![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।
আমি যেই শহরে থাকি তার পুরো একটি পাশ ঘুরে রয়েছে নয়নাভিরাম শান্ত সমুদ্র,আরব সাগর।দাম্মাম থেকে হাফমুন সী বীচ প্রায় ৬০কি;মিঃ দীর্ঘ। এবং এই দীর্ঘ বীচ ঘেষে গড়ে তুলেছে নয়নাভিরাম পার্ক (কর্নিশ) আর সাতার কাটার খুব সুন্দর স্পট।এখানে ছুটি বা কর্ম দিবসে দেশি বিদেশিদের রাতদিন আড্ডা চলে মাতিয়ে। কেউ সাতার কেটে মজা করে কেউবা বারবিকিউ বানিয়ে।বারবিকিউয়ের কথা আগেই লিখেছিলাম।আজ আসুন দেখা যাক বীচের কিছু ছবি।
আগেই বলে রাখা ভাল প্রচন্ড রক্ষণশীল এই দেশে সর্বত্রই পর্দা প্রথা চলে আসছে।তাই এই বীচে ছবি তোলাও একটি বড় রকমের চ্যালেঞ্জ।কোন ভাবেই যেন অন্যের ছবি ফ্রেমে চলে না আসে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হয়।এ ছাড়া ব্যাচেলর এবং ফ্যামিলিদের জন্য রয়েছে আলাদা আলাদা বীচ কর্ণার।বলা যায় ব্যাচেলরগন একটু উপেক্ষিতই বটে। তাদের স্থানটা বেশ অবেহিলিত।এখানে বেশির ভাগ মহিলারাই রাতের আধারে সমুদ্রে নামে।কেউ ইচ্ছে করলে দিনের বেলাতেও নামতে পারে,সে ক্ষেত্রে নিজের আব্রু নিয়ে ইতস্তত করে নিজেরাই।
তাই বেশিরভাগ ক্ষেত্রেই দেশি বিদেশি মহিলারা রাতেই পানিতে নামে।
বীচের ধারে রয়েছে অসংখ্য শেড।সারা রাত দিন শুয়ে বসে রান্না করে কাটিয়ে দেয়া যাবে।পাশে রয়েছে টয়লেট এবং মিষ্টি পানির ব্যবস্থা যা লোনা পানি থেকে উঠে কাজে লাগানো যায়। এছাড়া গাড়ী পার্কিং এরও সুব্যবস্থা আছে আর এর সবই ফ্রি। হাফমুন বীচের রাস্তা
এখানেই রয়েছে প্রিন্স মোঃবিন ফাহাদ ইউনি
এইটি ফ্যামিলি বীচের জানান দিচ্ছে
বীচের প্রবেশ মুখ
রং বেরংরের সেড একদম বীচ ঘেষে
একটি সেডের নিচে বসে মিশোয়ারের ব্রস্টেড শুরু করলাম
পানিতে নামার প্রস্তুতি
দিঘির জলের মতো শান্ত বীচের জল
বীচ থেকে উঠে মিষ্টি পানিতে গা ধোয়া
চায়ের খোজে
পার্ক,ঘোড়ার গাড়ী,ঊট,স্কেটার,সুইমস্যুটের পসরা সবই আছে
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মোঃমোজাম হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
২| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
শ।মসীর বলেছেন: কিন্তু মডুর পরিচয় তো দিলেননা
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
মোঃমোজাম হক বলেছেন: বলেছি না শুনলাম,শুনাকথার দাম নাও দিতে পারেন
৩| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: ভালো লাগা!
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মোঃমোজাম হক বলেছেন: অনেক ধন্যবাদ রক্তভীতু ভ্যাম্পায়ার
৪| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
তোমোদাচি বলেছেন: ওখানে কি মেয়েদের বোরকা পরে বীচে নামতে হয়??
০১ লা জুলাই, ২০১৩ রাত ২:০৩
মোঃমোজাম হক বলেছেন: এখানে বাড়ীর বাইরে বের হওয়া মানেই বোরখাটা পড়ে নেয়া।বীচ যেহেতু বাড়ীর বাইরে পর্দাতো থাকবেই।তবে রাতের আধারে অনেকেই বোরখা খুলে পানিতে নেমে পড়ে
৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৩৫
আহসান২২ বলেছেন: আমাগো এলাকার খাল এর চেয়ে বেশী তেজি।
০১ লা জুলাই, ২০১৩ রাত ২:০৫
মোঃমোজাম হক বলেছেন: একদম ঠিক বলেছেন,পানির ঢেউই নেই তার নাম সাগড়
৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮
মামুন রশিদ বলেছেন: যাক, নতুন মডুর সৌজন্যে দারুন একটা ছবিব্লগ দেখলাম
০১ লা জুলাই, ২০১৩ রাত ২:০৭
মোঃমোজাম হক বলেছেন: নুতন মডুর আগমন শুভেচ্ছা স্বাগতম
৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৩৫
ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: নতুন মডু আগমন হোক সর্বদা
০১ লা জুলাই, ২০১৩ রাত ২:০৯
মোঃমোজাম হক বলেছেন: বাপরে আপনার নাম দেইক্ষা ভয় পাইলাম।
তবে আমার ব্লগে স্বাগতম
৮| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: অবশেষে মোজাম ভাই আবার লেখা শুরু করলো
মামুন রশিদ বলেছেন: যাক, নতুন মডুর সৌজন্যে দারুন একটা ছবিব্লগ দেখলাম
০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৪৮
মোঃমোজাম হক বলেছেন: হ্যালো হ্যালো টেষ্টিং ওয়ান টু থ্রি ফোর
৯| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!!!! মোজাম ভাই এর ফিগার তো এখনও বেশ মজবুত!!
সেই পার্ট নিয়ে বীচে নামছেন দেইখা প্লাস!!!!!!!!! হাহা!
এই ধরনের ভ্রমন পোষ্ট আরো বেশি বেশি চাই!
০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:২৯
মোঃমোজাম হক বলেছেন: ফিগারের কথা কি বলিব,তখনো যা এখনো তা
পোষ্ট হবে নয়া মডুর মর্জি
১০| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
অথৈ সাগর বলেছেন:
আগামী বই মেলায় আশা করি আপনার "কেমন আছি সৌদি আরবে" বইটা পাব ।
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:২০
মোঃমোজাম হক বলেছেন: পাবলিকেশনের দায়িত্বটা আপনি নিলে,চিন্তা করে দেখবো অথৈ সাগরদা
১১| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:০৯
~মাইনাচ~ বলেছেন: ভাল লাগলো
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:২২
মোঃমোজাম হক বলেছেন: মাইনাচ দিয়ে বললেন কি?
১২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:১৭
ক্ষুধিত পাষাণ বলেছেন: ভাল লাগা নম্বর আট।
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩
মোঃমোজাম হক বলেছেন: পড়া এবং কমেন্টের জন্য আপনেকে অনেক ধন্যবাদ ভাই
১৩| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯
ভুং ভাং বলেছেন: ভাল লাগিলো ।
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪
মোঃমোজাম হক বলেছেন: ভুং ভাং না করিয়া সোজা সুজি ্ভাল লাগা বলিয়া দেয়ার জন্য ধন্যবাদ
১৪| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩
মদন বলেছেন: +
০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ মদন ভাই
১৫| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
কালোপরী বলেছেন: ভাল লাগল
০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৪০
মোঃমোজাম হক বলেছেন: শুনে আমারও ভাল লাগলো,ধন্যবাদ
১৬| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২০
মধুমিতা বলেছেন: লেখলেখিতে অনিয়মিত হয়ে গেছেন। হাফ মুন বে তো ঘুরে এসেছি, আবার মনে করিয়ে দিলেন।
সাগরটা শান্ত, এটা মূলত উপসাগর। সাগরে গেলেন, মাছ ধরলেন না- এটা ঠিক হলো?
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৩
মোঃমোজাম হক বলেছেন: সত্যিই খুব সুন্দর স্থান।
মাছ ধরার জায়গা এটা নয়।আমি বেশ কয়েকটা জায়গা চিনি মাছ ধরার।ছিপ দিয়েও ধরা যায় জাল দিয়েও।
আর নিয়মিত হতে পারবো কিনা সন্দেহ আছে।সাথে থাকার জন্য ধন্যবাদ
১৭| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪
সুপান্থ সুরাহী বলেছেন:
আপনার এই ধারাবাহিকে পাঠ এবং মনের দেখা দুটোই হযে যায়...
ধন্যবাদ... মোজাম ভাই...
১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ সুপান্থ
১৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঃ)
১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মোঃমোজাম হক বলেছেন:
১৯| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪
শায়মা বলেছেন: কেমন আছো প্রিয় ভাইয়ামনি???
১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
মোঃমোজাম হক বলেছেন: দেশি মুরগি খেয়ে ভালই আছি বহুরুপি আপি
২০| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯
নূরুল আিমন বলেছেন: ভাই, আপনি দাম্মাম কোথায় থাকেন............. আমিও দাম্মাম থাকি (নাবিয়া).....২৬ ই জুন হাফমুন বিচে ছিলাম ৩টা থেকে ৬টা পর্যন্ত .......... তারপর বালুর পাহাড়ে উঠা নামা ........
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০২
মোঃমোজাম হক বলেছেন: ছুটিতে এসে এখন ঢাকায় আছি
২১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
আরজু পনি বলেছেন:
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৩
মোঃমোজাম হক বলেছেন:
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৩
মোঃমোজাম হক বলেছেন:
২২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৯
জুন বলেছেন: এই পোষ্টতো আমি হাজার বার দেখে গিয়েছি মোজাম ভাই। আর ভেবেছি কমেন্ট করেছি :#>
আপনি একা গিয়েছিলেন কি মোজাম ভাই ?? আর কারো ছবি দেখলাম না । তারা কি ফ্যামিলি বিচে ছবি গুলো খুব সুন্দর ।
প্লাস দেয়ার সিস্টেম সামু উঠিয়ে দিয়েছে
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫
মোঃমোজাম হক বলেছেন:
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
মুহিব বলেছেন: বইয়ের খবর কি ভাই?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২
মোঃমোজাম হক বলেছেন: কি খবর চাচ্ছেন? এখানেতো ঢুকাই যায়না।
সামু শেষ
২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
শায়মা বলেছেন: ভাইয়া কেমন আছো???
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
মোঃমোজাম হক বলেছেন: হরতালে একটু বসলাম।
নিশ্চই তোমার নুতন লেখা এসেছে, যাচ্ছি তোমার ব্লগে
২৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়ামনি!!!!!!
কেমন হলো এবারে তোমার সৌদি আরবের ঈদ? আর পোস্ট দাও না কেনো???
১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
মোঃমোজাম হক বলেছেন: ঈদ মোবাররক আপুমনি।
তোমার জ্ঞাতার্থে জানাইতেছি যে আমি গত চার মাস থেকে ঢাকাতে অবস্থান করছি
তুমি যেদিন এই পচা মডুদের হঠিয়ে মডু সাহেবা হইবা এবং তোমার ১০১ জন প্রিয় ব্ললাগারের আসনে স্থান দিবা সেদিন থেকে আবারো ব্লগে লিখব
২৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৮
জুন বলেছেন: পচা মডু
১০১ জন প্রিয় ব্লগার
শখ কত ইশ
১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪
মোঃমোজাম হক বলেছেন: কি নয়া মডু সাহেবার খারাপ লাগলো কেন,আমিতো পুরানো মডুর কথা লিখেছি @ জুনাপু
আমার শখের দাম লাখ টাকা হুম
২৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯
জুন বলেছেন: মডু হইতে অনেক চেরেষ্টা করছি মোজাম ভাই, কিন্ত পারি নাই :-<
১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮
মোঃমোজাম হক বলেছেন: এইডআ কি শুনাইলেন মডুয়াপু !
কয়টা ভুট দিলে পাক্কাপাক্কি মডু হইতে পারবেন,বইলা ফালান।সব নিক থেকেই ভুট দিয়া পাশ করিয়ে ছাড়ুম
২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯
মোজাহিদুর রহমান ব বলেছেন: টানা ৩৫ পর্র্ পড়ে ফেল্লাম কিন্তু পরের পর্র্ কই ?
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার পোস্টে +++++++++++++