু ছোট বাচ্চা নয়, বরং দেখা যাচ্ছে একজন বড় মানুষও আগ্রহ নিয়ে বায়োস্কোপ দেখার চেষ্টা করছে। তার পাশেই আরেকজন শিশু আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এবং দুরে আরেকজন মানুষ দেখুন আধুনিক ক্যামেরা নিয়ে ছবি তোলার চেষ্টা করছে। যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং তার হারানোর কারন দুটোই এখানে উপস্থিত।

যেহেতু এটা এ্যামেচার ফটোগ্রাফারদের একটি প্রতিযোগিতা তাই ছবিটার গল্পটার দিকে আমরা মনোযোগ হয়েছি।

৩৫| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:১১

সামিয়া বলেছেন: আপনারা শাহ আজিজ ভাইয়ের ছবিটা কে কি করে ফটোগ্রাফি হিসেবে ধরলেন? এটা কেবলি একটি ছবি যার অর্থ আমরা দেশীয়রা বুঝবো যে কিছু বাচ্চারা বায়োস্কোপ দেখছে, কিন্তু অন্যরা দেখবে কিছু বাচ্চাদের পেছন থেকে মাথা ও স্কুল ব্যাগ , ইটস নট ফটোগ্রাফি।

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী এই সংক্রান্ত ব্যাখ্যা দিয়েছি। উপরে একটু পরে নিয়েন।

আপনি যদি বিদেশীদের দেখার কথা বলেন, সেই ক্ষেত্রে প্রদর্শনীয় সময় বাংলা শিরোনামের পাশে "Bioscope: The Cinematic Pandora's box" লিখে দিলেই বিদেশীরা যা বুঝার তা বুঝে নিবে।

৩৬| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:১৯

ভুয়া মফিজ বলেছেন: বিচারকদের মেধা আর জাজমেন্টকে খাটো করে দেখার কোন অবকাশ নাই। প্রতিটা ছবি সিলেকশানের কারন যদি এখন ব্যাখ্যা করতে হয়, সেটা হবে দুঃখজনক। প্রতিটা মানুষের আলাদা চিন্তা-ভাবনা থাকতেই পারে.........থাকবেই। পৃথিবীর কোন প্রতিযোগিতার ফলাফলকেই সম্পূর্ণ বিতর্কের উর্ধে রাখা কখনও সম্ভব না, সেটা এমনকি যদি অস্কারও হয়।

আমরা বরং আবেগতাড়িত না হই, এমনকি সেটা যদি সঠিকও হয়। :)

একটা প্রতিযোগিতার আয়োজন আর সফল পরিসমাপ্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় ভুয়া মফিজ ভাই, বিচারকরা কিন্তু ছবিগুলোর ব্যাখ্যা দিয়েছেন। যে ভিডিওটি এখানে যুক্ত করা হয়েছে, তাতে নির্বাচিত ছবিগুলো সম্পর্কে কম বেশি ব্যাখ্যা দেয়া হয়েছে।

সমস্যা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই হাস্যকর ইগো নিয়ে বসবাস করেন। আমি যে ভুল হতে পারি, আমার যে ভুল হতে পারে, অন্য যে আমার চাইতে ভালো জানতে পারে এমনটা অনেকেই মানতে চান না।

একজন প্রশ্ন তুলেছে - আমি আদৌ কিছু জানি কি না।
আমি বলেছি- আমি অবশ্যই খুব বেশি কিছু জানি না। কারন জানার কোন শেষ নাই।
তবে ফটোগ্রাফি, কালার, লাইট, গ্রাফিক্স ইত্যাদি নিয়ে একটা মাঝারি মানের আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে আমার দুই বছরের একটা প্রফেশনার ট্রেনিং নেয়া আছে। কিন্তু তাও সেটা আজ থেকে প্রায় ১৮ বছর আগের কথা। এই ১৮ বছর আমি সংশ্লিষ্ট বিভাগে কম বেশি কাজ করেছি। কিন্তু গত ১৮ বছর পৃথিবী অনেক খানি এগিয়ে গেছে। সেই তুলনায় কিছুই জানি না।

ফলে যদি কাউকে বলি ভাই আপনার ছবিতে রং নিয়ে ঝামেলা আছে, সেটা উনার প্রতি শত্রুতা না হোক, অন্তত অজ্ঞতা থেকে বলব না এটা আমার বিশ্বাস। সমস্যা হচ্ছে অনেকেই ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে নিয়ে আহত হচ্ছেন।

৩৭| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২১

নতুন বলেছেন: সবাইকে অভিনন্দন। বিচারকরা যা রায় দিয়েছেন সেটাই চুড়ান্ত।

ফোটগ্রাফীর বিচার অবশ্য হয় ক্যাটাগরি বিচারে। কিছু ছবিতে গল্প থাকে কিছু ছবি শুধুই কিছু ছোট মুহুর্ত ধারন করে।

দুটাই সেরা। তাই পরের পাবে বিষয় ভিক্তিক প্রতিযোগিতা হতে পারে। এর সাথে ব্লগারদের লাইক অথবা কমেন্টের উপরেও ৫০% নম্বর রাখা যেতে পারে।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় নতুন ভাই, আপনার ছবিটা মাত্র পয়েন্ট ফাইভের কারনে সেরা দশে আসে নাই। ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের ছবি ছিলো সেটা।

ব্লগারদের লাইক কমেন্ট রাখা হয় নি, কারন মূল সমস্যাটা হচ্ছে উপযুক্ত মুল্যায়ন না হওয়া এবং দুই, ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারনে অনেক ব্লগারের উপযুক্ত ছবি ভোট পাবে না। আপনিও জানেন এটা আমাদের ব্লগের পুরানো কালচার!!

সেই কারনেই আমরা চেষ্টা করেছি একটি ভালো বিচারিক প্যানেল দিয়ে কাজটি সম্পন্ন করার।

৩৮| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২২

জিকোব্লগ বলেছেন:



চতুর্থ ও অষ্টম স্থান করা ছবি ছাড়া অন্য ছবি গুলোর স্থান
দখল নিয়ে তর্ক-বিতর্ক হবে। ব্লগারদের ভোটাভোটি নিয়ে
ছবি নির্বাচন করলে তর্ক-বিতর্ক এড়ানো যেত।

প্রতিযোগিতায় বিজয়ীসহ সকল অংশগ্রহণকারীকে
অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানাই।

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা ইচ্ছে করেই ব্লগারদের ভোটাভুটির নিয়মটি রাখি নি। ধরুন আপনি আমাকে পছন্দ করেন না, আমি ছবি ব্লগ দিলাম। আমি যতই ভালো ছবি ব্লগ দেই না কেন, আপনি আমাকে ভোট দিবেন না। ফলে আমি যদি আদৌ ভালো ছবি তুলি তাহলে আমার মুল্যায়ন হবে না। ব্লগের এটা পুরানো কালচার, নতুন অনেকেই হয়ত জানেন না। এখানে সুস্থ বুদ্ধির যেমন চর্চা হয়, তেমনি অসুস্থ বুদ্ধির চর্চাতেও কেউ পিছিয়ে নেই।

আমরা মন চাইলো আর অগা মগা কাউকে ধরে এনে বিচারক বানাইনি। সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত এবং স্বীকৃত ব্যক্তিদেরকে অনেক কষ্টে রাজি করিয়ে আমরা বিচারকাজটি সম্পন্ন হয়েছি। তাই বিচারকরা যা নির্বাচন করেছেন সেটাকেই আমরা চুড়ান্ত বলে সমর্থন করছি এবং বিশ্বাস করি, মুল্যায়নটি যথার্থ হয়েছে।

যারা তর্ক বিতর্ক করছেন তাদের অধিকাংশ সংশ্লিষ্ট বিষয়ে না জেনে তর্ক করছেন। কেউ কেউ গায়ের জোরে পাহাড় ঠেলতে চাইছেন। আমাদের মূল কথা হচ্ছে - আমরা সবাই অপেশাদার। বিচারকরা দারুন দারুন সব টিপস দিয়েছেন, সাজেশন দিয়েছেন, সেইগুলো না মেনে কেউ যদি মনে তাল গাছ আমার - সেই ক্ষেত্রে আমাদের কিছু করার নাই। আমরা প্রতি নিয়ত এই ধরনের হাজারো তালগাছের মালিকের সাথে যুদ্ধ করি।

আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

৩৯| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২৩

নীল বরফ বলেছেন: আমার ছবিগুলো সেরা দশে প্রথম আর সেরা ছবিব্লগ নির্বাচিত হওয়াতে অত্যন্ত সম্মানিত অনুভব করছি। প্রত্যেকটা ফটোগ্রাফারের তোলা ছবিগুলো তাদের আরেক সন্তানের মত, অন্তত আমার কাছে। আমার তোলা প্রতিটা ছবির পিছনে একটা করে মনকারা গল্প রয়েছে, সাথে আমার দেয়া আদুরে এক নাম।
শরৎ ভাইয়া আমার তোলা "জলতরঙ্গ আর মানুষ" শিরোনামের ছবিতে এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তাতে আমি একদম বাকরুদ্ধ। এর থেকে ভালো আলোচনা আর হতেই পারেনা।
ফয়েজ ভাইয়ার এক লাইনে বলা মতামত মনঃমুগ্ধকর। শায়মা আপু অনেক হাসিমাখা মুখে ঘোষনা আমার খুব চমৎকার লেগেছে। তাছাড়া আপনি আমার ব্লগে গিয়ে অনেক উৎসাহ দিয়েছেন সব চমৎকার মন্তব্য করে।
জাদিদ ভাইয়া, আপনাদের এই ছবিব্লগের আয়োজন ছিলো আমার কাছে কুম্ভকর্ণের গায়ে এক হাজার হাতি তুলে জাগিয়ে দেবার মত। বহুবছর সামুতে পোস্ট দেয়া হয়নি জীবনের মধ্যবয়সে এসে আর নানা ব্যস্ততাতে না চাইলেও জড়িয়ে পরাতে। মাত্র শেষ দুইদিনের সিধান্তে আমি ছবিব্লগে নিজের ছবিগুলোর পোস্ট করে ফেলি। ফোটোগ্রাফির জন্যে আরো নানা পুরষ্কার/ স্বীকৃতি পেয়েছি; তবে প্রিয় সামুর কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি আমার পাওয়া অন্যতম সেরা।
প্রত্যেকটা ফোটোগ্রাফার যারা অংশগ্রহন করেছেন, যাদের নির্বাচিত হয়েছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর প্রানঢালা অভিনন্দন। আপনারা সবাই এখানে স্ফূর্তঃভাবে অংশগ্রহন না করলে এই আয়োজন এতটা জমজমাট হতোই না। আপনারা এই সামু ব্লগের আসল প্রানভোমরা।

৪০| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৩

জিকোব্লগ বলেছেন:



সামিয়া বলেছেন: আপনারা শাহ আজিজ ভাইয়ের ছবিটা কে কি করে ফটোগ্রাফি হিসেবে ধরলেন? এটা কেবলি একটি ছবি যার অর্থ আমরা দেশীয়রা বুঝবো যে কিছু বাচ্চারা বায়োস্কোপ দেখছে, কিন্তু অন্যরা দেখবে কিছু বাচ্চাদের পেছন থেকে মাথা ও স্কুল ব্যাগ , ইটস নট ফটোগ্রাফি।

-আপনি সঠিক বলেছেন।

৪১| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৯

ইসিয়াক বলেছেন: বিজয়ী সকলের জন্য এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা রইলো ।

৪২| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৯

নূশাদা বলেছেন: অনেক অনেক আন্তরিক ধন্যবাদ সবাইকে। সকালকে অভিনন্দন এবং শুভেচ্ছা।

৪৩| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১২

অর্ক বলেছেন:

৭ নং ছবিটি ৫০০ pix.com এ প্রায় নব্বইয়ের কাছাকাছি পালস। ফ্লিকারে ১০০০+ ভিউ, ৫০ এর মতো ফেভারিট। (স্ক্রিনশট দ্রষ্টব্য।) আামার নতুন প্রোফাইল, ফলোয়ার মাত্র ৫৫ জন। ছবিটির মধ্যে একটি গল্প আছে। ইংরেজির এক প্রবাদের ছবিতে রূপদানের মতো অনেকটা।

"there is always a light at the end of the tunnel"

এইসব আদৌ তর্কবিতর্কের কিছু নয়। পৃথিবীর শ্রেষ্ঠ এক হাজার ফটোগ্রাফ নিয়ে এরকম প্রতিযোগিতার আয়োজন করা হলে একইভাবে বিচারকদের তাদের চোখে শ্রেষ্ঠতমগুলো নির্বাচন করতে হতো। এখানে দেয়া আমার দুটো ছবি প্রাথমিক নির্বাচনেও বিচারকেরা রাখেননি, যা কিনা ফ্লিকারে সম্পাদকরা লক্ষ ছবির মধ্যে থেকে এক্সপ্লোরের জন্য ২০০র মধ্যে নির্বাচিত করেছিলো। এখন এটা নিয়ে কি তর্ক করবো! কিছুতেই না। এখানে অংশগ্রহণ করে অনেক কিছু শিখেছি। যা আগামীতে অবশ্যই কাজে লাগাবো।

সবাইকে ধন্যবাদ।

৪৪| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিচারকদের অভিনন্দন জানাই এত ট্রাবলসাম একটা কাজ সম্পন্ন করার জন্য। নয় শতাধিক ছবি বিশ্লেষণ করে ১০টা সেরা ছবি বের করা খুবই কষ্টসাধ্য কাজ।

নির্বাচিত ছবিগুলো খুবই উন্নত মানের। প্রতিটা ছবি দেখেই মুগ্ধ হয়েছি। যাদের ছবি সেরা তালিকায় এসেছে, তাদেরকে অভিনন্দন। অংশগ্রহণকারীরাও প্রত্যেকেই অভিনন্দন ও ধন্যবাদ পাবার যোগ্য। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ব্লগকে উৎসবমুখর করে তুলেছিলেন।

একটা কথা না বললেই নয়, সেরা ছবি নির্বাচনের জন্য পারমুটেশন-কম্বিনেশন করে যতগুলো বিচারক প্যানেলই বানানো হোক না কেন, প্রতিটা প্যানেলের কাজই কিছু না কিছু সমালোচনার মুখে পড়বে। কারণ, সবার পছন্দ এক হবে না। আপনি যেটা সেরা মনে করছেন, ওটা হয়ত আমার পছন্দের তালিকায়ই উঠবে না। ছবি বিশ্লেষণের কিছু সাধারণ ও সার্বজননীন ক্রাইটেরিয়া থাকলেও প্রতিটা বিচারকের নিজস্ব পছন্দ ও অপছন্দও খুবই গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফি ও ভিডিগ্রাফি আমার নেশা। ভিডিও মেকিং-এর জন্য আমি যেভাবে ছবি নির্বাচন করি, তাতে অনেক ভালো ক্যামেরাম্যানের আপাত-ভালো ছবিও আমি নিতে পারি না। তার মানে এই না যে, ঐ ছবিগুলো শিল্পমানের না। তদ্রূপ, এখানেও অনেকে অনেক ছবিতে যেগুলো ত্রুটি হিসাবে দেখছেন, ওগুলো অন্যের কাছে বা আমার কাছে ত্রুটি নাও মনে হতে পারে। তেমনি, বিচারকরাও সেগুলো ত্রুটি হিসাবে নেন নি বলেই সেরা বিবেচনায় ঠাঁই দিয়েছেন।

বিজয়ীদেরকে আবারও প্রাণঢালা অভিনন্দন।

তবে, ধন্যবাদের পুরোটা প্রাপ্য আয়োজনকারীগণ, যাদের সামনে থেকে লিড দিয়েছেন কাল্পনিক_ভালোবাসা ভাই।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। আমাদের সবার দেখার চোখ আলাদা, স্বাদ আলাদা, রুচি আলাদা। ফলে ছবিও পছন্দের ক্ষেত্রে একেকজন একেকভাবে দেখবে এতে সমস্যার কিছু নেই। সমস্যা হচ্ছে যখন কেউ অন্যকে ছোট করেন, নিজের অপরিপক্ক আচরনকে জাস্টিফাই করার চেষ্টা করেন এবং নিজের কোন ত্রুটিকে ডিফেন্ড করার চেষ্টা করেন।

এখানে সবাই অপেশাদার হিসাবে দারুন ছবি তুলেছেন। এই ছবির বিচার কাজ করা দুরুহ ছিলো। এত সমালোচনা বা দ্বিমত আছে বলে মনে হচ্ছে বিচারকদের কাজ ভালো হয়েছে।

আপনাকেও ভাইয়া কৃতজ্ঞতা জানাই। শুভেচ্ছা রইল।

৪৫| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি একজন দলছুট ব্লগার হিসেবে চাই, ব্লগে প্রতিবছর দুই থেকে তিনটি প্রতিযোগিতা হোক।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রান্ত!!

৪৬| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:০৭

ঢাবিয়ান বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত আমার মন্তব্যের জন্য। আমি আসলে সম্মানিত বিচারক প্যানেলের জাজমেন্ট প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আমার মন্তব্য করিনি। বিচারক প্যানেের সবাই অত্যন্ত যোগ্য ব্যক্তি। আমার মত ফটোগ্রাফির বিষয়ে তেমন কোন জ্ঞান না রাখার ব্যক্তির তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশই নেই। সামিয়ার ''সিমস লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি কনটেস্ট'' অংশটুকুর সাথেই শুধু একমত। এছাড়া তার বাকি মন্তব্যের দায়ভার একান্তই তার নিজস্ব। আমি আসলে শুধু একজন দর্শক হিসেবে আমার মতামত তুলে ধরতে চেয়েছি। একজন দর্শক হিসেবে যে ছবিগুলো আমাকে নাড়া দিয়েছে সেটা বলতে চেয়েছি। যেগুলো দেয়নি সেগুলো নিয়ে কিছু মন্তব্য করেছি। এটাকে একান্তই একজন দর্শকের ব্যক্তিগত মতামত ধরে নেবেন।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় ঢাবিয়ান ভাই, আপনার দুঃখ প্রকাশের কোন প্রয়োজন নেই। আপনি আপনার মতামত দিয়েছেন। আমি সেই হিসাবে ব্যাখ্যা দিয়েছি। শুভেচ্ছা জানবেন।

৪৭| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:১০

মিরোরডডল বলেছেন:



সবাইকে অভিনন্দন ।
সেরা দশে অনেকগুলো প্রিয় ছবি ।
সেরা ছবিব্লগ নির্বাচন একদম পারফেক্ট হয়েছে ।
ব্লগ টিমের এই আয়োজনটা অনেক এঞ্জয় করেছি ।
কন্টেস্টেন্ট আর বিচারক, সবাইকে অনেক থ্যাংকস আর শুভেচ্ছা ব্লগকে কিছুদিন এভাবে আনন্দে মাতিয়ে রাখার জন্য ।
আশা করবো বিরতির পর কাভা আবার নতুন টপিক নতুন আয়োজন নিয়ে আসবে ।


২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানবেন!!

৪৮| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫২

মোঃমোজাম হক বলেছেন: বিজয়ী এবং সকল অংশগ্রহনকারী্দের অভিনন্দন।
এবারের ছবি ব্লগে এতো সুন্দর সুন্দর ছবি প্রকাশিত হয়েছে যে একসময় নিজের কাচা হাতের ছবি ব্লগ রিমুভ করতে সচেষ্ট হয়েছিলাম। কিন্তু সেই চমতকার ছবিগুলি কোথায় গেল? একগাদা সাদাকালো ছবি সিলেক্ট করে এই প্রতিযোগিতাকে আর্টফিল্ম বানানো মোটেই ভালো হয়নি।

যেকোন প্রতিযোগিতার ফলাফল নিয়েই বিতর্ক হতেই পারে। বিচারকগন পয়েন্ট ধরে প্রতিত্তোর দেবেন এটাই কাম্য। রাজিব নুর রাগত হয়ে প্রশ্ন করলেও উনি সঠিক ছিলেন। ১০ম স্থান নিয়ে সামিয়া যে প্রশ্ন করেছেন এটা যথার্থ। আগে দেখতে হবে ছবি তারপর ছবির মর্মার্থ।এই ছবিতো প্রথমেই বাতিল হওয়ার কথা।
একজন বিচারিকের কথায় বুঝতে পেরেছি ৬তম ছবিটা স্থান পেয়েছে শুধু করোনার সময় বলেই।
কারন করোনার ছবি তিনি খুজতেছিলেন। এই জার্মের ছবি আমাদের কি অর্থ বুঝালো! মাইক্রোস্কোপও এখানে ক্যামেরা ;)
৭ম ছবি কি করে স্থান পেলো এটাও বোধগম্য নয়।২০২২ সালে এসে আপনারা সাদাকলো ছবির প্রেমে পড়বেন(৫টি ছবিই সাদা-কাল) বুঝতে পারলে, এমন ঘষামাজা ছবি অনেকেই পোস্ট করতো। হ্যাঁ একটা যুক্তিই দেবেন ওটার অর্থবহ দিকটা আপনারা বুঝেন্না। যা প্রথম স্থান পাওয়া ছবি নিয়ে শরতদার উচ্ছাস আমরা লাইভে দেখেছি।
সবশেষে বলবো প্রথম ৪০টা ছবি ব্লগারদের মতামতে নেয়া ভাল ছিল। আগামীতে সেরকম প্রতিযোগিতাই আশাকরবো। বিচারকের সংখ্যা ১+৫ জন হলে ভাল হবে।
যাইহোক ছবি ব্লগের সফল সমাপ্তির জন্য মডারেটরকে ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখিত ভাইয়া, ভুল হয়েছে। আগামীবার থেকে ছবি ব্লগ প্রতিযোগিতা করলে আপনাদের মতামত নিয়ে বিচারক মন্ডলি নির্বাচন করব। একজন সিনিয়র ব্লগার হিসাবে আপনি সামগ্রিক বিষয়টিকে যেভাবে মুল্যায়ন করলেন তাতে কিছু বলার নেই। :)

না, আমরা এমন কোন যুক্তি দিবো না যে 'আপনারা বুঝেন না'। আপনারা নিঃসন্দেহে ভালো বুঝেন। বুঝার ঘাটতি রয়েছে আমাদের।
এখানে আমাদের বিচারকমন্ডলির কোন দায় এখানে নেই, তাঁরা তাদের কাজ অত্যন্ত দারুনভাবে সম্পন্ন করেছেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। মূল দোষটি ব্যক্তিগতভাবে আমার। আমার উচিত ছিলো ২০২২ সালের সাথে তাল মিলিয়ে যারা ছবি বুঝেন তাদেরকে বিচারিক প্যানেলে যুক্ত করার।

ভবিষ্যতে বিষয়টি মাথায় থাকবে। :) আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৪৯| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

সাজিদ! বলেছেন: কলাভাইয়ের নেহাত ফান করে দেওয়া পোস্ট থেকে কেমনে সেরা ছবি আসলো সেটা নিয়েও আমার প্রশ্ন। ছয় আর নয় তেমন একটা ভালো লাগে নাই ( এমনে ভালো তবে সেরা দশছবির বিচারে ভালো লাগে নাই)

নীল বরফের আরও অনেক ছবি ছিল, এর মধ্যে এটাই প্রথম হবে ভাবি নাই। আরও কয়েকজনের ছবি আসা উচিত ছিল।

যাইহোক সবাইকে অভিনন্দন।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাজিদ ব্লগার কলাবাগান১ উক্ত ছবিটি ফান হিসাবে দিয়েছেন বা ব্লগে সংযুক্ত করতে চান নি এমনটা কোথাও আমরা পাই নি। বর্তমানে যে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি - তার সাথে ব্লগার কলাবাগানের ছবি ব্লগটি খুবই গুরুত্বপূর্ন ও রিলেভেন্ট। এছাড়া আমি যতদুর জানি মাইক্রো, ম্যাক্রো, ও মাইক্রোস্কোপিক বলে ফটোগ্রাফির তিনটি আলাদা বিভাগ আছে।

তবে দিন শেষে দেখা যাচ্ছে, আমি কি জানি না জানি সেটা মূল বিষয় নয়, ব্লগাররা কি বুঝেন সেটাই গুরুত্বপূর্ন। আমি ফটোগ্রাফির এই বিষয়ে আমাদের পেশাদার ব্লগার রাজিব নুরের বক্তব্য আশা করি। যদি তিনি বলেন - এই ধরনের কোন আলাদা বিভাগ ফটোগ্রাফিতে নেই তাহলে আমরা এই সকল ছবি ব্লগ প্রত্যাহার করে নিবো। এই ক্ষেত্রে ব্লগে আরো বিচক্ষন ও দক্ষ ফটোগ্রাফারদের সাহায্য বা মতামত নিতে পারেন।

৫০| ২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:১২

পদাতিক চৌধুরি বলেছেন: অংশ গ্রহণকারী সকলকে অভিনন্দন।স্পেশাল অভিনন্দন বিজয়ীদেরকে। ধন্যবাদ জানাই বিচারকমণ্ডলীকে।যে কঠিন সময়ের মধ্যে দিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দীর্ঘ অধ্যবসায়ের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করলেন তাতে ওনাদের উদ্দেশ্যে রইলো কুর্নিশ। সঙ্গে কুর্নিশ জানাই সামুর মডারেশন টিমকে। সুন্দর চিন্তার ফলশ্রুতিতে কি চমৎকার একটা ইভেন্টের আয়োজন করে ব্লগকে সরগরম রেখেছিলেন। সবমিলিয়ে দারুণ উপভোগ্য একটা সময় পার হলো। আগামীতেও এমন ইভেন্টের অপেক্ষায় রইলাম...

২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পদাতিক ভাই আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি সহ আরো সবাই অংশগ্রহনকারী সবাইকে মন্তব্য দিয়ে উৎসাহ দিয়েছেন, এটা অনেক বড় একটি ব্যাপার।

৫১| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:০২

অপু তানভীর বলেছেন: অবশেষে আমরা বিজয়ী পেয়ে গেলাম । চমৎকার একটা আয়োজন ছিল । এই রকম আয়োজন নিয়মিত করা হোক । কেবল ছবি ব্লগই নয় বিষয় ভিত্তিক আরও অনেক কিছু নিয়েই প্রতিযোগিতা করা হোক !

বিজয়ীদের অভিনন্দন !

২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অপু আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি এই ছবি ব্লগের সাথে দারুন ভাবে জড়িত ছিলেন, আপনার পোষ্টের কারনে আমাদের কাজের বেশ সুবিধা হয়েছে। আপনার জন্য একটি সারপ্রাইজ আছে। অনুগ্রহ করে আমাকে আপনার যোগাযোগের একটি নাম্বার মেইল করুন।

৫২| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রচুর ব্যস্ত ও অসুস্থ থাকার পরও ছবিব্লগে প্রচুর মন্তব্য ও লাইক দিয়েছি। ছবিব্লগের সকল বিজয়ীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর যারা জয়ী হতে পারেন নি তাদের বলবো আশাহত হওয়ার কোনো কারণ নেই সামনে আপনাদের কাছে আরোও ভালো ও ব্যতিক্রমি ছবি আশা করছি । ছবি প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।


ধন্যবাদ কলাবাগান১ ভাইকে এক অদ্ভূৎ ব্যতিক্রমি ছবি উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আমার বোন কাজী ফাতেমা ছবিকে যাকে আমি ছবির যাদুকর বলি।

এবং ধন্যবাদ বিচারক মন্ডলি ও ব্লগ এডমিনকে যারা প্রচুর প্রচুর পরিশ্রম করেছেন।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত প্রিয় ঠাকুর মাহমুদ ভাই!

৫৩| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




অনেকে বিচারকদের বিচারের মান ও ছবি নিয়ে দ্বিমত পোষণ করছেন। আমি কারো পক্ষে নই। এমন নই বিচারকদের পক্ষে আবার এমন নই আমি দ্বিমত পোষনকারিদের বিপক্ষে। কিন্তু সমস্যা হচ্ছে যারা দ্বিমত পোষণ করছেন তারা কিন্তু উল্লেখিত দশটি ছবির কাছাকাছি মাত্র একটি ছবিও ছবিব্লগে পোস্ট করেননি!

কলাবাগান১ এর ছবিটি কেউ কেউ হয়তো সিম্পল ভাবছেন! আমার কাছে অদ্ভূৎ ও অসাধারন মনে হয়েছে। প্রায় ১০০০ ছবির মধ্য ইউনিক একটি ছবি!

*** *** ***
একটি প্রস্তাবনা: - ব্লগে আগামী যে কোনো প্রতিযোগিতায় বিশেষ বিবেচনা করে একটি ফান্ড যাতে করা হয় এবং বিচারকদের জন্যও একটি সন্মানীর ব্যবস্থা যাতে করা হয়। (ফান্ডিং করবেন ব্লগারগণ) ছবি ব্লগের বিচারক ও ব্লগ এডমিনকে আবারও ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ। পছন্দ অপছন্দ থাকবেই। যে যার ব্যক্তিগত জায়গা থেকে সব কিছু বিবেচনা করবেন, এটাই স্বাভাবিক।

আশা করি আপনি শারিরীকভাবে সুস্থ আছেন এবং পরিবারের সকলে ভালো আছে।

আপনার জানার সুবিধার্থে বলছি, আমাদের এই অনুষ্ঠানের যে পুরুষ্কার আছে তা কয়েকজন সম্মানিত ব্লগারের অনুদানের ভিত্তিতে করা হয়েছে। পাশাপাশি ব্লগারদের বিভিন্ন অনুষ্ঠান ও অন্যান্য বিভিন্ন মানবিক আয়োজনের জন্য একটি ফান্ডের কাজ শুরু করা হয়েছে, এই ব্যাপারে পরবর্তীতে কোন একসময় বিস্তারিত জানানো হবে। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন।

৫৪| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:০৭

করুণাধারা বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই আয়োজকদের এমন চমৎকার একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য, ধন্যবাদ তাকে যিনি (সম্ভবত মডারেটর) প্রতিযোগিতার বিষয় হিসেবে ছবিব্লগ বেছে নিয়েছেন।

প্রতিযোগিতা চলাকালীন সামুর চেহারা বড় সৌন্দর্যময় হয়ে উঠেছিল, খুবই ভালো লাগতো দেখতে... আরেকবার ধন্যবাদ।

ধন্যবাদ সব বিচারকদের, হাজার খানেক ছবি যাচাই-বাছাই করে সেরা ছবি নির্বাচন করা অনেক সময়সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ। তাদের নির্বাচিত সব ছবিই ভালো লেগেছে।

ছয় নম্বর ছবি নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটা সম্ভবত ছবিটা কিসের এবং কিভাবে তোলা হয়েছে তা না বোঝার কারণে। এই ছবি তোলা মোটেও সহজ না, যারা ক্যামেরা নিয়ে সবসময় ছবি তোলেন তারা কখনোই এই ছবি তুলতে পারবেন না, আমাদের দেশেও কেউ তুলতে পারবেন না কারণ এই মাইক্রোস্কোপ দেশে বোধহয় নেই। এটাকে ছবি না বলে scientific image বললে ঠিক হবে। এধরণের ছবিরও প্রতিযোগিতা হয়, scientific image competition বলে সার্চ দিলে এধরণের ছবি দেখা যাবে... ধন্যবাদ বিচারকদের এই অন্যরকমের ছবিটিকে নির্বাচিত করার জন্য।

আমার কাছে সবার ছবিব্লগই ভালো লেগেছে, তাই প্রতিযোগিতার সকল অংশগ্রহণকারীদের জন্য ধন্যবাদ আর শুভেচ্ছা।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় করুনা ধারা আপা, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি ভালো আছেন। যে সকল ব্লগাররা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

ছয় নাম্বার ছবি নিয়ে অনেকেই খুব কঠোর মনোভাব ব্যক্ত করেছেন। আশা করি তারা আপনার মন্তব্যটি পড়বেন এবং বিষয়টি বুঝবেন। এই ছবিটি নিয়ে আমাদের বিচারক প্যানেল যথেষ্ঠ চিন্তা করেছে এবং তারপর সেরা ছবির তালিকায় মনোনিত করেছে। তাছাড়া আমাদের যে ব্লগার এই ছবিটি তুলেছে তিনি তাঁর নিজের রিসার্চ কাজ করার সময় ল্যাবে এই ছবিগুলো তুলেছেন।

আমি এটা অবশ্যই স্বীকার করি - সব কিছু সকলের মনপুত হবে না, এটাই স্বাভাবিক।

আবারো ধন্যবাদ জানাই আপনাকে আপা।

৫৫| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:২৩

ঢুকিচেপা বলেছেন: ছবি ব্লগ প্রতিযোগিতা শুরু থেকে ফলাফল পর্যন্ত দারুণ উপভোগ করেছি বিষয়টা।
আশা করছি ভবিষ্যতে বিভিন্ন টপিকের উপর এমন আয়োজন থাকবে।

সম্মানিত বিচারকমন্ডলীর বিশ্লেষণধর্মী কথা ভালো লেগেছে পাশাপাশি অনেক কিছু জানা হলো, তাঁদেরকে অনেক অনেক ধন্যবাদ।

পুরষ্কার প্রাপ্তদের জন্য রইল আন্তরিক অভিনন্দন।

আমরা যারা হারু পার্টি আছি তারা অপেক্ষা করছি পরবর্তী প্রতিযোগিতার জন্য, সে সময় যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ্।

আয়োজনের জন্য আপনিসহ ব্লগটীম সবাইকে আন্তরিক ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ঢুকিচেপা ভাই। আপনি চমৎকার ছবি তুলেন, তবে আরো কিছুটা পরিচর্যা ও সামান্য প্রশিক্ষন পেলে আরো দারুন হবে বলে আমি আশা করি।

৫৬| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:

সকল বিজয়ীকে অভিনন্দন !! =p~



সামাজিক দূরত্ব মেনে মিষ্টি খাওয়ার অপেক্ষায় রইলাম। :-B

৫৭| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



বিচারিক প্যানেলের যাঁকে "শরত ভাই" বলা হয়েছে, উনার নিক কি, আমি উনার পোষ্ট পড়তে চাচ্ছি।

৫৮| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:



ড: মঈন জালাল চৌধুরী সাহেবের নিকটা বলুন, আমি উনার পোষ্ট পড়তে চাই।

৫৯| ২৬ শে জুলাই, ২০২১ রাত ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: @ চাঁদগাজী ড: মঈন জালাল চৌধুরী সাহেবের নিকটা হলো অন্যমনষ্ক শরৎ :)

৬০| ২৬ শে জুলাই, ২০২১ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:


@সেলিম আনোয়ার,
অনেক ধন্যবাদ।

৬১| ২৬ শে জুলাই, ২০২১ রাত ৩:৫২

সোনালী ডানার চিল বলেছেন:

বেশকিছু ছবি চমৎকার ছিল। সবাইকে অভিনন্দন। ভালো থাকা হোক।

৬২| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৭:৫০

ঢাবিয়ান বলেছেন: @ করুনাধারা আপু, আপনার সাথে দ্বিমত প্রকাশ করছি বলে অত্যন্ত দুঃখিত। মাইক্রোস্কোপিক ইমেজ তোলা মোটেই দুঃসাধ্য কোন বিষয় নয়। আমাদের দেশে ক্যমেরাসহ মাইক্রোস্কোপ সেই ২৪/২৫ বছর আগেও ল্যাবে দেখেছি। আর যে কোন স্মার্টফোন দিয়েও মাইক্রোস্কপিক ইমেজ ( Smartphone Microscopic Photography ) তোলা যায়। সবার সুবিধার্থে নীচে একটি ইউটিউব ভি্ডিও লিংক দিলাম।
https://www.youtube.com/watch?v=cfd9ViHBlR4

করোনার জেনোম সিকোয়েন্সের উপরে প্রচুর ছবি আমাদের সাইন্স গ্রপে প্রতিনিয়ত আপ্লোড হচ্ছে যা করছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং বিসিএসাই আর এ কর্মরত গবেষকরা।

যাই হোক একজন সাইন্সের ছাত্র হিসেবে এটূকু বলতে পারি যে, যে সব ইমেজ আমরা হরহামেশা বই এর পাতায় দেখি সেটাকে আর যাই হোক কোন ফটোগ্রাফি কন্টেস্টের সাবজেক্ট হিসেবে কখনই মনে হয় না।

৬৩| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৮:৪৫

কলাবাগান১ বলেছেন: @ঢাবিয়ান

"মাইক্রোস্কোপিক ইমেজ তোলা মোটেই দুঃসাধ্য কোন বিষয় নয়।" সহমত।

তবে করোনা ভাইরাস যেভাবে হার্টের সেইপে প্লাক তৈরী করেছে, সেটা হয়ত করোনা ভাইরাস এর মিলিয়ন মিলিয়ন মাইক্রোস্কপিক ছবি উঠালেও হয়ত আর কখনও জীবনে দেখা যাবে না...এটা ছিল নিতান্তই কাকতালীয় আর ভাগ্য যে আমি তন্ন তন্ন করে খুজছিলাম কালচার প্লেটের সমস্ত এরিয়াতে এই 'সবুজ' ভাইরাস এর কলোনীগুলিকে দেখার জন্য- আর আমার তৈরী 'ঔষুধ' এর ইফেক্টিভনেস দেখার জন্য....। এই ছবির পিছনে আবিস্কার এর যে কাহিনী তৈরী হয়েছে, সেটা হয়ত আপনি বা আপনার মত লোকেরা এপ্রিসেয়েট করবেন না বা বুঝবেন না, যারা বুঝার তারা ঠিকই এই টেকনোলজি যে থিয়োরীর উপর ভিত্তি করে আমি শুরু করেছি তাকে ঠিকই এপ্রিসিয়েট করবে। অন্তত সবার আগে এই টেকনোলজি পেটেন্ট করতে জমা দিতে পেরেছি।

আপনারা এপ্রিসিয়েট করেন হাড়বিহীন তেলাপোকার এক্সরে এর ছবি।

৬৪| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৯:১৫

বিজন রয় বলেছেন: ব্লগের জন্য খুব ভাল একটি কাজ হয়েছে।
পুরা ব্যাপারটি খুব ভাল লেগেছে।

ভবিষ্যতে এমন আয়োজন আরো দেখতে চাই।

৬৫| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ১০:১১

ঢাবিয়ান বলেছেন: @ কলাবাগান১ , অত্যন্ত দুঃখিত আমার মন্তব্যে আপনি আঘাত পেয়ে থাকলে। আমরা সবাই জানি যে আপনি একজন বৈজ্ঞানিক। আপনার ছবিটা যে কোন মাইক্রোস্কোপিক ইমেজ কনটেস্ট এর জন্য একেবারে পারফেক্ট। ব্লগের ছবিব্লগ প্রতিযোগিতায় বিভিন্ন ব্লগাররা হাটে মাঠে ঘুরে কষ্ট করে ব্যতিক্রমী যে সব ছবি পোস্ট করেছেন, সেগুলোই প্রতিযোগিতার জন্য উপযুক্ত বলে মনে করি। আপনি অনেকদিন আগে প্রকৃতির মাঝে নির্ভয়ে ঘুরে বেড়ানো একটা হরিনের অসাধারন ছবি পোস্ট করেছিলেন। এই ধরনের ছবিগুলোই ছবি ব্লগ প্রতিযোগিতার জন্য আদর্শ সাবজেক্ট বলে আমার মনে হয় যেটা আমার একান্তই ব্যক্তিগত মতামত।

২৬ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঢাবিয়ান ভাই, আমার ধারনা, আমাদের ছবি ব্লগ প্রতিযোগিতার জন্য কোন ব্লগার হাটে মাঠে ঘুরে ছবি তুলেন নি। হাহা।
সম্মানিত ব্লগারদের মধ্যে অধিকাংশই আগের তোলা ছবিকে প্রতিযোগিতায় দিয়েছেন। যদি বর্তমানে হাটে মাঠে ঘুরে কেউ ছবি তুলতেন, সেখানে বর্তমান পরিস্থিতির একটা না একটা হলেও ছবি থাকত। তাছাড়া কোন ছবি প্রকাশ করা যাবে না তার নির্দিষ্ট কোন শর্তও ছিলো না।

পাশাপাশি, আমরা নির্দিষ্ট কোন জেনারকে এখানে সুনির্দিষ্ট করে দেই নি। ফলে এখানে যে কোন জেনারের ছবি আসতে পারে। কেউ কেউ ব্যাঙ্গাত্বকভাবে বলেছেন সাদাকালো ছবি নির্বাচন করে আমরা প্রতিযোগিতাকে আর্ট ফিল্মে পরিনত করেছি। এর যথাযথ জবাব আমরা চাইলে দিতে পারতাম। কিন্তু যাদের যে বিষয়ে নুন্যতম কোন ধারনা নেই, তাদের সাথে সেই বিষয়ে তর্ক করে আমরা রাজনৈতিক কর্মীদের মত হাস্যকর হতে চাই না। তাই সেই সকল হাস্যকর ও কুরুচিপূর্ন কথার কোন জবাব আমরা দেই নি। যে ছবিগুলো বিচারকদের বিচারে সেরা বিবেচিত হয়েছে, সেই ছবিগুলোই এখানে নির্বাচিত হয়েছে।

বিচারকরা সেই সকল ছবিকেই নির্বাচিত করেছেন, যে ছবিগুলোর একটা নিজস্ব গল্প আছে, নিজস্ব রঙ আছে। তারপর আমরা গিয়েছি টেকনিক্যাল ও অন্যান্য বিষয়ে। এই ক্যাটাগরীতে যদি সেরা ১০টা ছবিই সাদাকালো হতো, আমার মনে হয় সেই ১০টা ছবিকেই আমরা সেরা ঘোষনা করতাম।

আপনাকে ভাইয়া আবারো ধন্যবাদ আলোচনার জন্য।

৬৬| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪০

কলাবাগান১ বলেছেন: দিন শেষে এটা সামান্যই একটা 'প্রতিযোগিতা' যেটা কিছুদিন পরে অনেকের মনেই থাকবে না....এটা নিয়ে এত সমালোচনা করার কোন কারনই দেখছি না...আমার ছবিগুলিকে গননা না করলেও কোন মন খারাপ হত না....এখনও যদি বাদ দেওয়া হয় তাতেই কোন মন খারাপ হবে না..বিনা বাক্যে মেনে নিব।

আমি পোস্ট করার সময়ই বলেছিলাম যে যদি ছবিগুলিকে মনে হয় যে কোন ক্যাটাগরিতে না পড়ে, তাহলে যেন প্রতিযোগিতায় কনসিডার করা না হয়...সেখানে কাভা ভাই এসে বললেন যে ছবিগুলি থাক এবং উনারা বিবেচনা করবেন।

৬৭| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ১১:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফটোগ্রাফির কিছুই বুঝি না। তারপরও একজন লে ম্যান হিসাবে বলছি যে অনেক ক্ষেত্রে মনে হয়েছে পুরস্কৃত করা হয়েছে কোটার ভিত্তিতে। যেমন করোনা নিয়ে কোন ছবি যেহেতু আসে নাই এবং মাইক্রোসকপিক ছবিও একটাই পাওয়া গেছে যার ফলে কলাবাগানের ছবিটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরস্কার পেয়েছে। আবার শাহ আজিজ ভাইয়ের ক্ষেত্রে আপনি বলেছেন যে আমাদের ঐতিহ্য নিয়ে তেমন ছবি আসে নাই। যার ফলে উনিও ঐ গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরস্কার পেয়েছেন।

প্রথম স্থান পাওয়া ছবিটার ক্ষেত্রে বিচারকদের আলোচনা শুনে মনে হয়েছে যে একজন বিচারকের দৃষ্টিভঙ্গি ও কল্পনা বেশী গুরুত্ব পেয়েছে। বাকিরা ওনার মত হয়তো কলপনা করেন নি। কিন্তু উনি যেহেতু ওনার কল্পনা বর্ণনা করেছেন তাই হয়তো বাকিরাও তার কথার ধারা প্রভাবিত হয়েছেন।

সপ্তম ছবিটার মধ্যে আমি কোন বিশেষত্ব দেখি না। মনে দাগ কাটার মত কিছু বা কোন গল্প এটা থেকে পাওয়া যায় না।

এই রঙ্গিনের যুগে সাদা কালোকে এতো বেশী পুরস্কৃত করাটা ভালো লাগে নি। ছবি সাদা কালো করলে অনেক ত্রুটি বিচ্যুতি মিলিয়ে যায়। রঙিন ছবিতে সব কিছু স্পষ্ট থাকে এবং রঙের বিভিন্নতাও ছবির পক্ষে বা বিপক্ষে কাজ করে। সাদা কালো থেকে রঙ্গিনে উন্নীত হওয়া এটা ফটোগ্রাফির একটা বড় পদক্ষেপ। সাদা কালো আর রঙিন ছবি একই মূল্য মানের হলে সবাই সাদা কালো ছেড়ে রঙিন ছবি তুলত না। অবশ্য ছবি বিচারের ক্ষেত্রে রঙ ছাড়াও আরও অনেক বিষয় আছে এটা আমি মানি।

আমার মতে প্যানেল অব জাজেস আরও বড় হওয়া উচিত। কারণ বিচারকেরা সবাই অনেক যোগ্য হলেও ওনাদের মন মানসিকতা এক রকম না। বেশী বিচারক থাকলে ভালো জাজমেনট পাওয়ার সম্ভবনা বেশী থাকে। ফটোগ্রাফি বা চিত্রকলার ক্ষেত্রে বিচারকের মন মানসিকতা গুরুত্বপূর্ণ। অনেকে abstract পছন্দ করেন আবার অনেকে সহজে বোধগম্য ছবি পছন্দ করেন।

বিচারকদের একে অন্যের সাথে আলাপ করার সুযোগ রাখা ঠিক হয়নি। কারণ তার ফলে একজন অন্য জনের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভবনা থাকে। একজনের একটা ছবি ভালো না লাগলেও অন্য বিচারকের আগ্রহ দেখে তিনিও হয়তো বেশী মার্ক দিয়ে ফেলেছেন। গোপন মারকিং করা উচিত ছিল। কে কত মার্ক পেল এটাও বলা উচিত ছিল।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। ডিফারেন্স অফ অপিনিয়নকে আমরা স্বাগত জানাই।

আমাদের বিচারিক প্রক্রিয়াতে বিচারকরা একে অন্যের প্রাথমিকভাবে আলাপের কোন সুযোগ পান নি। তারা প্রতিটি ছবিতে তাদের নিজেদের মত করে মার্কিং করেছেন এবং সেই মার্কিং এর ভিত্তিতে ব্লগ টিম একটি শর্ট লিস্ট করি। সেই শর্ট লিস্ট থেকে যে সকল ছবি একই মার্ক পায়, সেই সকল ছবিগুলো নিয়ে বিচারকরা আলোচনা করে আবারও চুড়ান্ত মার্ক দেন। সেই মার্ক থেকে আমরা সেরা ১৭টি ছবি নির্বাচিত করি এবং এই ১৭টি ছবি থেকে প্রতিটি বিচারকের সাথে আলাদা ভাবে কথা বলে আমরা চুড়ান্ত ১০টি ছবি নির্বাচন করি। এই ক্ষেত্রে প্রায় ৭ টি ছবি বিচারকরা একই নির্বাচন করেছে এবং বাকি তিনটি ছবি নিয়ে ফল প্রকাশের আগের আলোচনা করে ঠিক করেছেন।

বিচারকদের একে অন্যের সাথে আলাপ করার সুযোগ রাখা ঠিক হয়নি....... তাই কথাটি আপনি সঠিক বলেন নি। আমি মনে করি, আমাদের না জেনে কোন বিষয়ে মন্তব্য করা সঠিক নয়।

কোটা ভিত্তিক কোন ছবি এখানে নির্বাচিত হয় নি। ছবি ব্লগ ধারনাটির মূল উদ্দেশ্য নাগরিক সাংবাদিকতার প্রসার। একই সাথে আমাদের চলমান জীবন, ঐতিহ্য, প্রকৃতি ও জীবনের গল্প তুলে ধরা। তাই আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি। প্রতিটি ছবি এখানে বিচারের আওতায় এসেছে।

ব্লগ টিম মনে করে - বিচারিক প্যানেলে যে সকল সদস্যের রাখা হয়েছে তাঁরা তাদের কাজের জায়গাটি সমসাময়িক অনেকের চাইতে ভালো বুঝেন এবং তাদের বিচারিক ব্যবস্থার উপর আমাদের শতভাগ আস্থা আছে।

৬৮| ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:১১

মোঃমোজাম হক বলেছেন: প্রিয় মডারেটর জাদিদ সত্যি বলতে কি আপনাদের ভাইয়া ডাক খুব ভাল লাগে।কিন্তু আজ আমার মন্তব্যের জন্য এই ডাকে একধরনের কটাক্ষ বা তাচ্ছিল্য লক্ষ্য করলাম।তাই আবারো কিছু বলছি।
ডে ওয়ান রাতেই আপনাদের লাইভ আমি মনোযোগ দিয়ে দেখেছি। ফলাফল প্রকাশ করতে গিয়ে প্রথম পুরস্কৃত ছবিকে আবেগের ঠেলায় যখন ইহকাল আর পরকাল দেখে ফেলেছেন তখনই বুঝতে পেরেছি বিচারক, ফটোগ্রাফারের চেয়েও চৌকশ।
তিনজন বিচারকের দুজনকে ব্লগার হিসেবে আমরা ভাল করেই চিনি।তবুও আপনার মতো জ্ঞানীজনের উচিৎ ছিল তাদের সংক্ষিপ্ত পরিচয় লিখে দেয়ার।যেমন কোন প্রতিষ্ঠান থেকে ফটোগ্রাফির উপড় জ্ঞানার্জন করেছেন। কমেন্টে জানতে পারলাম আপনি কোর্স করেছেন। কিন্তু আপনি বিচারক হিসেবে পরিচিতি দেননি।
আমাদের দেশে এখন তৈল মর্দনের সংস্কৃতি চলছে। আমরা ব্লগাররা ভিন্ন সংস্কৃতির তাই মাত্র ৬/৭ জন হলেও সৎসাহস করে তাদের মতামত ব্যক্ত করেছে।এখানে কেউ কারো মাথায় কুঠারাঘাত করেনি বা ব্যক্তি আক্ক্রমনও করেনি। তারা প্রতিযোগিতার কন্টেন্ট নিয়ে ভিন্নমত দিয়েছেন। কিন্তু কতো পারসেন্ট? অথচ আপনার প্রতিত্তোর ছিল খুবই আক্রমণাত্মক। কাউকে বলেছেন উত্তর দেয়া মানে সময় নষ্ট,কাউকে বলেছেন হাস্যকর ,গায়ের জোরে পাহাড় ঠেলছেন আবার আমাকে বলেছেন আগামীবার থেকে ছবি ব্লগ প্রতিযোগিতা করলে আপনাদের মতামত নিয়ে বিচারক মন্ডলি নির্বাচন করব ইত্যাদি ইত্যাদি।
ভাই, আপনি নিজেই বলেছেন বিচারক প্যানেলে অন্য তিনজন।তবে তাদেরকেই জবাবদিহি করতে দিন! আপনি মেজাজ হারাচ্ছেন কেন?
দেখুন পুরস্কৃত ব্যক্তিরা তাদের ছবিগুলির সমালোচনার ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে ( বিশেষ করে কলাবাগান-১)!
আপনি থাকবেন বল্গার ও বিচারকদের মাঝখানে কারন আপনি ব্লগার নিয়েই চলছেন। অথচ আপনি বকেই যাচ্ছেন, এমন কটাক্ষ করছেন যেন আমরা আপনাকে তৈল মর্দন করে চলি।
সরি আপনার মানুষিকতা বদলাতে হবে আমাদের ব্লগারদের নয়।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি ব্লগ প্রতিযোগিতার ফলাফল নিয়ে সমালোচনা আলোচনা হতে পারে, তাতে কোন সমস্যা নেই এবং এই বিষয়ে বার বার বলাও হচ্ছে। এখন পর্যন্ত মাত্র দুইজন ব্লগার এই ছবি ব্লগ প্রতিযোগিতা নিয়ে সঠিক সমালোচনা করেছেন, ব্লগার এক ঢাবিয়ান, দুই ব্লগার সাড়ে চুয়াত্তর। তাদের সাথে এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। এবং আমি মনে করি নিজ নিজ পছন্দের কথা ব্যক্ত করায় কোন সমস্যা নেই।

আমি যাকে বলেছি গায়ের জোরে পাহাড় ঠেলছেন, আমি সেই কথাটি শতভাগ দায়িত্ব নিয়ে বলছি। যার জন্য কথাটি প্রযোজ্য তিনি তার ভুল স্বীকার না করে উল্টো বিচারকদের নিয়ে অন্যায়ভাবে প্রশ্ন তুলেছেন। একজন দায়িত্বশীল ব্লগার বাদ দিন, একজন দায়িত্বশীল মানুষ হিসাবে তার এই ধরনের অন্যায় ইগো অগ্রহনযোগ্য। এখন আপনি কার সাফাই গাইবেন না গাইবেন ভাই, সেটা আপনি নিজেই ভালো জানেন।

আপনাকে আহত করার কোন ইচ্ছা আমাদের নেই মোজাম ভাই। যদি এমন কিছু হয়েও থাকে, সেটা সত্যি অনাকাংখিত। আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি ও জানি। তবে ব্যক্তি জাদিদ আর মডারেটর হিসাবে যখন দায়িত্বপালনরত জাদিদের মধ্যে একটি পার্থক্য আছে। ব্যক্তি জাদিদ হলে আপনার এই কথার, আপনার কথার যে "টোন" তার কোন প্রতিবাদ বা প্রতিক্রিয়া ব্যক্ত করতাম না। 'মোজাম ভাই বলেছেন, আমি শুনেছি' -দ্যাটস ইট! এর বেশি কোন প্রতিক্রিয়া আমার হতো না।

কিন্তু আমাদের পক্ষ থেকে দায়িত্ব দেয়া কাউকে যখন কেউ সমালোচনার নামে অযাচিত আক্রমন করা হয়, তখন একজন মডারেটর হিসাবে আমি শতভাগ সেখানে প্রতিক্রিয়া ব্যক্ত করব। যদি আমাদের পক্ষ থেকে দায়িত্ব দেয়া কেউ কোন ভুল করনে, কোন অন্যায় করেন, তাহলে সেটার ব্যাপারে অবশ্যই ব্লগ টিম ব্যবস্থা নিবে এবং প্রয়োজনে ক্ষমাও চাইবে।

আমি কখনই বিচারিক প্যানেলে ছিলাম না। আমি বিচারিক কার্যক্রমে সহায়তা করেছি। ভবিষ্যতে বিচারিক প্যানেল নির্ধারনে আপনাদের সহায়তা নিবো এই কারনে, তখন যেন বিচারকাজ সকলের মত মত হয়। তবে আমি নির্মোহ থেকে বলব, আমাদের এই প্যানেল যে কোন পেশাদার ছবি প্রতিযোগিতা জাজ করতে সক্ষম।

আপনি বললেন তৈল মর্দনের কথা। মডারেশন প্যানেলকে তৈল দিয়ে কার কি লাভ হবে আমি জানি না। তবে আমি জানি এই সব কথাবার্তা খুবই হাস্যকর এবং আরো বিশ্বাস করি আমাদের এই ধরনের সংকীর্নতা থেকে বের হয়ে আসা প্রয়োজন।

বিচারক প্যানেলের নাম ও পরিচয় অনেক আগেই প্রকাশ করা হয়েছিলো। সেখানে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। আমরা বিশ্বাস করি, এই প্রতিযোগিতার বিচার কাজের জন্য এই প্যানেল মোর দেন এনাফ এবং বিচারক প্যানেল যথেষ্ট স্বচ্ছতার সাথে বিচার কাজ সমাপ্ত করেছি। প্রতিটি ছবির স্বতন্ত্র নাম্বার আছে। সেই নাম্বারের ভিত্তিতে প্রাথমিক ছবি থেকে সেরা কিছু ছবি নির্বাচিত করা হয়। সেখান থেকে আবারও নাম্বার এর ভিত্তিতে সেরা ছবি নির্বাচন করা হয়েছে।

আর আমি মেজাজ হারাচ্ছি না মোজাম ভাই। আপনার আমার সকলের পছন্দের জায়গাটি ভিন্ন হবেই। আমি সেটা নিয়ে কোন আপত্তি করছি না। আমি কাউকে কটাক্ষ করছি না। আমার বা আপনার কোন নির্দিষ্ট একটা জিনিস ভালো লাগে না - এটার অর্থ এই নয় যে দিস ইজ দি এন্ড অব দি ওয়ার্ল্ড!!! সব কিছু আপনার আমার মন মত হবে না। সমালোচনা হবে অবশ্যই্‌, তবে সমালোচনা নামে যেন অন্যকে ছোট না করা হয়।

৬৯| ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: অনেক আলোচনা সমালোচনা হলো ছবি ও প্রতিযোগীতা নিয়ে।
এটা খুবই ভালো ব্লগের জন্য এবং ব্লগারদের জন্য। এখন ব্লগটা বেশ প্রানবন্ত লাগছে। আসলে এরকম আলোচনা বা সমালোচনা যা-ই বলেন এগুলো আলিফ লায়লার গল্পের মতোন। কখনও শেষ হবার নয়। আমার এক শিক্ষক বলতেন, ''দশজন যেদিকে আমিও সেদিকে''। আমি বলেছিলাম, স্যার ডাস্টবিনের ময়লাকে দশজন কি একশ' জনও ভালো বললে- আমি ভালো বলতে পারবো না। ময়লা থেকে গন্ধ ছড়াবেই। শিক্ষক আমার উপর রেগে গিয়েছিলেন।

একটা প্রতিযোগিতা আয়োজন করা বিশাল ব্যাপার।
সামু সেটা করেছে এবং সঠিকভাবে সম্পন্ন করেছে। এজন্য সামুকে আন্তরিক ধন্যবাদ জানাই। নানান মানুষের নানান মতবাদ থাকবেই। ধরুন একটা মসজিদ বা মন্দির ভেঙ্গে ফেলা হলো- তখন একদল লোক বলবে ভালো হইছে। আবার আরেকদল লোক বলবে মোটেও ভালো হয় নাই। বস্তুত মসজিদ, মন্দির ভেঙ্গে ফেলা ভালো কাজ নয়। মানুষ সেদিকে না গিয়ে নানান রকম পক্ষে বিপক্ষে মত দিয়ে যাবেই। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এরকমটা হয়ে আসছে।

সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
এবং খুব সাবধান থাকুন। চারিদিকে করোনা আর ডেঙ্গু। অবিশ্বাস্য হলেও সত্য হাসপাতাল গুলোতে সিট পর্যন্ত নেই। চারিদিকে গজব অবস্থা। সুরভির ডেঙ্গু হয়ে গেলো। এখন অবশ্য ভালো হয়ে গেছে। আর একটা কথা, এই পোষ্টে আমার ৩০ নম্বর মন্তব্যটি কাউকে আহত করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসল সমস্যা হলো- আমি কখনই মনের কথা গুলো গুছিয়ে লিখতে পারি না। তাই সকলে ভুল বুঝে। এটা আমার ব্যর্থতা। প্রতিটা ব্লগারের প্রতি আমার সীমাহীন ভালোবাসা রয়েছে।

৭০| ২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২১

সামিয়া বলেছেন: শুধু তর্ক করতে পারা মানেই আমি সঠিক এইটা ভুল চিন্তা কাজেই এটা এই পোস্টে আমার শেষ মন্তব্য, এই পর্যন্ত যত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বিচারকরা প্রথমেই ছবির ফোকাল লেম্থ,সাটার স্পিড,আই এস ও, এপ্যাচার, সর্ট অর লং এক্সপোজার, রেজুলেশন লোকেশন , এমন কি ডিভাইস কে গুরুত্ব দেন এবং একটি ছবি নির্বাচনের পর এই সকল ফুল হিস্ট্রি জানাতে হয়, আর এইখানে সন্মানিত বিচারকগন শুধু ছবির পেছনের গল্প অনুধাবন করেছেন ছবির পেছনে গল্প মানে শুধুই গল্প অন্য কিছু নয়, পাশাপাশি সাদাকালো ছবি যে কোন‌ভাবে যেমন খুশি এডিট করে একটা সাধারণ ছবিকে রহস্যময় করা যায়, জাদিদ ভাইয়ের এই ছবিটি শুধু তর্ক করতে পারা মানেই আমি সঠিক এইটা ভুল চিন্তা কাজেই এটা এই পোস্টে আমার শেষ মন্তব্য, এই পর্যন্ত যত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বিচারকরা প্রথমেই ছবির ফোকাল লেম্থ,সাটার স্পিড,আই এস ও, এপ্যাচার, সর্ট অর লং এক্সপোজার, রেজুলেশন লোকেশন , এমন কি ডিভাইস কে গুরুত্ব দেন এবং একটি ছবি নির্বাচনের পর এই সকল ফুল হিস্ট্রি জানাতে হয়, আর এইখানে সন্মানিত বিচারকগন শুধু ছবির পেছনের গল্প অনুধাবন করেছেন ছবির পেছনে গল্প মানে শুধুই গল্প অন্য কিছু নয়, পাশাপাশি সাদাকালো ছবি যে কোন‌ভাবে যেমন খুশি এডিট করে একটা সাধারণ ছবিকে রহস্যময় করা যায়, জাদিদ ভাইয়ের এই ছবিটি
শুধু তর্ক করতে পারা মানেই আমি সঠিক এইটা ভুল চিন্তা কাজেই এটা এই পোস্টে আমার শেষ মন্তব্য, এই পর্যন্ত যত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বিচারকরা প্রথমেই ছবির ফোকাল লেম্থ,সাটার স্পিড,আই এস ও, এপ্যাচার, সর্ট অর লং এক্সপোজার, রেজুলেশন লোকেশন , এমন কি ডিভাইস কে গুরুত্ব দেন এবং একটি ছবি নির্বাচনের পর এই সকল ফুল হিস্ট্রি জানাতে হয়, আর এইখানে সন্মানিত বিচারকগন শুধু ছবির পেছনের গল্প অনুধাবন করেছেন ছবির পেছনে গল্প মানে শুধুই গল্প অন্য কিছু নয়, পাশাপাশি সাদাকালো ছবি যে কোন‌ভাবে যেমন খুশি এডিট করে একটা সাধারণ ছবিকে রহস্যময় করা যায়, জাদিদ ভাইয়ের এই ছবিটি শুধু তর্ক করতে পারা মানেই আমি সঠিক এইটা ভুল চিন্তা কাজেই এটা এই পোস্টে আমার শেষ মন্তব্য, এই পর্যন্ত যত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বিচারকরা প্রথমেই ছবির ফোকাল লেম্থ,সাটার স্পিড,আই এস ও, এপ্যাচার, সর্ট অর লং এক্সপোজার, রেজুলেশন লোকেশন , এমন কি ডিভাইস কে গুরুত্ব দেন এবং একটি ছবি নির্বাচনের পর এই সকল ফুল হিস্ট্রি জানাতে হয়, আর এইখানে সন্মানিত বিচারকগন শুধু ছবির পেছনের গল্প অনুধাবন করেছেন ছবির পেছনে গল্প মানে শুধুই গল্প অন্য কিছু নয়, পাশাপাশি সাদাকালো ছবি যে কোন‌ভাবে যেমন খুশি এডিট করে একটা সাধারণ ছবিকে রহস্যময় করা যায়, জাদিদ ভাইয়ের এই ছবিটি
সাদাকালো ছবি নিয়ে আলাদা কনটেস্ট হতে পারতো। এই সকল কথা বলা মানে নিজের ইগোর জন্য করছি এরকম ভাবার অবকাশ নেই, আমি কিছু দিন আগে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উইনার হয়ে ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছি, সেই ছবি অফিসের দেয়ালে নানান জায়গায় বাঁধানো আছে , ক্যালেনডার ডায়রীর পাতায় পাতায় আছে, আমার অফিসে আসার আমন্ত্রণ রইলো। শুধু তর্ক করতে পারা মানেই আমি সঠিক এইটা ভুল চিন্তা কাজেই এটা এই পোস্টে আমার শেষ মন্তব্য, এই পর্যন্ত যত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বিচারকরা প্রথমেই ছবির ফোকাল লেম্থ,সাটার স্পিড,আই এস ও, এপ্যাচার, সর্ট অর লং এক্সপোজার, রেজুলেশন লোকেশন , এমন কি ডিভাইস কে গুরুত্ব দেন এবং একটি ছবি নির্বাচনের পর এই সকল ফুল হিস্ট্রি জানাতে হয়, আর এইখানে সন্মানিত বিচারকগন শুধু ছবির পেছনের গল্প অনুধাবন করেছেন ছবির পেছনে গল্প মানে শুধুই গল্প অন্য কিছু নয়, পাশাপাশি সাদাকালো ছবি যে কোন‌ভাবে যেমন খুশি এডিট করে একটা সাধারণ ছবিকে রহস্যময় করা যায়, জাদিদ ভাইয়ের এই ছবিটি শুধু তর্ক করতে পারা মানেই আমি সঠিক এইটা ভুল চিন্তা কাজেই এটা এই পোস্টে আমার শেষ মন্তব্য, এই পর্যন্ত যত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বিচারকরা প্রথমেই ছবির ফোকাল লেম্থ,সাটার স্পিড,আই এস ও, এপ্যাচার, সর্ট অর লং এক্সপোজার, রেজুলেশন লোকেশন , এমন কি ডিভাইস কে গুরুত্ব দেন এবং একটি ছবি নির্বাচনের পর এই সকল ফুল হিস্ট্রি জানাতে হয়, আর এইখানে সন্মানিত বিচারকগন শুধু ছবির পেছনের গল্প অনুধাবন করেছেন ছবির পেছনে গল্প মানে শুধুই গল্প অন্য কিছু নয়, পাশাপাশি সাদাকালো ছবি যে কোন‌ভাবে যেমন খুশি এডিট করে একটা সাধারণ ছবিকে রহস্যময় করা যায়, জাদিদ ভাইয়ের এই ছবিটি
শুধু তর্ক করতে পারা মানেই আমি সঠিক এইটা ভুল চিন্তা কাজেই এটা এই পোস্টে আমার শেষ মন্তব্য, এই পর্যন্ত যত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বিচারকরা প্রথমেই ছবির ফোকাল লেম্থ,সাটার স্পিড,আই এস ও, এপ্যাচার, সর্ট অর লং এক্সপোজার, রেজুলেশন লোকেশন , এমন কি ডিভাইস কে গুরুত্ব দেন এবং একটি ছবি নির্বাচনের পর এই সকল ফুল হিস্ট্রি জানাতে হয়, আর এইখানে সন্মানিত বিচারকগন শুধু ছবির পেছনের গল্প অনুধাবন করেছেন ছবির পেছনে গল্প মানে শুধুই গল্প অন্য কিছু নয়, পাশাপাশি সাদাকালো ছবি যে কোন‌ভাবে যেমন খুশি এডিট করে একটা সাধারণ ছবিকে রহস্যময় করা যায়, জাদিদ ভাইয়ের এই ছবিটি শুধু তর্ক করতে পারা মানেই আমি সঠিক এইটা ভুল চিন্তা কাজেই এটা এই পোস্টে আমার শেষ মন্তব্য, এই পর্যন্ত যত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বিচারকরা প্রথমেই ছবির ফোকাল লেম্থ,সাটার স্পিড,আই এস ও, এপ্যাচার, সর্ট অর লং এক্সপোজার, রেজুলেশন লোকেশন , এমন কি ডিভাইস কে গুরুত্ব দেন এবং একটি ছবি নির্বাচনের পর এই সকল ফুল হিস্ট্রি জানাতে হয়, আর এইখানে সন্মানিত বিচারকগন শুধু ছবির পেছনের গল্প অনুধাবন করেছেন ছবির পেছনে গল্প মানে শুধুই গল্প অন্য কিছু নয়, পাশাপাশি সাদাকালো ছবি যে কোন‌ভাবে যেমন খুশি এডিট করে একটা সাধারণ ছবিকে রহস্যময় করা যায়, যেমন জাদিদ ভাইয়ের এই ছবিটি
সাদাকালো ছবি নিয়ে আলাদা কনটেস্ট হতে পারতো। এই সকল কথা বলা মানে নিজের ইগোর জন্য করছি এরকম ভাবার অবকাশ নেই, আমি কিছু দিন আগে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উইনার হয়ে ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছি, সেই ছবি অফিসের দেয়ালে নানান জায়গায় বাঁধানো আছে , ক্যালেনডার ডায়রীর পাতায় পাতায় আছে, আমার অফিসে আসার আমন্ত্রণ রইলো নিজ চোখে দেখার জন্য।

বিঃদ্র বিচারকদের হেয় করে কিছু বলতে চাইনি, আইফোন আর ডিএস এল আর নিয়ে বলেছিলাম কেবল মজা করে। আর জাদিদ ভাইয়ের একটা মন্তব্য পড়ে জানলাম উইনারদের পুরস্কার দেয়া হচ্ছে কিছু সন্মানিত ব্লগার দের অনুদানের মাধ্যমে, অনুদান কথাটা অফিসিয়ালি ইউজ করা হয় জাকাতের সমার্থক শব্দ হিসেবে, আমরা অনুদান ফান্ড ইউজ করি দাড়োয়ান, মালী বাবুর্চি ইত্যাদি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই উইনারদের সেরকম কিছু ভাবেন না, কথাটা সন্মানিত ব্লগারদের গিফ্টস হতে পারতো।

২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
১। ছবি প্রতিযোগিতায় ৫০,০০০ হাজার টাকা পুরুষ্কার জেতার জন্য আপনাকে অভিনন্দন সামিয়া। আপনি ভবিষ্যতে আরো বড় বড় প্রতিযোগিতায় অংশ গ্রহন করুন এবং সফলতা অর্জন করুন - এই প্রার্থনা রইল।

২। সকলের জানার সুবিধার্থে বলছি -প্রতিযোগিতায় কোন নির্দিষ্ট জেনার ছিলো না। এখানে সাদাকালো, রঙিন যে কোন ছবি সেরা নির্বাচিত হতে পারে এবং বিচারকদেরও স্বাধীনতা ছিলো সেরা দশটি ছবি স্বাধীনভাবে নির্বাচন করার। যদি বিচারকরা দশটি ছবিই সাদা কালো নির্বাচন করতেন, সেটাই হতো এই প্রতিযোগিতার চুড়ান্ত ফলাফল। আর সব ছবি যে সবার পছন্দ হবে, এমন কোন কথা নেই। এটা নিয়ে সুষ্ঠ আলোচনা সমালোচনা শতভাগ হতে পারে। ফলে একটি সার্বিক ছবি তোলার প্রতিযোগিতার মধ্যে সাদা কালো নিয়ে আলাদা কোন প্রতিযোগিতার প্রয়োজন নেই।

৩। রঙিন ছবিকে ফটোশপের মাধ্যমে সাদা কালো ছবিতে পরিনত করার পদ্ধতিটি পেশাদার পদ্ধতি নয়। সাদা কালো ছবি তোলার একটি নিজস্ব আলাদা ক্রাইটেরিয়া আছে। এ্যাপারচার, ন্যাচারাল লাইট সোর্স, আইএসও, কালার প্রেসার বা টোন, লেন্স ফিল্টার, শাটার স্প্রীড ইত্যাদির সমন্বয়ে একটি আদর্শ সাদাকালো ছবি প্রস্তুত হয়। মন চাইলো আর রঙিন ছবিকে সাদা কালো ছবি করে ফেললাম, সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফির আদর্শ উদহারন নয়। আপনি যেহেতু পেশাদার ফটোগ্রাফি করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনার ভালো অভিজ্ঞতা আছে- তাই আমি এই বিষয়ে আর বাড়তি কিছু বলতে চাই না।

৫। আপনি বলেছেন, অনুদান শব্দটি অফিসিয়ালি ব্যবহৃত হয় জাকাতের জন্য। আমি জানি না বাংলা একাডেমি কবে থেকে এটাকে জাকাতের সমার্থক হিসাবে ঘোষনা করল। আমার স্বল্প জ্ঞানে আমি জানি অনুদান মানে কোন নির্দিষ্ট খাতে ব্যক্তি বিশেষের অংশগ্রহন। না সামিয়া, ছবি ব্লগ প্রতিযোগিতায় পুরুষ্কার হিসাবে 'যাকাত' দেয়া হবে - এই ধরনের অসুস্থ চিন্তা আমি করছি না। এই ধরনের চিন্তা কোন স্বাভাবিক ও সুস্থ মাথা থেকে আসা সম্ভব নয়। তবে আপনাকে নিশ্চিত করার জন্য বলছি - যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে উপহার রয়েছে। এই উপহার ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যায় আমাদের কয়েকজন ব্লগার যারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক তাঁরা 'স্পন্সর' করেছেন। স্পন্সর শব্দটি অনেক বেশি কর্পোরেট। আশা করি, এবার বুঝতে অসুবিধা হবে না।

৬। বিনা অনুমুতিতে কারো ছবি নেয়াকে আমাদের সমাজে স্বাভাবিক ও সভ্যভাবে নেয় না। তাও আপনি আপনি দুঃখ প্রকাশ করেছেন। এই নিয়ে আমার আর কোন মন্তব্য নেই। তবে সাদা কালো ছবির উদহারন হিসাবে এটা ভুল ছবি। আপনি প্রফেশনাল, নিশ্চয় জানেন এখানে কোথায় ত্রুটিটা আছে। :)

৭১| ২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২৪

সামিয়া বলেছেন: মন্তব্য রিপিট হবার কারন বুঝলাম না, আপনার ছবি বিনা অনুমতিতে ব্যাবহারের জন্য দুঃখিত

৭২| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১০:০৩

নীলসাধু বলেছেন: ছবি ব্লগ আয়োজনের বিজয়ীদের অভিনন্দন।
যারা বিচারক হিসেবে সময় শ্রম মেধা ব্যয় করেছেন তাদের জন্যে শুভকামনা।
যে কোন আয়োজনে আলোচনা সমালোচনা হতে পারে। এগুলোকেও আয়োজনের অংশ হিসেবে মেনে নিয়ে নতুন কিছু করার দিকে মন দেয়া যায়।

ধন্যবাদ।

৭৩| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: সবাই কে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল

৭৪| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১১:০০

হাসান রাজু বলেছেন: অসাধারণ একটা প্রতিযোগিতা শেষ হল। একসময় ভাবিনি এতটা সিরিয়াস হবে এই প্রতিযোগিতা। রাজীব নূর, সামিয়া আপুদের প্রাণবন্ত মন্তব্যগুলো পড়লাম। অবশ্যই তাদের মন্তব্যের একটা ভাল ভিত্তি আছে। জাদিদ ভাই খুব সুন্দরভাবে প্রতিমন্তব্য করছেন এটাও একটা ভাল দিক (মাঝে মাঝে দেখছি ক্ষেপেও যাচ্ছেন)।

বিজয়ী সবাইকে অভিনন্দন।

৭৫| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ছবি ব্লগ প্রতিযোগিতায় দারুন প্রতিদন্ডিতা হয়েছে সেটা মানের বিচারেও; বিচারক মন্ডলী তেমনটাই বলেছেন। অংশগ্রহকারীদের কমেন্ট থেকেও এটা পরিষকার তাদের প্রচেষ্টার কমতি ছিল না। তারা তাদের সামর্থ্যের শতভাগ ইফোর্ট দিয়েছেন। প্রতিযোগিতায় সকলেই পুরষ্কার পাবেনা না বা পান না এটা্ইতো স্বাভাবিক। পাঠক দর্শকের সরাসরি জরিপে পুরষ্কার প্রদান করা হয়নি। বা ভোটিং করা হয়নি। এবং সেটা হতে হবেই এমন বাধ্যবাদকতা নেই কিন্তু। আরেকটা বিষয় বিচারক মন্ডলী সিলেকশন । ব্লগের মডারেটর একজন প্রচ্ছদ শিল্পীও বটে। ফটোগ্রাফী নিয়ে তার আগ্রহের কমতি নেই। ব্লগার শায়মাও তাই। তিনিও প্রচ্ছদ শিল্পী বটে। ফটো নিয়ে তারও রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। ফয়েজ সাহেব সম্বন্ধে আমার কোন ধারণা নেই। একেবারে প্রথম দেখলাম। আর শরৎ চৌধুরী উল্লেখিত দুইজনের চেয়েও বিচারিক ক্ষমতায় ছবির মান নির্ধারণে এগিয়ে। ব্লগের অভিজ্ঞতম ব্লগার ও বটে্ । ছবির প্রতিযোগিতায় কে প্রথম হবে কে পুরস্কার পাওয়ার মতো কে নয়। বিষয়টি চারজন বিচারকের হাতেই ন্যাস্ত। যেহেতু তারা দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে ছবির মেরিটক্রম সাজিয়েছেন। তাদের মধ্যে প্রকাশ্য কোন মত পার্থক্য পরিলক্ষিত হচ্ছে না। সেহেতু একথা নির্দ্বিধায় বলা যায় যে বিচারক মন্ডলীর সম্মিলিত সিদ্ধান্তে প্রতিযোগিতার ফলাফল নির্ধারিত হয়েছে। সতরাং এটি সর্বোচ্চ লেভেলের ফেয়ার সিলেকশন। তাই বিচারক মন্ডলী ও পুরষ্কার বিজয়ীদের অভিনন্দন। তবে এটুকু
বলবো তাদের তুলনায় ভালো বা শ্রেয়তর অভিজ্ঞ বিচারিক ক্ষমতা সম্পন্ন লোক ব্লগে থাকাটা অসম্ভব নয় । বিচারক পরিবর্তন হলে পুরস্কার প্রাপকও চেঞ্জ হয়ে যেত। এটাও স্বাভাবিক। ভালোলাগা বিষয়টি যে আপেক্ষিক । তাই যারা পুরষ্কার পাননি অংশগ্রহণ করেছেন। তাদেরও অভিনন্দন জানাই । ছবির ভূবনে স্বাগত জানাই। সর্বোপরি দারুন প্রতিযোগিতাপূর্ণ ইভেন্টখানির সফল সমাপ্তির অংশীদার সবাই। এমন কি যারা কমেন্ট করে প্রতিযোগিতাটিকে সরগরম করেছেন তাদেরও ভূমিকা কম করে দেখা যাবে না।বিচারক মন্ডলী অনেক পরিশ্রম করেছেন। ব্লগার ও ব্লগ কর্তৃপক্ষ উভয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই । :)

৭৬| ২৮ শে জুলাই, ২০২১ রাত ১:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: অভিনন্দন সবাইকে।

৭৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন ।
আমি কিন্তু লেখালেখি ভুলে যাচ্ছি B-)

৭৮| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৭

নিয়াজ সুমন বলেছেন: চমৎকার আয়োজন আর সুন্দর পরিসমাপ্তির জন্য সামু পরিবার ও সব ব্লগারকে আন্তরিক ধন্যবাদ।
আশা করি এমন আয়োজন এই নতুন বছরেও অব্যাহত থাকবে।

৭৯| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫২

পুলক ঢালী বলেছেন: ছবিব্লগ নিয়ে যে এত হৈ চৈ হবে বুঝতেই পারিনি। দারুন আয়োজন এবং অনেক পরিশ্রম শেষে ফলাফল নির্ধারিত হয়েছে ।আয়োজক ও অংশগ্রহণকারী সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ছবি তোলা বিষয়ক কোন জ্ঞান নেই ডি,এস,এল,আর এ অটোতে ছবি তুলি মোবাইলেও তাই।
সেজন্য এখানকার জ্ঞানগর্ভ আলোচনা খুব উপভোগ করলাম।
এ ধরনের আয়োজন আরও অনেকবার করার আবেদন রইলো, যতটুকু সম্ভব স্পন্সর করার চেষ্টা করবো।
সবাই ভাল থাকুন, শুভেচ্ছা রইল। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.