নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল শাদামাটা মন

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

মোজাম্মেল প্রধান

নারায়ণগঞ্জের ছেলে।গ্রাফিক ডিজাইনার । স্বপ্নবাজ এক যোদ্ধা।অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু অলসতার কারণে কিছুই করা হয় না।

মোজাম্মেল প্রধান › বিস্তারিত পোস্টঃ

মারাত্মক এডাল্ট ছড়া ০২

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬

কিছুদিন আগে একটা মারাত্মক এডাল্ট ছড়া লিখে ১৬ টা মাইনাস খেয়েছিলাম। সেই মাইনাসেই দ্বিগুন অনুপ্রাণিত হইয়া আরো একটি মারাত্মক ছড়া লেখার দুঃসাহস দেখাইতেছি। এবার কি মাইনাস ১৬ দ্বিগুনে ৩২ টা হবে ?







মাঝরাতে সুড়সুড়ি খেয়ে ভাঙে ঘুম

জেগে দেখি সুড়সুড়ি নয় সেটা, চুম।



চুমুটুমু খেয়ে টেয়ে ভরে দিল গাল

লজ্জায় হতভাগা আমি হই লাল।



গাল ছেড়ে পালা করে গলা আর হাতে

চুমু খায়, বলে আজ আছি সারা রাতে।



ভোর হলে জেগে দেখি ভয়ানক দশা

রাতে প্রেম করেছিল

বুকে চড়ে বসেছিল

এডিস সম্প্রদায়ের স্ত্রী মশা !



মন্তব্য ৬৩ টি রেটিং +২৮/-৬

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০১

স্বজন বলেছেন: ভোর হলে জেগে দেখি ভয়ানক দশা
রাতে প্রেম করেছিল
বুকে চড়ে বসেছিল
এডিস সম্প্রদায়ের স্ত্রী মশা !

:):):):):)

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৫

মোজাম্মেল প্রধান বলেছেন: আমি খাই মুলা আর
তুমি খাও শশা।


আরেকটি অন্তমিল পেয়ে গেলাম। হা হা হা ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০২

সাদাকালোরঙিন বলেছেন: হা হা হা..... শেষ পর্যন্ত এডিস মশার সাথে প্রেম ?

অনেক মজার হয়েছে। +

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬

মোজাম্মেল প্রধান বলেছেন: থ্যাঙ্কু।

প্রেমের ইস্যু নিয়ে কর
যতই ধানাই পানাই
আমার তাতে না নাই।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৭

ভেংচুক বলেছেন: :):):):):)

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৩

মোজাম্মেল প্রধান বলেছেন: Thanks.

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৯

বরুণা বলেছেন: হাহাহাহা

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৪

মোজাম্মেল প্রধান বলেছেন: মারাত্মক হাসি। হাহাহাহা

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৭

নিঃসঙ্গ বলেছেন: এই পোষ্টে প্লাস দেয়া যায় তাই দিয়ে দিলাম :)

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২১

মোজাম্মেল প্রধান বলেছেন: হায আল্লাহ !
যাহা চাই তাহা পাই না
যাহা পাই
তাহা....


থ্যাঙ্কস।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৩

বিজন ব্যাথা বলেছেন: বহুত মজা পাইলাম...

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬

মোজাম্মেল প্রধান বলেছেন: অতীব সৌন্ধর্য লাগলো।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৭

মোজাম্মেল প্রধান বলেছেন: হই হই ! মাইনাস দিল কে রে ? খুব মজা লাগছে !

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৭

বীরবাহাদুর বলেছেন: এক্সপেল, মরটিন, এসিআই এ্যরোসল থাকতে মশা ঘরে ঢুকলো কেমতে?

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৪

মোজাম্মেল প্রধান বলেছেন: অই গুলাতে কাজ হয় না। ঘরে একজন বীরবাহাদুর দরকার !

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৯

রেজওয়ান শুভ বলেছেন: ২

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪২

মোজাম্মেল প্রধান বলেছেন: ২ কী ? প্লাস না মাইনাস ? জলদি কন ।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪০

সিউল রায়হান বলেছেন: পিলাচ :)

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৩

মোজাম্মেল প্রধান বলেছেন: খাইলাম তো মাইনাচ ! তয় ক্যামনে অইলো ?

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৪

বীরবাহাদুর বলেছেন: নাউযুবিল্লাহ, আপনি প্রেমে হাবুডুবু খাবেন আর আমি আপনার ঘরে থাকবো?

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮

মোজাম্মেল প্রধান বলেছেন: সমুস্যা নাই। আপনাকেও কতিপয় পার্টনার প্রদান করা হবে। দোন্ট ও্যরি !

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৫

বড় বিলাই বলেছেন: অবশ্যই মজার। যদিও এডিস মশা রাতে কামড়ায়না, দিনে কামড়ায়। তবে মজার কবিতায় সব চলে।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৮

মোজাম্মেল প্রধান বলেছেন: এডিস রাতে কামড়ায় না ক্যানো ভাই ? এডিস কি রাত কানা ?

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০০

মাটিরমানুষ বলেছেন: আমি পেলাস দেওন্যা মানুষ, আপনে চাইলেন তাই একখান মাইনাস দিলাম। কি খুশিতো?

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৯

মোজাম্মেল প্রধান বলেছেন: খুশি মানে ? খুশিতে গদো গদো। আসেন একটু কোলে আইস্যা বসেন !

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৩

২য় জীবনানন্দ বলেছেন: হা হা। দারুণ মজা পেয়েছি। +

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১০

মোজাম্মেল প্রধান বলেছেন: থ্যাঙ্ক ইউ বস ।

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১০

মাইমুনা বলেছেন: আপনি চাইলেন মাইনাস অনেকেই দিল প্লাস ব্যাপারটা বুঝলামনা!

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৬

মোজাম্মেল প্রধান বলেছেন: হুম। মনে হচ্ছে দেশ ও জাতির বিরুদ্ধে এ এক গভীর ষরযন্ত্র। আপনি কী বলেন ?

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৩

সপ্নচারী_ বলেছেন: ভালই

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৪

মোজাম্মেল প্রধান বলেছেন: .... তবে আমার মনার মত না । এইতো ?

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪২

রাজর্ষী বলেছেন: এডা মজা হইসে।

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৭

মোজাম্মেল প্রধান বলেছেন: ইশ ! কত্ত মজারে !

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৫

মজনু মিয়া বলেছেন: জোস হইছে!! পিলাস!

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৯

মোজাম্মেল প্রধান বলেছেন: থ্যাঙ্কু !

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭

জাতিশ্বর বলেছেন: মজাইল্মানা। মাইনাশ।

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫১

মোজাম্মেল প্রধান বলেছেন: দিচ্ছে যারা মাইনাশ
তাদের জন্য চাই নাশ !

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৮

ড্রাকুলা বলেছেন:
আমি খাই মুলা আর
তুমি খাও শশা,
কবিতাটা হয়েছে তোমার
বড়ই খাসা। ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩

মোজাম্মেল প্রধান বলেছেন: আপনিও একদিন কবি হবেন, আশা।

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৬

সোনালীডানা বলেছেন: খিক;)+

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৬

মোজাম্মেল প্রধান বলেছেন: হে হে হে !

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩০

মনির হাসান বলেছেন: হা হা হা হা ... হেব্বি মজা পাইছি

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৭

মোজাম্মেল প্রধান বলেছেন: আমিও !

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০

সপ্ন বলেছেন: পিলাইসাইলাম

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৫

মোজাম্মেল প্রধান বলেছেন: হে হে হে !

৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

অবিরাম বলেছেন: +

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫২

মোজাম্মেল প্রধান বলেছেন: থ্যাঙ্কস এ লট !

৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৭

মুনশিয়ানা বলেছেন: ছড়া সুন্দর হইছে, প্লাস...

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৬

মোজাম্মেল প্রধান বলেছেন: থ্যাঙ্ক ইউ।

৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২১

ভেংচুক বলেছেন: পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৭

মোজাম্মেল প্রধান বলেছেন: আপনার বসন্ত শুভ হোক !

৩৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৫

সুমন আহমাদ স্বাধীন বলেছেন:
ভোর হলে জেগে দেখি ভয়ানক দশা
রাতে প্রেম করেছিল
বুকে চড়ে বসেছিল
এডিস সম্প্রদায়ের স্ত্রী মশা !

দারু................................ন

৩৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮

মোজাম্মেল প্রধান বলেছেন: আপনিও বস কাব্য লিখে
সকলের মন- কাড়ুন।

৩৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৯

নির্বিকার বলেছেন: মশা কামড়ায় /:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৯

মোজাম্মেল প্রধান বলেছেন: কামড়াক। এইডা মহব্বত। বুঝলেন ?

৩৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৮

মীর ইমাম বলেছেন: মাথাডা পুরাই গ্যাছে........।আপচুস

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫১

মোজাম্মেল প্রধান বলেছেন: আপনার মাথা ? সমস্যা নাই। সাইরা গ্যালে ভালা অইয়া যাইবনে।

৩৮| ১৩ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১১

পিংকী বলেছেন: হা হা হি হি

ভাইয়া সামনের শুক্রবার তো আপনারে তানিয়া এডিস সম্প্রদায়ের স্ত্রী মশা ধরবো???????????? ;)

ভাইয়া মাইন্ড কইরেন না

১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪

মোজাম্মেল প্রধান বলেছেন:
ক্যামতে জানালেন ?

৩৯| ১৩ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

~স্বপ্নজয়~ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪

মোজাম্মেল প্রধান বলেছেন:

=p~=p~

৪০| ১১ ই জুন, ২০১০ রাত ৯:৪৪

অন্তস্থ সায়ন্ত বলেছেন: গভীর রাতে সবাই যখন ঘুমায়
মশা তখন কবিরে চুমায়.................... :#) :#)

১৩ ই জুন, ২০১০ দুপুর ১২:১৬

মোজাম্মেল প্রধান বলেছেন:
মারহাবা মারহাবা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.