নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিন দশক যাবত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসী। \nতবুও আমি বাংলায় গান গাই

মোঃমোজাম হক

ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।

মোঃমোজাম হক › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ কিছু খন্ডচিত্র

২০ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৩

১। মেঘ থম থম করে কেউ নেই

২।এই মেঘলা দিনে একলা

৩।আমাদের গ্রামখানি ছবির মতন.. মাটির তলায় এর ছড়ানো রতন

৪। লাউয়ের ডগা মাচায় ঝুলে সবুজ শাকের বাহার
৫।যখন স্কুলের বন্ধুদের সঙ্গে যুগপরে দেখা

৬।হাতির ঝিলের পাড়

৭।রমনা পারর্ক

৮। মঞ্চ নাটক

৯। শেষ ঠিকানা

মন্তব্য ৩৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৭

সিগনেচার নসিব বলেছেন: ১ম টা চমৎকার। ৯নং টা লোকেশন ?

২১ শে জুন, ২০২১ সকাল ১০:৪৭

মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ। ওটা সৌদি আরবে

২| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৯

কামাল১৮ বলেছেন: ছবি দেখলাম।অত লম্বা চুল সাধারণত দেখা যায় না।

২১ শে জুন, ২০২১ সকাল ১০:৪৮

মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

জাদিদ বলেছেন: বাহ! চমৎকার!!

২১ শে জুন, ২০২১ সকাল ১০:৪৯

মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

আহমেদ জী এস বলেছেন: মোঃমোজাম হক,




সুন্দর ছবি ব্লগ।
আপনার সমস্যার সমাধান করতে পেরেছেন দেখে স্বস্তি পেলুম।

২১ শে জুন, ২০২১ সকাল ১০:৫৮

মোঃমোজাম হক বলেছেন: না ভাই সমাধান হয়নি। পিসি থেকে কোন কোন ছবি ইন্সারর্ট করলে সোজা আসছে আবার উল্টোও। এডিটে রোটেট করার অপশন দেখাচ্চছেনা। তাই অনেক ছবি বাদ দিয়ে পোস্টটি করতে হয়েছে। এটা একটা প্যারা। লক্ষ্য করুন আগের পোষ্ট ডিলিট দিয়েছি।
যাইহোক সাথে থাকার জন্য ধন্যবাদ।

৫| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৬

শেরজা তপন বলেছেন: যাক অবশেষে সোজা হোল :)
ব্লগার আহমেদ জী এসএর মত আমিও স্বস্তি পেলাম !!

২১ শে জুন, ২০২১ সকাল ১১:০২

মোঃমোজাম হক বলেছেন: আপনি বা আপনারা খুশী তো আমিও খূুশী :)
তবে সমস্যা সমাধান করতে পারিনি।
ধন্যবাদ

৬| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১১

জুন বলেছেন: মোজাম ভাই খুব সুন্দর ছবি। মেঘ থম থম করছে আসলেও।
আপনিতো আগে লেখার মাঝে কত ছবি দিতেন প্রবাসের মনে আছে ?
এবার আর কিছু ছবি দিয়ে একটা ব্লগ পোস্ট দেন :)
অনেক ভালোলাগা রইলো ।
+

২১ শে জুন, ২০২১ সকাল ১১:০৯

মোঃমোজাম হক বলেছেন: জুনাপা এই কবছরে অনেক পরিবর্তন হয়েছে। পিসি কমান্ড মানছেনা। মোবাইলেও তাই।
অনেক কষ্ট করে কাল পোষ্ট দিয়েছি। এভাবে হবেনা।
আবার সব নুতন করে শিখতে বা পিসি সেটাপ দিতে হবে!!!
সাথে থাকার জন্য ধন্যবাদ।

৭| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫২

মনিরা সুলতানা বলেছেন: মেঘের ছবি টা অপূর্ব !
ভালোলাগা ছবি ব্লগে।

২১ শে জুন, ২০২১ সকাল ১১:১১

মোঃমোজাম হক বলেছেন: আসলে মেঘ নিয়ে সব কিছুই ভাল লাগে।
অনেক ধন্যবাদ।

৮| ২০ শে জুন, ২০২১ রাত ৮:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লাউয়ের ডগার ছবিটি দেখে কি যে ভালো লাগল!

২১ শে জুন, ২০২১ সকাল ১১:১২

মোঃমোজাম হক বলেছেন: আপনার প্রপিক সেরকমই দেখাচ্ছে ;)

৯| ২০ শে জুন, ২০২১ রাত ৮:২৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: তিন, চার, এবং সাত নম্বর ছবি বেশি ভালো লেগেছে।
শুভ কামনা !

২১ শে জুন, ২০২১ সকাল ১১:১৬

মোঃমোজাম হক বলেছেন: আপনার ভাল লাগার ছবিগুলি সত্যিই ভাল।
অনেক ধন্যবাদ দাদা

১০| ২০ শে জুন, ২০২১ রাত ৮:৪২

নতুন বলেছেন: মেঘলা দিন খুব মিস করি।

২১ শে জুন, ২০২১ সকাল ১১:১৮

মোঃমোজাম হক বলেছেন: কেন একখনতো মরশুম মেঘলা দিনেরই ;)

১১| ২১ শে জুন, ২০২১ রাত ১২:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




শেষ ঠিকানার কবরস্থানের ছবিটি কোন দেশের? ছবি পোস্ট বেশ সুন্দর হয়েছে। +++

১২| ২১ শে জুন, ২০২১ সকাল ১১:১৯

মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ ভাই।
এটা সৌদি আরবে

১৩| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:৫৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: " একি অপরুপ রপে মা তোমার হেরিণু পল্লী জননী " - ছবি ব্লগকে ধন্যবাদ এই কারনে যে,এর ফলে চিরচেনা গ্রামবংলার ভূলতে বসা রুপকে নতুন ভাবে উপস্থাপন করার জন্য।

ভাই জান ,একখান প্রশ্ন - লাউয়ের ডগা বড়ই সৌন্দর্য তয় সেখানে :P লাউয়ের ডগা কয়খান ?(একখান না দুইখান) ।

শেষে আবার মন খারাপ করে দিলেন , শেষ ঠিকানার (আসল ঘরের) ঠিকানা দিয়ে।

পোস্টে +++।

২১ শে জুন, ২০২১ দুপুর ২:৫৯

মোঃমোজাম হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
গ্রাম বাংলা কে না ভালবাসে ?

১৪| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:০০

আখেনাটেন বলেছেন: এখন মঞ্চ নাটক মরে যেতে বসেছে...ছবিটি সুন্দর।


শেষের ছবিটি মনে হচ্ছে কোনো আরব কান্ট্রির.....।

সুন্দর ছবি ব্লগ।

২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৪

মোঃমোজাম হক বলেছেন: এখনো মঞ্চ নাটক হয় তবে খুবই কম। করোনার আগে দেখেছিলাম।
হ্যাঁ শেষের ছবিটি সৌদি আরবের কবরস্থান।
আপনাকে অনেক ধন্যবাদ।

১৫| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৬

ঢুকিচেপা বলেছেন: ছবিগুলো খুবই সুন্দর হয়েছে।

শুভকামনা রইল।

২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৩০

মোঃমোজাম হক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৬| ২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৪

হাবিব বলেছেন: দারুণ সব ছবি। শুভকামনা রইলো

২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৬

মোঃমোজাম হক বলেছেন: স্যার আপনার সাবজেক্ট কি? একটু মার্কস দেয়া যায়না? :)
মজা করলাম ভাই, আমার পোশ্টগুলিতে মন্তব্যের জন্য ধন্যবাদ

১৭| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৭

আমি সাজিদ বলেছেন: চমৎকার ছবি। শুভকামনা।

২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৫

মোঃমোজাম হক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

১৮| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ

২২ শে জুন, ২০২১ বিকাল ৫:১০

মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ এদিকে উকি দেয়ার জন্য

১৯| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর ছবি।

২০| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৪:০২

অপু তানভীর বলেছেন: আকাশ আর বড় বড় বিল্ডিং । এই থিমটা আমার বেশ পছন্দের । মেঘলা আকাশের সাথে শহুরে বিল্ডিংয়ের প্রথম দুটো ছবি বেশ চমৎকার লাগলো !

২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৪

মোঃমোজাম হক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২১| ৩০ শে মে, ২০২২ সকাল ৮:২২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি ব্লগ। জলদ মেঘের ছবিগুলো খুব সুন্দর! + +

মঞ্চনাটকটি কোথায় মঞ্চস্থ হয়েছিল? অনেক শিল্পী এতে অংশ নিয়েছিলেন, দেখা যাচ্ছে।

শেষের ছবিটি মানুষের জীবনের শেষ কথাটির কথাই স্মরণ করিয়ে দিয়ে গেল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.