নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিন দশক যাবত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসী। \nতবুও আমি বাংলায় গান গাই

মোঃমোজাম হক

ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।

মোঃমোজাম হক › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস ও আমাদের মানবতা

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:১৫

করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতেই দেশের আত্মীয় স্বজনরা আমাকে চলে আসার জন্য বলেছিল।আমি চিন্তা করে দেখেছিলাম আমাদের দেশের চেয়ে এখানে আরো বেশী ভাল মেডিকেল সুযোগ সুবিদায় থাকতে পারবো। যদিও যারা দেশে আছে তাদের জন্য খারাপ লাগছিল। বিশেষ করে একটা কথাই মনে এসেছে যদি মরতে হয় তবে সবাই একত্রেই মরে যাওয়া শ্রেয়। এই পরিস্থিতিতে আমার অবস্থা খুবই বেদনাদায়ক, মেয়ে থাকে কানাডা, ছেলেরা বাংলাদেশে আর আমি সৌদি আরবে!!!!
একসময় করোনার ভয়াভহ আগ্রাসী রুপ দেখে মেয়েকে বলেছিলাম চলো আমরা সবাই দেশেই ফিরে যাই। মরতে হয় প্রিয় মাতৃভুমিতে গিয়েই মরবো। কিন্তু ইতালী প্রবাসীদের হজ্জ্ব ক্যাম্পের ঘটনা টেনে মেয়ে কিছুতেই রাজি হলোনা দেশে ফিরে আসতে। আমিও আর ফিরলামনা।
অতঃপর কি ঘটছে আমার প্রিয় বাংলাদেশে?
১।প্রবাসীদের নিজের এপার্টমেন্টে যেতে বাধা, গ্রামে যেতে বাধা,ব্যাংকে যেতে বাধা, এমনকি দোকানে যেতেও বাধা দেয়া হচ্ছে !
২।করোনা রোগী সন্দেহে হাসপাতালে চিকিৎসা দিতে বাধা, আবার সেই রোগী তার নিজ বাসায় ফিরে আসতেও বাধা দেয়া হচ্ছে !!
৩।করোনা রোগীর মৃতদেহ কবরস্থানে দাফনে বাধা দেয়া হচ্ছে !!!.
৪।এমনকি করোনা রোগীদের জন্য হাসপাতাল নির্মানেও বাধা দেয়া হয়েছে!!!!

কোয়ায় হারিয়ে গেল আমাদের মানবতা? আমরা প্রবাসীরা আজ নিজ দেশে অগ্রহণীয় অপাংক্তেয়।কোন এক গ্রামে দেখলাম প্রবাস ফেরতের বাড়ী ভেঙে দেয়া হচ্ছে। কি বিভস্য কাজ, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা একটা সত্যি ঘটনা।
আবার নিজ আত্মীয় অসুস্থ হলেও ছোঁয়াচে অজুহাতে অগ্রনীয়। তার নিকটতম আত্মীয়রা খোঁজ নিতেও আসেনা।

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেই বা কি বলবো! মরণপর রোগী হলেও সরকারী হাসপাতালে ভর্তি নিচ্ছে না এমনকি রোগী সনাক্তও করছেননা।অথচ ভিয়াইপি বা সরকারদলীয় এমপি মন্ত্রীরা অসুস্থ না হয়েও রোগ সনাক্তকরন পরীক্ষা করছে দেদারছে।
ডাক্তাররা পিপিই না পেলেও ব্যাংক ম্যানেজার ও সরকারী অফিসাররা পিপিপিই পরে ঘুড়ে বেড়াচ্ছে।

এমতবস্থায় আমরা কোথায় ছুটে চলছি একমাত্র আল্লাহ্‌ জানেন।


মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
করোনার আতঙ্কে আমেরিকান কুটনিতিকরা ঢাকা ছাড়ছেন, এটা সম্পুর্ন হলুদ ভুয়া সংবাদ।

আমেরিকান এম্বাসেডার সহ গুরুত্বপুর্ন কুটনিতিতিকরা কেউই ঢাকা ছাড়েন নি।
ঢাকা ছেড়েছেন মুলত দুতাবাস কর্মিরা যারা মার্কিন নাগরিক। ও তাদের ফ্যামেলি মেম্বাররা। রেগুলার ফ্লাইট বন্ধ তাই একটি বিমান চার্টার করেছেন। ঢাকা ছাড়ছে কারন দুতাবাসের কাজকাম বন্ধ বেশকিছুদিন জাবত, আগামি দুমাসেও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। দুতাবাস কর্মিদের ও অগুরুত্বপুর্ন কুটনিতিক স্টাফদের রাইট আছে দেশে ফ্যামেলির কাছে যাওয়ার।
রেগুলার ফ্লাইট সবই বন্ধ, তাই মার্কিন দুতাবাস একটি বিমান চার্টার করে এদের দেশে নেওয়ার ব্যাবস্থা করে।

কিন্তু এরপরেও ৩০০র মত সিট খালি থাকায় আমেরিকা যেতে ইচ্ছুক বাংলাদেশে থাকা বাংগালী মার্কিন নাগরিক ও রেসিডেন্সিদের আহবান করে সিট পুর্ন করে।
কেউই মাগনা যেতে পারে নি। এদের সবার (ইকোনমি সিটের) ওয়ানওয়ে ভাড়ার বিল পরে পাঠানো হবে।

লকডাউনে থাকা অন্যান্ন দেশথেকেও দুতাবাস কর্মিদের ও অগুরুত্বপুর্ন কুটনিতিক স্টাফদের একই পদ্ধতিতে দেশে ফেরার ব্যাবস্থা করেছে সংস্লিষ্ট দেশে মার্কিন দুতাবাস।

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭

মোঃমোজাম হক বলেছেন: আমেরিকানরা চলে গিয়েছে এটাই এই পোষ্টের একমাত্র সাবজেক্ট ছিলনা :)

তবে হ্যাঁ সেই দেশের কোন মন্ত্রী বলবেনা নবাবজাদারা ফিরে এসেছে :(
ধন্যবাদ, আপনাকে অনেকদিন পর দেখলাম

২| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: সব বাদ। গুজন বাদ। আতঙ্ক বাদ।
শুধু কষ্ট করে ক্টা দিন ঘরে থাকলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:২৪

মোঃমোজাম হক বলেছেন: সব বাদ দেয়া আর ট্রেনের নিচে ঝাঁপ দেয়া এক কথা।
কামঅন নুর ভাই, মাত্র একটা দিন ঘড়ে থাকলেই সমাধান ;)

৩| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩০

নেওয়াজ আলি বলেছেন:

৪| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৮:১৫

মোঃমোজাম হক বলেছেন: ইন্নালিল্লাহে রাজেউন
আপনার আত্মীয় হোন?

৫| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৯:০২

জুন বলেছেন: মোজাম ভাই ভালো আছেন তো ? আসলেই সারা দুনিয়াব্যাপী কি যে ঘটছে তা আল্লাহই ভালো বলতে পারবেন ।
১নং বাদে বাকি সবই আমাদের দেশের আমজনতার জন্য প্রযোজ্য । তবে বাইরে থেকে এসে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের নিজেদেরও দায়িত্ব ছিল যাতে অন্যদের মাঝে সংক্রমন ছড়িয়ে না পরে । এই ভাইরাসতো আপন পর কিছুই বুঝে না । ভবিষ্যত কি ভাবতেও ভয় হয় আজকাল । মরে পরে থাকবো হয়তো ঘরের ভেতর এক একজন ।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৩

মোঃমোজাম হক বলেছেন: ইতালি প্রবাসীরা হজ্জ্ব ক্যাম্পের পরিবেশ ও অব্যবস্থাপনার প্রতিবাদ করেছিল।তারা বলেনি আমরা কোরাইন্টানে থাকবোনা।
আমাদের সরকার তখন শতবর্ষ কিভাবে পালিত হবে সেই নিয়ে ব্যস্ত ছিল। অথচ প্রবাসীরা এসে কোথায় থাকবে না থাকবে
চিন্তাও করেনি।
উপুর্যপরি মন্ত্রী সাবরা নবাবজাদা বলে আমজনতাকে ক্ষেপিয়ে তুলেছিল।তারই ফলশ্রুতিতে প্রবাসীরা আজ অপাংত্তেয়!
আপা ছুটি পেয়ে ঢাকাবাসীরা যেভাবে গ্রামে গিয়েছিল তা কি কম ঝুকিপুর্ন ছিল?

আপনার মন্তব্যের শেষ লাইন্টাই ভয়ের, আল্লাহ্‌ না করুক, পৃথিবী বাঁচুক।

৬| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


জাতিকে কক্ষচ্যুত করে দিয়েছে দল, ব্যুরোক্রেট ও প্রসাসন

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৭

মোঃমোজাম হক বলেছেন: স্বাগতম আমার পোষ্টে।
আপনার একলাইনের মন্তব্যে সব বুঝিয়ে দিয়েছেন।
করোনা পরবর্তি সময়ে হয়তো এদের রাজত্ব আর থাকবেনা

৭| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১:১৪

সচেতনহ্যাপী বলেছেন: আজ বলতে যাওয়াটাও সমস্যা।।
আমরাতো "প্রথম বিশ্বের" পর্যায়েই পড়ি

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৯

মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ ভাই,অনেকদিন পর আপনাকে পেলাম।
এখনো কি কুয়েতে আছেন?

৮| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৪

অন্তরন্তর বলেছেন: ভাই আমরা না দেশের না বিদেশের। বিদেশে আমরা পরবাসী যতই অন্য রঙের পাসপোর্ট থাকুক না কেন আর বাংলাদেশে গেলে জিজ্ঞেস করে কতদিন থাকব। এখন মন্ত্রী মহোদয় আমাদের নবাবজাদা বলেতো আমাদের সন্মান করেছেন তাই না? দেশ চলছে ঠিক দেশের মানুষ যেমন সেভাবে। আপনারা সউদিতে কেমন আছেন জানাবেন। সবাই সবাইকে প্রার্থনায় রাখবেন। শুভ কামনা।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১১

মোঃমোজাম হক বলেছেন: ঠিকই বলেছেন ভাই।
আল্লাহ্‌র রহমতে এখানে ভালই আছি।
আপনি কি কুয়েতে আছেন?
একটা বাস্তব চিত্র যোগ করলাম।

৯| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪০

সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ।। প্যাকেট না হয়ে যাবো না

০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৪

মোঃমোজাম হক বলেছেন: ভাই গতকালের বাংলাদেশের টিভিতে দেখলাম মন্ত্রী পরিষদের মিটিং।
কুয়েত সরাসরি জানিয়েছে বাংগালীদের ফিরিয়ে নেয়ার জন্য। আবার সৌদিসহ অন্যান্য দেশও নাকি বলেছে।

আল্লাহ্‌ আপনার রহম করুন কেন বক্স হবেন :(

১০| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৬

অন্তরন্তর বলেছেন: মোজাম ভাই আমি ইংল্যান্ড থাকি। আল্লাহ সকলের হেফাজত করুন।

১১| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৭

মোঃমোজাম হক বলেছেন: অন্তররন্তর ভাই আমি কুয়েতপ্রবাসী সচেতনহ্যাপী ভাইকে মিন করেছি :)

১২| ১৭ ই মে, ২০২০ সকাল ১০:৫৭

অন্তরন্তর বলেছেন: মোজাম ভাই কেমন আছেন? আপনাদের ওখানের সর্বশেষ খবর কি? ভাল থাকুন। সকলে সকলের প্রার্থনায় রাখুন।

২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০৮

মোঃমোজাম হক বলেছেন: খোঁজ নেয়ার জন্য ধন্যবাদ। শেষ খবরের ছবি দিলাম ভাই।

১৩| ২৫ শে জুন, ২০২০ সকাল ১১:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সারা বিশ্ব স্বাভাবিক হতে চলেছে আর আমরা বিপদের দিকে যাচ্ছি।

১০ ই জুলাই, ২০২০ রাত ৮:৩২

মোঃমোজাম হক বলেছেন: আপনার সঙ্গে এখনো একমত।
ধন্যবাদ ভাই

১৪| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৭

করুণাধারা বলেছেন: প্রায় সাড়ে তিন মাস আগে লেখা পোস্ট, অথচ এত দিনেও অবস্থা বদলায়নি।

১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৩২

মোঃমোজাম হক বলেছেন: ঠিক তাই। বদলাবে বলে মনেও হয়না

১৫| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: ভাইয়া কোথায় থাকো???

কেমন আছো???

১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৫

মোঃমোজাম হক বলেছেন: যেখান থেকে আমাদের পরিচয়, ঠিক সেখানেই আছি ;)

তোমাদের সকলের দোয়ায় ভাল আছি। স্বাভাবিক প্লেন চলাচলের প্রতীক্ষায় আছি।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: এ পোস্ট লেখার পর বছর প্রায় গড়িয়ে গেল। সম্প্রতি যদিও কিছু ভ্যাক্সিন এসেছে, তবুও সেটা নিয়ে মানুষের সংশয় কম নয়। সরকার সে সংশয় জনমন থেকে দূর করতে পারেনি।

০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৪

মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ ভাই।এই সময়ের মধ্যে তিন মাসের ছুটি কাটিয়ে আবার আরবের মাটিতে ফিরে এসেছি।
ইনশাআল্লাহ আপনাদের লেখাগুলি পড়বো।

১৭| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২০

খায়রুল আহসান বলেছেন: ইনশাআল্লাহ আপনাদের লেখাগুলি পড়বো - আপনার অনুপস্থিতে আপনার অনেকগুলো পোস্টে মন্তব্য রেখে এসেছি। আশাকরি, সময় করে একবার সেগুলোও দেখে নেবেন।

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৫

মোঃমোজাম হক বলেছেন: আমি পুলকিত, আপনি আমার লেখাগুলি পড়বেন!
আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.