নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
প্রিয় ব্লগার,
আপনারা জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সামহোয়্যারইন ব্লগের দুটো আনুষ্ঠানিক মুখপাত্র আছে, একটি সামহোয়্যারইন ব্লগ পেইজ আর দ্বিতীয়টি সামহোয়্যারইন ব্লগ গ্রুপ।
প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে মানুষের চাহিদা এবং সুবিধা বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন টুল ব্যবহার করে মত প্রকাশ করতে পারেন, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি। এই সব প্রযুক্তি বা সুবিধার তুলনায় ব্লগিং একটি পুরানো কনসেপ্ট। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের টুল ব্যবহার করে যত সহজেই মানুষের কাছে পৌঁছানো সম্ভব, ব্লগিং সেই তুলনায় কিছুটা কঠিন। সহজ ভাষায় বললে, ব্লগ হচ্ছে অনেকটা মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না আর অন্যান্য সামাজিক মাধ্যমের মত প্রকাশ হচ্ছে গ্যাস বা ইলেক্ট্রিক চুলার মাধ্যমে রান্না। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইচ্ছে থাকলেও কিন্তু লাকড়ির চুলা দিয়ে রান্না সম্ভব না, গ্যাসের চুলায়ই রান্না করছি। অথচ মানুষ জানে যে গ্যাসের চুলার চাইতে লাকড়ির চুল্লার রান্না বেশি মজা হয়।
যাইহোক, উদহারনটা কতটা সঠিক হলো, ঠিক বুঝতে পারছি না। তবে আমি চাই নতুন প্রজন্মকে ব্লগিং এর আদি ও প্রাতিষ্ঠানিক রুপ সম্পর্কে জানাতে। কেন ব্লগিং প্রয়োজন, লেখা লেখি বা সৃজনশীলতা বা ইত্যাদি প্রয়োজনে ব্লগিং কেন প্রয়োজন বা ব্লগে কেন লিখবেন ইত্যাদি সম্পর্কে ব্লগারদের কাছ থেকে কিছু বিজ্ঞাপন টাইপ লেখা প্রত্যাশা করছি।
আমরা ব্লগারদের কাছ থেকে যে কপিগুলো পাবো, তা আমাদের আনুষ্ঠানিক ফেসবুক পেইজের বিজ্ঞাপনের অর্গানিক রিচের জন্য ব্যবহার করব। যার কপি থেকে সবচেয়ে বেশি সাড়া পাওয়া যাবে, তার জন্য থাকবে পুরুষ্কার হিসাবে থাকবে 'বই'।
কপি সম্পর্কে বিস্তারিতঃ
ক) অল্প কথায় ব্লগ সম্পর্কে এমন কিছু কারন বর্ণনা করা যা ব্লগে নতুন কাউকে আসতে উৎসাহিত করবে।
( সর্বোচ্চ শব্দ সংখ্যা ৬০ - ৭০)
খ) যে কোন কারন যা বিজ্ঞাপনের পাঞ্চ লাইন হিসাবে ব্যবহার করা যাবে অথবা
গ) স্লোগান টাইপ কোন কিছু অথবা
ঘ) যারা ইতিপূর্বে কপিরাইটিং বা কন্টেন্ট রাইটিং করেছেন, তারা যে ব্যাপারগুলো মাথায় রাখতে পারেন - ব্লগ সম্পর্কিত কিছু ইউএসপি, অর্গানিক রিচ, এসইও ইত্যাদি।
উদ্দেশ্যঃ ব্লগে নতুন লেখক নিবন্ধন করানো, ব্লগে নতুন মানুষ সম্পর্কে আগ্রহ জানানো।
যাদের অভিজ্ঞতা নেই তাদের জন্য খুব অল্প কথায় বলছি,
ক) কপি রাইটিং আর কন্টেন্ট রাইটিং এক বিষয় নয়।
খ) যে সকল লেখায় নানা ধরনের তথ্য থাকে এবং যা সরাসরি মার্কেটিং এর উদ্দেশ্যে নয়, এই সব লেখাকে মোটা দাগে কন্টেন্ট রাইটিং বলে। যেমন ধরুন কেউ যদি লালবাগ কেল্লা নিয়ে কিছু লিখেন তাহলে সেটা হবে কন্টেন্ট আর কেউ যদি লালবাগ কেল্লায় বেড়াতে যাওয়া জন্য উৎসাহিত করে কিছু লিখে সেটা হবে কপি।
গ) আর যে সকল লেখা মুলত পন্যের প্রচার বা প্রসারের জন্য লেখা হয় সেগুলো মুলত কপি। বাংলাদেশের একটা বিখ্যাত কপি বলছি - মাছের রাজা ইলিশ বার বাত্তির রাজা ফিপিস।
তাহলে লেগে পড়ুন আর দেরি করা কেন? আপনাদের উৎসাহের জন্য বলছি, আমাদের ব্লগের অনেক ব্লগার বাংলাদেশের বিভিন্ন নাম করা প্রতিষ্ঠানের কপিরাইটার হিসাবে কাজ করছে। যাদের নুন্যতম সম্মানী শুরু হয় ৫০ হাজার টাকা থেকে। আর ভালো অভিজ্ঞ একজন কপিরাইটার মাসে লাখের উপরে আয় করেন।
আপনারা চাইলে এই পোস্টের কমেন্টে অথবা নিজেরা নতুন পোস্ট করে এই পোস্টের কমেন্টে লিংক দিয়ে যেতে পারেন।
গ্রাফিক্স ডিজাইন পারেন, এমন কোন ব্লগার থাকলে এখানে কমেন্ট করে জানালে খুশি হবো। আমরা যে কপি পাবো, সেটার জন্য প্রয়োজনীয় কিছু ইনফো গ্রাফিক্স তৈরীর জন্য লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আপডেটঃ
ধন্যবাদ আপনাদের সবাইকে মন্তব্য করার জন্য।
ব্লগারদের বুঝার সুবিধার্থে আমি এখানে কিছু জিনিস যুক্ত করতে চাই।
কপি হচ্ছে একধরনের বিজ্ঞাপন বা প্রচারনা। আপনি যে পন্যটি সম্পর্কে প্রচারনা করবেন, তা সম্পর্কে আপনি দুইভাবে লিখতে পারেন। এক, মন যা চায় ইচ্ছে মত। দুই, যে পন্যটি সম্পর্কে লিখছেন, সেই পন্যটির টি জি অর্থাৎ টার্গেট অডিয়েন্স, বা আরো সহজভাবে ব্যবহারী কারা হতে পারে তাদের ব্যাপারটি মাথায় রেখে বিষয়টি লিখতে হবে এবং যা লিখবেন সেটা হবে ইউনিক কিছু। সেটা বিশ্বাসযোগ্যতার ব্যাপারটি নির্ভর করবে প্রোডাক্ট এবং অডিয়েন্সের উপর। যেমন ধরুন - অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ। গ্রামীন ফোনের এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়া জুড়ে দারুন জনপ্রিয় হয়েছিলো। এই ডায়লগটি এমন জনপ্রিয় হয়ে ছিলো যা মানুষের মুখে মুখে ছিলো। এই ব্লগেও তার প্রচুর উদহারন আছে।
'আপনিও হতে পারেন দিন বদলের অগ্রদূত' - এই লাইনটি কপি হিসাবে উৎরে যায়, কিন্তু এই কপিটার ভেতর নতুন কিছু নেই। কারন দিন বদল শব্দটার সাথে একটা ব্রান্ড কোলাবোরেশন আছে অর্থাৎ দারুন ভাবে যুক্ত হয়ে আছে। কোম্পানীটির নাম কি বলতে পারবেন?
এই কোম্পানীর প্রতিটি বিজ্ঞাপনে দিন বদল নিয়ে সিরিজ করেছে। ফলে ব্লগে দিন বদল শব্দটির প্রয়োগ করতে হলে আপনাকে এর যথার্থতা প্রমান করতে হবে।
বিষয়টাকে জটিল ভাবার কারন নেই। আমি সহজ করে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মত কিছু কারন লিখুন, যে কারনে নতুন প্রজন্ম ব্লগিং অব্যাহত রাখবে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনিও অংশগ্রহন করুন।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১২
শেরজা তপন বলেছেন: চমৎকার উদ্যোগ। দেখি কেমন সাড়া মেলে
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া, আপনার অংশগ্রহন চাই।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
জ্যাক স্মিথ বলেছেন: দারুন আইডিয়া, আশা করি ব্লগটা এবার প্রানবন্ত হবে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ, আপনিও অংশগ্রহন করুন।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১
নেওয়াজ আলি বলেছেন: ভালো উদ্যোগ ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
গেঁয়ো ভূত বলেছেন:
আপনিও হতে পারেন দিন বদলের অগ্রদূত
জানতে এবং জানাতে
ব্লগিং করুন
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০০
অধীতি বলেছেন: সাধুবাদ জানাই এই মহতি উদ্যোগকে। সামু সারাজীবন থাকুক প্রাণবন্ত হয়ে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১২
গেঁয়ো ভূত বলেছেন:
জানতে এবং জানাতে
ব্লগিং করুন
আপনিই হয়ে যান সমাজ বদলের অগ্রদূত
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নিচে দেখুন কামাল১৮ এবং সাড়ে চুয়াত্তর কিভাবে লিখেছেন। সম্ভব হলে এমন কিছুও লিখুন।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৮
কামাল১৮ বলেছেন: ব্লগিং আপনাকে দেশ ও সমাজের সাথে যুক্ত করবে।আপনি উপলব্ধি করবেন আপনি একা না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আমরা এইভাবে লিখতে পারি
বাংলা ব্লগিং আপনাকে দেশ এবং সমাজের প্রকৃত চিত্র জানতে সাহায্য করবে, আপনার মতামত শুনতে অপেক্ষা করছে হাজারো মানুষ। হয়ত ভাবছেন আপনার মত আর কেউ ভাবছে কি না? ব্লগে এসেই দেখুন... জানতে পারবেন আপনি একা নন।
এখানে ৩৫ টি শব্দ আছে।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৯
রানার ব্লগ বলেছেন: সামুতে আইসা লেইখা যান, মনের মতো কমেন্টস পান।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলেই কি তাই?
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১২
গেঁয়ো ভূত বলেছেন:
অফ টপিক:
ফেবুতে যত সহজে একসেস করা যায় সামুতে কি তা সম্ভব? শুধু সামুতে একসেস টা সহজ করে দিন দেখবেন সামুর ভিউ কয়েকগুন বেড়ে যাবে। ফেবুর মতো উন্নত প্রযুক্তি প্রয়োজন নাই, সাধারণ মানের একটা এপস বানিয়ে দিন যেটা দিয়ে যেকোনো মোবাইল ইন্টারনেট ব্যবহার করে সমুতে লগইন করে শুধু কমেন্ট করা যাবে, দেখবেন সামুর ভিউ কয়েকগুন বেড়ে যাবে।
পুরাতন ব্লগার এর আশায় বসে থাকলে চলবে না, নতুন ব্লগার ও পাঠক তৈরী করার জন্য প্রয়োজনীয় ইনিশিয়েটিভ নিতে হবে। ধরুন আপনার এলাকার ক্লাবে বিশ বছর আগে যারা যারা সময় কাটাতো তারা কি এখন সেই ক্লাবে যায়? নিশ্চয় নতুন কেউ সেই ক্লাবে কোয়ালিটি টাইম পাস্ করছে।
সামুর সার্চ বক্স টা একটু আধুনিক করে দিন যাতে যেকোনো পাঠক তার প্রয়োজনীয় লেখাটি সার্চ করে বের করতে পারে, দেখবেন সামুর ভিউ কয়েকগুন বেড়ে যাবে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার মনে হয় এই বিষয়ে আমরা অনেক বেশি ব্যাখ্যা দিয়েছি। সামুতে একসেস আমাদের হাতে নেই। আমাদের তরফ থেকে কোন সমস্যা নাই। বিষয়টি সরকার ভালো জানেন।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৮
নিমো বলেছেন: "চলো মাতি মুক্তির উল্লাসে, তারুণ্যের শক্তিতে"। আমার বইয়ের দরকার নাই, খালি কখনো ব্যান কইরেন না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার তো মনে হয় কারন ছাড়া কাউকে ব্লগ থেকে ব্যান করা হয় নি। এমনও হয়েছে ব্লগারদের কেউ কেউ আমাকে আমার মৃত বাবা ও পরিবার নিয়ে গালিও দিয়েছিলো। আমি শ্রেফ মুছে দিয়েছি, ব্যান করি নি।
সুনির্দিষ্ট কারন না থাকলে কাউকে ব্যান করার সুযোগ নেই। এটা ছেলের হাতের মোয়া নয় যে যাকে চাইলাম ইচ্ছে মত তাঁকে বন্ধ করে দিলাম।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: "চে গুয়েভারা আজ বেচে থাকলে ডায়েরি না লিখে ব্লগে লিখতেন কারণ ব্লগিং হল মানুষের আধুনিক দিনলিপি যা কিনা সমাজ বদলে দেয়ার ক্ষমতা রাখে। সমাজ বদলে আপনি কি ভুমিকা রাখতে চান? "
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। অনেক ধন্যবাদ আপনাকে। এমন আরো কিছু আইডিয়া লিখে ফেলুন।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৯
জ্যাক স্মিথ বলেছেন: আমি নিজেই তো এখনো প্রথম পাতায় আসতে পারলাম না, অন্যকে কিভাবে ডাকবো?
আর এই ব্লগের অভ্যন্তরীন অনেক টেকনিক্যাল সমস্যা আছে সবার আগে এগুলা ফিক্স করলে ভাল হয়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার মনে হয় আপনার সমস্যাটি সমাধান হয়েছে।
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ভাবনাগুলি যদি অন্যকে আলোড়িত করে তার মানে হল ব্লগার হওয়ার সহজাত প্রতিভা আপনার আছে। বাংলা ভাষায় এই প্রতিভা বিকাশের শ্রেষ্ঠ জায়গা হল সামহোয়ারইন ব্লগ। আপনাকে এই ব্লগে স্বাগত জানাচ্ছি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার কপিগুলো সো ফার ভালো হচ্ছে।
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৮
রানার ব্লগ বলেছেন: বুকের ভেতর অবুজ শিশু খেলা করে? তাকে উন্মুক্ত মাঠ দিতে চান? তাকে ছেড়ে দিন সামহোয়্যারইনের চির সবুজ মাঠে। তাকে খেলতে দিন। একদিন এই শিশু প্রতিবাদী যুবক হয়ে সমাজ কে বদলে দেবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ!!
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২০
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,
সামুতে ব্লগার বাড়ুক, আপনার এমন আকাঙ্খার সাথে আমাদের তেমন আকাঙ্খাও মিলেমিশে একাকার।
তাই বলতেই হয় -
" নিজেকে নিয়ে কিম্বা বিশ্বের তাবৎ বিষয় নিয়ে ভাবার জন্যে আপনার একখানা মন আছে। সে ভাবনাকে প্রকাশের জন্যে আপনার একখানা মুখ আছে। আর শক্তিশালী যেটা আছে সেটা আপনার লেখার হাত।
আপনার এসব ভাবনা প্রকাশের জন্যে আপনার যদি চুলকানী ওঠে তবে ধারনা করি, সম্ভাব্য সকল উপায়ে আপনি চুলকোতে চাইবেন। লেখাই হলো সে চুলকানীর সেরা অস্ত্র। আর ব্লগ হলো আপনার লেখার সেই শ্লেটখানি। "
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো হয়েছে ভাইয়া। তবে চুলকানী শব্দটা বাদ দিলে জিনিসটা আরো ভালো হতো।
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১২
ঈশ্বরকণা বলেছেন: ব্লগের আকাশে মনের সাতরঙা ইচ্ছে ঘুড়িটা আপনিও উড়াতে পারেন গল্প, কবিতা, ফিচার বা ভিন্নধর্মী যে কোনো লেখা লিখে । সামহোয়্যার ইন ব্লগ আপনাকে স্বাগত জানাচ্ছে ।
জাদিদ, কাব্য করে বললাম হাঃ হাঃ হাঃ। আমার কপিরাইটিং নিয়ে বলার জন্য নয় অন্যরাও যাতে আরো উৎকৃষ্ট কাব্যিকতায় ব্লগ নিয়ে বলে সেজন্য ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না না ভাইয়া। বেশ ভালো হয়েছে। সুন্দর!
১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫২
কালো যাদুকর বলেছেন: এটি একটি ভাল আইডিয়া। দেখা যাক কেমন হয়। ধন্যবাদ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনিও অংশ গ্রহন করুন।
১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৪৬
ঈশ্বরকণা বলেছেন: স্যার ফ্রান্সিস বেকনের স্বরণীয় একটা কথা হলো: লেখার অভ্যেসই একজন পড়ুয়া মানুষ গড়ে তোলে। তাহলে আর দেরি কেন? সামহোয়্যার ইন ব্লগে আপনার লেখা দিয়েই অন্যদের পড়ুয়া করে গড়ে তুলুন।সমাজ ও দেশকে এগিয়ে নিতে সাহায্য করুন। [/sb
২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:০০
স্প্যানকড বলেছেন: শুভ কামনা রইল। দেখি কি হয়? ভালো থাকবেন সব সময়।
২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:১১
ঈশ্বরকণা বলেছেন: বেশি কথা বলেন বলে ছোট বেলায় আব্বু আম্মুর, বা ক্লাস টিচারের বকা খেয়ে মনের ভেতর লুকিয়ে রাখা প্রশ্নগুলো, কথাগুলো আর কখনো বলা হয়নি ? আপনার সেই কথাগুলো বলুন গল্পে,কবিতায় সামহোয়্যার ইন ব্লগের পাতা।দেশ বিদেশে থাকা আমাদের অসংখ্য পাঠক আপনার লেখা পড়ার অপেক্ষায় ।তাহলে আর অপেক্ষা কেন ? আসুন, লিখেই ফেলুন নিজের প্রথম কবিতা বা গল্প ! সামহোয়্যার ইন ব্লগে আপনাকে স্বাগত !
২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ফেসবুকে আপনি যখন মনের কথা, ভাবনা , চিন্তা গুলো লিখেন ৯৮ % না পড়েই লাইক দেয়, ব্লগ সম্পূর্ণ বিপরীত। ব্লগে প্রতিটি লেখা অনেক গুরুত্ব পায়। যে কজন আপনার লেখা পড়বেন মন দিয়ে পড়বে্ন। ফেসবুকে যেখানে ফেক লাইক কমেন্টের ছড়াছড়ি ব্লগে সেখানে প্রতিটি লাইক কমেন্ট সুচিন্তিত ও যুক্তিনির্ভর।যা আপনাকে মানসিক প্রশান্তিই শুধু দিবেনা প্রতিদিন লিখতে অনুপ্রাণিতও করবে। আপনার লেখা মন দিয়ে পড়ার পর কেউ যখন সুচিন্তিত মতামত দিবেন তখন আপনি মানসিক প্রশান্তির সাথে সম্মানিতও
অনুভব করবেন।
সুতরাং ব্লগে লিখুন।
২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১১
গেঁয়ো ভূত বলেছেন: ব্লগিং হোক আপনার এবং আমার সমাজ পরিবর্তনের হাতিয়ার।
২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৬
বিটপি বলেছেন: "আপনার কথায় বদলে যাবে বিশ্ব;
কি? বিশ্বাস হলনা? তাহলে আসুন ব্লগে, লিখুন আপনার মনের কোণে জমে থাকা অব্যক্ত কথামালা, জানান অন্যকে, তাদের মনের ভাব জানুন, শেয়ার করুন, বিশ্ব নাগরিক হউন,
তারপর আপনার স্বপ্নে দেখা নতুন পৃথবীতে আবিষ্কার করুন নিজেকে।
কি? আসছেন তো?"
২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩০
নয়ন বিন বাহার বলেছেন: আপনার মনের গহন কোণের সেই ভাবনাগুলো শব্দায়িত করতে চান?
সেই নতুন কথামালা শোনাতে চান?
ভাবছেন, কাকে শোনাবেন? কোথায় প্রকাশ করবেন আপনার কথার তরঙ্গমালা?
তবে,
আসুন, দিগন্তজোড়া স্টেজে, ব্লগে, সামহোয়্যারইনব্লগে!
২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৯
শাহ আজিজ বলেছেন: উত্তম উদ্যোগ ।
২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর আয়োজন। অংশ গ্রহণ করলাম।
কপিরাইটিং প্রতিযোগিতা-১
২৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৯
রানার ব্লগ বলেছেন: ফেইসবুকে টুকাটাক আর কতো দিন? নিজেকে আরো ছড়িয়ে দিতে চলে আসুন সামহোয়্যার ইন এ !! বাংলা ভাষার প্রথম ও একমাত্র মান সম্পন্ন প্ল্যাটফর্ম !!! চলে আসুন !! নির্দ্বিধায় !!! আমরা সব্বাই আপনার প্রতীক্ষায় !!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫
ঈশ্বরকণা বলেছেন: বিল গেটস মাইক্রোসফট, স্টিভ জবস এপেল আর আইফোন দিয়ে নিজেদের সৃষ্টিশীলতা পৌঁছে দিয়েছেন সারা বিশ্বে । আপনিও সামহোয়্যার ইন ব্লগে কবিতা, গল্প বা ভিন্নধর্মী যে কোনো ধরনের লেখা লিখে সারা বিশ্বে পৌঁছে দিতে আপনার সৃষ্টিতিশীলতা । তাহলে আর দেরি নয় আসুন সামহোয়্যার ইন ব্লগে, সারা বিশ্বে আমাদের হাজারো ব্লগারদের মাঝে ছড়িয়ে দিন আপনার সৃষ্টিশীলতা। সামহোয়্যার ইন ব্লগ আপনার সৃষ্টিশীলতাকে স্বাগত জানাতে সব সময়ই প্রস্তুত।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটাও ভালো। একটু নাড়াচাড়া করলে জিনিসটা দাঁড়িয়ে যাবে।
৩০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৩
জুল ভার্ন বলেছেন: খুব ভালো উদ্যোগ। তবে আপনি লিখেছেন- কেউ যদি লালবাগ কেল্লা নিয়ে কিছু লিখেন তাহলে সেটা হবে কন্টেন্ট আর কেউ যদি লালবাগ কেল্লায় বেড়াতে যাওয়া জন্য উৎসাহিত করে কিছু লিখে সেটা হবে কপি।
কপি বলতে আমরা বুঝি- যে কারোর লেখা কেউ অবিকল নকল কিম্বা আংশীক নকল করে লিখে তা। যেমন কম্পিউটারে কন্ট্রোল-সি প্রেস করে কন্ট্রোল পি/ভি প্রেস করলে যেমন হয়- সেটা কপি/ডুপ্লিকেট। কেউ যদি লালবাগ কেল্লা ভ্রমণ করে নিজের নিজের দেখা ভালোলাগা, মন্দলাগা মনের মাধূরী মিশিয়ে লিখেন- সেটা কপি হবে কিভাবে? উতসাহিত করার জন্যই লিখবে কেনো- নিজের অনুভূতি প্রকাশের জন্যই লিখবেন- সেটা ভালো মন্দ দুই-ই হতে পারে। লালবাগ কেল্লা দেখা একজন সাধরণ দর্শেকের দৃষ্টিভংগী যদি মন্দ হয় সেটা কপি হবে কেনো- সেখানেতো কোনো ব্যবসায়ীক স্বার্থ নাই। লালবাগ কেল্লা প্রতিদিন হাজার হাজার দর্শক টিকেট করে দেখলেও একজন সাধারণ দর্শকের কী লাভ?
আমার মনে হয়, এখানে কপিকে বিজ্ঞাপণ বলা সমুচিত হবে না বরং লেখক/দর্শকের সৃজনশীলতা বলা উচিত। বিজ্ঞাপণ হচ্ছে- ব্যবসায়ী উদ্যোক্তা কর্তৃক ব্যবসায়ীক মনোবৃত্তিতে অর্থের বিনিময়ে, ধারণা, পণ্য ও সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা ও প্রচার। সাধারণত পণ্য ও সেবার প্রতি ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপন প্রচারিত হয়। বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা, যা ভোক্তাদের আকৃষ্ট করার প্রকৃয়া।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বিজ্ঞাপন সংক্রান্ত ক্ষেত্রে 'কপি' বিশ্বজুড়ে একটি স্বীকৃত টার্ম। লালবাগ কেল্লার ইতিহাস বা এখানে ভ্রমন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা লিখতে তা কন্টেন্ট হবে, কপি নয়।
ব্যক্তি পর্যায়ে যে কেউ যা ইচ্ছে তাই লিখতে পারে, তাতে সমস্যা নেই। আমি বিজ্ঞাপন ক্ষেত্রে কপি রাইটিং ও কন্টেন্ট রাইটিং এর পার্থক্য বুঝাতে এটা বলেছি।
যেমন, " আজকে আমার মেয়েকে নিয়ে লালবাগ কেল্লায় বেড়াতে গিয়েছিলাম। বাংলাদেশে মোগল আমলের অন্যতম একটি স্থাপনা হলো এই লালবাগ কেল্লা। ইতিহাস অনুসারে, এই কেল্লাটি অসমাপ্ত একটি মুঘল দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র, মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণকাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। আমার মেয়ে ভেতরের পরিবেশ দেখে দারুন মুগ্ধ। ও অনেকক্ষন ফুলের বাগান আর মাঠে ছুটাছুটি করল, প্রজাপতি ধরার চেষ্টা করল।
সুত্রঃ উইকিপিডিয়া, বাংলা মোগলদের ইতিহাস, এ গ্লিমস অব ঢাকা -বাই তাইফুর শরীফ। "
এইভাবে কিছু লিখলে সেটার নাম হবে কন্টেন্ট। কন্টেন্টে ব্যবহৃত তথ্যের সুত্র ব্যবহার করতে হয়। নইলে সেটা 'কপিপেষ্ট' হিসাবে স্বীকৃতি পায়।
অন্য দিকে লালবাগ কর্তৃপক্ষ যদি কখনও লিখে - "লালবাগ - এক সমাপ্ত মোঘল কেল্লা'
অথবা, "ঢাকার ইতিহাস সম্পর্কে জানতে এবং মোঘলদের স্থাপনা কৌশল জানতে ঘুরে আসুন লালবাগ কেল্লা"
অথবা 'প্রজাপতি ডানায় ঘুরে দেখুন মোঘল ঐতিহ্য' ।
এইগুলো হচ্ছে কপি। এইগুলোকে কপি বলে।
প্রজাপতির ডানায় বলা হলো কারন বাগানে যখন ফুল ফুটে তখন লালবাগ কেল্লায় প্রচুর প্রজাপতি আর ফড়িং দেখা যায়। এখানে প্রজাপতি শব্দটি ব্যবহার করে দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা হয়েছে এবং মোঘল ঐতিহ্যের কথা বলে ভ্রমন করতে আকৃষ্ট করা হয়েছে। দর্শকরা ভ্রমন করলেই লালবাগ কেল্লা অথোরিটির আর্থিক লাভ হবে।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৭
মাআইপা বলেছেন: বাংলাদেশ, বাংলা ভাষা এবং বিশ্বের প্রথম বাংলা কমিউনিটি সামহোয়্যারইন ব্লগ এক সুতোয় গাঁথা।
বাংলা বিশ্ব তাকিয়ে রয়েছে শুধু আপনার পানে কিছু জানতে ও জানাতে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। ধন্যবাদ আপনাকে।
৩২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৯
বিষাদ সময় বলেছেন: শ্লোগান-
"আপন জন মামু, শ্রেষ্ঠ ব্লগ সামুু " (But very cheap )
"দিন বদলের হাতিয়ারঃ সামহোয়্যার"
"Somewhere: Changing the day"
"Enlight yourself, Enlight everywhere : Somewhere"
ধন্যবাদ
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নট ব্যাড!!
৩৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২০
মিরোরডডল বলেছেন:
কদিন আগে সাচু চাপাবাজির জন্য ব্লগারদের আহবান করেছিল কিন্তু সেভাবে কেউ রেস্পন্স করেনি।
কিন্তু আজ কাভার ডাকে সাড়া দিয়ে কিযে চাপাবাজি সবার! হা হা হা
আমাদের ব্লগাররা সত্যি জিনিয়াস!
এত অল্প সময়ে এত ভালো রেসপন্স, আর এত পোষ্ট কোনটা রেখে কোনটা পড়বো
এই পোষ্টে কামাল১৮, সাচু, ঈশ্বরকনা, মাইপা ওদেরগুলো ভালো লেগেছে।
ইনফ্যাক্ট সবাই ভালো করছে।
কিপ ইট আপ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা। জাতি কি আপনার চাপাবাজি থেকে বঞ্চিত হবে?
৩৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪১
মিরোরডডল বলেছেন:
আমিতো এখনো শিক্ষানবিশ, সবার কাছ থেকে শিখি।
তবে কোন একদিন চাপাবাজি শিখবোই, লক্ষ্যে অটুট!
থ্যাংকস কাভা, উৎসাহিত করার জন্য
৩৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩১
ঈশ্বরকণা বলেছেন: চারপাশের অব্যবস্থাগুলো পরিবর্তন করতে ইচ্ছে হয় কখনো কখনো ? বিশ্বের সবচেয়ে বড় বাংলা ব্লগ 'সামহোয়্যার ইন ব্লগে' লিখে হয়ে যান একজন চেঞ্জ এজেন্ট ।
(এইটা চাপাবাজি হলেও হতে পারে ।আগেরগুলো কিন্তু সিরিয়াসলি চাপাবাজি বা চাঁদাবাজি জাতীয় কিছু ছিল না !)
৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:০৭
মিরোরডডল বলেছেন:
ঈশ্বরকণা বলেছেন: (এইটা চাপাবাজি হলেও হতে পারে ।আগেরগুলো কিন্তু সিরিয়াসলি চাপাবাজি বা চাঁদাবাজি জাতীয় কিছু ছিল না !)
হা হা অবশ্যই ছিলোনা
চাপাবাজি শব্দটা ফান করে লেখার স্কিলের পরিপূরক হিসেবে বলেছি।
ম্যান ইউ মাস্ট নো, আমি ঈশ্বরকণার লেখার ভক্ত।
স্পেশালি আবেগী লেখাগুলো মন ছুঁয়ে যায় কিন্তু হায় কে জানে আবার কবে পড়তে পারবো!
কপিরাইটিং ভালো হচ্ছে। থ্যাংকস।
৩৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০০
মনিরা সুলতানা বলেছেন: সাব্বাস !
দারুণ সব লেখা আসছে, চমৎকার।
৩৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০২
সোহানী বলেছেন: মাটির চুলার রান্নার উদাহরনটা দারুন হয়েছে...........
৩৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩০
রানার ব্লগ বলেছেন: লেখক জীবনের কোরামিন !! সামহোয়্যার ইন !!!
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০১
মিরোরডডল বলেছেন:
এবার জমবে মজা।
আশা করি নেক্সট কিছুদিন সামু প্রাণবন্ত থাকবে।