![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েদের চুল বড় রাখা নিয়ে ছোট বেলায় আমার মনে বিশাল প্রশ্ন ঝুলত "চুল বড় রেখে কি লাভ মেয়েদের? "কোন উত্তর পাইনি তখন।
ক্লাশ এইটে পড়ার সময় আমার এক বান্ধবীকে হঠাৎ স্কাফ পড়ে ঘুরতে দেখি।আগে তার স্কাফ গলা পর্যন্ত সীমাবদ্ধ ছিল আর চুলগুলো গলা পাশে দিয়ে এলিয়ে দিয়ে সামনে রাখত। একটু অনুসন্ধান করে বের করলাম বেচারী চুল টুল কেটে মাথা ন্যাড়া করায় স্কাফ পড়ে বেড়াচ্ছে।
কিন্তু ব্যাপার ঘটল অন্য খানে স্কাফ পরায় তাকে হঠাৎ অপরূপ লাগতে শুরু করল। ক্লাশ করি কিন্তু চোখ চলে যায় ওর দিকে। এভাবে দিন যায় আমার ভাল লাগা বাড়তে থাকে।
তার খোলা চুলের স্মৃতি এক সময় মুছে যায়। কল্পণা করলে স্কাফ চোখে ভাসত।
কিন্তু ঘটনা ঘটল ক্লাশ নাইনের শেষের দিকে। একদিন হঠাৎ তাকে স্কাফ ছাড়া মাঝারি চুলে দেখতে পাই!
সব ভাল লাগা, অপরূপ ভাব স্কাফ বিহীন মাথায় চুল দেখার মাঝে তাল গোল পাকিয়ে গেল। সত্যি বলতে একদম ভাল লাগছিল না। খাটো খাটো চুলের কেমন যেন!ইচ্ছে করছিল যেয়ে বলি প্লিস স্কাফ পড়, ভাল লাগছে না। বলা হয় নি আর তারপর সে স্কাফ পড়েনি কোনদিন।
সেদিন উপলব্ধি করলাম চুলের মর্ম। চুল মানুষের একটি অলংকার। মানুষকে উপস্থাপন করে তার বেণী দিয়ে, খোপা দিয়ে অথবা খোলা বাতাসে উড়তে উড়তে। এখনও চুল নিয়ে আমার গবেষণা চলছে। একটা প্রেমের উপন্যাসে পড়েছিলাম প্রেমিক প্রেমিকাকে জড়িয়ে ধরার পর চুলের সু-ঘ্রাণ পায়!!! ব্যাপারটা লজিকালি ঠিক, নাক চুলের কাছে গেলে ঘ্রাণ পাবেই কিন্তু গ্রাণটা আসলে কেমন? কি হয় পেলে? ব্যাপারগুলো এখনও অজানা। বের করতে হবে।
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬
পলাশের লাল রঙ বলেছেন: ধন্যযোগ
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
হেডস্যার বলেছেন:
ভাইরে, চুলের ঘ্রানের নামে যা পাই তা হইলো শ্যাম্পুর ঘ্রান।
যাই হোক, লেখা ভালো লাগ্লো। অজানা ব্যাপারগুলা বাহির করাও পর জানাবেন।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯
পলাশের লাল রঙ বলেছেন: লজিক মানুষ বলেছেন: একদিন কোন মেয়ের চুল নাকের কাছে নিয়ে শুখে দেখেন, ২/৩ মিনিটের জন্যে....। অদ্ভুৎ একটা ফিলিংস পাবেন। তার পর বুঝতে পারবেন কেন তারা চুল এত লম্বা রাখতে চায়।
এই ব্যাপারটাই আছে কিনা বের করতে হবে ।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: পোস্টে ভাল লাগা জানালাম
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:১১
পলাশের লাল রঙ বলেছেন: ধন্যযোগ
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮
েফরারী এই মনটা আমার বলেছেন: Click This Link
আসমান-জমীনে সবাই বলে
আজকে সবচেয়ে খুশির(ঈদের) দিন ,
এই ধরাতে তাশরীফ এনেছেন
যিনি রহ্মাতুল্লিল আ'লামিন ।।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:১১
পলাশের লাল রঙ বলেছেন:
৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬
হারানোপ্রেম বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো
৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
ঘাষফুল বলেছেন: ভালো লেগেছে..আরো ডিটেইল লিখতে পারতেন...হুট করে শেষ করলেন কেন.....
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:১২
পলাশের লাল রঙ বলেছেন: আজ এটুকুই....
৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
লজিক মানুষ বলেছেন: একদিন কোন মেয়ের চুল নাকের কাছে নিয়ে শুখে দেখেন, ২/৩ মিনিটের জন্যে....। অদ্ভুৎ একটা ফিলিংস পাবেন। তার পর বুঝতে পারবেন কেন তারা চুল এত লম্বা রাখতে চায়।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫
পলাশের লাল রঙ বলেছেন: সেইটাই উত্তর পাবার পর পোষ্ট পাবেন ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮
তাহমিদ রহমান বলেছেন: সুন্দর লিখেছেন