![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় মনে পড়ে
আমার তোমায় মনে পড়ে
এই রদ্রু যখন ওঠে
তোমায় মনে পড়ে
যখন নীল রঙা কোন বাড়ির দিকে চাই
তোমায় মনে পড়ে
খাতায় আঁকা দিনগুলো দেখে
তোমায় মনে পড়ে
হাতের ফোনটা বাজে সে টোন টা
আর তোমায় মনে পড়ে
পাখির ডাক বা আকাশের চাঁদ
তোমায় মনে পড়ে
ফেলে আসা জামা জুতোয়
তোমায় মনে পড়ে
ফোনের ভাইব্রেশনে
তোমায় মনে পড়ে
জেদে ভরা কোন হাসি দেখলে
তোমায় মনে পড়ে
কোন মেয়ের নিচের ঠোটে তিল থাকলে
তোমায় মনে পড়ে
নাটক,সিনেমা,গল্প, কবিতা
তোমায় মনে পড়ে
তোমার বাড়ির রাস্তায়
তোমায় মনে পড়ে
তোমার প্রিয় গানগুলোতে
তোমায় মনে পড়ে
আমার গাঁথা স্বপ্নগুলোয়
তোমায় মনে পড়ে
দশটা বাজতে দেখলেই আমার
তোমায় মনে পড়ে
ক্ষিদে পাওয়ার সময়েও দেখো
তোমায় মনে পড়ে
বুকের মাঝে হাত দিলেই তোমায় মনে পড়ে
লাল রঙা কোন সালোয়ার কামিজ
তোমায় মনে পড়ে
শুধু তোমায় দেখলে আর
তোমায় মনে পড়ে না
অসীম দূরের কোন দমকা বাতাসে
আমি চলে যাই
চলে যাই কষ্টের দেশে
চোখ ভিজে আসে
বুকে আর্তনাদ
অশ্রু থামে শেষ রাতে
ওহা
ভেজা গাল
নির্ঘুম পুরো রাত
কষ্টের হা হুতাস
তবু
তোমায় মনে পড়ে।
©somewhere in net ltd.