নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
মানুষের জীবনে সবচেয়ে প্রিয় সময় হচ্ছে তার শৈশব। অধিকাংশ মানুষ যে কোন কিছুর বিনিময়ে তার শৈশবেই ফিরে যেতে ইচ্ছুক। কেন মানুষ তার শৈশবে ফিরে যেতে চায়? এই প্রশ্নের সঠিক জবাব পাওয়া বড় মুশকিল। মাঝে মাঝে মনে হয়, হয়ত শৈশবেই জীবন থাকে সবচেয়ে সুন্দর, জটিলতা এবং স্বার্থ বিহীন। তাই মানুষ যখন জীবনের চলার পথে নানান দায়িত্বের বেড়াজালে কিছুটা হাঁপিয়ে উঠে, তখনই মুক্তির খোঁজে সে ফিরে যেতে চায় তার শৈশবে। আমি নিশ্চিত শৈশব নিয়ে আপনাদেরও এমন অনেক স্মৃতি জমা আছে। অনেক সময় শৈশবের স্মৃতির সাথে জড়িয়ে থাকে ইতিহাস এবং সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া নানা গল্প। আমরা এমন গল্প শুনতে দারুণ আগ্রহী। তাই ব্লগে লিখুন আপনার শৈশবের নানান গল্প বা জীবনের স্মৃতিমুলক কাহিনী।
স্মৃতি মূলক লেখা প্রকাশের নিয়ম:
১। একজন লেখক জীবনের যে কোন মুহূর্তের স্মৃতিচারণ লিখতে পারেন। তবে আমরা আশা করব সবাই শৈশব/ কৈশোরের দিনগুলো নিয়ে লিখবেন।
২। খুব বেশি ব্যক্তিগত না হলে পুরানো দিনের ছবি সংযুক্ত করুন। এই ব্লগের মাধ্যমে হয়ত আপনার জীবনের এই গল্প আরো কয়েক বছর পরে অন্য কেউ পড়তে পারেন
৩। লেখা প্রকাশ করে গ্রুপে এবং আপনার ফেসবুক ওয়ালে ব্লগ লিংকটি শেয়ার করুন। যেন বাইরের পাঠকরাও পড়তে পারেন।
৪। আজ ১০ মে থেকে শুরু হয়ে পুরো মে মাস ব্যাপী এই স্মৃতিচারণ মূলক লেখা প্রকাশের সময় পাবেন। এখান থেকে নির্বাচিত তিনটি লেখাকে উৎসাহ দেয়ার জন্য বই প্রদান করা হবে।
৫। আপনারা জানেন গত বছর ব্লগ দিবসের অনুষ্ঠানটি আমরা অনিবার্য কারনবশত স্থগিত করেছিলাম। এর অন্যতম কারণ ছিলো ব্লগ স্মরণিকা প্রকাশের জন্য আমরা ব্লগারদের কাছ থেকে তেমন মান সম্মত কোন লেখা পাই নি। একটি ভালো মানের বই প্রকাশ করা বর্তমানে কিছুটা খরচ সাপেক্ষ বিষয়। তাই আমরা চাই নি, শুধুমাত্র প্রকাশ করার জন্য মানহীন লেখা দিয়ে কোন বই প্রকাশিত হোক। এবার আমরা কিছুটা সময় নিয়ে এই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছি এবং ব্লগারদেরও কিছুটা সময় দেয়া হবে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে লেখা প্রস্তুত করার জন্য এই স্মৃতিচারণ মূলক বিষয়ে নির্বাচিত তিনটি লেখা সরাসরি উক্ত বইয়ে প্রকাশিত হবে। তবে এর বাইরে যারা থাকবেন তারা চাইলে ব্লগের স্মরণিকার জন্য পুনরায় লেখা পাঠাতে পারবেন। এই সংক্রান্ত দিক নির্দেশনা পরবর্তীতে প্রদান করা হবে।
৬। বলা বাহুল্য শৈশবের স্মৃতি সংক্রান্ত লেখায় আনুষ্ঠানিকভাবে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হিসাবে কোন বিচার হবে না। কারণ মানুষের প্রতিটি শৈশবের স্মৃতিই অমূল্য। তবে আমরা লেখার মান এবং অন্যান্য বিবেচ্য বিষয়কে আমলে নিয়ে তিনটি লেখাকে নির্বাচিত করব যা ব্লগ স্মরণিকায় প্রকাশিত হবে। এছাড়া বাকি লেখাগুলো থেকে সর্বোচ্চ তিনটি লেখার জন্য উপহার হিসাবে থাকবে বই যা এই প্রতিযোগীটা শেষ হবার পরপরই প্রদান করা হবে।
এই সংক্রান্ত অন্য কোন প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে জানাতে পারেন।
১০ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আশা করি আপনিও অংশগ্রহন করবেন।
২| ১০ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৫
মিরোরডডল বলেছেন:
কি মজা! ব্লগে আবার একটা কম্পিটিশন হবে।
নতুন নতুন মজার মজার লেখা, ব্লগ কিছুদিন প্রানবন্ত থাকবে।
থ্যাংকস কাভা।
১০ ই মে, ২০২৩ বিকাল ৪:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপু। আসলে এটা প্রতিযোগিতা বলা যাবে কি না ঠিক জানি না।
এর আগের বেশ কিছু প্রতিযোগিতার ফলাফল ঘোষনা এবং সেগুলোর পুরুষ্কার ঘোষনা বাকি আছে। এটা শেষ হলে সবগুলোর ফলাফল আর উপহার এক সাথে প্রদান করব। তারপর ব্লগ দিবসের যে পেন্ডিং অনুষ্ঠানটা বাকি আছে, সেটার ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে পোস্ট দিবো।
৩| ১০ ই মে, ২০২৩ বিকাল ৫:০৩
মিরোরডডল বলেছেন:
সমস্যা নেই, এই আহবানে সাড়া দিয়ে কিছু কম্পিটিটিভ লেখাতো আসবে।
আমরা পাঠকরা অপেক্ষায় থাকি এরকম লেখা পড়ার জন্য।
যেহেতু জীবন থেকে নেয়া গল্প, তাই আবেদন একটু বেশি হয়।
১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মিররডল আপু। পাশে থাকার জন্য ধন্যবাদ।
৪| ১০ ই মে, ২০২৩ বিকাল ৫:৪৩
শাওন আহমাদ বলেছেন: ব্লগার রা কি তাদের পুরানো লেখা গুলো পুনরায় শেয়ার করতে পারবেন?
১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দিতে পারেন, তবে নতুন দেয়াই শ্রেয়।
৫| ১০ ই মে, ২০২৩ বিকাল ৫:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: যদি ভুলে যাও কখনো
আম পাকা বৈশাখ
এলোমেলো পথে হাটা
গায়ের মেঠোপথ
স্মৃতির আ ড়া লে
যদি হারায় সবই
তবে এসো মোর কাছে
আমি দেখাবো
শৈশব শৈশব
শৈশব শৈশব
প্রিয় শৈশব…।
যদি ভুলে যাও
কাশফুল কিশরীকে
চর জাগা সেই নদীটি
কাশবন জোছনাতে
মায়ের আচলে মমতার মায়া
মায়ের আচলে মমতার মায়া
তবে এসো কাছে
শৈশব শৈশব
শৈশব শৈশব
প্রিয় শৈশব…।
যদি ভুলে যাও
রিমঝিম বরষা
এক হাটু কাদা জল
রাত জেগে গল্প শোনা
মায়ের আচলে মমতার মায়া
মায়ের আচলে মমতার মায়া
তবে এসো কাছে
শৈশব শৈশব
শৈশব শৈশব
প্রিয় শৈশব…।
গুরু নগর বাউল জেমস এর গানটি মনে গেল
১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ গোফরান।
৬| ১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই লেখার কোন সীমাবদ্ধতা থাকবে কি ?
.......................................................................................
যেমন কত শব্দের হতে হবে ? এক পৃষ্ঠা বা চলমান কয়েকটি পর্ব ?
বা ঘটনার প্রেক্ষিতে যতটা আবশ্যক !
ধন্যবাদ আবার সামুতে প্রানের স্পন্দন দেখা দিবে ।
১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না নির্দিষ্ট কোন সীমাবদ্ধতা নেই। কোন সুনির্দিষ্ট শব্দ সংখ্যা নেই। পর্ব আকারে না দেয়াই ভালো।
৭| ১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
খুবই ভাল একটি উদ্যোগ । ব্লগারদের স্মৃতি রোমন্থন হতে জানা যাবে অনেকের জীবনের সুখ দু:খ্যের কথা,
জানা যাবে তাঁদের জীবন সংগ্রামের ইতিকথা , কিভাবে তাঁরা জীবনের চরাই উতরাই পেরিয়ে জীবন সংগ্রামে
জয়ী হয়ে পৌঁছেছেন আজকের এ অবস্থানে , জানা যাবে তাঁদের জীবন সংগ্রামের অনুকরনীয় সাফল্য গাথা।
স্মৃতি কথা নিয়ে ব্লগে প্রকাশিত লেখাগুলির বিষয়ে প্রসঙ্গক্রমে দু একটি কথা বলা যায় । অনেকেরই শৈশবের
স্মৃতি কথায় থাকতে পারে আঞ্চলিক কিংবা বেশ কিছু অবোধ্য শব্দ । অনেক শব্দের অর্থ বাংলা অভিধানেও
হয়ত পাওয়া যাবেনা যা থেকে কারো লেখায় ব্যবহৃত সবগুলি শব্দের অর্থ বুঝা যাবে । একজন পাঠক
স্বাভাবিকভাবেই কোন একটি লেখায় ব্যবহৃত শব্দ সমুহের সঠিক অর্থ বুঝতে বা জানতে চাইবেন ।
এটাই একজন সচেতন পাঠকের সহজাত প্রবৃত্তি ।
একজন লেখককে সামুর মত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহুল প্রচারিত পাঠক ফোরামে পরিবেশিত
তাঁর লেখায় অপ্রচলিত বা আঞ্চলিক শব্দ কিংবা কোন অবোধ্য, অজ্ঞেয়, দুর্বোধ্য, বোধাতীত, অচিন্তনীয় ,
অসঙ্গত, অভাবনীয়, অকল্পনীয় আপাত-অসম্ভাব্য, অভাবিত, অতি সূক্ষ্ম, ইন্দ্রাতীত, স্পর্শাতীত, অননুভবনীয়
ও অসঙ্গত শব্দ সম্ভার ব্যবহার করার ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনা অবলম্বন করবেন , সেটাই কাম্য । তাঁদের
লেখার মধ্যে ব্যবহৃত যে সকল শব্দের অর্থ বাংলা অভিধানে খুঁজে পাওয়া যাবেনা কিংবা পাঠকের পক্ষে
দুস্কর বা সহজে বোধগম্য হবেনা সে সকল শব্দমালার বিষয়ে লেখকের নীজ উদ্যোগেই একটি সংক্ষিপ্ত
ভুমিকা, পাদটিকা কিংবা লেখাটির মধ্যে থাকা সে সকল শব্দের জন্য সকলের কাছে বোধগম্য অর্থ যথাস্থানে
যথাযথভাবে ব্রেকেট বন্দী করে দেয়াই হবে সঙ্গত । লেখক হয়তবা ভাবতে পারেন, লেখার ভিতরে শব্দ যাই
থাকুক না কেন তাঁর লেখাটি স্বব্যখ্যাত, তাই লেখাটির বিষয়ে কোন ভুমিকা বা পাদটিকা দেয়ার প্রয়োজন নেই ।
তবে লেখাটির বিষয়ে অনেক পাঠকই যখন মন্তব্যের ঘরে বলে যান বেশ কিছু শব্দের কোন অর্থ তাদের কাছে
আজানা, অচেনা কিংবা বোধগম্য নয় তখন লেখাটিতে থাকা অবোধ্য /অপ্রচলিত ( সে গুলি একান্ত শৈশবকালের
অবোধ্য কোন বিশেষ শব্দোচ্চারণ কিংবা পরিবেশগত যে কোন শব্দই হোক না কেন) শব্দগুলিকে সকল পাঠকের
কাছে সহজে বোধগম্য করার বিষয়ে লেখকের দায়বদ্ধতা এড়ানো যায়না । যাহোক, একজন লেখক তাঁর লেখার
বিষয়ে কোন ভুমিকা কিংবা পাদটিকা দিবেন কিনা সেটা লেখকের একান্ত ব্যক্তিগত বিষয় । তবে এরকম ক্ষেত্রে
লেখাটিকে ব্লগের নির্বাচিত পাতায় ঠাই দেয়া কিংবা পুরস্কারের জন্য বিবেচনা করার বিষয়ে সামুর বিজ্ঞ ও
বিচক্ষন শ্রদ্ধেয় মডারেটর ব্লগ টিমের সুবিবেচনার প্রতি আমাদের আস্থার কোন ঘাটতি নেই ।
স্মৃতিচারন মুলক লেখা প্রকাশের বিষয়ে ব্লগ টিমের মহতি উদ্যোগের সাফল্য কামনা করছি ।
শুভেচ্ছা রইল
১১ ই মে, ২০২৩ দুপুর ১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া। আশা করি আপনার চমৎকার এই মন্তব্য অনেকের কাজে আসবে।
৮| ১০ ই মে, ২০২৩ রাত ৮:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাহ!! চমৎকার!! এমন আয়োজনে ব্লগটা জমজমাট হয়ে উঠে। শুভকামনা রইলো।
১১ ই মে, ২০২৩ দুপুর ১:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ১০ ই মে, ২০২৩ রাত ৮:৩৯
সুনীল সমুদ্র বলেছেন: এ ধরনের উদ্যোগ ব্লগকে প্রাণবন্ত করে তুলবে। অনেক অনেক শুভকামনা রইলো জাদিদ।
১১ ই মে, ২০২৩ দুপুর ১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া! কেমন আছেন। আপনাকে ব্লগে দেখে খুব ভালো লাগছে।
১০| ১০ ই মে, ২০২৩ রাত ৮:৩৯
নূর আলম হিরণ বলেছেন: ভালো উদ্যোগ।
১১ ই মে, ২০২৩ দুপুর ১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
১১| ১০ ই মে, ২০২৩ রাত ৯:০৭
গেঁয়ো ভূত বলেছেন: নিঃসন্দেহে অত্যন্ত ভাল উদ্যোগ। সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলা গেলে নিশ্চয়ই ভাল কিছু আশা করা যায়। সামুতে ব্যাক্তি চর্চা (অপচর্চা বললেও বেশি বলা হবে না) করে করে অনেক প্রতিভাবান ব্লগারদের মূল্যবান সময়ের অপচয় ঘটে চলেছে যা ব্লগ এবং ব্লগারদের ক্ষয় ও লয় এর অন্যতম প্রধান কারণ বলে মনে হয়।
শ্রদ্ধেয় ব্লগার ডঃ এম এ আলী ভাই স্মৃতি মুলক লেখা প্রকাশের নিয়মের ব্যাপারে বেশ কিছু পরামর্শ রেখেছেন যাহা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভাল থাকুক সকল ব্লগার, ভাল থাকুক আমাদের সামু।
১১ ই মে, ২০২৩ দুপুর ১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১২| ১০ ই মে, ২০২৩ রাত ১০:৪৩
শেরজা তপন বলেছেন: নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ! ব্লগে ফের প্রাণের জোয়ার আসবে বলে প্রত্যাশা।
*পোস্টটি স্টিকি করার অনুরোধ রাখছি।
১১ ই মে, ২০২৩ দুপুর ১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ তপন ভাই।
১৩| ১১ ই মে, ২০২৩ রাত ১২:২৩
আরোগ্য বলেছেন: দারুণ উদ্যোগ। এ সুবাদে অনেকের শৈশবে বিচরণ করা যাবে।
শৈশবে বলতাম কবে যে বড় হবো আর বড় হওয়ার পর : ইশ্ আবার যদি সেই শৈশবে ফিরে যেতে পারতাম।
সংগত কারণে নিজের ব্যাপারে কিছু লিখা থেকে বিরত রইলাম। হয়তো কোন এক সময়......।
১৪| ১১ ই মে, ২০২৩ সকাল ৭:০৮
নাহল তরকারি বলেছেন: দুটি ভাগে লিখতে পারি কি? যেমন ভালো স্মৃতি আর খারাপ স্মৃতি।
১৫| ১১ ই মে, ২০২৩ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই
১৬| ১১ ই মে, ২০২৩ সকাল ১০:০৭
নজসু বলেছেন:
প্রশংসনীয় উদ্য্যোগ।
১৭| ১১ ই মে, ২০২৩ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর উদ্যোগ ব্লগ জমজমাট হবে আশা করি
কিন্তু আপনার ৫ নং প্যারার সাথে এক মত হতে পারলাম না। যদিও এ নিয়ে কেউ কিছু বলেননি। আমার এত জ্ঞান নাই যে এই সম্পর্কে কিছু বললে আপনাদের যুক্তি তর্ক খন্ডাতে পারবো।
এত এত লেখক তাদের লেখা আপনার কাছে মান সম্মত মনে হল না। যে লেখাগুলো লেখক সাহিত্যিক কবিরা জমা দিয়েছেন । সেগুলো একে একে এখানে প্রকাশ করুন। সবাই লেখার গুনমান নিয়ে আলোচনা করুক। আপনারা যে নির্বাচিত তে পোস্ট নেন কীসের ভিত্তিতে অবশ্যই মানের উপর ভর করে। তবে কেন মান সম্মত লেখাগুলো লেখকরা জমা দেন না্ই সেটাও প্রশ্ন। আপনার এই কথাগুলো বুকে লেগেছে। এখানে রবীন্দ্র নজরুল সমরেশ মজুমদার না। সবাই সাধারণ ব্লগার এবঙ সবাই এই ব্লগের উপর ভর করে জীবন চালায় না। সবাই ব্যস্ত বিভিন্ন চাকুরী অথবা ব্যবসায়িক কাজে। হাতে যেটুকু সময় পান সে সময়টুকুতে লিখালিখি করেন শখের বশে। এদের অনেকেই আছেন অনেক ভালো লিখেন, কবিতা গল্প যাই বলেন না কেন।
যুক্তি তর্কে আমি কথা বলতে পারি না। হতে পারে আমার এই মন্তব্যে অনেক কিছু বলবেন।
ব্লগারদের ছোট করে দেখার কোন কারণ নাই। সবাই যে যার জায়গা থেকে নিজের মনের কথাগুলো লিখেন। দশ জন ব্লগারের মাঝে অন্তত পাঁচ জন ব্লগার ভালো লিখেন অবশ্যই।
১১ ই মে, ২০২৩ দুপুর ১:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি স্বাধীনভাবে যে কোন বিষয়ে দ্বিমত প্রকাশ করতে পারেন। আমরা ব্লগারদের ছোট করছি না, যদি কেউ এটা বুঝে থাকেন, তাহলে সেটা তার নিজস্ব সীমাবদ্ধতা। যখন কোন স্মরণিকা প্রকাশিত হয় এবং যার একটি সম্পাদক মন্ডলি থাকে, সেখানে যে কোন লেখা নির্বাচনের ক্ষেত্রে কিছুটা নিয়ম অনুসরণ করা হয়।
স্মরণিকা সম্পাদনার জন্য যে সম্পাদক মন্ডলীর প্যানেল গঠন করা হয়েছিলো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক, বাংলাদেশের একজন খ্যাতিমান গল্পকার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক এবং একটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রধানকে যুক্ত করা হয়েছিলো।
আমরা যে ধরনের লেখা প্রত্যাশা করেছিলাম, সেই তুলনায় আমরা লেখা পেয়েছি অতি অল্প। এবং যে সকল লেখা পেয়েছি, সেগুলোর অধিকাংশই তেমন মান সম্পন্ন নয়। ফলে আমরা বই প্রকাশনার সিদ্ধান্তকে কিছুটা পিছিয়ে দিয়েছি। আমরা ব্লগারদের উপর আস্থা হারাই নি, বরং আমরা মনে করেছি ব্লগারদের আরো কিছুটা সময় দেয়া প্রয়োজন।
শখের বসে লেখালেখির অর্থ এই নয় যে কেউ গার্জেব লেখার পরও তার প্রশংসা করতে হবে। আপনি যে সৎ সাহসে আপনার খারাপ লাগাকে জানিয়েছেন, যেভাবে যদি বিভিন্ন লেখায় আপনার সঠিক মতবাদ জানাতেন, সেটা হতো দারুন দৃষ্টান্ত। এমন অনেক আজেবাজে পোস্ট আছে যেখানে আপনার প্রশংসামুলক মন্তব্য আছে আপা। আমার কথায় আশা করি আহত হবেন না, আমরা সার্বিক ব্লগের উন্নয়নের জন্যই কাজ করছি। দীর্ঘদিন ব্লগে থেকেও যদি কেউ ব্লগিং না শেখে তাহলে তো সেটা দুঃখের বিষয়।
১৮| ১১ ই মে, ২০২৩ সকাল ১০:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: ১৮ নম্বর মন্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষন করে লাইক দিয়েছি।
১৯| ১১ ই মে, ২০২৩ সকাল ১১:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক এ উপলক্ষ্যে ব্লগ হোক জমজমাট।
২০| ১১ ই মে, ২০২৩ দুপুর ১২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি
শিরোনামে কিছু ভুল আছে
স্মৃতিচারণমূলক হবে
চারণ
মূলক
আর আহবান বানানটি আহ্বান হবে। ধন্যবাদ
২১| ১১ ই মে, ২০২৩ দুপুর ১২:২১
সেজুতি_শিপু বলেছেন: ভারী সুন্দর উদ্যোগ। এধরনের সুস্থ্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চয়ই ভাল কিছু ফল বয়ে আনবে।
সকলের স্বত:স্ফুর্ত অংশগ্রহনে ব্লগটা আবার জমজমাট হয়ে উঠবে- আশা করাই যায়। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
২২| ১১ ই মে, ২০২৩ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: যারা ব্যানে আছেন, তারাও কি 'স্মৃতিচারণ মূলক লেখা' লিখতে পারবেন?
২৩| ১১ ই মে, ২০২৩ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: গার্জেব না গার্বেজ হবে
অনেকের লেখায় কেউ মন্তব্য করে না। সেসব লেখায় আমি উৎসাহ যোগানোর জন্য মন্তব্য করি। যার যেমন মেধা লিখুক এই উন্মুক্ত ফ্লাটফর্মে । তবে মাঝে মাঝে আমারও বলা উচিত ভালো লাগা মন্দ লাগা বিষয়ে। কারো মন খারাপের কারণ হতে চাই না। গার্জেব লেখা স্থান নাই বা পেল। কিন্তু ভালো লেখক তো আছেন অনেকেই তাদের কথা বলছি। সবার মেধা তো সমান হতে পারে না জাদিদ ভাইয়া।
১১ ই মে, ২০২৩ রাত ১০:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, শব্দটা গার্বেজই আমি লিখেছি। টাইপোর কারনে দুঃখিত।
আমি কিন্তু আপা কোথাও বলিনি যে ভালো লেখক নেই এবং সকলের মেধা বা লেখার স্টাইল বা মান একই হবে। আপনি যখন কোন লেখা ছাপানোর জন্য পাঠাবেন, সেটা শখের লেখকদের প্রেক্ষাপট থেকে হলেও নুন্যতম একটি মান অবশ্যই থাকতে হবে। আমি সেই বিষয়টি সম্পর্কেই বলেছি। লেখার মান বৃদ্ধি পাক - এটা কোন অন্যায় বা ভুল চাওয়া নয়।
২৪| ১১ ই মে, ২০২৩ রাত ৮:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: ফেসবুকে সামহোয়্যার ইন ব্লগ থেকে ফুল ভার্সনে ঢুকতে পেরেছি।অথচ ক্রোম ও ফায়ারফক্স এবং ফায়ারফক্স লিটিল দিয়ে কিছুতেই ফুল ভার্সন আসছে না।কি মহাবিপদে যে পড়েছি।
যাইহোক এমন উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য। কিন্তু আমি যে কীভাবে ব্লগিং করবো ভেবে পাচ্ছিনা।এই কমেন্টটি যেভাবে করছি পরে যে এমন ফুল ভার্সন আসবে সে বিষয়ে নিশ্চিত নই। তবুও চেষ্টা করবো স্মৃতিবিজড়িত অতিতকে তুলে ধরে কিছুটা স্মৃতিমেদুর না হলেও স্মৃতিকাতরতাকে তুলে ধরতে।
শুভেচ্ছা জানবেন।
২৫| ১১ ই মে, ২০২৩ রাত ১১:৫১
ইলুসন বলেছেন: আগের কোন লেখা দেয়া যাবে কিনা?
২৬| ১২ ই মে, ২০২৩ বিকাল ৩:০৯
চারাগাছ বলেছেন: বাহ্! দারুণ সব স্মৃতি পড়া হবে।
শুভ কামনা।
২৭| ০৭ ই জুন, ২০২৩ দুপুর ২:২০
পলক শাহরিয়ার বলেছেন: মে মাস তো শেষ! এখন প্রতিযোগিতার জন্য লেখা কি আর দেয়া যাবে? দেয়া গেলে কতদিন পর্যন্ত? জানাবেন,প্লিজ।
২৮| ০৯ ই জুন, ২০২৩ ভোর ৪:১৮
নাজনীন১ বলেছেন: ব্লগ টিমকে অনুরোধ একটু টাইম বাড়িয়ে দেন না প্লীজ! ১৫ই জুন পর্যন্ত! লেখাটা আগে চোখে পড়েনি।
আর হ্যাঁ, পুরোনো লেখা কি এখানে দেয়া যাবে? নাকি নতুন করে কিছু লিখতে হবে?
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৪
মোগল সম্রাট বলেছেন:
খুবই ভালো উদ্যোগ। শুভকামনা থাকলো ।