নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

.......।।ফিচার প্রতিযোগিতার ফলাফল ।।.......

২১ শে মে, ২০২৩ বিকাল ৩:৫৬

প্রিয় ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা নিন।
১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ব্লগারদের কাছ থেকে কিছু নির্দিষ্ট বিষয়ের উপর তথ্যভিত্তিক অথবা বিশ্লেষণ মূলক ‘ফিচার’ ক্যাটাগরিতে লেখা প্রকাশের জন্য আহবান জানানো হয়েছিলো। সেই আহবানে ব্লগাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং চমৎকার সব লেখা প্রকাশ করেছেন।

এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা লক্ষ্য করেছি অনেক ব্লগার তাদের নিদিষ্ট লেখার গণ্ডির বাইরে গিয়েও লেখা প্রকাশ করেছেন যা বৈচিত্র্যময় ব্লগিং এর জন্য দারুণ ইতিবাচক এবং এবং এমন অনেক লেখা প্রকাশিত হয়েছে যা নিঃসন্দেহে দেশের প্রথম সারির যে কোন পত্রিকায় প্রকাশের যোগ্য। তবে কিছু কিছু লেখা আছে যা একটু যত্ন নিলেই চমৎকার ফিচার হিসাবে নির্বাচিত হতে পারত। আমরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

এই সকল লেখা থেকে সেরা তিনটি লেখা বাছাই করা ভীষণ দুরূহ একটি কাজ। এই কাজটি করতে আমাদেরকে বেশ সময় নিতে হয়েছিলো। ব্লগ টিমের বিচারে যে তিনটি ফিচার সেরা হিসাবে বিবেচিত হয়েছে তা হচ্ছে:

১। জলবায়ু পরিবর্তন তথা বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়া ঠেকাতে ব্যক্তি, দেশ ও কপ সম্মেলন কি করতে পারে
https://www.somewhereinblog.net/blog/MZF/30343284
লিখেছেন ব্লগার এমযেডএফ।

আপনার জন্য রয়েছে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে সুভেনিয়র এবং বই।
অনুগ্রহ করে আপনার একটি যোগাযোগ নাম্বার বা কুরিয়ার ঠিকানা আমাদেরকে [email protected] মেইল করে দিন।


২। ইউথেনেশিয়া (ইচ্ছামৃত্যু) - মৃত্যুর অধিকার বনাম ধর্ম ও আবেগ
https://www.somewhereinblog.net/blog/Zobair7/30343082

লিখেছেন ব্লগার জুবায়ের।

আপনার জন্য রয়েছে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে সুভেনিয়র এবং বই।
অনুগ্রহ করে আপনার একটি যোগাযোগ নাম্বার বা কুরিয়ার ঠিকানা আমাদেরকে [email protected] মেইল করে দিন।

সংস্কৃতি; বৈচিত্র্য ও বিবর্তন
https://www.somewhereinblog.net/blog/kawsarchowdhury/30343067

লিখেছেন ব্লগার কাওসার চৌধুরী।

আপনার জন্য রয়েছে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে সুভেনিয়র এবং বই।
অনুগ্রহ করে আপনার একটি যোগাযোগ নাম্বার বা কুরিয়ার ঠিকানা আমাদেরকে [email protected] মেইল করে দিন।


এছাড়া আরো যে কয়টি ফিচার আমাদের দৃষ্টিতে সেরা বলে মনে হয়েছে তা হচ্ছেঃ

১। ফিচার- শিশুদের জন্য আনন্দময় ও সুষ্ঠ শিক্ষা ব্যবস্থা - শায়মা
https://www.somewhereinblog.net/blog/saimahq/30343060
২। মিঃ পারফেক্ট হওয়া জাপানিদের জীবন যন্ত্রণা - মুনিরা সুলতানা
https://www.somewhereinblog.net/blog/MANIRA/30343005
৩। মিথোলজি ও বাস্তবতা: রাম-সেতু বা এডামস ব্রিজ- অপু তানভীর
https://www.somewhereinblog.net/blog/opuroni/30342888
৪। ইখওয়ান আল সাফা : রহস্যময় এক দার্শনিক গোষ্ঠী- নিবর্হণ নির্ঘোষ
https://www.somewhereinblog.net/blog/Niborhon/30343074
৫। সাপ সম্পর্কে যা যা জেনে রাখতে পারেন - কল্পদ্রুম
https://www.somewhereinblog.net/blog/kolpodroom/30343051

আপনাদের জন্য রয়েছে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে উপহার। অনুগ্রহ করে আপনাদের যোগাযোগ নাম্বার বা কুরিয়ার ঠিকানা আমাদেরকে এই ইমেইল ঠিকানায় [email protected] পাঠিয়ে দিন।

আমরা কৃতজ্ঞতা জানাই সকল ব্লগারদের প্রতি, যারা এখনও নানা ধরনের প্রতিকূলতা স্বত্বতেও ব্লগিং করে যাচ্ছেন এবং ব্লগে নিজের মূল্যবান সময় প্রদান করছেন।


শুভ ব্লগিং।

বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিমের পক্ষ থেকে
কা_ভা।

মন্তব্য ২৯ টি রেটিং +১৯/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৩ বিকাল ৪:০৩

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো সকলের প্রতি।

২| ২১ শে মে, ২০২৩ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা ।

৩| ২১ শে মে, ২০২৩ বিকাল ৪:১৭

শাওন আহমাদ বলেছেন: সকলের জন্য শুভ কামনা রইলো।

৪| ২১ শে মে, ২০২৩ বিকাল ৪:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: জনাব মডু, আপনাদের এ ধরনের কার্যক্রমে ফিচার লেখক ব্লগারগণ উৎসাহিত হবেন। তাতে ব্লগের পাঠকগণ সুখপাঠ্য ফিচার পাবেন। যারা পুরস্কৃত হলেন এবং যারা পুরস্কার দিচ্ছেন তাদের সবার জন্য আন্তরিক শুভেচ্ছা।

৫| ২১ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই

৬| ২১ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আহা আমারটা সেরা হলো না তবে কষ্ট স্বার্থক হয়েছে ব্লগারদের ভালোবাসায় !

ধন্যবাদ সামু ! অন্তত একটা তো প্ল্যাটফর্ম পেলাম লিখবার !!

৭| ২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: গ্রেট। অভিনন্দন।

৮| ২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

মোস্তফা সোহেল বলেছেন: সবাইকে অভিনন্দন।

৯| ২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

নস্টালজিয়া ইশক বলেছেন: সেরা ও সেরা হিসেবে যারা আরও বিবেচিত তাদের অভিনন্দন।

১০| ২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

শায়মা বলেছেন: সবাইকে ভালোবাসা যারা পুরষ্কার পেলো কিংবা পেলো না কিন্তু যারা সবাই অংশ নিলো সবাইকেই আর প্রথম দ্বিতীয় ও তৃতীয় দেরকে আরও বেশি বেশি ভালোবাসা এত কষ্ট করে করে পারফেক্ট আর্টিকেল লেখার জন্য।

সবাই এই লেখাগুলি থেকে আরও ভালোভাবে জানবে পড়বে ও শিখবে কিভাবে আর্টিকেল বা ফিচার লিখতে হয়। :)

১১| ২১ শে মে, ২০২৩ রাত ৮:১৭

নাহল তরকারি বলেছেন: অভিনন্দন।

১২| ২১ শে মে, ২০২৩ রাত ৮:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও! দারুণ ব্যাপার! বিজয়ী সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

এবং যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের জন্যও অনেক অনেক শুভ কামনা।

১৩| ২১ শে মে, ২০২৩ রাত ৯:১৪

চারাগাছ বলেছেন: দারুণ । ফিচার লেখা অনেক কঠিন কাজ। অভিনন্দন।

১৪| ২১ শে মে, ২০২৩ রাত ৯:৩৯

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: অভিনন্দ।

১৫| ২১ শে মে, ২০২৩ রাত ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

১৬| ২১ শে মে, ২০২৩ রাত ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,




নিঃসন্দেহে শুভবার্তা।
প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে।
আর অনেক অনেক শুভকামনা তাদের জন্যে যারা যারা অংশগ্রহণ করেছিলেন।

ব্লগ কর্তৃপক্ষকেও ধন্যবাদ এই কষ্টকর কাজটিতে সময় দিয়ে ব্লগারদের আশ্বস্ত করলেন বলে।

১৭| ২২ শে মে, ২০২৩ রাত ১২:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:


১৪তম ব্লগ দিবস উপলক্ষে প্রিয় 'সামহোয়্যার ব্লগ' কর্তৃক বিষয় ভিত্তিক ব্লগ লেখা প্রতিযোগিতার আয়োজন ছিল খুবই উৎসাহব্যঞ্জক এবং ইতিবাচক। অনেক গুণী ব্লগার এতে অংশ নিয়েছেন। আমরা পাঠক হিসাবে এসব গুরুত্বপূর্ণ লেখা পড়ার সুযোগ পেয়েছি। ফেইসবুক, পত্রিকা, সাময়িকী ইত্যাদিতে প্রকাশিত বিষয়ভিত্তিক লেখার চেয়ে ব্লগে লেখার মান অনেক ভালো হয় বলে আমি মনে করি। যারা পরিশ্রম করে লিখেন তারা ব্লগারদের গুরুত্বপূর্ণ কমেন্ট এবং মতামতকে গুরুত্ব দেন। সবচেয়ে বড় কথা, নিজের লেখা এবং যুক্তিকে যৌক্তিক মতামত দিয়ে বিষয়টিকে আলোচিত এবং প্রাণবন্ত করে তুলেন। যারা লিখতে ভালোবাসেন, যারা নিজের মত এবং লেখার বিষয়বস্তুকে আরো সুন্দর করে উপস্থাপন করতে চান তাদের জন্য 'সামহোয়্যারইন ব্লগ' আশীর্বাদস্বরুপ।

আশা করি, সামহোয়্যারইন ব্লগ টিম আগামীতে আরো বেশি করে লেখা আহ্বান করবেন। এতে ব্লগারগণ লিখতে অনুপ্রেরণা পাবেন। করোনা মহামারির পর আমার মতো অনেক ব্লগার যারা ব্যবসায়ী/উদ্যোক্তা তাদের একটি বড় অংশই কঠিন সময় পার করছেন। এজন্য ইচ্ছে থাকলেও ব্লগে নিয়মিত লিখতে পারি না। জানি, সব দুর্ভোগ একটা সময় কাটবে। আবার সুদিন আসবে। তখন ব্লগে নিয়মিত লিখবো।

আমার লেখা ফিচার 'সংস্কৃতি; বৈচিত্র্য ও বিবর্তন' ব্লগ টিম কর্তৃক নির্বাচিত হওয়ায় ধন্যবাদ জানাচ্ছি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ব্লগারদের প্রতি শুভেচ্ছা। যারা বিজয়ী হয়েছেন উনারা নিয়মিত লিখবেন এই আশা রইলো। ব্লগ টিমকে ধন্যবাদ কষ্টসাধ্য একটি কাজ শেষ করার জন্য। সবার জন্য অনেক অনেক শুভ কামবা রইলো।

১৮| ২২ শে মে, ২০২৩ রাত ১২:৪৭

সোহানী বলেছেন: অভিনন্দন সবাইকে।

১৯| ২২ শে মে, ২০২৩ সকাল ১০:৩৮

এমজেডএফ বলেছেন: ১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ‘ফিচার’ লেখা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করার জন্য ব্লগ টিমকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতার আয়োজন এবং যথারীতি ফল প্রকাশ করে বিজয়ীদের কাছে পুরস্কার পৌঁছে দেওয়ার যে উদ্যোগ ব্লগ টিম গ্রহণ করেছেন তাতে সত্যিই অভিভূত হয়েছি!

ব্লগের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি এবং ব্যক্তিগত জীবনে ব্যস্ততার কারণে ব্লগিংকে এখন খুব একটা আসা হয় না। নিয়মিত লেখা তো দূরের কথা ব্লগের প্রকাশিত পোস্টগুলোও নিয়মিত পড়ি না, পড়লেও কোনো মন্তব্য করিনা। যদিও আনেকেই এখনও নিয়মিত ও ভালো লেখেন। ব্লগ টিমের সময়োপযোগী আন্তরিক উদ্যোগগুলোর কারণে ব্লগের প্রতি আমার এবং আমার মতো আরো অনেকের আগ্রহ বাড়বে বলে আমার বিশ্বাস।

নিয়ম-কানুন মেনে বিষয়ভিত্তিক মানসম্পন্ন ফিচার লিখতে হলে যথেষ্ট সময় ও ধৈর্য্যের প্রয়োজন হয়। এখনকার নিয়মিত ব্লগারদের মধ্যে অনেকেই ভালো লিখলেও যথেষ্ট সময় ও ধৈর্য্যের অভাবে ফিচার লেখেন না। এই ‘ফিচার’ লেখা প্রতিযোগিতার সমসাময়িক সময়ে মিশরে ২৭তম কপ সন্মেলন চলতেছিল। সেটার ওপর আলোকপাত করতে গিয়ে বিশ্বের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফিচারটি লিখেছিলাম যাতে ব্লগাররা ফিচার লিখতে উৎসাহিত হয়। যদিও পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে লিখি নাই, তারপরেও আমার লেখা ফিচারটি ব্লগ টিম কর্তৃক নির্বাচিত হওয়ায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেইসাথে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী এবং সব ব্লগার ও পাঠকদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করছি।

যারা এই প্রতিযোগীতার সময় ব্লগে সক্রিয় ছিলেন না তাদের সুবিধার্থে ফিচার প্রতিযোগিতা বিষয়ক লিঙ্কগুলো এখানে দিলাম:

১৪ তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ‘ফিচার’ লেখা প্রতিযোগিতা - কাল্পনিক_ভালোবাসা
সংকলনঃ ফিচার প্রতিযোগিতা ২০২২ (সকল পোস্ট) - অপু তানভীর

ব্লগ টিমের বিচারে সেরা হিসাবে বিবেচিত হয়েছে যে ফিচারগুলো:

১। জলবায়ু পরিবর্তন তথা বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়া ঠেকাতে ব্যক্তি, দেশ ও কপ সম্মেলন কি করতে পারে - লিখেছেন ব্লগার এমযেডএফ

২। ইউথেনেশিয়া (ইচ্ছামৃত্যু) - মৃত্যুর অধিকার বনাম ধর্ম ও আবেগ - লিখেছেন ব্লগার জুবায়ের।

৩। সংস্কৃতি; বৈচিত্র্য ও বিবর্তন - লিখেছেন ব্লগার কাওসার চৌধুরী।

এছাড়া আরো যে কয়টি ফিচার আমাদের দৃষ্টিতে সেরা বলে মনে হয়েছে তা হচ্ছেঃ

১। শিশুদের জন্য আনন্দময় ও সুষ্ঠ শিক্ষা ব্যবস্থা - শায়মা
২। মিঃ পারফেক্ট হওয়া জাপানিদের জীবন যন্ত্রণা - মুনিরা সুলতানা
৩। মিথোলজি ও বাস্তবতা: রাম-সেতু বা এডামস ব্রিজ- অপু তানভীর
৪। ইখওয়ান আল সাফা : রহস্যময় এক দার্শনিক গোষ্ঠী- নিবর্হণ নির্ঘোষ
৫। সাপ সম্পর্কে যা যা জেনে রাখতে পারেন - কল্পদ্রুম

২০| ২২ শে মে, ২০২৩ সকাল ১১:২৪

কাছের-মানুষ বলেছেন: বিজয়ীদের আমার শুভকামনা রইল।

ব্লগ কর্তৃপক্ষ এরকম আয়োজন অব্যাহত রাখবে বলে আশা করি। এই ধরনের আয়োজন ব্লগে প্রাণ ফিরে পেতে সাহায্য করে। বর্তমানে স্মৃতিচারণমূলক আয়োজনও ব্লগে জেগে উঠেছে।

২১| ২২ শে মে, ২০২৩ দুপুর ১:৩০

মোগল সম্রাট বলেছেন:
বিজয়ীদের অভিনন্দন

২২| ২২ শে মে, ২০২৩ দুপুর ১:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: বিজয়ীদের অভিনন্দন।

২৩| ২২ শে মে, ২০২৩ দুপুর ২:৫৩

মিরোরডডল বলেছেন:
সবাইকে শুভেচ্ছা।
আয়োজনের জন্য সামু টিমকে থ্যাংকস।



২৪| ২২ শে মে, ২০২৩ বিকাল ৩:৫৮

নজসু বলেছেন:


অভিনন্দন।

২৫| ২২ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: বিজয়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা

২৬| ২২ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১১

আমি সাজিদ বলেছেন: বিজয়ীদের জানাচ্ছি অভিনন্দন।

২৭| ২২ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে :)

২৮| ২২ শে মে, ২০২৩ রাত ৯:৪১

উম্মে হানী কারিমা বলেছেন: শুভকামনা রইলো

২৯| ২৩ শে মে, ২০২৩ রাত ১০:১৭

কল্পদ্রুম বলেছেন: শীর্ষ তিনকে অভিনন্দন। আর ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.