নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল রং এর চিন্তা ভাবনা

ছেলে ভাল ..

পলাশের লাল রঙ

ছেলে ভাল ....

পলাশের লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

এত জ্বালাও-পোড়াও ,হরতাল না করে যুদ্ধাপরাধীদের জেল থেকে বের হবার সহজ তরিকা....

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:১৫

১, কোন ভাবে বাংলাদেশের সকল মানুষকে মেরে ভূত বানিয়ে ফেললে কেউ টু শব্দ করতে আসবে না। কারণ ভূতেদের গলা আছে কিনা বা থাকলেও সেই গলা দিয়ে টু শব্দ বের হয় কিনা তা এখন কেউ আবিষ্কার করতে পারে নাই। তাই নির্বিঘ্নে নির্ভয়ে ৩২ টা দাঁত বের করে কাধে গামছা আর কোমরে গুলির বেল্ট পরে নিয়ে রামবো স্টাইলে বেরিয়ে আসতে পারেন ।



২, কারও কাছ থেকে পার্সেল করে তন্তর মন্তর প্রকাশনীর " ঝাড় ফুক মন্তরের এক গিগা কালেকশান সাথে একটা ফাও " বইটা নিতে হবে। তারপর সেই বইয়ের " প্রান্জল ভাষায় বাংলার ইতিহাস ও পাতিহাসের বিকৃতি " এবং "আমাত্তে বেশি বুঝেন !? " অধ্যায় দুইটা ঠোটস্ত ,মুখস্ত ,কন্ঠস্ত ,ব্রেনস্থ করে নিতে হবে। তারপর তাদের শুভানুধ্যায়ীদের(!) দ্বারা এই ফুস মন্তর আম বাঙ্গালির মাথায় ছড়িয়ে দিতে হবে। হুজুগে বাঙ্গালি নিজেদের মাঝেই মারামারি কাটাকাটি করে তেনাদের জেল থেকে বের করে এনে ছাড়বে।



৩, "আমি পাথরে পুল পুটাবো, শুদু ভালবাসা দিয়ে

আমি সাগরের ঢেউ থামাবো, শুদু ভালবাসা দিয়ে।। "

এই গান থেকে তেনারা শিক্ষা নিয়ে জেলের রড, দেয়াল, চেয়ার-টেবিল ,তালা এদের সাথে অপার ভালবাসার(!) বন্ধনে নিজেদের জড়িয়ে ফেলতে পারেন। এক সময় এই ভালবাসার টানে তাদের বের করার জন্য জেলের রড নিজে নিজেই বেঁকে যাবে , তালা খুলে যাবে , দেয়াল নিজেকে ফুটো করে যুদ্ধাপরাধীদের বলবে "জান, এদিক দিয়ে পালাও, বাঙালি দেখবে না ,আর যাবার আগে একটু আমার সাথে ইয়ে মানে ওইযে বুঝো না ............ (আশিকি 3) "



৪, সবচেয়ে সহজ উপায় নিজেরা নিজেরা মরে ভূত হয়ে বেরিয়ে আসা । বাংলার মানুষ পাকিস্তানী ভূতেদের নিয়ে কখনও টকশো করেছে বা কোন পত্রিকায় কলাম বের করেছে এমন কোন নজির নাই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনি তো সিরিয়াস রসিক! :-B

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

পলাশের লাল রঙ বলেছেন: :) :) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.