নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ।

১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৫

সুপ্রিয় ব্লগারবৃন্দ,
আজ ১৫ ডিসেম্বর, সামহোয়্যারইন ব্লগের ১৫তম জন্মদিন। আজ থেকে ১৫ বছর আগে এই দিনে যাত্রা শুরু হয় বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন ব্লগের। সেই হিসাবে আজকে সকল বাংলা ব্লগারদের জন্মদিনও বটে। এই আনন্দ এবং গৌরবের দিনে আমি সকল ব্লগারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

আজকের দিনটি শুধু সামহোয়্যারইন ব্লগের জন্মদিন উপলক্ষেই গুরুত্বপূর্ন নয় বরং এই দিনে আমরা মাতৃভাষা বাংলায় নিজেদেরকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে সমর্থ হই। ফলে ইন্টারনেটে বাংলা ভাষার অবাধ চর্চা এবং বিস্তৃতিতে আজকে দিনটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে।

সামহোয়্যারইন ব্লগ চালু হবার পর থেকে মানুষের স্বাধীন মত প্রকাশ এবং সৃজনশীলতা বিকাশের একটি মঞ্চ হিসাবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। প্রাত্যহিক জীবন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি, রাজনীতি, দর্শন ইত্যাদি এমন কোন বিষয় নেই যা নিয়ে এই প্লাটফর্মটিতে লেখা হয় নি। আনন্দের বিষয় ইতিমধ্যে স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামহোয়্যার ইন ব্লগ নিয়ে বিশেষ গবেষণা পত্র রয়েছে এবং গবেষণায় আগ্রহীদের আমাদের আন্তরিক সহযোগিতা অব্যহত রয়েছে।

এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে আমাদেরকে মুখোমুখি হতে হয়েছে অনেক প্রতিকুল পরিস্থিতি, মিথ্যে, অযৌক্তিক এবং অন্যায় অপবাদের, যার ধারা এখনও বর্তমান। আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি আমরা গত ১৫ বছর ধরে এই সকল মিথ্যে অপবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে চলে টিকিয়ে রেখেছি মার্তৃভাষা চর্চার এই অসামান্য জায়গাটিকে।

আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই সৈয়দা গুলশান ফেরদৌস জানা এবং আরিল্ড ক্লোক্কেরহৌগকে। তাদের অসামান্য ত্যাগ এবং শ্রমের বিনিময়ে এই প্ল্যাটফর্মটি এখনও টিকে আছে। কৃতজ্ঞতা সবার প্রতি, যাঁরা এই প্ল্যাটফর্মটি জন্মের সাথে যুক্ত থেকেছেন এবং প্রতিনিয়ত যেকোনভাবেই হোক জড়িয়ে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

জয় হোক মাতৃভাষার, জয় হোক বাক-স্বাধীনতার, জয় হোক সুস্থ ও সুকুমারবৃত্তি চর্চার, জয় হোক মানুষের। শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ।

মন্তব্য ৩৭ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০১

অপু তানভীর বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ । আমার জীবনের সাথে সামু ব্লগের সম্পর্ক গভীর । দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে সামুর সাথে যুক্ত হয়ে আছি । সামু না থাকলে অনলাইনের জীবনটাই একেবারে অন্য রকম হত !

আগে প্রতিবছর বিজয় দিবসের ব্লগ থেকে একটা শোভা যাত্রা বের করা হত । এখন কি সেটা একেবারে বন্ধ হয়ে গেছে? সামনে কি আবার চালু হওয়ার কোন সম্ভবনা আছে ?

২| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৭

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: সামুর কন্টকাকীর্ণ যাত্রায় সকল সহযাত্রীকে শুভেচ্ছা।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৯

ইসিয়াক বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ।দিনে দিনে আমারও ব্লগে তিন বছর হলো। আমার অবসর কাটে সামুতে।আমি যা কিছু লিখি সব সামুতেই মোটকথা সামুর সঙ্গ ছাড়া আমি একেবারে নিঃসঙ্গ। সামহোয়্যারইন ব্লগ আমার অনেক অনেক ভালো লাগার অনেক ভালোবাসার জায়গা।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২২

ঈশ্বরকণা বলেছেন: একটা ব্লগের জন্য পনেরো বছরতো অনেক লম্বা একটা সময় । আর সাফল্যের সাথে চলতে পারা আরো বেশি কৃতিত্বের । এই দুটো বিষয়েই সামুর কৃতিত্ব আন প্যারালাল দেশীয় ব্লগিং কনটেক্সটে। সৈয়দা গুলশান ফেরদৌস জানা, অরিলসহ মডারেশনের সাথে যুক্ত সাবাইকেই শুভেচ্ছা সাফল্যের সাথে সামুর এই দীর্ঘ পথ চলায় সফল কাণ্ডারির ভূমিকার জন্য । আর সামুর ব্লগারদেরও যারা সামুর ব্লগ কাঠামোতে প্রাণের সঞ্চার করেছেন । কিন্তু একটু সাড়ম্বরে -মানে আড়ম্বরের সাথে এই পনেরো বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো না কেন ? ব্লগে কিছু ক্যাটাগরিতে লেখা ফটোগ্রাফির প্রতিযোগিতা একটু করে যেত মনে হয়। এখনো সেই উদযাপনটা আসলে করা যায়।কাল্পনিক_ভালোবাসা আসলেই তা কি করা যায় না ?

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২২

রবিন.হুড বলেছেন: সকল ব্লগারদের শুভেচ্ছা । সেই সাথে জানা আপুর শুভেচ্ছা বার্তা চাই। সামুর ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সক্রিয় অংশগ্রহন চাই।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৭

নতুন বলেছেন: শুভ জন্মদিন। ১৫ বছর আগে সম্ভবত মার্চের দিকে সামুর সাথে পরিচয়, সেখান থেকে ২০২১ এ এসে ব্লগে ঢু মারা নেশা হয়ে গেছে। অনেক নতুন কিছু শেখা হয়েছে ব্লগ থেকে। সামনের দিনে নতুন প্রজন্মের কাছে ব্লগকে পরিচিত করার দায়িত্ব আমাদের সবার। যাতে নতুন প্রজন্ম অনলাইনে সুস্থ একটা পরিবেশে বিচরনের স্থান পায়।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০১

স্প্যানকড বলেছেন: শুভ জন্মদিন । শুভ হোক পথচলা....

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৪

শায়মা বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ। এই ব্লগের প্রায় জন্মলগ্ন মানে শৈশব থেকেই এর সাথে থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিতও বটে। সত্যিই অপু ভাইয়া ঠিকই বলেছে সামহ্যোয়ারইন ব্লগ না থাকলে আমাদের অনলাইনটাই অন্যরকম হত। আজও মনিটরে শত কাজের পেইজ ওপেনের সাথে সাথে সামু ওপেন থাকবেই। লগ করি বা না করি। এটাও খেয়াল করেছি অনেকেই লগ না করেও সামু ওপেন রাখে তাই অফলাইনে শত মানুষ আজও দেখা যায়। নাই নাই করেও আজও যারা আছেন এবং আগামীতেও থাকবেন তারাই সামুকে বাঁচিয়ে রাখবে। অনেক অনেক ভালোবাসা সামহ্যোয়ারইন ব্লগের জন্য।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৭

মৌরি হক দোলা বলেছেন: এতো বড় এক প্ল্যাটফর্মের সহযাত্রী হতে পেরে খুব ভালো লাগছে। জন্মদিনের শুভেচ্ছা রইল প্রিয় ব্লগের প্রতি!আমাদের সকলকে নিয়ে তার যাত্রা দীর্ঘ হোক...

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৪

নীল আকাশ বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ। এখানে দেখতে দেখতে প্রায় আট বছর পার হয়ে যাচ্ছে।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ।
ব্লগিং এর বয়স ১০ হলেও সাথে আছি ১৪ বছর ! ভালোবাসা। শুভেচ্ছা।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯

সাজিদ! বলেছেন: শুভ জন্মদিন

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: জয় হোক সামুর।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৫

জোবাইর বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ! ব্লগটির প্রায় শুরু থেকেই সাথে আছি। ব্লগ যদিও আগের সেই জৌলুস হারিয়ে ফেলেছে, তারপরেও পুরানো স্মৃতি ও ভালোবাসার টানে এখনো ঘুরেফিরে আসি এবং নিরাশ হয়ে ফিরে যাই :((। অনেক অনেক ভালোবাসা সামহ্যোয়ারইন ব্লগের জন্য।

টেস্ট পোস্ট হিসাবে ব্লগের সম্ভবত প্রথম পোস্টের লিঙ্ক এটি:
ইমরান ব্লগ স্রষ্ট া
প্রকাশের তারিখ: ১৫ ই ডিসেম্বর, ২০০৫ দুপুর ২:২৬
সেই হিসাবে আজ সামহোয়্যারইন ব্লগের ১৬তম জন্মদিন!

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৬

চাঁদগাজী বলেছেন:




বাংলার লেখকদের জন্য সামুর শুরুটা ছিলো বিস্ময়কর; ইহা এখনো শিক্ষিত বাংগালীদের জন্য একটা বড় ধরণের প্রিভিলিজ।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: সামু মানে ভালোবাসা।
সামু বেঁচে থাক। টিকে থাক।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫০

বিটপি বলেছেন: বাকি ব্লগগুলোর অবস্থা কি? এদেরকে তো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছেনা। এদের মধ্যে এই ব্লগটা এত এগিয়ে গেল কিভাবে?

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৯

জ্যাকেল বলেছেন: অনেকেই আছেন যারা সামুকে সহ্য করতে পারেন না তাই সামু নিয়ে অবান্তর সকল অভিযোগ আনতে দেখা যায়। এমনকি পারলে ইহাকে জংগিবাদী বলিয়া মন্তব্য করতে ও সমর্থন করতে দেখা যায়। এদের মুখে শুভ জন্মদিন বলাটা মোটেও শোভা পায় না।
তবে আমি মনে করি সকল ধরণের প্রতিকূলতা জয় করে সামু আবার মুখরিত হইবে ব্লগারদের দ্বারা। শুধু দরকার উদ্যোগ, সামুর জন্য সাধারণ ব্লগারদের উপযোগী করে তোলাটা হইবে প্রথম ধাপ।

শুভেচ্ছা পনের বৎসর পূর্তির!

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ তথা সামু ।

১৫ তম জন্মদিনে অনেক অনেক শুভেচছা তোমাকে - সামু ।

দেখতে দেখতে শৈশব-কৈশোর অতিক্রম করে যুবক ;) হয়ে যাচছে সামু। আশা করি,সামুর যৌবনের (সামনের দিন) দিনগুলো ব্লগারদের আরো বেশী বেশী ভালবাসায় ভরে উঠবে সুখ-সাফল্যে।

তুমি বেঁচে থাক সুখ-সাফল্যের সাথে আমাদের মাঝে যুগ যুগ ধরে।

২০| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ১৫ বছর পূর্তিতে সামহোয়ারইনব্লগএর সকলকে অভিনন্দন।
সামুর বিশাল পরিবারের সাথে যুক্ত থাকতে পেরে আনন্দ অনুভব করছি। সকল প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে চলুক প্রিয় সামু।

২১| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুতে লিখি,পড়ি;এটা আমার অহংকার,আমার গর্ব!
শুভ জন্মদিন সামু।
অভিনন্দন সৈয়দা গুলশান আরা জানা।

২২| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫১

রংবাজপোলা বলেছেন: এমন শুকনা কি জন্মদিন হয়? একটু পার্টি হইবেক না? একটু নাচা গানা - এই এর কি!

নিদেন পক্ষে সাইটের ব্যানার টা তোরঙিন করতে পারতেন।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সামু ব্লগ একসময় প্রেমিকা ছিলো ।
প্রেমটা না টেকানোর ব্যর্থতা আমার ।
ভালোবাসার টানে ফিরে ফিরে আসি ...

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শুভ জন্মদিন ।

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫১

সুনীল সমুদ্র বলেছেন: নানা কারণেই সামহোয়্যারইন ব্লগ আমার জীবনে স্মৃতিময় অজস্র অপার মুগ্ধ অনুভব-এর এক অবিস্মরণীয় নাম। আমার আপন অনুভবে, সত্তায়, এটি মিশে থাকে ... অজস্র স্মৃতিময় ভালোলাগার অশেষ অনুরণন হয়ে ! ...

সামহোয়্যার ইন ব্লগের জন্মদিনে জানা আপা ও আরিল্ড এর প্রতি অশেষ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ।

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫২

সুনীল সমুদ্র বলেছেন: সামহয়্যারইন ব্লগ-এর প্রতি ভালোবাসাময় শব্দমালায় উৎসর্গীকৃত আমার কিছু লেখা:
(১)
'কেমন আছো? তুমি কেমন আছো, প্রিয় সামহয়্যার ইন?' ….. এগার বছর আগের অনুভব !
(২)
'কেমন আছো? তুমি কেমন আছো, প্রিয় সামহয়্যার ইন?' ….. এগার বছর আগের অনুভব !

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৫

সুনীল সমুদ্র বলেছেন: (২)
সামহয়্যার ইন ব্লগের জন্মদিন উপলক্ষে আমার একটি পুরনো লেখা ....

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:২৮

ডঃ এম এ আলী বলেছেন:




সামুর শুভ জন্মদিনে এর প্রতিষ্ঠাতা সহ
এর সাথে সংস্লিষ্ট সকলের প্রতি রইল
শুভেচ্ছা । সামুর পথচলা হোক মস্রিন
এবং আরো অনেক বেশী গৌরবাজ্জল,
এ কামনাই করি ।

২৯| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৫০

নেওয়াজ আলি বলেছেন: জয়তু সামু। ফিরে ফিরে আসুক সোনালি দিন। ভালোবাসা ও শুভেচ্ছা

৩০| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৫৮

সোহানী বলেছেন: শুব জন্মদিন সামহোয়ার ইন!

সামহোয়ার এর পনের বছর বয়স আর আমার চৈাদ্দ সামহোয়ার এর!! আমিও বৃদ্ধ হচ্ছি সামহোয়ার এর সাথে।

কিন্তু কোন আয়োজন নেই কেন!!! এটলিস্ট অনলাইনে হ্যাপি বার্থডে বলতাম.........

৩১| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সামুর নতুন বছরে সেফ হওয়ার আশা রাখি।

৩২| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৯

নতুন নকিব বলেছেন:



সত্যিই 'সামহোয়্যার ইন ব্লগ'- মায়ের ভাষায় একটি ব্লগ, একটি প্লাট ফর্ম, একটি বিপ্লব!

কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই শত বাধা-বিপত্তি উপেক্ষা করে বাংলা ভাষার এই প্রিয় প্লাটফরমটিকে নিয়ে দুর্বার গতিতে নিরন্তর এগিয়ে যাওয়ার জন্য। পক্ষ-বিপক্ষের উর্দ্ধে উঠে, দলমত নির্বিশেষে সকলকেই মত প্রকাশের সমান সুযোগ দেয়ার জন্য এই প্রিয় প্রাঙ্গনের সাহসী কর্নধার সৈয়দা গুলশান আরা জানাসহ এটির ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত সকলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন। সাথে সাথে যাদের অক্লান্ত ছুটে চলা, আন্তরিক ছোঁয়া আর দীপ্ত পদচারনায় সদা মুখরিত এই বাতিঘর তাদের জন্য শুভ কামনা, প্রানঢালা ভালোবাসা আর পৌষের কুয়াশাচ্ছন্ন প্রভাতের শিশিরসিক্ত প্রীতি। আজ কি না ১৪২৮ অব্দের ১ লা পৌষ। বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডারে মাস কিংবা তারিখের খোঁজ আমরা ক'জনই বা রাখি!

যাই হোক, সকলের দুয়ারে এসে ধরা দিক সুন্দরতম সময়গুলো। শীতের কুয়াশা কেটে রৌদ্র করোজ্জ্বল প্রভাতের মত আলোকিত সাফল্যে ভরে উঠুক সকলের ভাগ্যাকাশ।

বাংলাদেশ এগিয়ে যাক সমৃদ্ধির পথে, বাংলা ভাষা আরোহন করুক উন্নতির শিখরে, বিশ্ব থেকে বিদায় নিক সকল জুলুম অনাচার। আমাদের এই সুন্দর পৃথিবী হয়ে উঠুক শান্তিময় আগামীর নিরাপদ আবাস।

অভিনন্দন ও শুভকামনা প্রিয় ব্লগের যাত্রা শুরুর ইতিহাস তুলে ধরে পোস্ট দেয়ায়।

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৫

মেহবুবা বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ। আনন্দ বেদনায় পাশে পেয়েছি তোমাকে।

৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৪

মেহবুবা বলেছেন: সাইনকে কৃতজ্ঞতা।

https://www.somewhereinblog.net/blog/MAHBOOBA01/30327420

৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৪

মেহবুবা বলেছেন: Click This Link

৩৬| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:১০

গন্ধহীন বেলী ফুল বলেছেন:
https://www.somewhereinblog.net/blog/whiteblackmagic
আসসালামু আলাইকুম ভাইয়া,
আমার ব্লগটা প্রথম পাতায় আনার ব্যবস্থা করে দেন দয়াকরে।

৩৭| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৬

গন্ধহীন বেলী ফুল বলেছেন: শুভ জন্মদিন প্রিয় সামু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.