![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।
আজকাল সৌদি আরবের 'আকামা' শব্দটা বাংলাদেশে বেশ পরিচিতি পেয়েছে।কিন্তু অনেকেই এই আকামা সম্পর্কে তেমন কিছু জানেননা।আজ আমি আকামা সম্পর্কেই লিখবো।
বিদেশী শ্রমিকদের জন্য সৌদি আরবে রেসিডেন্স পারমিট কার্ডকেই আরবীতে আকামা বলে।এতোদিন আকামা ছিল বে-সাইজ বই আকৃতির যা মানিব্যাগে রাখার জন্য বেঢপ আকারের মানিব্যাগ প্রয়োজন হতো আর আকামা বই ছিল দুই রঙের।সবুজ রঙ ছিল মুসলমানদের জন্য এবং খয়েরী রঙের আকামা ছিল অমুসলিমদের (কাফের) জন্য।আকামার ভেতরের পাতায় নাম,জন্মতারিখ, মেয়াদকাল, রক্তের গ্রুপ এবং নিয়োগ দাতার নাম ঠিকানা লেখা থাকে।যাহা ব্যাঙ্কসহ অন্যান্য কাজে নিজের পরিচয় প্রকাশের জন্য আকামার ব্যবহার অপরিহার্য।
মুসলিমদের আকামা কভারপেজ
খয়েরী আকামা অমুসলিমদের জন্য(নিচে)
এই আকামা সর্বক্ষন সঙ্গে রাখার নিয়ম রয়েছে।কেঊ ভুলে বাসায় রেখে বাইরে এসে ধরা খেলেই জেল ও জরিমানা দিতে বাধ্য। এছাড়া হারিয়ে গেলেও অবশ্যই জরিমানা দিয়ে নুতন আকামা বানাতে হয়।
এদেশে যারা নুতন আসে তারা আকামা পাওয়ার জন্য মরিয়া হয়ে ঊঠে যদিও তিন মাসের মধ্যে আকামা বানানো বাধ্যতামূলক। আকামা বানাতে হলে প্রথমেই মেডিকেল টেস্ট তারপর ৬৫০ রিয়াল জমা দিয়ে আবেদন করতে হয়।তবে এই কাজগুলি নিজে নিজে করা যায়না,একজন সৌদিকে দিয়ে করাতে হবে।
বর্তমানে নকল আকামায় বাজার ভরে গিয়েছে।একটি দল এই নকল আকামা বানিয়ে পালিয়ে থাকা লোকদের নিকট বিক্রী করে।আর রাস্তাঘাটে পুলিশ চেকিং হলে তারা নকল আকামা দেখিয়ে পার পেয়ে যায়।
মেশিন রিডেবল আকামা
আর তাই গত দুই তিন বছর যাবত ধীরে ধীরে ডিজিটাল আকামা অর্থাৎ মেশিন রিডেবল আকামা ছাড়া হচ্ছে।গত সপ্তাহে আমি হাতে পেলাম একটির বদলে পরিবারের চারজনের জন্য চারটি রিডেবল আকামা।শোনা কথা এই কার্ড (আকামা) রাস্তাঘাটে চেক করার জন্য কম্পিউটারাইজড নুতন নুতন পুলিশের গাড়ী কেনা হয়েছে।অর্থাৎ পুলিশ চেক পয়েন্টেই এই আকামা কম্পিউটারে রিড করে তার ছবিসহ সব ডাটা জেনে নেবে । কাজেই পালিয়ে থাকা বিদেশীদের জন্য খবরটি বেশী সুবিদার নয়।
আকামা নিয়ে আমার অভিজ্ঞতাঃ
আকামার নাম লেখা নিয়েও আছে অনেক সমস্যা।সাধারনত আমরা পাসপোর্টের নাম লিখে থাকি কিন্তু আকামাগুলিতে নাম আসে বিকৃতভাবে।যেমন আমার নাম মোঃমজাম্মেল হোক,পিতা মোঃফজলুল হক।ব্যাঙ্কে সেই হিসাবে একাউন্ট খোলা যাবেনা। তারা দেখবে আকামার নাম।মজার ব্যাপার প্রতিবছর আমার নাম তারা ভুল করতো আর আমাকে ব্যাঙ্কে গিয়ে নামের জন্য ফিরে আসতে হতো।এই যাবত আমার নাম গুলি হয়েছে এরকম--- ১।মোঃমোজাম্মেল হক মোঃ
২।মোঃমোজাম্মেল হক মোঃ হক
৩।মোঃমোজাম্মেল মোঃ হক
৪।মোঃমোজাম্মেল ফাদলুল হক
এবং সর্বশেষ রিডেবল আকামাতে লিখেছে
মোঃমোজা মোঃ ফাজী এবং এই নাম নাকি ফাইনাল আর চেঞ্জ হবেনা!
আকামা হারানোর কাহিনীঃ
একবার বাসায় ভুল করে আকামা রেখে ট্যূরে যাচ্ছিলাম। ২০০ কিঃমিঃ রাস্তা যাওয়ার পর চেকপোস্টে ধরা খেয়ে গেলাম।আমি আমার ড্রাইভিং লাইসেন্স,গাড়ীর কাগজপত্র,ইন্সুরেন্স কার্ড এবং বিভিন্ন অফিসে (এমন কি মিনিস্ট্রিতে) প্রবেশ করার আইডি কার্ড দেখালাম কিন্তু কাজ হলনা।আমাকে নিয়ে যাওয়া হলো নিকটস্থ জেলখানায়। অবশ্য ইতিমধ্যেই মোবাইলে ব্যাপারটা অফিসে জানালাম।জেলে পৌছতেই অনেকে ঘিড়ে ধরলো জানতে আমি কোন দেশী!সেখানে দেখলাম বাংলাদেশী আর সুদানী নাগরীকই বেশী।তখন বুধবার দুপুর বেলা ,অনেকেই বলতে লাগলো ২-৩০ টার মধ্যে আমার আকামা না নিয়ে এলে শনিবার পর্যন্ত আমাকে এখানে কাটাতে হবে।টয়লেটে গিয়ে দেখলাম অনেকে গোপনে মোবাইল ফোনের ব্যবসা করছেন।অর্থাৎ দশগুন বেশী রেট নিয়ে ফোন করতে দিচ্ছে। আমিও অফিসে আবারো ফোন করে জানলাম তারা নাকি আকামার কপি ফ্যাক্স করে দিয়েছে এবং লোকও পাঠিয়ে দিয়েছে।ইতিমধ্যে দুপুরের খাবার এলো এক দেশীভাই পরম যত্নে আমাকে একটি কলা ও রুটি(খবুজ) এগিয়ে দিল।
ঠিক দুইটার মধ্যেই আমার লোকজন এসে আমাকে ছাড়িয়ে নিয়ে গেল!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ইচ্ছা আছে সৌদি যামু, খেজুর খামু আর উট চড়ামু।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০০
মোঃমোজাম হক বলেছেন: বেতন কিন্তু খুবই কম
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ইনশাআল্লাহ্।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০১
মোঃমোজাম হক বলেছেন:
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১২
পারাবত বলেছেন: আমার ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স আগে বেরিয়েছিল। সেটাতে নাম ঠিক ভাবে লিখিয়েছিলাম, তাই আকামাতেও ঠিক এসেছিল।
#আপনার আকামার নাম , নং, ফ্যমিলির নাম সবই তো স্পষ্ট দেখা যাচ্চে, নেট এ এগুলো হুবুহু দেয়া মনে হয় ঠিক না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৬
মোঃমোজাম হক বলেছেন: হু ঠিকই বলেছেন কিছু এডিট যে করিনি তা কিন্তু নয়।
ধন্যবাদ আপনাকে
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২২
মধুমিতা বলেছেন: আমি এবার হজ্জে মানিব্যাগ ও আকামা হারিয়েছিলাম, সাথে সাথে মিনা'য় পুলিশে রিপোর্ট করি। ভার্সিটিতে জানালে তারা আবার নতুন একটা ব্যবস্থা করে দেয়। তবে আমাকে ৫০০ রিয়াল দিতে হয়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৬
মোঃমোজাম হক বলেছেন: আমার জানা ছিল ১০০০রিয়াল।
অফিস থেকে ৫০/৫০ করেনিতো?
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১১
নাআমি বলেছেন: আকামা সম্পর্কে পরিস্কার ধারনা ছিলনা....অনেক ধন্যবাদ।
ভাল লাগছে লেখাগুলি.....।
ফাগুনের শুভেচ্ছা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৯
মোঃমোজাম হক বলেছেন: আমারও ভাল লাগছে একজন নিয়মিত পাঠক পেয়ে।
মরুভুমিতে ফাল্গুনী শুভেচ্ছা আহ
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৩
জীবন এখন যেমন বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।
আপনার আকামার শুধু নাম রেখে বাকিগুলো মুছে দিলে মনে হয় ভাল। আপনার আকামা কবে শেষ হবে, কফিলের নাম কী, আপনার পেশা কী-- সব স্পষ্ট বুঝা যাচ্ছে। শুধু জন্ম তারিখ মুছে দিলেও বাকি সব তো জন্ম তারিখের থেকেও গুরুত্বপূর্ণ।
ভাল থাকবেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৯
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩০
জীবন এখন যেমন বলেছেন: সৌদিতে আকামাতে (শুদ্ধ হবে ইকামা) সাধারণত ইংরেজী নাম শুদ্ধ আসে। আরবী নাম দায়িত্বপ্রাপ্ত অফিসার নিজের ইচ্ছামত লিখে দেয়। এখানে নিজের ইচ্ছামত বলতে আমি বুঝাচ্ছি-- সাধারণত আমাদের পাক-ভারত উপমহাদেশে অনেক নাম একটু ব্যতিক্রম। অনেক নামই আরবীর সাথে কোন সম্পর্ক থাকে না। তাই সেই অনারবী নাম আরবী করতে গিয়ে অনেক সময় বিপত্তি ঘটে। কিছু কিছু ক্ষেত্রে সেই নাম হাসিরও কারণ হতে পারে।
তবে আপনার নাম দেখা যাচ্ছে খোদ ইংরেজীতেই ভুল। এটা খুব দুঃখজনক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২২
মোঃমোজাম হক বলেছেন: সুন্দরভাবে বুঝানোর জন্য ধন্যবাদ
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৬
শাহানা বলেছেন: আপনি অবশ্যই ভাগ্যবান। জেলে থাকতে হয়নি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৯
মোঃমোজাম হক বলেছেন: সে আপনাদেরই দোয়ায় বেচে গিয়েছিলাম।ধন্যবাদ আপনাকে
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:১২
ম্যাকানিক বলেছেন: হা হা হা
আবার আরেকটা জটিল টপিক ধরছেন মোহান্দেছ মাদানী মোজাম ভাই।
আকামা নিয়া বহু পুরানো একটা জুক্স শোনাই
একদা জেদ্দাতে দুই পাকি উঠলো এক বাংলাদেশীর ট্যাক্সিতে উইঠাই নিজের ভাষায় ডায়লগ আমরা ত নতুন আসছি লগে পয়সা কড়ি ও নাই ত দেশী ভাই তুমি ইট্টু আমাগো জেদ্দা শহর ঘুড়ায়া দেখাও আমরা তুমার লাইগা অনেক অনেক দোয়া করুম।
দেশী ভাই জেদ্দার এই রাস্তা ওই ঘুইরা এক রাউন্ড এবাউটের মাঝখানে কাঠের নৌকা দেখায়া কইলো ভাইছাব এইটা হইলো নুহের নৌকা এইখানে বইসা দোয়া করলে যাই চাইবা তাই পাইবা।
পাকিরা দেশী ভাইরে অনেক অনেক দোয়া কইরা গাড়ী থেইকা নাইমা আমি অবশেষে ইহাকে পাইলাম ভাইবা নৌকার উপরে গিয়া উঠছে।
এমন সময় দুই বেরসিক পেট্রল পুলিশ রাউন্ড এবাউটের মাঝখানের কাঠের নৌকার উপরে বসা দুই আদম সন্তান দেইখা গেলো খোজ খবর নিতে
পুলিশঃতাআল ইয়া মোহাম্মদ (সাথে হাতের ইশারা)
এক পাকি আরেক পাকিরেঃএয় দেহি মোগো বোলায়।
কাছে আসলে
পুলিশঃএস ইছম? হাত আল ইকামা (নাম কি? আকামা দেও)
আরেক পাকি এক পাকি রেঃআভি কেয়া কারনা(এহন কি করুম)
এক পাকিঃইন কি পাছ মাফি মাংগো ইয়ার( এর কাছে মাফ চা ভাই)
সাথে সাথে হাত জোর কইরা দুই পাকি সমস্বরে
মাফি মাফি( মাফ করো মাফ করো)
পুলিশ চেইতা মেইতাঃএস কালাম মাফি ইকামা(কি কস আকামা নাইগা) সাথে বোনাস হিসেবে ঠাডায়া এক চটকোনা।
এইবার দুই পাকি কানতে কানতে আল্লাহ মাফি আল্লাহ মাফি আল্লাহ তু মেহেরবানী কারকে মাফ কার দে।
পুলিশ এইবার ২ গুন চেইতাঃ লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আউয়াল ইকামা মাফি আলহিন আল্লাহ মাফি বাছ আনতা ফি!!!!! আরকাব আছ ছাইয়ারা।
(লা হাওলা ......... আগে ইকামা নাই এখন আল্লাহ নাই খালি তুই-ই আছত গাড়ীত ওঠ , আইজকা তর একদিন কি আমার যে কয়দিন। )
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১১
মোঃমোজাম হক বলেছেন: ম্যাকানিক ভাই,জোকস ভালই শোনালেন।নিয়মিত ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৩২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ম্যাকানিক ভাই এর জোক্স অতি উমদা হইছে ।
ভাইডি, থাকেন কই @ম্যাকানিক ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৪
মোঃমোজাম হক বলেছেন: @শিপন,ম্যাকানিকভাই সৌদি থেকে অস্ট্রোলিয়াতে চলে গিয়েছেন
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৭
মধুমিতা বলেছেন: @লেখক ... নাহ , সরকারিটার জন্য ৫০০ রিয়াল
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৮
মোঃমোজাম হক বলেছেন: ৫০০রিয়াল আকামা চার্জ আর ১৫০ রিয়াল লেবার কোর্ট ফি এই মিলে ৬৫০ রিয়াল।
তবে মাজরাহ বা কৃষিকার্যের লোকদের(কৃষক,চ্যানেল আইয়ের কেউ জানলে ভাল হতো) ভিসা ফি কম।
আপনাকে ধন্যবাদ।
খেলা দেখছেন কি করে? এই ঝামেলাটা নিয়ে লিখে ফেলুননা!
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১০
মধুমিতা বলেছেন: আমি ব্যাংকের মাধ্যমে পে করেছি, ৫০০ রিয়াল কেটেছে ... আর কোন ফি দিতে হয়নি...
সামুতে লাইভ খেলা দেখার কিছু লিঙ্ক পেয়েছিলাম, সেগুলো ভাল কাজ করেছে...
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১১
মোঃমোজাম হক বলেছেন: ভাল থাকুন
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৫
কাঠফুল বলেছেন: মধ্যপ্রাচ্যে রাজনৈতিক সুনামির খবর দেখছি পত্রিকায়। আপনারা নিরাপদে আছেনতো ...
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১৭
মোঃমোজাম হক বলেছেন: সব কিছু ভাল করে খোজ রেখাছেন তো?
এখন পর্যন্ত আল্লাহতালা ভাল রেখেছেন।তবে আমি দেখলাম ঢেউটা এশিয়াতেও চলে গিয়েছে।
চীনের কথা বলছি
১৫| ০৬ ই মার্চ, ২০১১ দুপুর ২:২৪
পুরাতন বলেছেন: মোঃমোজা মোঃ ফাজী
আকামার নাম দেইখা হাসতে হাসতে শ্যাস
কিন্তু এরকম আসার কারণ টা কি
০৮ ই মার্চ, ২০১১ রাত ২:১৯
মোঃমোজাম হক বলেছেন: আমাদেরিকে পাত্তা না দেয়া আর অবজ্ঞা করা!
আর লেখা পড়ায় খুব ভাল তাই !!
১৬| ২৪ শে মার্চ, ২০১১ রাত ১২:১৭
সুরঞ্জনা বলেছেন: আগে সৌদি মালিকেরা আকামা দিতে বাঙ্গালিদের অনেক হয়রানি করতো। অনেক টাকা ঘুষ দিতে হতো। অবশ্য এ জন্য দায়ী ছিলো আমাদেরই দেশী দালাল গুলো। এখনও কি সে রকম হয়?
২৪ শে মার্চ, ২০১১ রাত ২:১৫
মোঃমোজাম হক বলেছেন: যারা ফ্রি ভিসাতে আসে সমস্যাটা তাদেরই হয়।হ্যা এখনো রয়েছে সেই সমস্যা।
আপনি দেখছি অনেক কিছু জানেন,ছিলেন নাকি এখানে?
১৭| ২৪ শে মার্চ, ২০১১ রাত ৯:৫৩
সুরঞ্জনা বলেছেন: না ভাই, আমি যাইনি। তবে আমার স্বামী একবার গিয়ে নাকানি চুবানি খেয়ে এসেছিলো।
তবে সৌভাগ্যের কথা এটাই, যে আল্লাহ'র ঘর দেখার সুযোগ পেয়েছিলেন।
আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ'র ঘর তাওয়াফ করার সৌভাগ্য হয়।
২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৩৭
মোঃমোজাম হক বলেছেন: প্রানঢালা দোয়া রইলো আল্লার ঘড়ে আসার তৌফিক যেন হয়।
১৮| ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৭
সোহান বাশার বলেছেন: আপনার ইকামা নাম্বার কি? ২১০৩৯৮৯৬২৬
১. Health Insurance is valid.
২. The enquired Iqama is Valid.
৩. Fingerprint Enrollment updated.
৪. Traffic Violations 0
যাক সব কিছু ঠিক আছে। আপনার কোনো সমস্যা নাই। পারলে ইকামা নাম্বারটা মুইচা দিয়েন।
২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫১
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ সোহান ভাই ।
মুছতে মুছতে সবই শেষ
মনে অচ্ছে পোস্ট ডিলেট করে দেয়াই উচিত
১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৭
শালম বলেছেন: এক নিমিশে আপনার অনেকগুলো লেখা পড়ে ফেললাম। অনেক কিছু জানলাম।খুব ভাল লাগল। প্রবাসী হওয়ার ইচ্ছা আছে। দেখা যাক দোয়া করবেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৮
মোঃমোজাম হক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ,একসঙ্গে আমার কয়েকটা পোষ্ট পড়েছেন বলে।এগুলোতো আপনাদের জন্যই
২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৩
শামীম আরা সনি বলেছেন: আরবী লেখা বুঝিনা
১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৮
মোঃমোজাম হক বলেছেন: আমার ছোট্ট ছেলেটিও কুরআন পড়া শেখেছে,আর আপনি
বিশেষ করে মিডল ইষ্টে এলে বড়ই উপকারী হবে,আপনার দুবাইতেও---
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২২
মিনেসোটা বলেছেন: আরবদের নাকি শিক্ষিত করার চেষ্টা চালাচ্ছে, আপনার ইকামার অবস্থা দেখে মনে হয় না শিক্ষাদীক্ষা কোন কাজে লাগছে
১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩০
মোঃমোজাম হক বলেছেন: হ্যা ওড়া শিক্ষার দিকে ঝুকেছে,মনে হয় একটু সময় নেবে পুরোপুরি শিক্ষিত হতে।
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩২
আ.হ.ম. সবুজ বলেছেন: এখন তো এই ইকামা বানাইতে কত ন্যাকামি সইতে হয় তা শুধ,ু যারা আছে তারাই জানে ।
১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪২
মোঃমোজাম হক বলেছেন: এখন জেনুইন লোকের আকামাও সঠিক সময়ে করা যাচ্ছেনারে ভাই।বহুত মসিবত
২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫১
শামীম আরা সনি বলেছেন: ছোটবেলা আমি অনেক অনেক শান্ত ছিলাম, আমার কোন জেদ ছিলোনা, জেদ করতাম আমি ভদ্রলোকী টাইপের। কেউ কখনো বুঝতে পারেনা আমার জেদ কি করে প্রকাশ করছি।
সাইলেন্ট কিলার টাইপের আরকি!
আমি আমপারা শেষ করে করে ফেলেছিলাম, কিন্তু আর বেশীদূর আগায়নি আর । কারন আমাকে গানের স্কুলে ভর্তি করা হয়নি, ছবি আঁকার চমৎকার হাত ছিল আমার, এখনই কিছুটা আছে, ছবি আঁকা শিখতে পারো এমন করে বলেছিল যেনো আমাকে ভিক্ষক করতে বলছে। কোনটাই করিনি আমি। সবকিছু বাদ দিয়েছি খুব ভদ্রলোকি কায়দায়।
এল.এল.বি তে পড়বো এমনটাই ইচ্ছা প্রায় ৫০ হাজার প্রার্থীর মধ্যে আমি সেরা ১০০ জন ভাগ্যবানের মধ্যে। আমাকে পড়তে দেয়া হয়নি।
পড়তে দেয়া হয়েছে ইংরেজী। ইচ্ছা ছিল বছর বছর ফেল করবো!
কিন্তু পড়ে ভাবলাম নিজের বিরাট লস!
যাইহোক খুব ভদ্রভাবে সবকিছুর প্রতিশোধ নেয়া হবে।
যাইহোক মেলা বকলাম, আরবী কয়েকদিন রিভিসন দিলে ঠিকি পড়তে পারবো। তবে মানে কোনদিনই বুঝতাম না। আরবী আমাদের দেশে যারা পড়তে যানে কয়জন মানে বুঝে? (!)
২১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৬
মোঃমোজাম হক বলেছেন:
২৪| ২০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২৬
জাতির শ্বশুর বলেছেন: আচ্ছা কয় বছরে আকামা লাগাতে হয় ,কত টাকা লাগে..........কুয়েতে আমার এক চাচাতো ভাই থাকে ,তার প্রতি বছরই নাকি আকামা লাগে......একটু বলবেন কি......আসলে বিষয়টা সম্পকে একটু পরিস্কার হতে চাই......
২১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪০
মোঃমোজাম হক বলেছেন: ুয়েতের কথা জানিনা।এখানে প্রতিবছরই আকামা রিন্যু করতে হয়।আগে লাগতো সরকারি চার্জ ৬৫০ রিয়াল গত মাস থেকে বেড়ে গিয়ে দাড়িয়েছে ২৬৫০ রিয়াল।
যারা ফ্রি ভিসায় আসে তাদের মালিকরা যার থেকে যত হাতিয়ে নিতে পারে
২৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৬
রায়হান হোসেন রানা বলেছেন: পোষ্টটা অনেক আগের , তারপরো একতা কমেন্ট দিলাম । ইকামা নিয়া বর্তমানে যা সমস্যা বইলা শেষ করা যাইবো না । একটা প্রশ্ন ?
সৌদি আরব দেশটা আপনার কাছে কেমন লাগে, আপনি কতটা নিরাপদ এখানে ??
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
মোঃমোজাম হক বলেছেন: আমার সব পোষ্ট পড়েও বুঝতে পারছেন না কেমন আছি এদেশে?
২৬| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৫
রায়হান হোসেন রানা বলেছেন: আমিতো সব পোষ্ট পড়ি নাই তবে শিরোনাম গুলা দেখলাম । মনেহয় হ্যাপি আছেন অনেক । ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৪
আজাদ আল্-আমীন বলেছেন: লেখা দুইবার এসেছে। একটা কেটে দিন। ধন্যবাদ।